![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভেজা ঘাস মাড়িয়ে ছুটে চলি স্বপ্নের দেশে হঠাৎ কালো মেঘ এসে যে যায় আকাশে এমনি করে স্বপ্ন আমার হারিয়ে যায় বৃষ্টিতে ভাঙা স্বপনের সুর দিয়ে আসে এই আমাতে পুবাআকাশে আবির মেখে স্বপ্ন দেখব আমি ...ভোরের স্বপ্ন সত্যি হবে একথা আমি জানি শেষ ভোরে তাই ঘুমিয়ে পরি হব বলে স্বপ্নঘুরি।
এক মুঠো জীবনে
এক চিলতে চাওয়া!
রোদেলা আকাশে রোদ্দুর পাওয়া।
এক মুঠো দুঃখে
এক চিলতে কান্না!
মেঘলা আকাশে বৃষ্টির ঝর্ণা।
এক মুঠো সুখে
এক চিলতে হাসি!
মেঘলা আকাশ
আমি রোদ্দুর ভালবাসি।
*********************************************
ইচ্ছে করে দূর আকাশে উড়ে বেড়াই.
মেঘে মেঘ দৌড়ে পালাই!
সাত রঙ্গের রং ধনু আঁকাই.
ইচ্ছের আকাশ ইচ্ছে মতো রাঙ্গাই!
মেঘে মেঘে বজ্র গঠাই!
ইচ্ছে মতো বৃষ্টি নামাই!!
ইচ্ছে করে পৃথিবীটা নতুন করে সাজাই।
তাইতো সব ইচ্ছে গুলো
আকাশটাকে জানাই!!!
একটা বৃষ্টির গানঃ-
বৃষ্টি নেমেছে রিমঝিমরিম সুরের লহরী
নিঝুম রাতে
বৃষ্টি নেমেছে কত স্মৃতি বুকে নিয়ে
উদাস করেছে এই রাত
বৃষ্টি নেমেছে মনে পড়ে যায় আমার গাঁ
বৃষ্টি নেমেছে ঐ মাটির ভালোবাসায়
বার বার শুধু ডাকে
ফিরে আয় আয় আয়
স্মৃতির দুয়ার খুলে আমি
পায়ে চলেছি মেঠো পথে
কাশবন আর ঐ নদীর বাঁকে
আমি সুর করি
ঐ মাছরাঙা পাখির রঙে
আমি গান ধরি
ঐ শিস দেয়া পাখির ডাকে
স্মৃতির দুয়ার খুলে আমি
শুয়ে আছি কোন বটতলে
নিঝুম আকাশে তারার হাসি
আমি সুর করি
ঐ নিঝুম রাতের কোলে
আমি গান ধরি
ঐ জেগে থাকা তারার ভাষায়
বৃষ্টি নেমেছে রিমঝিমরিম সুরের লহরী
নিঝুম রাতে
বৃষ্টি নেমেছে কত স্মৃতি বুকে নিয়ে
উদাস করেছে এই রাত
বৃষ্টি নেমেছে...
বিশেষ ধন্যবাদেঃ- রাজসোহান ভাই
০১ লা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৪৬
জয় রাজ খান বলেছেন: থেঙ্কু বৃষ্টিধারা!!
সব কিছু আগেই ঠিক করা ছিল।
সুধু বৃষ্টির অপেক্ষা.......... :#>
২| ০১ লা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৪৯
সায়েম মুন বলেছেন: পোষ্টে বৃষ্টি নেমে গেল তো
নাইস জব!
০১ লা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৫৩
জয় রাজ খান বলেছেন: হেহে পোষ্ট ভিজা গেছে বৃষ্টিতে!!
আরে কবিতাকি ভাল হয় নাই কেউ দেখি ভাল লাগলো দেয় না!
৩| ০১ লা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৫৬
আল-মামুন-কৌশিক বলেছেন: গুড জব!
০১ লা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৫৮
জয় রাজ খান বলেছেন: থেঙ্কু!!কৌশিক ভাই
৪| ০১ লা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৫৭
স্বপ্নসারথী বলেছেন: ....চমৎকার!!
"ইচ্ছে করে পৃথিবীটা নতুন করে সাজাই।
তাইতো সব ইচ্ছে গুলো
আকাশটাকে জানাই!!!" ভালো লাগলো খুব... আমার এখানে সকাল থেকে মেঘ করে আছে... কিন্তু বৃষ্টি হচ্ছে না
০১ লা এপ্রিল, ২০১১ রাত ৮:০১
জয় রাজ খান বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ।
বৃষ্টি তো এখানেও হোচ্ছে না পোষ্টেই বৃষ্টি হচ্ছে সুধু!!!
৫| ০১ লা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৫৮
স্বপ্নসারথী বলেছেন: প্লাস দিলাম ভাইয়া... এবার খুশী...??
০১ লা এপ্রিল, ২০১১ রাত ৮:০৩
জয় রাজ খান বলেছেন: হেহে অনেক খুশি!!! ধন্যবাদ আপু।
৬| ০১ লা এপ্রিল, ২০১১ রাত ৮:০৫
laabony বলেছেন: বাহ্!! দারণ তো!!! খুব ভালো লাগলো...........
০১ লা এপ্রিল, ২০১১ রাত ৮:০৯
জয় রাজ খান বলেছেন: ধন্যবাদ আপু
ভাল লাগলে!! ভাল লাগলো দিয়া যান
৭| ০১ লা এপ্রিল, ২০১১ রাত ৮:০৬
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: চিলতে হাসি!
মেঘলা
০১ লা এপ্রিল, ২০১১ রাত ৮:১১
জয় রাজ খান বলেছেন: আপনার নিকটা অনেক সুন্দর!! কবিতার সাথে মিলে গেছে
৮| ০১ লা এপ্রিল, ২০১১ রাত ৮:০৮
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন:
টুকরো টুকরো কবিতাগুলো চমৎকার! "আমি রোদ্দুর ভালোবাসি"
০১ লা এপ্রিল, ২০১১ রাত ৮:১৭
জয় রাজ খান বলেছেন: অনেক সুন্দর ছবি!!! গুগুলে খুঁইজাও একটা ভাল ছবি পাই না
"আমিও রোদ্দুর ভালোবাসি"
৯| ০১ লা এপ্রিল, ২০১১ রাত ৮:০৯
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আমার প্রথম দুটা মন্তব্য মুছে দিয়েন, ভুলে চলে গেছে
০১ লা এপ্রিল, ২০১১ রাত ৮:১৩
জয় রাজ খান বলেছেন: একটা মুছে দিলাম। আরেকটা থাক ঐটায় জবাব দিয়ে ফেলেছি :!>
১০| ০১ লা এপ্রিল, ২০১১ রাত ৮:১২
laabony বলেছেন: এই দেখুন..২ থেকে ৩ হলো....দিয়া গেলাম..
০১ লা এপ্রিল, ২০১১ রাত ৮:২০
জয় রাজ খান বলেছেন: হেহে দেখলাম ধন্যবাদ আপু
ভাল থাকুন।
১১| ০১ লা এপ্রিল, ২০১১ রাত ৮:১৬
ফাইরুজ বলেছেন: চমত্কার লাগলো ছবি গুলো ।
০১ লা এপ্রিল, ২০১১ রাত ৮:২২
জয় রাজ খান বলেছেন: সুধু ছবি!! কবিতা ভাল লাগেনি আপু??
১২| ০১ লা এপ্রিল, ২০১১ রাত ৮:২১
শায়মা বলেছেন: বাহ!!!
০১ লা এপ্রিল, ২০১১ রাত ৮:২৪
জয় রাজ খান বলেছেন:
১৩| ০১ লা এপ্রিল, ২০১১ রাত ৮:২৩
সাকিন উল আলম ইভান বলেছেন:
০১ লা এপ্রিল, ২০১১ রাত ৮:২৫
জয় রাজ খান বলেছেন: কিতা অইলো মাম্মা!! চোখ টিপ দেও কেন??
১৪| ০১ লা এপ্রিল, ২০১১ রাত ৮:২৫
সরলতা বলেছেন: অসাধারণ ছবি জয় ভাইয়া! উদাস হয়ে গেলাম। বৃষ্টি আমার অতি প্রিয় জিনিস।
০১ লা এপ্রিল, ২০১১ রাত ৮:৩০
জয় রাজ খান বলেছেন: ধন্যবাদ আপু।
বৃষ্টি আমারো অনেক প্রিয়!!!
১৫| ০১ লা এপ্রিল, ২০১১ রাত ৮:৪৬
আধাঁরি অপ্সরা বলেছেন: আমারে বলিশ নাই!
মাইন্ড খাইলাম!!ভাবছি ফার্স্ট কমেন্ট করুম!!
এখন দেখি ২৭!!
প্রথম কবিতা বেশি ভাললাগছে!!পিকগুলা খুব খুব সুন্দর!!
০১ লা এপ্রিল, ২০১১ রাত ৮:৫৮
জয় রাজ খান বলেছেন: দুঃখিত আপু ভাবছিলাম রেডি করতে পারুম না
পরে দেখি কম সময়ে পোষ্ট লিখা হয়ে গেছে
তাই পোষ্ট করে দিলাম
তুমিতো ফেবুতে অনলাইন নাই থাকলে তুমারেই ফাস্ট জানাইতাম
লক্ষী আপু রাগ করিস না পরের পোষ্টে তোর কমেন্ট ফাস্টে নিমু যা। :#>
১৬| ০১ লা এপ্রিল, ২০১১ রাত ৮:৪৯
রাজসোহান বলেছেন: সেইরকম ছবি গান পোস্ট! পুরাই ভিজে গেলাম
০১ লা এপ্রিল, ২০১১ রাত ৯:০৯
জয় রাজ খান বলেছেন: থেঙ্কু রাঝাঝ ব্রাদার!!
তোয়ালি দিয়া গা মুইছালান নাইলে ঠান্ডা লাইগা যাইবো
১৭| ০১ লা এপ্রিল, ২০১১ রাত ৮:৫৪
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আমার কাছে একটা খুব সুন্দর বৃষ্টি ঝরার ছবি আছে, একটা মেয়ে ছাতি মাথায় বসে আছে আর তুমুল বৃষ্টি ঝরেই যাচ্ছে। ছবিটা দিতে চেয়েছিলাম এখানে, কিন্তু দিতে পারছি না
০১ লা এপ্রিল, ২০১১ রাত ৯:০৬
জয় রাজ খান বলেছেন: আহা! ওটা কোথাও আপলোড করে লিঙ্ক দেন। তাহলে ছবিটা দেখতে পাবো
১৮| ০১ লা এপ্রিল, ২০১১ রাত ১১:০২
সাকিন উল আলম ইভান বলেছেন: কার লাইজ্ঞা লেখসো কইয়া দিমু নাকি সবাইরে.............
০২ রা এপ্রিল, ২০১১ বিকাল ৫:৩০
জয় রাজ খান বলেছেন: হেহে আমি বরুনার জন্য লিখছি!!!
১৯| ০১ লা এপ্রিল, ২০১১ রাত ১১:০৩
শূণ্য উপত্যকা বলেছেন: ছবি আর লেখা মিলে মনে হচ্ছে ব্লগেই বৃষ্টি নেমেছে।
০১ লা এপ্রিল, ২০১১ রাত ১১:২৯
জয় রাজ খান বলেছেন: ট্রাই করছিলাম মনে হয় পুরাপুরি সফল হইনি!!!
২০| ০১ লা এপ্রিল, ২০১১ রাত ১১:১৪
অচেনা রাজ্যের রাজা বলেছেন: কি জয় ভাই কাইল দিবেন কইয়া আইজ দিয়া দিলেন???
কবিতা আসাধারন হইছে ভাই, চালাইয়া যান।
শুভকামনা রইল।
০১ লা এপ্রিল, ২০১১ রাত ১১:২৪
জয় রাজ খান বলেছেন: হেহে ভাই কাইল দিমু কইছিলাম!! তয় পোষ্ট দেহি তাড়াতাড়ি লিখালাইলাম তাই পোষ্ট কইরা দিলাম।
কবিতা ভাল্লাগছে জাইনা খুশি হইলাম
২১| ০১ লা এপ্রিল, ২০১১ রাত ১১:২৫
সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: তারপর বৃষ্টি নামে...
খুব ভাল হয়েছে রে ভাইয়া
০২ রা এপ্রিল, ২০১১ রাত ১২:২২
জয় রাজ খান বলেছেন: আপু তুই এসেছিস দেখে অনেক ভাল লাগলো
হুম! তারপর যেন বৃষ্টি নামে...........
২২| ০১ লা এপ্রিল, ২০১১ রাত ১১:৩৬
সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: ছবি এড করাতে আরো বেশি ভাল লাগছে...
০২ রা এপ্রিল, ২০১১ রাত ১২:৩৬
জয় রাজ খান বলেছেন: তাই আপু!! খুব ভাল লাগলো ভাল লেগেছে জেনে.........
ভাল থাক আপুনি শুভরাত্রি।
২৩| ০২ রা এপ্রিল, ২০১১ রাত ১২:১০
মহাবিশ্ব বলেছেন:
বৃষ্টি থাকুক দুঃখ জুড়ে, বৃষ্টি নামাক সুখ
বৃষ্টিভেজা টুকরো সময় থাকুক ছুঁয়ে মুখ
চমৎকার জয়। খুব ভালো লাগলো।
শুভরাত্রি।
০২ রা এপ্রিল, ২০১১ বিকাল ৫:৩৪
জয় রাজ খান বলেছেন: ধন্যবাদ বিশ্বদা!!! ব্যস্ত সময় থেকে কিছু সময় নষ্ট করে দেখার জন্য। খুব ভাল থাকুন।
২৪| ০২ রা এপ্রিল, ২০১১ রাত ১২:৪৪
ত্রিনিত্রি বলেছেন: এম্নিতেই উদাস ছিলা্ম, এখন স্বাপ্নিক হয়ে গেলাম!
অসাধারন লিখতে মনে হয় হাজার খানিক অ লাগবে!
০২ রা এপ্রিল, ২০১১ বিকাল ৫:৩৬
জয় রাজ খান বলেছেন: আহা ভাই! কি কইলেন!!!...
আপনারেও হাজার খানেক ধন্যবাদ।
২৫| ০২ রা এপ্রিল, ২০১১ রাত ১২:৫৫
বৃষ্টি তোমাকে দিলাম বলেছেন:
বৃষ্টি নিয়ে অসাধারণ এক সৃষ্টি !
শুধুই মুগ্ধ হয়ে যাওয়া !
ধন্যবাদ ত্রিনিত্রি।
০২ রা এপ্রিল, ২০১১ বিকাল ৫:৩৯
জয় রাজ খান বলেছেন: আমি প্রথমে কেমেন্টা পইড়া বুঝি নাই!!
যাকগে ত্রিনিত্রির সাথে আপনারেও হাজার খানেক ধন্যবাদ।
২৬| ০২ রা এপ্রিল, ২০১১ রাত ১২:৫৯
পটল বলেছেন: হ্যালু জয় রাজ
জুটিল হৈছে রে!
এটু ভালু এক্টা ফুসট দেয়ার ল্যাইগ্যা টুমারে
০২ রা এপ্রিল, ২০১১ বিকাল ৫:৪১
জয় রাজ খান বলেছেন: হেহে থ্যাঙ্কু পটল ভাই!!!
২৭| ০২ রা এপ্রিল, ২০১১ রাত ১:০১
বৃষ্টি তোমাকে দিলাম বলেছেন:
সংশোধনঃ শেষ লাইনটি সম্পূর্ণ আসেনি।
....ধন্যবাদ ত্রিনিত্রি। আপনার মন্তব্যটিই সঠিক। অসাধারন লিখতে মনে হয় হাজার খানিক অ লাগবে!
০২ রা এপ্রিল, ২০১১ বিকাল ৫:৫১
জয় রাজ খান বলেছেন: হুম! বুঝলাম।
২৮| ০২ রা এপ্রিল, ২০১১ ভোর ৪:১১
শোশমিতা বলেছেন: ইচ্ছে করে পৃথিবীটা নতুন করে সাজাই।
তাইতো সব ইচ্ছে গুলো
আকাশটাকে জানাই!!!
ছবির সাথে কবিতার কথাগুলো মানিয়েছে
অনেক সুন্দর !!
ভালো লাগলো ।
০২ রা এপ্রিল, ২০১১ বিকাল ৫:৫৩
জয় রাজ খান বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগলো।
অনেক ধন্যবাদ।
২৯| ০২ রা এপ্রিল, ২০১১ ভোর ৪:২৬
চাঙ্কু বলেছেন: ফডুডি ভালা আছে । তবে উদাস করে দেয় !!! আফসুস
০২ রা এপ্রিল, ২০১১ বিকাল ৫:৫৫
জয় রাজ খান বলেছেন: জী ভাই বড়ই আফসুস বিষ্টি খালি উদাস করে দেয়!!!
৩০| ০২ রা এপ্রিল, ২০১১ সকাল ৮:২২
আরিফ রুবেল বলেছেন: ফডুক দেইখা মন উদাস হইয়া গেল। ব্যাপক জুস পোস্ট হইছে ভাই
০২ রা এপ্রিল, ২০১১ বিকাল ৫:৫৬
জয় রাজ খান বলেছেন: থেঙ্কু রুবেল ভাই!!
৩১| ০২ রা এপ্রিল, ২০১১ বিকাল ৩:০১
আন্না০০৭ বলেছেন: বৃষ্টিস্নাত পোস্ট অসাধারন লাগলো বৃষ্টি আমার বড্ড বেশি প্রিয় ইচ্ছে হলেই যদি বৃষ্টি নামানো যেত!!!!
০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:০১
জয় রাজ খান বলেছেন: বৃষ্টি আমারো অনেক প্রিয়!! বৃষ্টি হলেই খালি ভিজতে ইচ্ছে করে।
পোষ্টা দেয়ার পর দেখি বৃষ্টি হচছে না এখন ইচ্ছে করছে বৃষ্টি নামাই..............
ছবিটা অনেক সুন্দর থেঙ্কু আন্নাপু!!
৩২| ০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:২৫
সায়েম মুন বলেছেন: ভুলে গেছিলাম
এবার বাটনে ক্লিক মারছি
০৩ রা এপ্রিল, ২০১১ রাত ১২:২১
জয় রাজ খান বলেছেন: হেহে থেঙ্কু সায়েম ভাই
৩৩| ০২ রা এপ্রিল, ২০১১ রাত ১১:১৪
মুনসী১৬১২ বলেছেন: এসো না বৃষ্টি নামাই--
আপনারে বাদলো তিনের প্রথম কদম ফুলের শুভেচ্ছা
০৩ রা এপ্রিল, ২০১১ রাত ১২:২৩
জয় রাজ খান বলেছেন: শুভেচ্ছা নিলুম আপনারে বৃষ্টির শুভেচ্ছা!!!
৩৪| ০২ রা এপ্রিল, ২০১১ রাত ১১:৪১
ভুত. বলেছেন: কবিতাটা খুব ভাল লাগল সাথে ছবিগুলোও। বিশেষ করে রংধনুর ছবিটা
০৩ রা এপ্রিল, ২০১১ রাত ১২:২৫
জয় রাজ খান বলেছেন: ভাল লাগার জন্য থেঙ্কু!!
আমার কাছে ভুতের ফটুক আছে!!!
৩৫| ০৩ রা এপ্রিল, ২০১১ রাত ১২:৩৪
খুশবু বলেছেন: আজকে বৃষ্টি না হইলে কি হত। ভিজে পুরা কাক ।আর এখন এই পোষ্ট পড়ে মনে হচ্ছে জ্বর চলে আসবে ।
০৩ রা এপ্রিল, ২০১১ রাত ১২:৪৬
জয় রাজ খান বলেছেন: আজকে বৃষ্টিটা অনেক উপভোগ করেছি!!
জুম বৃষ্টি যাকে বলে!!!....
হা হা সেকি কথা পোষ্ট পড়ে জ্বর!!
যাই হোক আপনার জন্য শুভকামনা যেন জ্বর না আসে।
৩৬| ০৩ রা এপ্রিল, ২০১১ রাত ১২:৪৭
সুপান্থ সুরাহী বলেছেন: ছবিতা এবং কবিতা সব মিলিয়ে চমৎকার...
কেমন আছনে...
০৩ রা এপ্রিল, ২০১১ রাত ১২:৫৩
জয় রাজ খান বলেছেন: ধন্যবাদ কবি!!
কেমন আছনে... এই লেখায় কি জিজ্ঞেস করলেন ঠিক বুঝলাম না!! কেমন আছি যানতে চাইলেন?? তা হলে বলবো ভাল আছি
আপনি কেমন আছেন কবি??
৩৭| ০৩ রা এপ্রিল, ২০১১ রাত ১:০২
সুপান্থ সুরাহী বলেছেন:
কেমনাছেন? বলতে চাইছিলাম...
প্রিন্টিং মিস হল...
ধন্যবাদ বুঝে নেয়ায়...
০৩ রা এপ্রিল, ২০১১ রাত ১:২১
জয় রাজ খান বলেছেন: আপনাকে ধন্যবাদ জিজ্ঞেস করার জন্য। :#>
কিন্তু আপনি কেমন আছেন বললেন না যে??
৩৮| ০৩ রা এপ্রিল, ২০১১ রাত ১:৪০
সুপান্থ সুরাহী বলেছেন: ওহ তাই!
আমিও ভাল আমার ভেতর...
ধন্যবাদ...
০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫১
জয় রাজ খান বলেছেন: জবাব দেয়ার জন্য ধন্যবাদ।
সব সময় ভাল থাকুন শুভকামনা।
৩৯| ০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ২:০৪
আধাঁরি অপ্সরা বলেছেন:
আইচ্ছা যা!মাফ দিলাম!
ফার্সটে কমেন্ট না দিতে পারলেও লাস্ট কমেন্ত টা আমার হবে!!!!!
০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ২:২৬
জয় রাজ খান বলেছেন: তুই মুহান!!!
আর কবে পোষ্ট দেই!! এইডাই মুনে অয় লাস্ট কমেন্ট...
৪০| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১:৪৯
সোহরাব সুমন বলেছেন: এত চমৎকার বর্ষার কবিতার সঙ্গে এত সুন্দর ছবি দেখে মন ভালো হয়ে গেলো !!!!!!!!!!!!!!!!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
০৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:১০
জয় রাজ খান বলেছেন: ধন্যবাদ।
প্লাস তো দেন নাই!!
৪১| ০৫ ই এপ্রিল, ২০১১ রাত ২:৫৬
নীরব 009 বলেছেন: বাহ, আপনার আর আমার পোস্টটা কিভাবে মিলে গেল!
ছবি আর নাগরিক কবিতা
দুটোই সুন্দর, কবিতা আর ছবি।
০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৫০
জয় রাজ খান বলেছেন: হুম দেখেছি আসলেই মিলে গেছে!!
৪২| ০৫ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:২২
এম, এস, হাসনাত বলেছেন: দারূন তো!!!! অসাধারন স্টাইল!!!
এক মুঠো সুখে
এক চিলতে হাসি!
মেঘলা আকাশ
আমি রোদ্দুর ভালবাসি।
আমিও.......
০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৫৬
জয় রাজ খান বলেছেন: হুম! আমিও....
৪৩| ০৬ ই এপ্রিল, ২০১১ রাত ১২:১২
মাহী ফ্লোরা বলেছেন: e e e amar cmnt koi iiiii amr cmnt koi! kail na cmnt krlam eee(chikkur paira kandoner emo)
০৬ ই এপ্রিল, ২০১১ রাত ১২:১৭
জয় রাজ খান বলেছেন: কাইল কমেন্ট করছ নাই!!
তোরে মাইনাচ!!!
৪৪| ০৬ ই এপ্রিল, ২০১১ রাত ১২:১৪
মাহী ফ্লোরা বলেছেন:
০৬ ই এপ্রিল, ২০১১ রাত ১২:১৮
জয় রাজ খান বলেছেন: :-<
৪৫| ০৬ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:১৭
পাহাড়ের কান্না বলেছেন: চমৎকার লাগলো।
০৬ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৩২
জয় রাজ খান বলেছেন: থেঙ্কু পাকা ভাই
৪৬| ০৭ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৩৪
মোঃ জুলকার নাঈন বলেছেন: চমৎকার ব্যতিক্রমী কিছু গুচ্ছ কবিতা পেলাম--
হৃদয় হরণ করা।
০৭ ই এপ্রিল, ২০১১ রাত ১:২৯
জয় রাজ খান বলেছেন: তাই নাকি!!
আপনার মন্তব্য পেয়ে উৎসাহ পেলাম।
ধন্যবাদ। শুভরাত্রি...
৪৭| ০৭ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:৪০
লেখোয়াড় বলেছেন: আমি খুঁজে চলেছি, পেলাম আর একটা।
ধন্যবাদে রাজসোহান ভাই লিখেছেন কেন বুঝলাম না।
০৭ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৫৯
জয় রাজ খান বলেছেন: কি পাইলেন ভাই??
ওহে বুঝবেন না লেখোয়াড় ভাই টপ সিকরেট!!
৪৮| ০৮ ই এপ্রিল, ২০১১ রাত ১:০১
চশমখোর বলেছেন: ইচ্ছে করে পৃথিবীটা নতুন করে সাজাই।
তাইতো সব ইচ্ছে গুলো
আকাশটাকে জানাই!!!
অনেক বেশি সুন্দর হইছে। গ্রেট!! গ্রেট!! লিখতে থাকুন। লেখা ছাড়বেন না কখনো।
০৮ ই এপ্রিল, ২০১১ রাত ১:০৮
জয় রাজ খান বলেছেন: ধন্যবাদ চশমখোর ভাই!!
চেষ্টা করবো! উৎসাহ পেয়ে ভাল লাগলো।
ভাল থাকুন শুভরাত্রি।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৪১
বৃষ্টিধারা বলেছেন: খুব সুন্দর কবিতা ।

নাম টা আগেই ঠিক করছিস,তাই কবিতার জন্য অপেক্ষা করছিলাম ।