নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

just simple

ফাহিম বদরুল হাসান

just simple

ফাহিম বদরুল হাসান › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে কেন নামাযে আমিন উচ্চস্বরে বলা অনুচিত?

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৮

নামাযে সুরা ফাতিহার শেষে আমিন বলা সুন্নাহ। এটা ইমাম, মুক্তাদি, মুনফারিদ (একাকী নামাযি)- সকল মুসল্লির জন্যই সুন্নাহ। কিন্তু “আমিন” উচ্চস্বরে হবে নাকি নিম্নস্বরে সেটা নিয়ে মতানক্য রয়েছে। ইমাম শাফিঈ, আহমদ এবং মালিক (রহঃ)’র একটি মত হচ্ছে, মাগরিব ইশা এবং ফজরে “আমিন” উচ্চস্বরে বলা সুন্নাহ। কিন্তু ইমাম হানিফা এবং মালিক (রহঃ)’র একটি মত হচ্ছে, সকল নামাযেই সকল মুসল্লির জন্য আমিন নিম্নস্বরে বলা সুন্নাহ। সকলের পক্ষেই সঠিক দলিল রয়েছে বিধায় কারো মাযহাবকে বেঠিক বলা হয়নি।

কিন্তু একটা বিষয়ে সকল উলামা-এ-কেরাম একমত যে, যেথায় আমিন নিচুস্বরে পড়ার প্রচলন আছে, সেথায় আমিন উচ্চস্বরে বলা অনুচিত। আমিন জোরে বলতে গিয়ে ফিতনা-ফাসাদ সৃষ্টি হলে জোরে বলা অবৈধ।

এই ফাতওয়া শুধু হানাফি আলেমগণ দেননি, “উচ্চস্বরে আমিন সুন্নাহ” মত পোষণকারী শায়খ বিন বাযকে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যেহেতু আমিন জোরে বলাটা মুস্তাহাব, সেহেতু মুসলমানদের মাঝে শৃঙ্খলা রক্ষা করা এবং ঐক্য ধরে রাখার স্বার্থে যেখানে আমিন নিচুস্বরে বলা হয়, সেখানে নিচুস্বরে বলতে হবে। দেখুনঃ http://goo.gl/EyooGa

শায়খুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়্যাহ তাঁর বিখ্যাত গ্রন্থ মাজমুউল ফাতওয়ায় এই বিষয়টি সবিস্তারে উল্লেখ করেন। যেখানে তিনি অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে, সেখানে কেন নিচুস্বরে আমিন বলতে হবে। http://goo.gl/Hq6UdN

অতএব, বাংলাদেশের প্রেক্ষাপটে বলা যায়, প্রায় শতভাগ হানাফি মাযহাবের অনুসারী যেখানে বসবাস করছেন, সেখানে মসজিদে গিয়ে উচ্চস্বরে আমিন বলা’তে অবশ্যই বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সুতরাং আমিন আস্তে বলা উচিত। যেমন, হানাফি মাযহাবের অনুসারী কেউ শাফিঈ মাযহাব অধ্যুষিত অঞ্চলে মসজিদে নামায পড়লে শাফিঈ মাযহাবের ইমামকে অনুসরণ করতে হবে। আল্লাহু আ'লাম।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১১

কলাবাগান১ বলেছেন: আপনার মনের ইচ্ছাই তো সব- আস্তে পড়লেই কি দোষ আর জোরে পড়লেই বা কি দোষ...

পৃথিবীর মানুষ যখন মংগল গ্রহের রোবট পৃথিবী থেকে চালাচ্ছে তখন আমরা পড়ে আছি আমিন জোরে না আস্তে বলতে হবে। আমাদের দ্বারাই হবে জ্ঞান বিজ্ঞানে আগিয়ে যাওয়া

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৩:০২

ফাহিম বদরুল হাসান বলেছেন: মাসআলা মাসাঈল নিয়ে বিজ্ঞানের অন্তরায় হল কীভাবে?

২| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪২

আহলান বলেছেন: অনেকে সৌদি গিয়ে জোরে আমিন বলা শিখে আসে আর দেশে এসে জোর গলায় আ মি ন বলে পাশের মুসল্লির বিরক্তি ঘটায়। তারা জানে না এভাবে আমিন বলার উৎস কি! জ্ঞ্যন অর্জন করার চেয়ে দেখে দেখে মুসল্লি হওয়া আমাদের স্বভাব, তাই এসব নিয়ে বিতর্ক তৈরী হয়।

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৩:০৪

ফাহিম বদরুল হাসান বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ।

৩| ২৯ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:০১

প্রজ্জলিত মেশকাত বলেছেন: বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে
বিবি তালাকের ফতুয়া খুঁজছি ফেকাহ হাদিস চষে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.