নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

just simple

ফাহিম বদরুল হাসান

just simple

ফাহিম বদরুল হাসান › বিস্তারিত পোস্টঃ

>>প্রাচ্যে জন্ম নেয়াও এক বিশাল নিয়ামত

১৯ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:২৫



আমাদের সমাজের পিতা-মাতারা যদি পাশ্চাত্যের পিতা-মাতার শেষ বয়সের করুণ পরিণতি দেখতেন, তাহলে আজীবন প্রত্যেক সালাতের পর দু রাকাত নফল আদায় করতেন, কদমে কদমে স্রষ্টার শোকর আদায় করতেন, শুধু পাশ্চাত্যে জন্মান নি বলে।

কী যাতনা-ই না পোহায় পাশ্চাত্যবাসীরা! যখন বুড়ো বয়সে আপন সন্তানাদি ফেলে চলে যায়, বৃদ্ধরা কাউকে না পেয়ে কুকুর পালে, একাকীত্ব ঘুচাতে। দুটো কথা বলার জন্য না থাকে কোনো বন্ধু-বান্ধব, না থাকে প্রতিবেশীর সাথে পরিচয়। দেখা যায়, একটা কুকুর নিয়ে হাটে আর এর সাথে কথা বলে। ঘরে এলে টিভি আর কুকুর ছাড়া কিছুই নেই! কমজোর দেহ টেনে টেনে নিজেকেই সদাই পাতি করতে হয়, খানা-দানার আন্জাম করতে হয়।

অধিকাংশ মানুষের মৃত্যুকালে আত্মীয়-স্বজন তো দূরে থাক, কফিনের চারপাশে ধরার মতো চারজন মানুষ রেখে যেতে পারে না। তাইতো তাদের মাঝে একটা প্রবাদ আছে- "বন্ধুরা আসে জীবদ্দশায় এনজয় করতে; আর আত্মীয়রা আসে মরার পরে সম্পদ নিতে"।
যখন শোনা যায়, একজন লোক ফ্ল্যাটের ভেতরে মরে পড়ে থাকতে থাকতে পঁচে গেছে, অতঃপর দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশে কল দিলে লাশ নিয়ে মাটি দেয়, আফসোস লাগে। কী মর্মান্তিক উপসংহার তাদের!

☆কিছু নিয়ামত অর্জন করা যায় না, অর্পণ করা থাকে।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:০৪

গোধুলী রঙ বলেছেন: হুম ঠিক বলেছেন, তবে প্রাচ্য আস্তে আস্তে পাশ্চাত্যের দিকেই তো আগাচ্ছে, আপনি কি ভাবেন এখনকার তরুন প্রজন্মের যারা নীতি নৈতিকতাহীন তাদের কতভাগ পিতামাতার খবর রাখবেন, পূর্ন বয়সে তারা যেই অবস্থাতেই থাকুন। ভাবনাটা অবান্তর নয়, ঘরে ঘরে নির্যাতিত পিতা মাতাও বাড়ছে, এক ঘরে হয়ে থাকা পিতা মাতাও বাড়ছে, বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধ-বৃদ্ধাদের সংখ্যাও বাড়ছে।

তবে, প্রাচ্যের প্রধান দুটি ধর্মে, পিতা-মাতার স্থান অনেক উচুতেই, আল্লাহর/ভগবানের পরেই যাদের স্থান। তাই ধর্মীয় প্রভাব, শিক্ষা যতদিন বজায় থাকবে পিতা মাতার স্থান বেশিরভাগ ক্ষেত্রেই সমুন্নত থাকবে।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭

ফাহিম বদরুল হাসান বলেছেন: যথার্থই বলেছেন। আমাদের দিন দিন অবক্ষয় হচ্ছে, কারণ, আমাদের নিজেদের মূল্যবোধ থেকে সরে যাচ্ছি। ধন্যবাদ

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৮

চাঁদগাজী বলেছেন:

সবকিছুই নেয়ামত

১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

ফাহিম বদরুল হাসান বলেছেন: এটা যে কত বড় প্রাপ্তি, না স্বচক্ষে না দেখলে অনুধাবন করা অসম্ভব।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২২

মেহেদী হাসান শীষ বলেছেন: পশ্চাত্যর পিতা মাতা জন্য আপসোস লাগছে......

১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

ফাহিম বদরুল হাসান বলেছেন: তাদেরকে যখন আমাদেরকে পারিবারিক বন্ধনের কথা বলি, হা করে শুনে।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৬

বিপরীত বাক বলেছেন: বাংলাদেশে ছেলে সন্তানের পিতামাতা দের জীবন??? !
আর পাশ্চাত্যের বৃদ্ধ বৃদ্ধা দের জীবন।।!!

তুলনা করলেন? করতে পারলেন??
আমি বলি গৃহপালিত কুকুর ( প্রাচ্যে পুত্রসন্তান দের বাড়িতে বা অধীনে থাকা পিতা- মাতা) এর মত দীর্ঘকাল বেচে থাকার চাইতে বনের স্বাধীন দৃঢ়চেতা বয়সের ভারে নুয়ে পড়া দুর্বল সিংহ ( পাশ্চাত্যের বৃদ্ধ-বৃদ্ধা রা) এর জীবন অনেক বেশি গর্বের।।

আর কথায় কথায় ধর্ম টানবেন না।। ধর্মে তো বলাই আছে যে ব্যক্তি স্ত্রীর কাছে উত্তম সে ব্যক্তি আল্লাহ র কাছে সর্বোত্তম।।

আর কোথাও কোন শালার দেখা দিতে পারবেন না যে বাপ মা সাথে রেখে বউ থাকা সত্বেও তাদের সেবা করে জাহান্নামি হওয়ার ঝুকি নিবে।।
আর সাথে রাখলেই সেটাকে সেবা করা বলে এই যদি ধারণা হয় তবে সেবার সংজ্ঞা ই জানেন না।।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৫

ফাহিম বদরুল হাসান বলেছেন: সেবা কী কিংবা কোথায় সেবা হয়- এগুলো বলিনি। শুধু শেষ বয়সে তাদের আকুতির কথা বলতে চেয়েছি।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪২

মানবী বলেছেন: "আমাদের সমাজের পিতা-মাতারা যদি পাশ্চাত্যের পিতা-মাতার শেষ বয়সের করুণ পরিণতি দেখতেন, তাহলে আজীবন প্রত্যেক সালাতের পর দু রাকাত নফল আদায় করতেন, কদমে কদমে স্রষ্টার শোকর আদায় করতেন, শুধু পাশ্চাত্যে জন্মান নি বলে।"

- তাই? আপনি নিশ্চিত পাশ্চাত্যের সব পিতামাতার এমন করুণ অবস্থা? আমি বেশ কয়েকজন আমেরিকান বয়জেষ্ঠ্য দম্পতিদের ঘনিষ্ঠ ভাবে জানি। তাঁদের মাঝে শুধু মাত্র একজনের জীবন আপনার আঁকা ছবির মতো কারন তিনি নিজেই এমনটা বেছে নিয়েছেন।
খুব অল্প বয়সে তালাকপ্রাপ্তা হন, খিটখিটে মেজাজের এই ভদ্রমহিলা কোন এক অদ্ভুত কারনে আর কখনও বিয়ে করেননি এবং একা থাকতে পছন্দ করেন।

এদেশের মানুষের আত্মমর্যাদাবোধ আমাদের চেয়ে ভিন্ন। তাঁরা যখন মনে করে একসাথে সন্মানের সাথে বসবাসে সমস্যা হতে পারে, তাঁরা সন্তানদের আলাদা থাকতে উৎসাহিত করেন। আবার এমন এক আইনজীবি দম্পতিকে জানি, যাঁরা মেয়েটির মা বাবার সাথে মহা সুখে থাকেন। পরিচিত অন্যান্য বয়জেষ্ঠ দম্পতিরা নিজেদের প্রাইভেসীর কারনেই স্বামী স্ত্রী নিজেদের মতো থাকেন তবে নিয়মিত ভাবে সন্তানরা মা বাবার খোঁজ করে, কিছুদিন পর পর পুরো পরিবার নিয়ে এসে সময় কাটিয়ে যায় বাবা মার সাথে আর মা বাবা সময় পেলেই সন্তানদের কাছে বেড়াতে যান। মা বাবার এতোটুক অসুস্থতা বা প্রয়োজনে সন্তানদের ছুটে আসতে দেখি, এমনকি বাবাকে মাকে বাসা গুছাতে সাহায্য করতে সুদূর কানাডা থেকে চিকিৎসক পুত্রকে ছুটি নিয়ে আসতে দেখেছি।

আমার মনে হয়না পাশ্চাত্যের বয়স্কদের সম্পর্কে আপনার আঁকা ছবিটা অধিকাংশ ক্ষেত্রে সঠিক, খুব কম ক্ষেত্রেই এমনটা হয়।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩

ফাহিম বদরুল হাসান বলেছেন: জী না, আমি শতভাগ লোকের কথা বলিনি। শুধু তাদের বর্তমান সামাজিক অবস্থা তুলে ধরলাম, যা দেখছি। যারা শেষ বয়সে একাকী আছেন, তাদের সাথে কথা বললে দেখা যায়, তাদের মাঝেও সন্তান-সন্ততি, নাতি-নাতনি নিয়ে একসাথে থাকার প্রবল আগ্রহ। কিন্তু তাদের সোসাইটি এর প্রতিকূল হয়ে গেছে অলরেডি। ধন্যবাদ।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৭

গোধুলী রঙ বলেছেন: ধর্ম বলেছে স্ত্রীর কাছে উত্তম হতে, আর বলেছে মাকে উহ শব্দটিও উচ্চারন না করতে অথবা যে জীবিত অবস্থায় মা অথবা বাবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেলো জান্নাত আদায় করতে পারলো না সেই বড় অভাগা, কোনটা বেশি তীব্র ব্রাদার বিপরীত বাক ? খালি ধর্মের ফুটো খুজেন, খুজতে খুজতে নিজের সব ফুটা হয়ে যায় সেই খেয়াল আছে কি?

৮| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৮

মানবী বলেছেন: "ফাহিম বদরুল হাসান বলেছেন: জী না, আমি শতভাগ লোকের কথা বলিনি। শুধু তাদের বর্তমান সামাজিক অবস্থা তুলে ধরলাম, যা দেখছি। যারা শেষ বয়সে একাকী আছেন, তাদের সাথে কথা বললে দেখা যায়, তাদের মাঝেও সন্তান-সন্ততি, নাতি-নাতনি নিয়ে একসাথে থাকার প্রবল আগ্রহ। কিন্তু তাদের সোসাইটি এর প্রতিকূল হয়ে গেছে অলরেডি। ধন্যবাদ।"

- আপনার কোন বক্তব্যের প্রেক্ষিতে আমার মন্তব্যটি ছিলো তা স্পষ্ট করতেই প্রথম মন্তব্যে কোট করেছিলাম।
শতভাগের কথা না বললেই নিঃসন্দেহে সিংহভাগের কথা বলেছেন তা নাহলে ঢালাও ভাবে "আমাদের সমাজের পিতা-মাতারা যদি পাশ্চাত্যের পিতা-মাতার শেষ বয়সের করুণ পরিণতি দেখতেন, তাহলে আজীবন প্রত্যেক সালাতের পর দু রাকাত নফল আদায় করতেন, কদমে কদমে স্রষ্টার শোকর আদায় করতেন, শুধু পাশ্চাত্যে জন্মান নি বলে" বলতেননা।

দুঃখজনক হলেও সত্য আমাদের দেশের উল্লেখযোগ্য সংখ্যায় বয়ঃবৃদ্ধ পিতামাতা অবহেলা, অবজ্ঞা আর অপমানের শীকার হয়ে থাকেন। তাঁদের সেই দুঃখ কষ্ট আর বন্চনার কথা জানলে হয়তো পাশ্চাত্যের পিতামাতারাও সৃষ্টি কর্তার কাছে কৃতজ্ঞতা জানাবে প্রাচ্যে জন্মেনি বলে।
এই ব্লগে অগুনিত পোস্ট আছে কিভাবে সন্তানরা মা বাবার সকল সম্পত্তি আত্মসাৎ করে তাঁদের ত্যাগ করেছে, কিভাবে বছরের পর বছর সন্তানরা মা বাবার একটি খোঁজ পর্যন্ত নেয়না। কুলাঙ্গার সন্তান সবদেশে সব কালচারে সমান ভাবেই আছে যেমন আছেন সুসন্তানরা।

ভালো থাকুন।

২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

ফাহিম বদরুল হাসান বলেছেন: "এই ব্লগে অগুনিত পোস্ট আছে কিভাবে সন্তানরা মা বাবার সকল সম্পত্তি আত্মসাৎ করে তাঁদের ত্যাগ করেছে, কিভাবে বছরের পর বছর সন্তানরা মা বাবার একটি খোঁজ পর্যন্ত নেয়না। কুলাঙ্গার সন্তান সবদেশে সব কালচারে সমান ভাবেই আছে যেমন আছেন সুসন্তানরা।এই ব্লগে অগুনিত পোস্ট আছে কিভাবে সন্তানরা মা বাবার সকল সম্পত্তি আত্মসাৎ করে তাঁদের ত্যাগ করেছে, কিভাবে বছরের পর বছর সন্তানরা মা বাবার একটি খোঁজ পর্যন্ত নেয়না। কুলাঙ্গার সন্তান সবদেশে সব কালচারে সমান ভাবেই আছে যেমন আছেন সুসন্তানরা।"-শতভাগ সহমত পোষণ করছি। খারাপ সর্বক্ষেত্রেই আছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, সমাজব্যবস্থার। শুধু একটা কথা জিজ্ঞেস করি, বৃদ্ধাশ্রম কি আশির্বাদ নাকি অভিশাপ? যদি আশির্বাদ হয়, তারা অনেক সুখে আছে। কারণ, পাড়ায় পাড়ায় বৃদ্ধাশ্রম আছে। আর যদি অভিশাপ মনে করেন তাহলে আমাদের দেশও ধীরে ধীরে এই দিকে এগুচ্ছে।
আপনিও ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.