নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার তালগাছ লাগবো না, লইয়া যান !!!

ফাহীম দেওয়ান

৭১ আমার মুক্তি, দেশ ভালোবাসি, দশ ভালোবাসি!!!

ফাহীম দেওয়ান › বিস্তারিত পোস্টঃ

বর্তমান প্রেক্ষাপটে ছাত্র রাজনীতি ঠিক কতটা প্রয়োজনীয়- সবার সুচিন্তিত মতামত আশা করছি

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫

ছাত্র রাজনীতি- ৪৭, ৫২, ৬৯, ৭১, ৯০ এর পটভুমিতে যার ভুমিকা ছিলো মুক্তির মন্ত্রনার দাতা হিসেবে, তার আজ সম্পুর্ণ বিপরীত রুপ।



আমার মতে বর্তমান পেক্ষাপটে বাংলাদেশে ছাত্র রাজনীতি বিষ ফোড়া হিসেবেই সবার কাছে একটা অপ্রত্যাশিত বিষয় হয়ে দাড়াচ্ছে। আধিপত্য বিস্তার, টেন্ডার বাজী আর নেতাদের জন্য গুন্ডামি ছাড়া এর কোন সুস্থ কার্যক্রম আর চোখে পড়ার মতো নয়।



ছাত্র রাজনীতির বর্তমান হীন অবস্থা যেমন একদিনে তৈরী হয়নি, তেমনি এর শুদ্ধিকরন ও একদিনে এমন কি বর্তমান ছাত্র রাজনীতির সাথে জড়িত নেতাদের দিয়ে সম্ভব বলে মনে হয়না। ছাত্র রাজনীতিতে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে সর্বপরি একটা এর আমুল পরিবর্তন চাইলে দরকার সেফমুড অন (কম্পিউটারের ভাষায়) করে পরিচ্ছন্নতা অভিযান। আর এক্ষেত্রে সরকারের সাথে যদি বিরোধীদল গুলো সহায়তা না করে তবে কিছুতেই সম্ভব্বলে মনে হচ্ছে না।



তাই সাময়িক ভাবে ছাত্র রাজনীতি বন্ধের জন্য দ্রুত ব্যাবস্থা নেয়া উচিত। কিন্তু আমার মনে হয় কোন সরকার একা এমন স্বীদ্ধান্ত নেয়ার সাহস করবে না যদি বিরোধীপক্ষরা এগিয়ে না আসে। কারন ছাত্র রাজনীতি বন্ধ করতে চাইলে আর এক দল এই সুযোগে ছাত্র রাজনীতির সুফল ভোগীদের সমর্থন টুকু লুফে নিতে ছাত্র রাজনীতির পক্ষেই দাঁড়াবে। কিন্তু তাহলেতো এই কলুষিত রাজনীতির ধারা অব্যাহত থেকেই যাবে !!



ছাত্ররা পড়াশুনা করবে, সাথে সমাজ উন্নয়নমুলক কাজে অংশ নিতে পারে, কিন্তু এর জন্য তারা শিক্ষা প্রতিষ্ঠানের নামে সংগঠন করলেই পারে।



এ ব্যাপারে কে কে একমত, দয়া করে পরামর্শ দিয়ে যাবেন কি ?

এ ব্যাপারে জনমত গঠন কি সম্ভব না আমাদের পক্ষে



আপডেট - আমি সবার সুচিন্তিত মতামত চাচ্ছি। চেষ্টা করবো মতামত পাওয়ার পর সামারাইজ করতে।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৭

রিওমারে বলেছেন: আমার মনে হয় বিশ্ব বিদ্যালয়ের ৯০% ছাত্রছাত্রী ছাত্র রাজনীতির বিপক্ষে।। ছাত্র রাজনীতির নামে রাজনৈতিক দল গুলো ফয়দা লুটতেছে।আর ছাত্র নামের কিছু অপদার্থ এদের সহযোগীতা করতেছে ক্ষমতার লোভে।। ছাত্র রাজনীতির জন্য যদি একটা স্বতন্ত্র বিশ্ব বিদ্যালয় খোলা হয় আমার মনে হয় না সেখানে কোণ ছাত্র ছাত্রী আডমিশন নিবে।।

২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

ফাহীম দেওয়ান বলেছেন: ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামতের জন্য।

২| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

নগর বালক বলেছেন: মাথাব্যথা চরমে , তাই বলে কি মাথা কেটে ফেলবো । বলতে পারেন , সর্বশেষ ছাত্রসংসদ নির্বাচন কবে হয়েছে , ছাত্ররাজনীতি কোথা থেকে পরিচালিত হয় , ছাত্ররাজনীতির সাথে শিক্ষকদের রাজনীতি কতটা জড়িত । এগুলো গেল রাজনৈতিক দিক ।
এবার আসুন , আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যে সিলেবাস আর শিক্ষাব্যবস্থা চলে তাতে একজন শিক্ষার্থী পড়াশোনার বাইরে এত বেশী সময় পায় , যে সে অনেক কিছু করতে পারে । গবেষনার অবস্থা তো যাচ্ছেতাই । বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের দেশে ছেলেরা কি সুবিধা পায় । এগুলো বলার জন্য তো ছাত্ররা রাজনীতি করা উচিত ।

তবে ছাত্ররাজনীতির নামে এখন যা হচ্ছে সেটা বন্ধ হোক ।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৪

টাইটান ১ বলেছেন: না ভাই আমি আপনার সাথে একমত নই। আমি ভাবি ছাত্ররাজনীতিকে পরিকল্পিতভাবে নষ্ট করা হচ্ছে। সরকার জানে এই জায়গাটা কত শক্তিশালী। এটা ভালো হলে তো দেশ ভালো হয়ে যাবে। শাসক ভালো হয়ে যাবে। হতে বাধ্য থাকবে। আপনি কখনো যদি বাংলাদেশকে একটা আদর্শ জাতি হিসেবে দেখতে চান অবশ্যই আপনাকে ছাত্ররাজনীতিকে সাথে নিতে হবে। একটা অসুস্থ রাষ্ট্রকে মুক্ত করতে পারে এই ছাত্ররাজনীতি। আমরা সেই ভবিষ্যতের জন্য অপেক্ষা করবো। প্রস্তুতি নেব।

২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

ফাহীম দেওয়ান বলেছেন: ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামতের জন্য।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৬

দি সুফি বলেছেন: ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক।

২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯

ফাহীম দেওয়ান বলেছেন: ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামতের জন্য।

৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৫

সাইফুলইসলাম েকােয়ল বলেছেন: না ভাই একমত হতে পারলাম না। যদি ছাত্র রাজনীতি নাই থাকে তাহলে নতুন প্রজন্মের নেতা তৈরী কোথাথেকে হবে। ছাত্ররাজনীতি দরকার আছে যদি গনতন্ত্র থাকে। আর তখন প্রয়োজন হবে না যদি দেশে একনায়কতন্ত্র কায়েম থাকে।
যত কথাই বলেন না কেন প্রথমেই আমাদেরকে খুজে নিতে হবে একজন ভালো মনের নেতা যে কিনা দেশ কে ভালবাসবে, ভালবাসবে দেশের জনগন কে। আমরা তো এমন নেতা নেত্রীকে নির্বাচিত করি যারা কিনা দেশের কিভাবে বারটা বাজাবে সেই চিন্তাই মসগুল থাকে। আমরা এইবার নির্বাচিত করেছি একবাচাল মহিলাকে গত বার নির্বাচিত করেছি আরেকজন কে। এই দেশে একজন মহাথির মোহাম্মদ এর মতো নেতা দরকার। আর এ কাজটা আমাদের কেই করতে হবে। কখনো কি শুনেছেন দুই মহিলা একসাথে বসবাস করতে পারে। আর দেশচালাচ্ছে দুই মহিলা। আর তাদের উত্তরসরিদের কে দেখুন কিনা তারা করেছে। জয় চুপিচুপি চুরি করে আর তারেক করে দেখিয়ে। যাদের সন্তানএরা এসব করতে পারে তাদের মা কি করবে তা একভার কি ভেবেছেন?
পত্রিকায় দেখলাম জয় এর ডিভোর্স হয়েছে, কই জয় তো এর কোন প্রতিবাদ করল না। এর অর্থ কি? নাকি তারা খরবটা পড়ে নাই। জয় কি করে রাশিয়ায়? সে কি কোন সরকারি দপ্তরের কর্মকর্ত? সে কি জন্য মার সাথে রাশিয়ায় গেল এতবড় একটা চুক্তির সময়? কোন উত্তর কি আছে ম্যাডামের কাছে। হয়ত আছে আমার জানা নেই।

আমরা কি সবসময় পরাধীন হয়েই থাকব? আমরা কি এদের থেকে কখনোই মুক্তি পাব না? হয়ত পাব হয়ত পাব না। সৃষ্টিকর্তাই ভালো জানেন।

ছাত্ররাজনীতি চালু হলে আর কিছু না হোক কমচেকম তরুন রাজনীতিবিদ তো আসবে। একদিনে সব কিছু হয় না। সময় লাগবে।

আমি কিশোরগন্জ এর ভৈরব এর সন্তান। প্রেসিডেন্ট জিল্লুর রহমান এর বাড়ীর খুব কাছে আমার বাসা। কই আমি তো দেখলাম না জিল্লুর রহমান সাহেব কোন উত্তররাধীকার তৈরী করতে। হয়ত বলবেন কেন তার ছেলে তো এখন বিসিবির চেয়্যরম্যান। কিন্তু লক্ষকরুন তার অতীত সে কোন ছাত্ররাজনিতির সক্রিয় সদস্য ছিল না। জিল্লুর রহমান শিখেছেন তার নেত্রীর কাছ থেকে রাজার ছেলে রাজা হয়। তাই তো আমাদের এ দশা। পরিবার তন্ত্রিক রাজনীতি থেকে আমাদের কে বাহির হতে হবে। না হলে দেশের এ অবস্থাই হবে। তাই দরকার আছে ছাত্র রাজনীতি।

ভুল হলে ক্ষমা করবেন। ভালথাকুন। শুভ কামনা রইল।





২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯

ফাহীম দেওয়ান বলেছেন: ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামতের জন্য।

৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৫

হাবিব০৪২০০২ বলেছেন: প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট দূর করতে যতগুলো হল বানানো দরকার ততগুলোর জন্য অর্থ বরাদ্দ দিয়ে অত্যন্ত দ্রুততার সাথে কাজ শুরু করা হোক। সবাই শুধু ছাত্রদের দোষই দেয় বাছারা তোমরা কেন রাজনীতিতে জড়াও অথচ কেউ বুঝতে চায় না.. হলে শুধু নরমাল রুমই না বরং গণরুমগুলোও বরাদ্দ দেওয়া হয় রাজনীতির ভিত্তিতে, দল না করলে তো রাস্তায় থাকতে হবে কেননা ক্যাম্পাসের বাইরে মেসে থাকার মত সামর্থ্য কয়জনের আছে?
হল বাণিজ্য বন্ধ হলে তখন আর কোন ছাত্র নেতাই কাউকে রাজনীতি করতে বাধ্য করতে পারবে না।

২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯

ফাহীম দেওয়ান বলেছেন: ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামতের জন্য।

৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১০

ধৈঞ্চা বলেছেন: এই পোষ্টে মন্তব্যকারী যারা ছাত্র রাজনীতির পক্ষে বরেছেন খোজ নিয়ে দেখা যাবে তারা সকলেই প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে ছাত্ররাজনীতির দ্বারা অবৈধ সুবিধাভোগী।
ইংরেজীতে একটা কথা আছে "লেইম এক্সকিউজ" যারা কথায় কথায় ৬৯, ৭১, ৯০ টেনে আনে, ছাত্ররাজনীতি বন্ধ হলে দেশে নেতৃত্বশূণ্যতা দেখা দেবে তারা ছাত্ররাজনীতির পক্ষে এই এক্সকিউজ গুলো বলে থাকে।
দেশের কলুষিত মূল রাজনীতির সাথে কোন ফর্মেটের ছাত্ররাজনীতিই গ্রহনযোগ্য নয়। দেহের কোন অঙ্গে পচন ধরলে যেমন কেটে ফেলে দিতে হয় ছাত্ররাজনীতিকেও চিরতরে ডিলিট করে ফেলতে হবে।
৮হাজার কোটি টাকার অশ্র কেনার জন্য বিরোধীদলের প্রয়োজন হয় না, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের জন্য বিরোধীদলের প্রয়োজন হয় না আর ছাত্ররাজনীতির মত একটা নোংরা তুচ্ছ জিনিস বাতিল করতে বিরোধীদল লাগবে কেন? এখনে শেখ হাসিনার ইচ্চাই যথেষ্ট, অবশ্য উনার এ করম কোন ইচ্ছা নাই।

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০

ফাহীম দেওয়ান বলেছেন: কে জানে ? উনার শুভ বুদ্ধির উদয় হোক। সবাইকে এক কাতারে নিয়েই কাজটি করা উচিৎ।

৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮

সাইফুলইসলাম েকােয়ল বলেছেন: মিঃ ধৈঞ্চা আপনি যে কথাটা বলেছেন তা একধম সত্যি না। হাতের সব আাঙ্গুল সমান না। তাই না? আপনি বলছেন যারা ছাত্ররাজনীতির পক্ষে কথা বলছে তারা প্রতক্ষ বা পরোক্ষ ভাবে সুবিধাভোগী। তাহলে আপনাকে বলছি কি ভাবে নতুন প্রজন্মের নেতা তৈরী হবে? একটু বলবেন কি? আপনি যদি এ বিষয়টা একটু ব্যাখ্যা করতেন তাহলে আমাদের সবার বুঝতে একটু সুবিধা হতো। আপনার ব্যাখ্যার জন্য
অপেক্ষায় রইলাম।

আমি জানি ১২ হাতের রাজনীতি থেকে যে কোন ভাবে আমাদের মুক্ত হতে হবে। পারিবারতন্ত্রিক রাজনীতি থেকে আমাদেরকে যে করেই হোক মুক্ত হতে হবে। কিভাবে মুক্ত হব?

আমি ঘৃনা করি এধরনের বাজে রাজনীতি। একজন আরেক জনের পিছে লেগে থাকা।

অপেক্ষায় থাকলাম।

আর সময় ও সুযোগ থাকলে https://www.facebook.com/groups/REALPOLITICS1/ সাইট টাতে ভিজিট করতে পারেন। ভালো লাগবে আশা করি।

ভাল থাকবেন।

৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০

ধৈঞ্চা বলেছেন: @সাইফুলইসলাম েকােয়ল, নতুন কিছুই বলব না, আর দশটা গনতান্ত্রিক দেশে ছাত্ররাজনীতি ছাড়া যেভাবে তৈরী হয় সেভাবে হবে। পৃথিবীর একমাত্র দেশ হলো বাংলাদেশ যেখানে লেজুর ভিত্তিক ছাত্ররাজনীতি চালু আছে। আমি ইউরোপ- আমেরিকায় নয়, এশিয়ায় (জাপান-কোরিয়ায়) দেখেছি ইউনিভার্সিটির পরিবেশ। এসব দেশে যোগ্য নেতৃত্ব তৈরীর জন্য ছাত্ররাজনীতির কোন প্রয়োজন হয় না, তবে কেন শুধু আমাদের দেশে ছাত্ররাজনীতি লাগে? আমাদের বর্তমান নেতৃত্ব (আওয়ামীলিগের নেতৃবৃন্দ) ছাত্ররাজনীতি থেকে এসেছে, তারা আমাদের ভবিষ্যত নাগরিকদের জন্য কতটা ক্ষতিকর তা সহজেই অনুমেয়।
আমি চাই শিক্ষাঙ্গনে সুস্ত পরিবেশ, একটা সুস্ত ও সুশিক্ষিত জাতি প্রয়োজনে রাজনৈতিক শূণ্যতা পূরণ করতে পারবে যা কোন অনুস্থ ছাত্ররাজনীতি দ্বারা সম্ভব নয়।

১০| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮

সাইফুলইসলাম েকােয়ল বলেছেন: মিঃ ধৈঞ্চা আপনার মতামত কে আমি ছোট করিনি। আমি শুধু বলেছি কি ভাবে এদের থেকে মুক্তি পেতে পারি। আমি যে দেশে (আরব আমিরাটস) বসবাস করি সেখানেও ছাত্ররাজনীতি নেই। কিন্তু সরকার ভালো ভালো তাদের নেতা। সেই কারনে ছাত্র রাজনীতি প্রয়োজন হয়নি। এই দেশটি একটি রাজতন্ত্র। কিন্তু দেখুন এখানে গনত্রন্ত্রের পূর্ন স্বাধ পাবেন। সব কিছু আছে আপনার ইচ্ছা হলে মসজিদে গিয়ে নামাজ পরতে পারবেন, আপনার ইচ্ছা হলো মন্দিরে পূজা দিতে পারবেন অথবা ইচ্ছা হলো ডিসকোতে গিয়ে মদপান ও মেয়েদের নিয়ে ফুর্তি করতে । ডিপেন্ড করবে আপনার উপর। কিন্তু একটি সর্তের মধ্যে যা হলো আপনি আইন ভঙ্গ করতে পারবেন না। আপনাকে একটি লিমিট দিয়ে দেওয়া হয়েছে তার ভিতর থেকে আপনাকে সব কিছু করতে হবে। তার বাহিরে গেলে আপনার জেল হবে না আপনাকে নগদ দেরহাম গুনতে হবে।

আমি যা বুঝাতে চাচ্ছি তা হলো এখানকার রাজা মারা যাওয়ার পর তার ছেলে রাজা হবে। কিন্তু তার যোগ্যতা অব্যশই থাকতে হবে। যেমন এই রাজার বড় ছেলের কোন যোগ্যতা নেই সেই কারনে তার ছোট ভাই হাম্দান পরবর্তিতে রাজা হবে। তার যোগ্যতা নেটে একটু গাটলে দেখতে পারবেন। হাম্দান এয়ারবাস এ ৩৮০ এর যোগ্য পাইলট। যখন বুর্জখলিফা উদ্বোধন হয় ১৬৫ তালার উপর থেকে পেরাসুট এর মাধ্যমে জাম্প দেয়। একজন নেতা কতটুকু শিক্ষিত হলে এয়ার বাস এ৩৮০ পাইলট হতে পারে তা আপনাকে বুঝাতে হবে না। আপনি বুঝবেন। আর আমাদের দেশের নেতাদের সন্তানদের কি অবস্থা তা আপনাকে আপনাকে বুঝাতে হবে না।

ভালো থাকবেন।












আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.