নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা জানো,\nসিন্ধুর গভীরে ছোট বিন্দু আমি,\nআজই আমার মাঝে,\nপ্রাণের সঞ্চার অনুভব করছি.....\nহৃদপিন্ডটা স্পন্দিত হচ্ছে,\nআমি স্পষ্ট শুনতে পাচ্ছি।

সনজিত

এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।

সনজিত › বিস্তারিত পোস্টঃ

জোনাকির আলো রহস্য

১০ ই জুন, ২০১৪ সকাল ১০:০৫

ঘুটঘুটে অন্ধকারে হাজার হাজার জোনাকি মিটমিট করে আলো দিচ্ছে এমন দৃশ্য অতীতে গ্রাম বাংলায় প্রায়ই দেখা যেত। কিন্তু আপনি কি জানেন, জোনাকির এই আলোর জ্বলা-নেভার মাঝে রয়েছে বিশেষ একটি সংকেত? এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রধানত গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় বাস করে জোনাকি পোকা। জোনাকির উদরে দুই ধরনের রাসায়নিক পদার্থের বিক্রিয়ার ফলে সৃষ্টি হয় এ আলোকদ্যুতির। কিন্তু কিভাবে জোনাকি পোকারা এ আলো জ্বালায় ও বন্ধ করে, বিষয়টি এখনো জানা যায়নি। তবে জানা গেছে, বিপরীত লিঙ্গকে আকর্ষণ করতেই তারা এ কাণ্ড করে।

জোনাকির আলো জ্বালানো নেভানোর বিষয়টি যদি লক্ষ করেন তাহলে দেখতে পাবেন প্রত্যেক জোনাকির আলো জ্বলা-নেভার ভিন্ন ভিন্ন সময় রয়েছে। আর এ জ্বলা-নেভার ভিন্নতা সৃষ্টি হয় তাদের প্রজাতিগত ভিন্নতা থেকে।

পুরুষ জোনাকিরা স্ত্রী জোনাকিকে আকর্ষণ করার জন্য অন্ধকারে ঝোপ-জঙ্গলে তাদের আলো জ্বলা-নেভা করে। এ সময় কোনো স্ত্রী জোনাকি সেই আলো দেখে আকর্ষিত হয় এবং পাল্টা আলো জ্বলা-নেভা করে তার উত্তর দেয়। এভাবে স্বাভাবিক কার্যক্রম চললেও মাঝে মাঝে এ আলো তাদের জন্য ফাঁদ হয়ে ধরা দেয়। কারণ অনেক জোনাকি আবার এ আলো দেখে আকর্ষিত হয়ে গিয়ে দেখে, ডেটিংয়ের বদলে সেখানে অপেক্ষা করছে মৃত্যু। অনেক জোনাকি তাদের উদরপূর্তির জন্যও এ কৌশল কাজে লাগায়।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৭

নিজাম বলেছেন: ধন্যবাদ।

১০ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৮

সনজিত বলেছেন: ধন্যবাদ।

২| ১০ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৫

মিনুল বলেছেন: তথ্য বাতায়ন। ভালো লাগলো।

১০ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩০

সনজিত বলেছেন: ধন্যবাদ।

৩| ১০ ই জুন, ২০১৪ দুপুর ১:০৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

১০ ই জুন, ২০১৪ দুপুর ১:৩৬

সনজিত বলেছেন: আপনাকেউ ধন্যবাদ জনাব

৪| ১০ ই জুন, ২০১৪ দুপুর ১:২৪

সোহানী বলেছেন: আমার খুবই পছন্দ জোনাকি......... ধর্ন্যবাদ..

১০ ই জুন, ২০১৪ দুপুর ১:৩৭

সনজিত বলেছেন: যাক অনেক ভাল লাগলো..........শতত শুভ কামনা আপনার জন্য।

৫| ১০ ই জুন, ২০১৪ দুপুর ২:৪১

ডি মুন বলেছেন: জোনাকি নিয়ে আরো বিস্তারিত লেখা আশা করছি পরবর্তীতে

লেখায় ভালোলাগা রইলো

ধন্যবাদ

১০ ই জুন, ২০১৪ রাত ১০:০৩

সনজিত বলেছেন: মুন ভাই ভাললাগার জন্য ধন্যবাদ.........

৬| ১০ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪০

সোজা কথা বলেছেন: বাহ্। সুন্দর তথ্য।

১০ ই জুন, ২০১৪ রাত ১০:০৪

সনজিত বলেছেন: ধন্যবাদ জনাব

৭| ১০ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪০

সোজা কথা বলেছেন: বাহ্। সুন্দর তথ্য।

১০ ই জুন, ২০১৪ রাত ১০:০৬

সনজিত বলেছেন: ধন্যবাদ জনাব

৮| ১০ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪২

স্বপ্নছোঁয়া বলেছেন: এই তথ্য অজানা ছিল ভালো লাগলো। :)

১০ ই জুন, ২০১৪ রাত ১০:০৬

সনজিত বলেছেন: ধন্যবাদ ও ওহে লেখক না লিখিকা............আমি জানি না.

৯| ১০ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

সুমন কর বলেছেন: অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ।

১০ ই জুন, ২০১৪ রাত ১০:০৭

সনজিত বলেছেন: ধন্যবাদ জনাব

১০| ১০ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

সেলিম আনোয়ার বলেছেন: ও এই জন্য তাহলে জোনকীর আলো। :)

১০ ই জুন, ২০১৪ রাত ১০:০৮

সনজিত বলেছেন: হ্যাঁ এই জন্য জোনকীর আলো।

১১| ১০ ই জুন, ২০১৪ রাত ১০:১৬

ডি মুন বলেছেন: শুধু ধন্যবাদ নিয়ে সন্তষ্ট হবো না। পরবর্তীতে জোনাকি নিয়ে আরো লেখা চাই, আপনার এই লেখা পড়ে আহসান হাবিবের 'জোনাকিরা' কবিতাটা মনে পড়লো ,



জোনাকিরা -আহসান হাবীব


তারা- একটি দুটি তিনটি করে এলো
তখন- বৃষ্টি-ভেজা শীতের হাওয়া
বইছে এলোমেলো,
তারা- একটি দু’টি তিনটি করে এলো।
থই থই থই অন্ধকারে
ঝাউয়ের শাখা দোলে
সেই- অন্ধকারে শন শন শন
আওয়াজ শুধু তোলে।
ভয়েতে বুক চেপে
ঝাউয়ের শাখা , পাখির পাখাউঠছে কেঁপে কেঁপে ।
তখন- একটি দু’টি তিনটি করে এসে
এক শো দু শো তিন শো করে
ঝাঁক বেঁধে যায় শেষে
তারা- বললে ও ভাই, ঝাউয়ের শাখা,
বললে, ও ভাই পাখি,
অন্ধকারে ভয় পেয়েছো নাকি ?
যখন- বললে, তখন পাতার ফাঁকে
কী যেন চমকালো।
অবাক অবাক চোখের চাওয়ায়
একটুখানি আলো।
যখন- ছড়িয়ে গেলো ডালপালাতে
সবাই দলে দলে
তখন- ঝাউয়ের শাখায়- পাখির পাখায়
হীরে-মানিক জ্বলে।
যখন- হীরে-মানিক জ্বলে
তখন- থমকে দাঁড়াঁয় শীতের হাওয়া
চমকে গিয়ে বলে-
খুশি খুশি মুখটি নিয়ে
তোমরা এলে কারা?
তোমরা কি ভাই নীল আকাশের তারা ?
আলোর পাখি নাম জোনাকি
জাগি রাতের বেলা,
নিজকে জ্বেলে এই আমাদের
ভালোবাসার খেলা।
তারা নইকো- নইকো তারা
নই আকাশের চাঁদ
ছোট বুকে আছে শুধুই
ভালোবাসার সাধ।

১১ ই জুন, ২০১৪ সকাল ৮:৫৯

সনজিত বলেছেন: অবশ্যই লিখবো মুন ভাই...........দোয়া করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.