নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রায়ই একটা কথা শুনি, "পলিমাটির অঞ্চল বাংলাদেশের মানুষের হৃদয় খুবই কোমল। ধর্মকর্ম খুব বেশি না করলেও ধর্মীয় অনুভূতি নাকি খুবই সজীব"।
বাস্তবতার সাথে মিলাতে গিয়ে দেখি, আসলেই সত্য।
>>সিনেমা যতই অশ্লীল হোক, রিলিজ হবে, "পবিত্র ঈদ" উপলক্ষে! শুক্রবার দেখে সিনেমার মহরত (!) অনুষ্টিত হয়!
সিনেমার স্ক্রিপ্টের শুরুতে "বিসমিল্লাহ' আর শেষে "খোদা হাফেয" থাকবেই।
>>ফ্যাশন শো'র নামে দেহ-প্রদর্শন হোক কিংবা মিউজিক কনসার্ট'র নামে যৌন সুড়সুড়ির মঞ্চ হোক, আয়োজন কিন্তু "পবিত্র ঈদ" উপলক্ষে!!!
>>ভিসিডির দোকানে লুকিয়ে "পর্ন-সিডি" বিক্রি করলেও নাম দেবে 'শাহজালাল ভিডিও সেন্টার" আর সকালটা শুরু করবে, "কারী আব্দুল বাসিত"র তেলাওয়াত দিয়ে!!
>>হোটেলে "নারী-ব্যবসা" করলেও নাম দেবে, "হোটেল আল মদিনা"!!
>>গরুর বদলে মহিষ, ছাগলের বদলে কুকুর খাওয়ালেও দেখবেন, রেস্টুরেন্টের দেয়ালে "আয়াতুল কুরসি"র ওয়ালম্যাট!!!
>>ফার্মেসির আড়ালে মাদক বিক্রি করলেও নাম দেবে, "আশরাফিয়া দাওয়াখানা"!!!
আরো কত্তো যে ধর্মানুভূতি জাতির পরতে পরতে!
১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭
ফাহিম বদরুল হাসান বলেছেন: এটাকেই ধর্মের ব্যবহার বলে। ধর্মের আবরণে খারাপ কাজ!
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৩
গ্রিন জোন বলেছেন: আজব দেশরে ভাই.............
২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২০
ফাহিম বদরুল হাসান বলেছেন: আসলেই আজব।
৩| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২৬
নীল জানালা বলেছেন: ধর্মের নামে পচা কামের চর্চা খুব নিরাপদ। আর নিরাপত্তা হইল প্রথম প্রায়োরিটি।
২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪৯
ফাহিম বদরুল হাসান বলেছেন: অত্যন্ত ন্যায্য কথা বলেছেন। ধন্যবাদ।
৪| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৫
আরব বেদুঈন বলেছেন: যা বললেন ।
২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১০
ফাহিম বদরুল হাসান বলেছেন: শুকরিয়া।
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
চাঁদগাজী বলেছেন:
সব যুগে, যুগোপযোগী এগুলো ছিল, সেইজন্য ধর্ম আছে; অসুবিধা কোথায়?