নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(প্রসঙ্গ: আখেরি মুনাজাত)
এক আহলে হাদিস শায়খের আলোচনা শুনলাম। বলছেন, ইজতেমার "আখেরি মুনাজাত" হতে হলে নাকি জীবনেও আর কখনো সে দোয়া করতে পারবে না! যেমনঃ "বিদায় হজ্ব" তথা আখেরি হজ্বের পর রাসূলুল্লাহ (ﷺ) আর হজ্ব করেন নি, "আখেরি ভাষণ"র পর আর কখনো ভাষণ দেন নি।
https://m.facebook.com/story.php?story_fbid=1664231277184568&id=100007931354239
কী চমৎকার যুক্তি আর উদাহরণ। কিন্তু, এই "আখেরি" মানে কী এবং কোথায় ব্যবহার হয়- সেটা কি তারা জানেন না নাকি ইচ্ছে করেই মানুষকে বিভ্রান্ত করছেন?
কত সহজ বিষয়টা! "আখেরি" মানে সমাপনী। প্রত্যেক শুরুর একটা আখের আছে, সেই শুরুর সর্বশেষ কাজকে আখেরি কাজ বলে। যেমনঃ একটি মিটিংয়ে বলা হল, এখন আপনাদের সম্মুখে "সমাপনী ভাষণ" দেবেন জননেত্রী শেখ হাসিনা/ দেশনেত্র বেগম খালেদা জিয়া। একথার মানে কি শেখ হাসিনা বা খালেদা জিয়ার জীবনের শেষ বক্তব্য? অবশ্যই না। মানে হচ্ছে, উক্ত সভার শেষ বক্তব্য।
বলা হল, "তিনদিন ব্যাপী এই দাওয়াহ কনফারেন্সের সমাপনী লেকচার দেবেন ডক্টর জাকির নায়েক"। এর মানে কি ডক্টর জাকির নায়েকের জীবনের শেষ লেকচার? পাগলেও বুঝবে, এটা তাঁর নয় বরং এই কনফারেন্সের সমাপনী ভাষণ।
একজন মা তার সন্তানকে বললেন, "এটাই তোমার শেষ/আখেরি চকলেট"। মানে কি ঐ শিশু বুঝবে, আর জীবনেও চকলেট খেতে পারবে না? একটা বাচ্চাও বুঝে, মায়ের বলার উদ্দেশ্য হচ্ছে, এটা হয়তো প্যাকেটের শেষ অথবা আপাতত শেষ চকলেট, জীবনের শেষ নয়। (যদি আল্লাহ চান)
ঠিক অনুরূপ "আখেরি মুনাজাত" মানে এই জমায়েতের বা ইজতেমার শেষ মুনাজাত, মানুষের জীবনের নয়। এগুলো তো কমন সেন্সের ব্যাপার!
আল্লাহু আ'লাম।
☆ এটা বিদ'আত কি না- এবিষয়ে আপনি বলতেই পারেন। দলীল থাকলে অতীব উত্তম; না থাকলে উত্তম মধ্যম। কিন্তু এরকম ভাষাসৈনিক হতে যান কেন!!
২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৭
ফাহিম বদরুল হাসান বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৩০
শাহাদাত হোসেন বলেছেন: সুন্দর বিশ্লেষন।