নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাশ্চাত্য,
তুমি কি আমার সেই মাকে baby-care শেখাতে এসেছ?
-যে সন্তান প্রতিপালনের জন্য আপন চাকরি-জীবনকে বিদায় জানায়।
অথচ তোমার মা,
যে কিছু টাকা আর চাকরির জন্য আপন সন্তানকে baby-sittter'র কাছে রেখে যায়!
তুমি কি আমার সেই কিশোরকে আনুগত্য শেখাতে এসেছ?
-যে বাবার চড় থাপ্পড় খেয়েও ভয়ে মায়ের আঁচল-তলেে লুকায়।
অথচ তোমার কিশোর,
সামান্য চোখ রাংগালে পুলিশে ফোন করে বাবাকে জেল-হাজতে ঢুকায়!
তুমি কি আমার সেই কিশোরীকে আত্মসম্মানবোধ শেখাতে এসেছ?
-যে দেহ আর সম্ভ্রম বাঁচাতে বলে প্রাণ বিলিয়ে দেয়।
অথচ তোমার কিশোরী,
একটি গাঁজা বা সিগারেটে টান দেবে বলে তার দেহ বিকিয়ে দেয়!
তুমি কি আমার সেই পুরুষকে চরিত্রগঠন শেখাতে এসেছ?
-যে একজন নারীর হাত ধরার অনুমোদন পেতে অভিভাবককে নারীর বাড়িতে পাঠায়।
অথচ তোমার যুবক,
বিবাহের পূর্বেই সন্তান জন্ম দিয়ে নারীকে আকর্ষণহীন সামগ্রী বানায়!
তুমি কি আমার সেই নারীকে অধিকার শেখাতে এসেছ?
-যাকে অধিকার দেবে বলে-পিতা থেকে ভ্রাতা, বর থেকে পুত্তর সবাই টেনশন করে।
অথচ তোমার নারী,
সামান্য পুরুষ-স্পর্শ পাবে বলে মদের বার থেকে ডান্সবার, শাহগলি থেকে চিপাগলি সর্বত্র বিচরণ করে!
তুমি কি আমার সেই সন্তানকে দায়িত্ববোধ শেখাতে এসেছ?
-যে সারাটা জীবন মাতাপিতাকে কাঁধে লয়ে উনাদের মৃত্যুর পরও আফসোস করে বলে-"মা-বাবার জন্য কিছুই করতে পারিনি"।
অথচ তোমার সন্তান,
জন্মদিনে আর বড়দিনে দু'বার দু'গুচ্ছ ফুল হাতে বৃদ্ধাশ্রমে গিয়ে দেখা করে বলে-"উনাদের জন্য কম করি নি"।
পাশ্চাত্য! এবার প্রাচ্যে শিক্ষাদান রাখো, আপন পশ্চাৎ ঢাকো।
১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪৬
ফাহিম বদরুল হাসান বলেছেন: ধন্যবাদ। এখানে বাবা-মার প্রতি সন্তানের আনুগত্যের একটি উপমা দেয়া হয়েছে। দেখা যায়, আমাদের সমাজে বাবা ন্যায়সঙ্গত মারছেন নাকি অন্যায়, এটা সন্তানেরা বিচার করতে কখনো যায় না।
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:২৮
শাহাদাত হোসেন বলেছেন: অসাধারণ বলেছেন ভাই ।
১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪৬
ফাহিম বদরুল হাসান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৩৫
T2 বলেছেন: অসাধারণ
১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪৬
ফাহিম বদরুল হাসান বলেছেন: ধন্যবাদ।
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৩৯
ধমনী বলেছেন: ভালো লাগলো।
১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪৮
ফাহিম বদরুল হাসান বলেছেন: আপনার ভাললাগাও বেশ ভালো লেগেছে।
৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:২৫
বাংলার পুলা বলেছেন: খুব সুন্দর লিখছেন। ধন্যবাদ
১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪৯
ফাহিম বদরুল হাসান বলেছেন: আপনাকেও এরকম কমপ্লিমেন্টের জন্য ধন্যবাদ।
৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৬
গোধুলী রঙ বলেছেন: সুন্দর লিখেছেন, কিন্তু বাস্তবতা আস্তে আস্তে বদলে যাচ্ছে, পাশ্চাত্যের লোকজন সরাসরি আমাদের প্রাচ্যে এসে না শিখালেও আমাদের প্রাচ্যেরই কিছু অতি উতসাহী লোকজন অধিকারের কথা বলে এসব আমদানি করতেছে।
১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৬
ফাহিম বদরুল হাসান বলেছেন: ঠিকই বলেছেন। আসলে সেটাই উদ্দেশ্য। পাশ্চাত্যের আগ্রাসনই উদ্দেশ্য।
৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩১
মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: বাস্তব চিত্র তুলে ধধরেছেন। আপনার আবেগটি আমি বুঝতে পারছি।
১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৬
ফাহিম বদরুল হাসান বলেছেন: ধন্যবাদ।
৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩২
মেমননীয় বলেছেন: লাত্থি-থাপ্পড়
বদল করে
চড়-থাপ্পড় / শাসনের ভয়ে
করে দিন
শুনতে ভালই লাগবে। কারন বাবারা চড়-থাপ্পড় বা লাথি দেয় না।
১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৯
ফাহিম বদরুল হাসান বলেছেন: ধন্যবাদ। খানিকটা করেছি। তবে পুরোটা করলে আহবানটা একটু কমে আসে।
৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৬
জাহিদ হাসান মিঠু বলেছেন: সহমত।
১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩০
ফাহিম বদরুল হাসান বলেছেন: ধন্যবাদ।
১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৪
তাওহিদ হিমু বলেছেন: সুন্দর বলেছেন
১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩০
ফাহিম বদরুল হাসান বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
১১| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৮
তট রেখা বলেছেন: পাশ্চাত্য! এবার প্রাচ্যে শিক্ষাদান রাখো, আপন পশ্চাৎ ঢাকো।
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:০২
বিষন্ন পথিক বলেছেন: " যে বাবার লাত্থি-থাপ্পড় খেয়ে ভয়ে মায়ের আঁচল-তলে লুকায় "
এটা কেমন কথা?