![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভেজা ঘাস মাড়িয়ে ছুটে চলি স্বপ্নের দেশে হঠাৎ কালো মেঘ এসে যে যায় আকাশে এমনি করে স্বপ্ন আমার হারিয়ে যায় বৃষ্টিতে ভাঙা স্বপনের সুর দিয়ে আসে এই আমাতে পুবাআকাশে আবির মেখে স্বপ্ন দেখব আমি ...ভোরের স্বপ্ন সত্যি হবে একথা আমি জানি শেষ ভোরে তাই ঘুমিয়ে পরি হব বলে স্বপ্নঘুরি।
সৃষ্টিকর্তার পরে পৃথিবীতে সব থেকে আপন যে মানুষ দুটো তারা হল বাবা, মা।
সবার কাছে তাদের বাবা, মা পৃথিবীর সব থেকে প্রিয় ব্যক্তি.আমার কাছেও তাই।
আমার পৃথিবীটা আম্মুর কাছ থেকে শুরু হয় আবার আম্মুর কাছে এসে শেষ হয়...
আমি সবার ছোটো হওয়ায় সব থেকে আদর বেশী পেয়েছি আম্মুর!! আর আমার অন্যায় আবদার গুলো পূরণ করেছেন যে গুলো আব্বু কখনো পূরণ করতেন না।
শেষ কবে আম্মুকে হাসতে দেখেছি ভুলে গেছি...
আমিতো রোজ হাসি! আচ্ছা আমার হাসির কিছুটা হাসি আম্মুকে দিতে পারি না?
সারা জীবন তো নিঃস্বার্থ ভাবে দিয়ে গেলেন..বিনিময়ে কিছুই তো দিতে পারিনি!
আর আমার মতো অপদার্থ কিছু দিতেও পারবে না হয়তো...
জীবনটা দিয়ে দিলেও তা কম হয়ে যাবে।
মাঝে মাঝে সৃষ্টিকর্তার উপর অনেক রাগ হয় এতো অসুখ কেন দিল আম্মুকে?? আমিতো ভালই আছি! আম্মুর কিছু অসুখ আমাকে দিলেও তো পারতো...
আম্মুকে ছাড়া একটা দিনও ভাবতে পারি না.মাথায় কত কি আসে!! নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে যায়...
আম্মুর কিছু হলে সে দিন আমিও হয়তো থাকবো না ঠিক মরে যাবো।
তাই সৃষ্টিকর্তা কে বলি, যেন আম্মুর আগে আমাকে তার কাছে নিয়ে যায়...
আমার সে শক্তি নেই সাহস ও নেই!! সে সত্য স্বীকার করার।
মা দিবসে সবার মা ভাল থাকুক সাথে আমার আম্মুটাও এর চেয়ে বেশী কিছু চাওয়ার নেই..
০৮ ই মে, ২০১১ দুপুর ১:২৯
জয় রাজ খান বলেছেন: মায়েন সম্মান বাবার চাইতে অনেক বেশী তা ঠিক!!
আর লিখাটা মাকে নিয়েই লিখছি
পৃথিবীর সকল মা ভাল থাকুক।-আমিন
২| ০৮ ই মে, ২০১১ দুপুর ১:৩১
সরলতা বলেছেন: আম্মু ভাল হয়ে যাবেন ভাইয়া।
অবশেষে তোমার লেখা পড়লাম। এই লেখাটা যেন ড্রাফটে না যায়!
০৮ ই মে, ২০১১ দুপুর ১:৪৪
জয় রাজ খান বলেছেন: দোয়া করো আপু
আচ্ছা দেখি ড্রাফট না করে রাখা যায় নাকি!! :!>
৩| ০৮ ই মে, ২০১১ দুপুর ১:৩৫
আমরা তোমাদের ভুলব না বলেছেন: +++++++++++++++++
অনেক হতভাগা সন্তান আছে,যারা মা-বাবার খবর রাখেনা।
ধিক তাদের।
০৮ ই মে, ২০১১ দুপুর ১:৪৬
জয় রাজ খান বলেছেন: তাদের জন্য ধিক!!!
৪| ০৮ ই মে, ২০১১ দুপুর ১:৪৪
বৃষ্টিধারা বলেছেন: আন্টি ভালো হয়ে যাবেন,মন খারাপ করিস না .....
০৮ ই মে, ২০১১ দুপুর ১:৪৮
জয় রাজ খান বলেছেন: মন যে খারাপ হয়ে যায়
৫| ০৮ ই মে, ২০১১ দুপুর ১:৫০
অচেনা রাজ্যের রাজা বলেছেন: সৃষ্টিকর্তার পরে পৃথিবীতে সব থেকে আপন যে মানুষ দুটো তারা হল বাবা, মা।
এখানে মা আগে লিখলেই ভাল হয়। কারন মায়েন সম্মান বাবার চাইতে অনেক বেশী। মা বাবা লিখলে সুন্দরও দেখায়।
কথাটা কেন জানি মানতে পারলাম না সকাল ভাই......
আমার মতে বাবা-মায়ের সম্মান তুলনামূলক ভাবে সন্তানদের কাছে সমানই...... আমি জানি বাবাদের তুলনায় মায়ের আমাদের জন্য অনেক কষ্ট করেন........কিন্তু সম্মানের ক্ষেত্রে বাবা-মায়ের কোন পার্থক্য চলে না.....
ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আশা রাখি.......
পোষ্টে ++++++ জয় ভাই
০৮ ই মে, ২০১১ দুপুর ২:০৬
জয় রাজ খান বলেছেন: কিন্তু সম্মানের ক্ষেত্রে বাবা-মায়ের কোন পার্থক্য চলে না
ঠিক বলেছেন রাজা ভাই
৬| ০৮ ই মে, ২০১১ বিকাল ৩:২৯
সায়েম মুন বলেছেন: পৃথিবীর সব মা ভাল থাকুক। আপনার মায়ের জন্যও শুভকামনা--তিনি আশু সুস্থতা লাভ করুন
০৮ ই মে, ২০১১ বিকাল ৪:১০
জয় রাজ খান বলেছেন: পৃথিবীর সব মা ভাল থাকুক।
ধন্যবাদ মুন ভাই
৭| ০৮ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৫০
নষ্টছেলে বলেছেন: আন্টিকে আমার সালাম দিস।
০৯ ই মে, ২০১১ বিকাল ৩:১২
জয় রাজ খান বলেছেন: অবশ্যই ভাই!!
৮| ০৮ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৫৯
শায়েরী বলেছেন: পৃথিবীর সকল মা ভাল থাকুক।-আমিন
০৯ ই মে, ২০১১ বিকাল ৩:১৩
জয় রাজ খান বলেছেন: আমিন....
৯| ০৮ ই মে, ২০১১ রাত ১০:৪১
হার্ট লকার বলেছেন: আমিতো রোজ হাসি! আচ্ছা আমার হাসির কিছুটা হাসি আম্মুকে দিতে পারি না
__________
আম্মু কে হাসানো হয়ত পৃথিবীর সবচেয়ে সহজ কাজ... কিন্তু আমরা চেষ্টা করিনা সেভাবে
০৯ ই মে, ২০১১ বিকাল ৩:৩৮
জয় রাজ খান বলেছেন: এই সহজ কাজটাই করতে পারি না বেঁচে থেকে কি লাভ??
১০| ০৮ ই মে, ২০১১ রাত ১১:২৭
ভুত. বলেছেন: আপনার আম্মুর জন্য অনেক শুভকামনা রইল।
আপনার আগের পোস্ট গুলা কই? ব্লহ পুরা খালি কেন?
০৯ ই মে, ২০১১ বিকাল ৩:৫৫
জয় রাজ খান বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ।
ক্রিকেট খেলার পিছতো আছে!! স্টেডিয়াম নাই তাই একটা ভার্সুয়াল স্টেডিয়াম বানানোর জন্য ব্লগ খালি করছি
১১| ০৯ ই মে, ২০১১ রাত ৩:৫৫
পটল বলেছেন: সারা জীবন তো নিঃস্বার্থ ভাবে দিয়ে গেলেন..বিনিময়ে কিছুই তো দিতে পারিনি!
আর আমার মতো অপদার্থ কিছু দিতেও পারবে না হয়তো...
জীবনটা দিয়ে দিলেও তা কম হয়ে যাবে।
অনেক ভালোবাসা ও শুভকামনা মায়ের জন্য।
০৯ ই মে, ২০১১ বিকাল ৪:১৩
জয় রাজ খান বলেছেন: ধন্যবাদ পটল ভাই।
১২| ০৯ ই মে, ২০১১ বিকাল ৩:০৩
শায়মা বলেছেন: আম্মুর জন্য অনেক অনেক ভালোবাসা!
০৯ ই মে, ২০১১ বিকাল ৪:১৭
জয় রাজ খান বলেছেন: ধন্যবাদ আপু!!
১৩| ০৯ ই মে, ২০১১ বিকাল ৩:১৫
আন্না০০৭ বলেছেন: জগতের সকল মা খুব খুব খুব বেশি ভাল থাকুন।
আপনার মায়ের জন্যে প্রার্থনা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।
০৯ ই মে, ২০১১ বিকাল ৪:২৫
জয় রাজ খান বলেছেন: জগতের সকল মা খুব খুব খুব বেশি ভাল থাকুন।
অনেক ধন্যবাদ আপু!!
১৪| ১১ ই মে, ২০১১ রাত ১০:০৮
মাহী ফ্লোরা বলেছেন: পৃথিবীর সকল মা ভাল থাকুক।
লেখাটি মা দেখেছে ভাইয়া?
১১ ই মে, ২০১১ রাত ১১:৫৩
জয় রাজ খান বলেছেন: না দেখেনি তবে এ্যালবাম থেকে একটা ছবি নিতে জিজ্ঞেস করেছিল কি জন্য? আমার হয়তো সে সাহস নেই!! আম্মুকে কতটা ভালবাসি বলার।
১৫| ১৩ ই মে, ২০১১ রাত ৯:৫৯
নীরব 009 বলেছেন: খুব খারাপ লাগল পড়ে।আম্মু খুব তাড়াতাড়ি ভাল হয়ে যাবেন এ দোয়া করি।
১৩ ই মে, ২০১১ রাত ১১:১৭
জয় রাজ খান বলেছেন: অনেক ধন্যবাদ নীরব ভাই। দোয়া করবেন আমার আম্মুটার জন্য।
১৬| ১৪ ই মে, ২০১১ রাত ১:৪১
একুয়া রেজিয়া বলেছেন: মা দিবসে সবার মা ভাল থাকুক সাথে আমার আম্মুটাও এর চেয়ে বেশী কিছু চাওয়ার নেই. তাই যেন হোক।
১৪ ই মে, ২০১১ রাত ১০:১৮
জয় রাজ খান বলেছেন: তাই যেন হয়...
১৭| ১৪ ই মে, ২০১১ রাত ১০:৩৬
মহাবিশ্ব বলেছেন: জয়, আপনার মা ভালো থাকুন, শীঘ্রই আরোগ্যলাভ করুন এই প্রার্থনা রইল। আপনার কি হলো? লেখা সব হাওয়া করে দিলেন কেন? exe এরর নাকি??? কমপাইল করার দরকার নেই, সোর্স কোডটাই থাকুক। আর আকাশ হোক অপারেটিং সিস্টেম! মন খারাপের বাগ থেকে উদ্ভুত সমস্ত সিস্টেম এরর দূর হয়ে যাক...
শুভরাত্রি।
১৪ ই মে, ২০১১ রাত ১১:২৯
জয় রাজ খান বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ বিশ্বদা।
আমার তেমন কিছু হয়নি মন খারাপের রোগে ধরেছে!! আর ব্লগিংয়ে একদম সময় পাই না! পড়াশুনার অনেক চাপ এখোনো যে পিষ্ট হয়ে যাইনি তাও অনেক।
ভাল আছেন নিশ্চয়ই? ভাল থাকুন সবসময়...
শুভরাত্রি।
১৮| ১৬ ই মে, ২০১১ রাত ৮:২৯
সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: আন্টি এখন কেমন আছেন ছোট?
১৬ ই মে, ২০১১ রাত ১০:৩২
জয় রাজ খান বলেছেন: এখন একটু ভাল আছে! কাল ডাক্তারের দেয়া টেষ্ট গুলো করানো হয়েছে সব কিছু পজেটিভ থাকলেই হয়। দোয়া করিস আপু সব যেন ঠিকঠাক থাকে। মাঝে মাঝে ভয় করে অনেক ভয়!!
১৯| ১৬ ই মে, ২০১১ রাত ৮:৫৬
সাকিন উল আলম ইভান বলেছেন: আমাকে মাফ করিস,এতোদিন আন্টির কোনো খব্র নিতে পাইনি বলে,তোকে কত্ত খুজেছি ফেবু তে ..........কই তুই.........
১৬ ই মে, ২০১১ রাত ১০:৪০
জয় রাজ খান বলেছেন: আম্মু এখন একটু ভাল আছে। দোয়া করিস যেন সব সময় ভাল থাকে।
আমি ফেবু ডি-একটিভ করে দিয়েছি :!> আপাতত আর ফিরছি না একটু নির্ভাসনে গেলাম আরকি তোর খবর কি?? তোর মুবাইল নাকি ক্রাশ করছে!!
সাবাধানে থাকিস কবে নিজে ক্রাশ হয়ে যাছ! হা হা হা
২০| ১৭ ই মে, ২০১১ রাত ১:৩৯
স্বদেশ হাসনাইন বলেছেন: মায়ের জন্য শ্রদ্ধা
সবাই ভাল থাকবেন
১৭ ই মে, ২০১১ বিকাল ৩:২৪
জয় রাজ খান বলেছেন: সবাই যেন ভাল থাকে সেই প্রার্থনাই করি।
মন্তব্যর জন্য ধন্যবাদ স্বদেশ হাসনাইন।
২১| ১৭ ই মে, ২০১১ বিকাল ৩:৩৬
ফাইরুজ বলেছেন: কেমন আছেন এখন আপনার আম্মু।আল্লাহর কাছে প্রার্থনা যেন উনি আবার আগের মত হাসিখুশী হয় উঠতে পারেন।
১৭ ই মে, ২০১১ বিকাল ৩:৫৫
জয় রাজ খান বলেছেন: আম্মু এখন ভাল আছে দোয়া কোরো আপু যেন সব সময় ভাল থাকে।
ফাইরুজ আপু কেমন আছেন? অনেক দিন পরে এলেন
২২| ১৭ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৫০
জিসান শা ইকরাম বলেছেন: দোয়া করি আপনার আম্মু যেন সবসময় ভালো থাকেন।শুভ কামনা।
১৭ ই মে, ২০১১ রাত ৮:১১
জয় রাজ খান বলেছেন: শুভ কামনার জন্য ধন্যবাদ।
আপনিও ভাল থাকবেন।শুভ সন্ধ্যা
২৩| ১৭ ই মে, ২০১১ রাত ৮:০৬
রাজসোহান বলেছেন:
১৭ ই মে, ২০১১ রাত ৮:১৩
জয় রাজ খান বলেছেন:
২৪| ১৭ ই মে, ২০১১ রাত ৮:১৪
পটল বলেছেন: আম্মুর জন্য ভালোবাসা।
শুভকামনা।
১৭ ই মে, ২০১১ রাত ৮:২০
জয় রাজ খান বলেছেন: ধন্যবাদ পটল ভাই।
দোয়া করবেন আম্মুর জন্য যেন সবসময় ভালো থাকেন।
আপনিও ভাল থাকবেন।শুভ সন্ধ্যা
২৫| ১৭ ই মে, ২০১১ রাত ৮:১৮
শায়েরী বলেছেন: Mayer jonno doa roilo
১৭ ই মে, ২০১১ রাত ৮:২৮
জয় রাজ খান বলেছেন: দোয়া করবেন আপু যেন সব সময় ভাল থাকে আমার আম্মুটা।
আপনিও ভাল থাকবেন।শুভ সন্ধ্যা
২৬| ১১ ই জুন, ২০১১ রাত ১১:২৫
আধাঁরি অপ্সরা বলেছেন:
খুব মিষ্টি একটা পোস্ট!! না হয়ে পারেই না! বাবা মা কে নিয়ে লেখা প্রতিটা শব্দ প্রতিটা বাক্য মিষ্টি! প্রতিটা কথা মিষ্টি!!
মা বাবা হলেন সবার আগে সব কিছুর উর্ধ্বে!!
সন্তানের উচিত সব সময় বাবা মার জন্য দোয়া চাওয়া যেমনটা তাঁরা আমাদের জন্য চান!কারন বাবা মায়ের জন্য সন্তানের দোয়াই সবার প্রথম কবুল হয় এবং কাজে লাগে!
ফিবা আমি দোয়া করি আন্টি যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন!!
আর সেটা যদি আল্লার ইচ্ছা না হয় তাহলে অন্তত মুহূর্তের কষ্টটুকু যেন আল্লাহ কম করে দেন!!
সৃষ্টিকর্তা আমাদের সবার বাবা মাকে সুস্থ রাখুন।
ভালো থাকিস ভাইয়া!
১২ ই জুন, ২০১১ রাত ১২:৩৪
জয় রাজ খান বলেছেন: আমার আজকে মনটা অনেক খারাপ! জানিনা কেন? অনেক সময় মন খারাপর জন্য কোন কারন থাকে না
আমি সত্যি আম্মা আর আব্বুকে ছাড়া আমার জীবনের একটা দিনও কল্পনা করতে পারি না! জানি তারা চিরজীবন বেঁচে থাকবে না! তবুও নিজের কাছে বিশ্বাস করাতে পারি না
সৃষ্টিকর্তা আমাদের সবার বাবা মাকে সুস্থ রাখুন।
তুইও ভালো থাকিস আপু
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১১ দুপুর ১:২৫
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: সৃষ্টিকর্তার পরে পৃথিবীতে সব থেকে আপন যে মানুষ দুটো তারা হল বাবা, মা।
এখানে মা আগে লিখলেই ভাল হয়। কারন মায়েন সম্মান বাবার চাইতে অনেক বেশী। মা বাবা লিখলে সুন্দরও দেখায়।
পৃথিবীর সকল মা ভাল থাকুক।