নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

just simple

ফাহিম বদরুল হাসান

just simple

ফাহিম বদরুল হাসান › বিস্তারিত পোস্টঃ

মাত্রাতিরিক্ত চাপ দিলে তার সাথে আপনিও ডুববেন

২২ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৪৯

(প্রসঙ্গ: প্রবাসীদের কাছে অযুক্তিক উচ্চাকাঙ্খা)

■কয়েকমাস পূর্বে গ্রিস থেকে ফ্রান্সে আসা বাগেরহাটের এক ভাইকে জিজ্ঞেস করলাম- ভাই, গ্রিস থেকে ফ্রান্স আসলেন কেন, ওখানে কি খুব সমস্যা হচ্ছিল?

বেচারা বিরতিহীন বলতে লাগল- "ভাই; খুব খারাপ ছিলাম না, বেতন তেমন ভাল না হলেও এদেশের মতো হাহাকার করতাম না। কিন্তু আমার পাশের গ্রামের একটা মেয়ের জন্য গ্রিস ছাড়তে বাধ্য হলাম। সে ওখানে থাকে। মাত্র দুবছরে বাড়িতে বিল্ডিং তুলে ফেলেছে।
এখন তার কথা শুনিয়ে শুনিয়ে বাবা আমাকে খোঁটা দেন। সে নারী হয়ে এতো টাকা কামায়, আমি কেন পারি না। আমি তো বাবাকে সব খুলে বলতে পারি না ঔ মেয়ের পেশা কী। শুধু বলছি, বাবা! মেয়েটি যে কাজ করে, আমি তা করতে পারি না।"

■এই ভাইয়ের মতই অধিকাংশ প্রবাসী। বিদেশের দুর্গন্ধ প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে চায় না। প্রবাসীদের হাজারো দোষের মাঝে এটি একটি গুণ। তারা অন্য প্রবাসীর মানবেতর জীবন, নিম্নমানের কাজ, কিংবা অতি নোংরা (হারাম) পেশার খবরও দেশে পৌঁছাতে চায় না। "আমরা সবাই ভাল, আমরা সবাই সুখি" এমন ভাবই স্বদেশের মানুষকে দেখাতে চায়।

●কিন্তু প্রায়ই দেখা যায়, অনেক কম রোজগারের প্রবাসীকে তাদের আত্মীয়রা অন্য আরেক বিশাল সম্পদের পাহাড় বানানো প্রবাসীর সাথে compere করেন। "সে পাঁচ বছরে কোটিপতি হলে তুমি দশ বছরে কেন টাকা বানাতে পারো না" এরকম প্রশ্নের মুখোমুখি করে মানসিক প্রেশারে ফেলা হয় স্বল্প আয়ের লোকটিকে।

একসময় দেখা যায়, অনেক প্রবাসী আত্মীয়-স্বজনের দেয়া মানসিক চাপ এবং লজ্জায় অধিক টাকা কামাতে গিয়ে পথ পরিবর্তন করে।অধিক উপার্জনের লক্ষ্যে হারাম-হালালের বাছাই করা ছেড়ে দেয়। মাথায় চিন্তা থাকে একটাই- যে পথেই হোক টাকা চাই।

প্রথমে মানুষের চাপ এবং লাজে অধিক কামাতে যায়, পরে প্রাচুর্যের সুখ এবং টাকার লোভে পড়ে স্বপথের শপথ বেমালুম ভুলে যায়।

●বেলা গড়ায়। হারামের আরামে প্রবাসী লোকটির চেহারায় ঔজ্জ্বল্য ভাসে, কথায় মাধুর্য আসে। অন্যদিকে দেশে থাকা আত্মীয়রাও অবলীলায় আয়েশ আর খায়েশ মিটিয়ে যাচ্ছেন।

শেষ ফলাফল! অন্যের সাথে কম্পিটিশনে ফেলে প্রবাসে থাকা ছেলে/ভাই/ ভাতিজাকে হারামে ডুবিয়ে দিলেন; আর আপনিও তার উপার্জিত অর্থে ডুবে গেলেন।

☆অনেকে বাস্তবতার গ্যাঁড়াকলে পড়ে হারামে জড়িয়ে পড়েন আবার কেউ কেউ নিজের শখে ডাস্টবিনে সাঁতার কাটতে চান, তারা লিখাটির অন্তর্ভুক্ত নন।

মন্তব্য ২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৪

ইমরান আশফাক বলেছেন: বেশ, গুরুত্বপূর্ণ তথ্য দিলেন।

২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

ফাহিম বদরুল হাসান বলেছেন: ধন্যবাদ। তথ্যে যেন দেশ দশে প্রভাব ফেলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.