নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

just simple

ফাহিম বদরুল হাসান

just simple

ফাহিম বদরুল হাসান › বিস্তারিত পোস্টঃ

যদি লুকিয়েই রাখতে হবে, তবে কেন নারীকে স্রষ্টা এতো সৌন্দর্য্য দিলেন!

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৯

[এক]

-হুজুর! যদি লুকিয়েই রাখতে হবে, তবে কেন নারীকে স্রষ্টা এতো সৌন্দর্য্য দিলেন!
-বৎস! বলছি। আগে বলো, তোমার হাতে কী আর এরকম কচ্ছপের মতো হাটছো কেন?

-হুজুর, এগুলো ডিম। জোরে হাটলে ভেঙ্গে যাবে তো, তাই।
- ভাঙলে অসুবিধে কী! ডিম ভেঙ্গেই তো খেতে হবে।

-কী যে বলেন হুজুর! ভেঙ্গে গেলে তো সর্বনাশ। ডিম যাবে, রাস্তাও নষ্ট হবে। কেউ আবার তাতে পিছলে পড়ে আমাকে গালি দেবে।
-তার মানে, তুমি কি ডিম ভেঙ্গে খেতে চাও না?

-খেতে হলে আমি এই রাস্তায় ভাঙবো কেন! বাসায় নেয়ার পর আম্মু কিচেনে নিয়ে রান্নার সময় ভেঙ্গে রান্না করবেন।
-দেখো! সামান্য একটা ডিম ভাঙ্গার জন্য নির্দিষ্ট স্হান, কাল এবং পাত্র আছে, সবাই জানে; অথচ সৃষ্টিজগতের শ্রেষ্ঠ জাতি নারীর সৌন্দর্য্য যেথায় সেথায় প্রদর্শন করবে, নির্দিষ্ট স্থান কাল এবং পাত্র থাকবে না, সেটা কি যুক্তিযুক্ত হল?
শুনো, বৎস! সৌন্দর্য্য প্রদর্শনের নির্দিষ্ট স্হান আছে, কাল আছে, পাত্র আছে।

[দুই]

-হুজুর! রাস্তায় বেপর্দা নারীদের দেখলে শয়তান কুমন্ত্রণা দেয়। যদি চক্ষু হিফাযাতের কোনো সহজ দোয়া বা টিপস দিতেন।
-বৎস! দিচ্ছি। এর আগে mp3’টা বাজাতে বাজাতে এই মগ নিয়ে বাজারে গিয়ে আধা লিটার দুধ নিয়ে আসো। সাবধান! যদি এক ফোটা দুধ মাটিতে পড়ে টিপস তো দূরে থাক, আমার আশেপাশেও থাকতে পারবে না।
-জী, হুজুর! যথাসাধ্য চেষ্টা করবো।

(দুধ নিয়ে ফিরে এসে)
-হুজুর! এই যে দুধ এনেছি। এক ফোটাও পড়ে নি।
-মাশা-আল্লাহ। এবার বলো, রাস্তায় কতজন নারী তোমার চোখে পড়েছে? তাদের কতজন পর্দায় এবং কতজন বেপর্দা ছিল?

-এটা কী বলেন, হুজুর! যাওয়ার সময় আপনার লেকচার এতো মনোযোগ দিয়ে শুনছিলাম যে, রাস্তায় দেখা কারো চেহারা মনে নেই। আর ফেরার সময় তো আপনার শাস্তির ভয়ে মগ থেকে চোখই সরাতে পারি নি, মানুষ দেখা তো দূরে থাক।
-চিন্তা করো, আমার মতো একজন সাধারণ মানুষের শাস্তির ভয়ে রাস্তায় নারীদের সৌন্দর্য্য তোমাকে আকর্ষণ করে নি, তাকাতেই পারো নি, আর পরাক্রমশালী মহা বিচারক আল্লাহ (ﷻ)’র শাস্তির ভয়ে তোমার চক্ষু অবনমিত হয় না!

☆শুনো, বৎস! যে অন্তরে জান্নাতের আকর্ষণ এবং জাহান্নামের ভয় ঢুকে যাবে, সেই অন্তর কখনো চোখকে কুমন্ত্রণার দিকে নিয়ে যেতে পারবে না। ইনশাআল্লাহ।

মন্তব্য ২৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লিখেছেন। তবে জানেন তো, ডাকু না শোনে ধর্মের কাহিনী।

ধন্যবাদ ফাহিম বদরুল হাসান।

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩

ফাহিম বদরুল হাসান বলেছেন: জানি, জনাব। এজন্যই অনুশাসনের পরবর্তী স্তর শাসন। ডাকুদের জন্যই।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৪

সুমন কর বলেছেন: মনে হয়, আগে কোথাও পড়েছিলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১০

ফাহিম বদরুল হাসান বলেছেন: প্রথমটি এর আগে শোনার কথা না। আপনাকেও ধন্যবাদ।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৮

তার আর পর নেই… বলেছেন: দুইটাই ভাল। তবে শেষেরটায় পুরুষের জন্য শিক্ষনীয় আছে।

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৯

ফাহিম বদরুল হাসান বলেছেন: অসংখ্য ধন্যবাদ

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫১

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর শেয়ার । শেষেরটা আগেও পড়েছি ।

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১২

ফাহিম বদরুল হাসান বলেছেন: জী, দ্বিতীয়টির কনসেপ্ট ধার করা।

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪

ক খ বলেছেন: সুন্দর

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

ফাহিম বদরুল হাসান বলেছেন: ধন্যবাদ।

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: তেঁতুল হুযুরের চেলা নাকি? পাঁচ বছরের বাচ্চা যে ধর্ষিত হয়, তার কারণও কি পর্দাহীনতা?
হাদিসে পুরুষকেও দৃষ্টি সংযত রাখতে বলা হয়েছে ।

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৫

ফাহিম বদরুল হাসান বলেছেন: এই এক সমস্যা! কোথায় বলা হয়েছে নারীকে পর্দা করতে হবে? আর দ্বিতীয় অংশটি পড়তে পারতেন। ধন্যবাদ।

৭| ২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪১

বিপরীত বাক বলেছেন: যাক এটুকু অন্তত বোঝা গেল যে নারীরা ডিম আর দুধের মত সুস্বাদু খাদ্য। ধন্যবাদ।

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৬

ফাহিম বদরুল হাসান বলেছেন: এটা নিজ নিজ ব্যাখ্যা। হুমায়ুন আজাদ তো" চুইংগাম" বলে রেখেছেন।

৮| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৩

প্রামানিক বলেছেন: দুইটা উপমাই সুন্দর। ধন্যবাদ

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬

ফাহিম বদরুল হাসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৯| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো শেয়ার। ধন্যবাদ।

পুরো ব্যাপারটাই আত্মনিয়ন্ত্রণ এবং অপরাপর সম্মানের উপর নির্ভর করে।

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭

ফাহিম বদরুল হাসান বলেছেন: ধন্যবাদ আপনাকে। অবাক হয়ে যাই, কিছু শিক্ষিতদের মহাজ্ঞান দেখে। এখানে নাকি নারীদের ডিম দুধ বলা হয়েছে।

১০| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯

মোঃ আলামিন বলেছেন: আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ধর্মিয় বিষয়ে কোন পোষ্ট দিলেই "আরণ্যক রাখাল " নামের ব্যক্তিটার নিচে গুড়া ক্রিমি কামড় দেয়।

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪

ফাহিম বদরুল হাসান বলেছেন: ধন্যবাদ, ভাই। তার বিশ্লেষণ দেখে চিন্তা করতে হল। কিছু যদি মাথার উপর দিয়ে যায়, ছেড়ে দিলেই হয়? না, তারা লাফ দেবেই.

১১| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২০

গোধুলী রঙ বলেছেন: ভাই রূপক বিধৌত সাধু, আধা উলংগ, প্রায় উলংগ দিপিকা, টাইট ফিট পোষাক পরা ক্লাসের তানিশা, রাস্তা ঘাটে হাটতে গেলে নাম না জানা ললনা এদের দেখে মাথায় যে যৌনতার পোকাটা কিলবিল শুরু করে সেটা থামানোর উপায় কি, প্রতিদিন মার্সিডিজ হাকিয়ে ক্লাসে আসা তানিশার হাত ছুয়ে দেখারও ক্ষমতা নেই, দিপিকার চেহারা টিভিতে দেখা ছাড়া গতি নাই, রাস্তার ললনাদের ছুয়ে দেখার সাহস নেই তবে পোকাটা নামাবে কোথায়, কোথায় ভাই?? আপনি যদি বলেন ওই পোকাটা আপনার নাই তবে সমস্যা আছে, আশা করি সব পুরুষের আছে, কিছু পুরুষ তা ভালোভাবে সামলাতে পারে অনেকেই পারে না, এটার উপর অশিক্ষা, সামাজিক অবক্ষয় সহ অনেক প্যারামিটার কাজ করে। এই জন্য কুরানে নারীদের পর্দার আগে বলা হয়েছে পুরুষদের নজর নত করার কথা, তারপর নারীর পর্দার কথা। এই দুইটা যখন একসাথে কাজ করা শুরু করবে তখন যদি ধর্শন হয় তবে প্রকাশ্যে একশ বেতের বাড়ি। এই তিনটা এপ্লাই করেন তারপর দেখেন কয়টা পুরুষ ধর্ষনের কথা চিন্তা করে।

এইবার আমাকে মৌলবাদী বলে, শফি হুজুরের চ্যালা বলে গালি দেন, কিন্তু আপনি ভালো মানুষ হলে এর থেকে ভালো উপায় বলে দিয়া যাবেন। আর না পারলে কোনদিন কাউকে আপনার ওই লজিক শুনাবেন না।

১২| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০২

-দীপু বলেছেন: ধর্ম নিয়ে "রূপক বিধৌত সাধু" আর "আরণ্যক রাখাল" এর কমেন্ট পড়ে মেজাজ খারাপ হয়ে গেল। আধুনিক সমাজে এধরণের গুহাযুগের লোকজন ব্লগিং করার সুজোগ পায় কিভাবে ?

১৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৯

আরণ্যক রাখাল বলেছেন: পড়েই মন্তব্য করছি। না পড়ে মন্তব্য করি না।
আপনাদের মানসিকতা বোঝা শেষ।
দীপু, ব্লগিং শিখাইয়ো না

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৪

ফাহিম বদরুল হাসান বলেছেন: ধন্যবাদ। এর অর্থ কি ডিম!!

১৪| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৪

আবু শাকিল বলেছেন: আমি চুপিচুপি এখানে এসেছিলাম -কেউ দেখে নাই :)

১৫| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৭

ভুমিসংকর বলেছেন: রাখাল নিকটা কয়েকদিন ধইরাই দেখতেছি, গুরা কৃমিডায় এই জন সেইজনের ব্লগে গিয়া হুদাই মোচরামুচরি করে। সেইদিন আমার একটা পোস্টে আইসাও গাইল পারা শুরু করছিল । পরে ব্যান করছি বাইনচুতটারে। লেখক সাহেব দয়া করে ছাগলটার কমেন্ট ডিলেট করে পোস্টের পরিবেশ সুস্থ রাখুন।

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭

ফাহিম বদরুল হাসান বলেছেন: বাদ দেন, ভাই। ডিলেট করে দিসি। আর গালি দিয়েন না।

১৬| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৯

-দীপু বলেছেন: আরণ্যক রাখাল বলেছেন: পড়েই মন্তব্য করছি। না পড়ে মন্তব্য করি না।
আপনাদের মানসিকতা বোঝা শেষ।
দীপু, ব্লগিং শিখাইয়ো না

তোমার মত ফকিরের বাচ্চারে গোননের টাইম নাই - ধর্ম নিয়া ফাউল টক করবি পুটকি ফাডায় ফালামু শুয়রের বাচ্চা।

লেখকের কাছে অনুরোধ রইল কুকুরটার কমেন্টগুলো ডিলেট করে দেয়ার জন্য ।

১৭| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

পানিখোর বলেছেন: রাখাল ভদ্র হওয়া উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.