নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার তালগাছ লাগবো না, লইয়া যান !!!

ফাহীম দেওয়ান

৭১ আমার মুক্তি, দেশ ভালোবাসি, দশ ভালোবাসি!!!

ফাহীম দেওয়ান › বিস্তারিত পোস্টঃ

স্বামী যদি হারাম উপার্জন করেন - জিজ্ঞাসা

২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১৯

স্বামী যদি হারাম উপার্জন করেন, তাহলে স্ত্রী- সন্তানদের জন্য কি কি করনীয় ?
তাকে যদি ফেরানো না যায়, আর স্ত্রীর জন্য যদি আর কোথাও যাবার পথ না থাকে স্ত্রীর জন্য কি করনীয় ?

দয়া করে বিস্তারিত জানালে উপকৃত হবো।
যদি কোন রেফারেন্স থাকে উল্লেখ করবেন।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:২৯

ধুতরার ফুল বলেছেন: ভালো প্রশ্ন। জানা নেই, তবে জানার আগ্রহ আছে। কেউ সঠিক সমাধান দিবেন হয়ত।

২| ২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৫

কাউয়ার জাত বলেছেন: স্ত্রী স্বামীকে হালাল পথে ফিরে আসার নসীহত করতে থাকবে। যদি না ফিরে আসে তবে স্ত্রী এ কারণে ডিভোর্স দাবি করতে পারবে।
তবে স্ত্রীর এই স্বামীর সাথে থেকে তার পরিবর্তনের চেষ্টা করে যাওয়াই উত্তম। যেহেতু আপনি বলেছেন, তার যাওয়ার কোন জায়গা নেই।

অতএব সমাধান হচ্ছে, ব্যক্তির উপার্জনের আংশিক হারাম এবং আংশিক হালাল হলে তার স্ত্রী এবং সন্তানদের জন্য তা থেকে গ্রহণ করা বৈধ।

আর ব্যক্তির উপার্জনের পুরোটাই হারাম হলেও তার স্ত্রী এবং সন্তানদের জন্য তা থেকে শুধু বেচে থাকার জন্য জরুরি পরিমাণে গ্রহণ করা বৈধ। এর বেশি না।
এছাড়া তাদের জন্য করণীয় হবে (বিশেষত সন্তানরা), তারা যেন নিজেদের সক্ষমতা অনুসারে স্বতন্ত্র হালাল উপার্জনের চেষ্টা শুরু করে।

বিস্তারিত ফতোয়া এখানে পাবেন এই সাইটে ইসলাম সম্পর্কিত যে কোন প্রশ্ন করা যায়। বিজ্ঞ আলেমদের প্যানেল উত্তর দিয়ে থাকেন। তবে নতুন প্রশ্ন করার আগে খোজ নিয়ে দেখুন। হয়তবা এ প্রশ্ন ইতিপূর্বে কেউ করেছে।

২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৪

ফাহীম দেওয়ান বলেছেন: ধন্যবাদ, সুন্দর একটা লিঙ্ক দিয়েছেন। উত্তরটা মনে হয় পেয়ে গেছি। তবে আর একটু বিস্তারিত জানার চেষ্টা করছি। ভালো থাকবেন।

লিঙ্কটি থেকে কিছু অংশ তুলে ধরলাম-------
https://islamqa.info/en/20002
============================================
With regard to eating from his money, if he has a permissible source of income other than this, then there is no sin on you or on you children if you eat from this money. But if all his earnings are haraam and you cannot find any other source of maintenance, and you have no other halaal source of income, then it is permissible for you to take just what you need, and no more, because Allaah says (interpretation of the meaning):

“So keep your duty to Allaah and fear Him as much as you can”

[al-Taghaabun 64:16]

So in this case if you take money, you are taking what he is obliged to spend on you. But you should still continue to advise him and tell him to refrain from taking haraam loans, and to look for a way that is acceptable according to sharee’ah, so that he can do work and earn his provision thereby.

And Allaah is the Source of strength.
==================================

৩| ২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: স্বামীকে বুঝাবে। বুঝিয়ে কল্যাণের পথে আনবে।

৪| ২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৯

নীল আকাশ ২০১৬ বলেছেন: আমাদের দেশে কোন স্ত্রীই মনে হয়না স্বামীর উপর এতটা নির্ভরশীল। শিক্ষিত হলে সে চাকরির জন্য চেষ্টা করতে পারে, অশিক্ষিত হলে কোন বাসাবাড়িতে কাজ নিতে পারে। (কোন কোন পরিবার এই কাজে ফ্রিঞ্জ বেনেফিট ছাড়াও মাসে ৫-৬ হাজার পর্যন্ত দিয়ে থাকে)। স্বামীর অনুগত থাকা রাসুলের (স) আদেশ, আর হালাল উপার্জন করা আল্লাহ্‌র আদেশ। কাজেই স্বামীকে যদি হারাম উপার্জন থেকে বিরত করা না যায়, অবে স্ত্রীর উচিত হবে নিজেই উপার্জনের চেষ্টা করা। বসে বসে হারাম খাওয়া আল্লাহ সহ্য করবে বলে মনে হয়না।

৫| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৭

ফাহীম দেওয়ান বলেছেন: পরিবেশ পারিপার্শিকতা সাপেক্ষে অবশ্যই সবার জন্য উপার্জন করা সম্ভব নাও হতে পারে।

৬| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: হারাম টাকা খাওয়া হারাম। হারামি এড়িয়ে চলতে হবে। স্বামিকে হারাম উপার্জন থেকে বিরত রাখতে হবে। না হলে পারিবারিক খরচ যেন হালাল উপার্জনের হয় সেটি নিশ্চিত করতে হবে।

এখন অবশ্য হারামিরা প্রাচুর্য নিয়ে দম্ভবরে ঘুরে বেড়ায়। যেদিন মেয়েরা ঘোষণা দিবে হারামখুর বিবাহ করবো না। তাহলে অনেকে ঠিক হয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.