নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঈশ্বর পটল তুলছে - নীৎসে/নীশে/নিৎচা

উদাসী স্বপ্ন

রক্তের নেশা খুব খারাপ জিনিস, রক্তের পাপ ছাড়ে না কাউকে, এমনকি অনাগত শিশুর রক্তের হিসাবও দিতে হয় এক সময়। গালাগাল,থ্রেট বা রিদ্দা করতে চাইলে এখানে যোগাযোগ করতে পারেন: [email protected]

উদাসী স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

কাম কাজ নাই, আহো রনি কোলম্যানের ফটুক দেখি

১৭ ই জুন, ২০১০ ভোর ৬:১০

রনি কোলম্যান

পয়দা হইছে: ১৩ই মে ১৯৬৪
উচ্চতা: ৫ ফুটি ১১
বিয়া শাদী করছে আর পেট চালায় বডি বিল্ডিং কইরা।

নেট ঘাটলে ৭ বার মাগার অর অফিশিয়াল ওয়েবে লেখা ৮ বার মিস্টা অলিম্পিয়া! আহেন অর বডি দেখি!

পয়লা ফটুক


২০০৪ এ যখন স্টেজে খাড়াইয়া পোজ দিতাছিলো আর গ্যালারীর সুন্দরীর দিকে তাকাইয়া হাসতাছিলো। ভালা কথা, এইসব বডি বিল্ডিং শো দেখতে কি কুনো মাইয়া যায়?

দোকলা ফটুক


২০০২ এ মামার পোজ। এমুন মাংস কেমনে বানাইলো জানতে ইচ্ছা করে। এর সমান হইতে আমার মতন আর ১০ টা আইনা আমার চামড়ার ভিতর ঢুকাইলে এর মতন হইবার পারুম। আইচ্ছা একখান কথা, এই বডি বানাইলো কার লিগা?

তেকলা ফটুক


নাহ, আর পারতাছি না, ব্যায়াম খান শুরুই কইরা দিমু ভাবতাছি। মাগার টাইম পাই না। ব্যায়াম করলে আর মনে হয় ২৪ ঘন্টায় ঘুমানির টাইম পামু না!

চোকলা ফটুক


অকন আহো ভাইয়েরা, সবাই মিল্লা মামার মতো ফিগার বানাই। আখেরে কি ফায়দা হইবো এইটা জানা না থাকলেও, এলাকায় গন্ডগোল লাগলে দুই একটারে মুরগীর মতন ছিড়া ফেলান যাইবো এইটা শিওর। আমাগো দেশে সেনাবাহিনীতে চান্স না পাইলেও আমরা যে কামন্ডো গে যে কম না, এইডা অন্যান্য দেশরে জানান দেওনের অখনই সুযোগ!


ভালা কথা, মামারে নিয়া আরো কিছু কথা কই, যখন মামায় অফসিজন থাকে মানে কম্পিটিশন নাই, খালি খাও দাও আর মাংস জমাও তখন ওয়েট থাকে ৩৩০ পাউন্ড আর যখন কম্পিটিশন আসে তখন হয় ২৯৬ পাউন্ড।আর্মস বেশি না মাত্র ২৪ ইন্ঞ্চি ( সোয়ার্জনিগার মামার আছিলো ২২) , থোড়া ৩৪ (সোয়ার্জনিগারেরও ৩৪) আর বুকের ছাতি ৫৮(সোয়ার্জনিগারের ৫৭)।

অহন ডাম্বেল মারো আর হাতা মাপো!


মন্তব্য ৩৫ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১০ ভোর ৬:২৪

ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: উদা, সত্যি কথা কই। আমার এর বডি দেখার পরে কেমন জানি একটু গা চুলকাইতাসে। মনে হইতাসে অনেক গুলি সাপ আমার গায়ের উপরে দিয়া হাইটা যাইতাসে।

আই মিন, বডিবিল্ডার নায়কদের (হলি, বলি দুইখানেই) দেখলে তাদের মত হইতে ইচ্ছা করে। মনে হয়, ব্যায়াম তো করতে পারুম না। কিন্তু আলাউদ্দিনের চেরাগ পাইলে কইতাম যে বডিটা রোশনের মত বানায় দাও।

এই হালারে দেইখা মনে হইতাসে, কোনদিন যদি খোদার কোন গজবে সকালে ঘুম থেকে উইঠা দেখি যে বডি এইরকম হইয়া গেসে, ঘরের থেকে আর বাইর হমু না। ফ্যানের সাথে বিছানার চাদর ঝুলায় ফাসি খাইয়া যামু। (অবশ্য ফ্যান তো ভাল, পুরা ছাদ ভাইঙ্গা পড়ার একটা চান্স আছে!!)

১৭ ই জুন, ২০১০ ভোর ৬:৩১

উদাসী স্বপ্ন বলেছেন: মামা, ৭ বারের অলিম্পিয়া। অবশ্য ইচ্ছা আছিলো বাংলাদেশের রিকিরে নিয়া একখান পোস্ট দিমু, আহনের আগে ভালাই বডি বানাইছিলো দেখছিলাম, ক্যামেরা থাকলে তখন আমাগো পাড়ার বিল্ডারগো ফটুক দিতাম! যাই হোউক, এইবার দেশে গেলে সব গুলারে ফটুকে নিয়া পোস্ট!

২| ১৭ ই জুন, ২০১০ ভোর ৬:৩৪

রিফাত হোসেন বলেছেন: হেহেহ ঊষুধ না খেলে :) এরকম শরীর ডাম্বেল ভাজলেও পাবেন না ।

প্রয়োজন বোধে ইনজেকশনও নিতে হবে :)

১৭ ই জুন, ২০১০ ভোর ৬:৩৭

উদাসী স্বপ্ন বলেছেন: ঔষুধ না, পয়লা গরু খাসি খাইয়া যদি না কুলায় তাইলে দিনে রাইতে ভাত থুইয়া ওটমিল, তাতেও না কুলাইলে মাসল ফুয়েল স হ ক্রিয়াটিন, তাতেও না কুলাইলে স্টেরয়েড। আইজকা একখান বডি বিল্ডার দেখলাম, তয় মাইয়া। কি সোন্দর চেহারা আর ফিগার দেইখা মনে হইলো সেরম। হাতের বাইসেপ দেইখা মনে হইলো থাবড় দিলো মাথা ৩৬০ ডিগ্রি ঘুইরা যাইবো!

কি খাইয়া যে এমুন বডি বানায়, টেস্ট করন লাগবো!

৩| ১৭ ই জুন, ২০১০ ভোর ৬:৩৯

ঘুমরাজ বলেছেন: ডরাইসি।কেয়া বাড্ডি হেয়। B:-)

১৭ ই জুন, ২০১০ বিকাল ৪:৪৯

উদাসী স্বপ্ন বলেছেন: পান্জ্ঞা লাগবেন নাকি?

৪| ১৭ ই জুন, ২০১০ ভোর ৬:৫৬

লেবফিউম বলেছেন: ছোট্ট কাপরের নিচের জিনিস্টার অস্তিত্ত নিয়া সন্দেহ হইতাছে :D

১৭ ই জুন, ২০১০ বিকাল ৪:৪৯

উদাসী স্বপ্ন বলেছেন: ভাইজান, আপনে মাইয়া হইলে আমার কোনো কথা নাই, কিন্তু পোলা হইলে একটু চিন্তায় আছি। ভাইজান কি পিকে?

৫| ১৭ ই জুন, ২০১০ ভোর ৬:৫৮

হাসান মাহবুব বলেছেন: খাইচে! এডা কি সইত্য নাকি এনিমেশন? :-/ আমার্কিন্তু খুব ভাল্লাগসে। আই লাইক বডি বিল্ডার্স। বাংলাদেশের রিকিরে চিনিনা। পোস্ট দিয়া ফালান।

১৭ ই জুন, ২০১০ বিকাল ৪:৫০

উদাসী স্বপ্ন বলেছেন: কন কি, রিকিরে চিনেন না? মাইরা ফেলাইছেন, এই কথা কারে কই?

৬| ১৭ ই জুন, ২০১০ সকাল ৭:০০

রাজসোহান বলেছেন: :-&

৭| ১৭ ই জুন, ২০১০ সকাল ৭:৫৭

জুনজুন বলেছেন: রনি কোলম্যন যখন সনির কাছে ছ্যাকা খাইলো তখন থেকেই ত বডি বিল্ডিং শুরু করলো;) .... আমিও ত এমন একটা ছ্যাকা খাইয়া পুরা হুজুর ;)... যাক ছ্যাকার একটা ভালো এফেক্ট আছে...বিদেশ কেমুন লাগে ভাইজান ;) ;)

১৭ ই জুন, ২০১০ বিকাল ৪:৫১

উদাসী স্বপ্ন বলেছেন: ক্যাডা, মুনিম নাকি? কেমুন আছো? সবার যেমনে উইকেট পড়তাছে তোমার আর অবুঝ মিয়ার যে কবে পড়বো বুঝতাছি না, তয় অবুঝের মনে হয় উইকেট পইড়া গেছে!

৮| ১৭ ই জুন, ২০১০ সকাল ৮:২৪

বিলুপ্ত বৃশ্চিক বলেছেন:
লেবফিউম বলেছেন: ছোট্ট কাপরের নিচের জিনিস্টার অস্তিত্ত নিয়া সন্দেহ হইতাছে :D

১৭ ই জুন, ২০১০ বিকাল ৪:৫২

উদাসী স্বপ্ন বলেছেন: ভাইজান, আপনে কি মাইয়া?

৯| ১৭ ই জুন, ২০১০ সকাল ৮:২৬

হুপফূলফরইভার বলেছেন: কাজ কাম নাই তো কি হইচে? বইসে বইসে গান শুনেন! গান শুনেন

১৭ ই জুন, ২০১০ বিকাল ৪:৫৪

উদাসী স্বপ্ন বলেছেন: ওস্তাদ, এইটা শুনেন:http://www.livegaan.com.bd/index.php?n3=1_3785663720&pwd=&d=0

যদিও আমি অখন টিয়েস্টো ক্লাইডেস্কোপ শুনতাছি, গানখানের টান আমার মাথায় ঝি ঝি পোকার মতো লাগতাছে, মনে হয় একটা ছোট্ট মেয়ে অন্ধকারে বেরিয়ে পড়েছে এ্যাডভেন্ঞ্চারের নেশায়, কিন্তু সে পেয়ে গেলো অদ্ভূত এক জ্বোনাক জ্বলা জগৎ এবং পরীদের গানের ভূবন!

বস, গান ছাড়া কই যাই!

১০| ১৭ ই জুন, ২০১০ সকাল ৯:২৮

হোদল রাজা বলেছেন: এই হালারে চিনছি!! সামুর বলগে এর নাম রনি কোলকাতা না? ;)

১৭ ই জুন, ২০১০ বিকাল ৪:৫৫

উদাসী স্বপ্ন বলেছেন: মামা, এই বিল্ডারের বাড়ি বেশী দূরে না, আরলিংটনে, মনে হয় আমেরিকা!

১১| ১৭ ই জুন, ২০১০ সকাল ৯:৩০

স্পাইডার বলেছেন:
বিলুপ্ত বৃশ্চিক বলেছেন:
লেবফিউম বলেছেন: ছোট্ট কাপরের নিচের জিনিস্টার অস্তিত্ত নিয়া সন্দেহ হইতাছে

১৭ ই জুন, ২০১০ বিকাল ৪:৫৫

উদাসী স্বপ্ন বলেছেন: বাংলাদেশে কি পিকের সংখ্যা বাইরা গেলো?

১২| ১৭ ই জুন, ২০১০ সকাল ৯:৩৯

অলস ছেলে বলেছেন: এর জিনিস এর কি অবস্থা? ধরেন সামুতে যাগো লগে ক্যাচাল লাগে তাগোরে সিষ্টেম করণের লিগা ভাড়া করলে কিছু করতে পারবো?

১৭ ই জুন, ২০১০ বিকাল ৪:৫৬

উদাসী স্বপ্ন বলেছেন: পুরা সামুর ব্যাটেলিয়নের লগে এরে একলা দিয়া দিলে মনে হয় সব গুলার নিহারী বানাইয়া তেহারী খাইবার পাড়বো! হাতের গুল্লিটা দেখছেন?

১৩| ১৭ ই জুন, ২০১০ দুপুর ১:৩০

মহিসন খান বলেছেন: রনি কোলম্যানের বউ এর ছবি টা দেখটে মন্চায়।

১৭ ই জুন, ২০১০ বিকাল ৫:০৫

উদাসী স্বপ্ন বলেছেন: বৌ এর নাম রৌডিয়া আচকার। ফটুক দেখেন নীচে!






১৪| ১৭ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:০০

জুনজুন বলেছেন: অবুঝের উইকেট পইড়া গেছে। ২ বছরের শিশু সহ সুখে দিন কাটাচ্ছে.... :) :)

১৭ ই জুন, ২০১০ রাত ১১:৪৯

উদাসী স্বপ্ন বলেছেন: জেসের সাথে দেখা হইতে একুশেতে। মনটা খারাপ কইরা থাকতো। যদিও শুনছিলাম বৌ জামাই মিল্লা গারি কিনবো আর নিজেরাই নাকি কোম্পানী খুলবো। জিগাইছিলাম বাচ্চা কাচ্চা কবে নিবো? কিছু কয় নাই, অবশ্য আসনের আগে কারো লগে দেখা করি নাই। সবাই সুখে থাকে, তুমিও বিয়া শাদী কইরা ফেলাও দেখবা লাইফ চেন্জ্ঞ।

একদিন হয়তো দেশে গিয়া তোমার বাড়ি অবুঝের বাড়ি ঘুইরা আসুম, দেখুম কেমুন সুখে আছো। এইডাতেই আমার সুখ। আমার মতো হতোভাগার কপালে এইসব নাই!

বোলগাইতেছো দেইখা ভালাই লাগলো, আমাগো ক্লাসের পুলাপান তো আবার সব............

১৫| ১৮ ই জুন, ২০১০ রাত ১২:২৫

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: মামো, খবর কি?

১৮ ই জুন, ২০১০ রাত ১২:২৮

উদাসী স্বপ্ন বলেছেন: খবর তো মিয়া তোমাগো কাছে। জুনজুন রে চিনছো নাকি? কও তো কেডা?


ঐ মিয়া এতদিন কই আছিলা? তোমার নাম্বার নিতে হয় অন্যলোকের কাছ থিকা!

১৬| ১৮ ই জুন, ২০১০ রাত ১২:৩০

ক্ষ বলেছেন: সবই তুমরা তুমরা ...তোমাগো যে এতো প্প্রতিভা তা বি আই টি তে প্রকাশ পাইল না কেন ?

১৮ ই জুন, ২০১০ রাত ১২:৪৬

উদাসী স্বপ্ন বলেছেন: বিআইটিতে কি পরৈভা দেখাই নাই? আমার হার্ড ডিস্কের উপর মামা মৃদুলের লোভ, তারপর তোমাগো এ্যাজ অব এ্যামপেয়ার, আর মনে পরে সেই রাত তুমি আমার কান্ধে চইড়া ডাব পারছিলা? ভুইলা গেলা?

১৭| ১৮ ই জুন, ২০১০ রাত ১২:৪০

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: জুনজুন কেডা?

আমার নাম্বার কার কাছ থিকা নিলা?

কি কও আজগুবি!

আর এই 'ক্ষ' ডা কিডা? এরে আমি চিনি না ক্যা?

১৮ ই জুন, ২০১০ রাত ১২:৪৮

উদাসী স্বপ্ন বলেছেন: মামা, তুমি দেখি ঢোল হইয়া আছো, একটু জাগো...আমি মাঝে মাঝে আইসাই খুজ পাি যাই আর তুমি মিয়া সীটে বিসা কি যে করো আল্লা মালুম। তোমার নাম্বার পাইছি আমি! কমু না!

১৮| ১৮ ই জুন, ২০১০ দুপুর ১২:২৮

হোদল রাজা বলেছেন: এইত্তো চিনছি হালারে! রনি কোলকাতা নামের প্লগার! সামুতে ব্যান খাইছে! :P :P

ঠিকই কইছেন, কলকাতার আম্রিকা জেলার আরলিংটনে গ্রামের, B:-) ঠিক না মামু?;)

১৯ শে জুন, ২০১০ রাত ৩:৫৫

উদাসী স্বপ্ন বলেছেন: অ, ঠিক ধরছেন, আমার গেরামের বাড়ির পাশের গেরামই হইলো এইডা, মাগার বুঝতাছি না, মনের ভাবে একখান সাগর দেখছিলাম, এইডা কই গেলো? বিচড়ায় পাই না কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.