নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাহীম সিদ্দিকী

ফািহম িসিিদ্দকী

ফািহম িসিিদ্দকী › বিস্তারিত পোস্টঃ

হাদিসের মসনদে তাকে ফিরিয়ে আনা হোক

২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:১০

ওলি ও দরবেশ পরিবারে জন্ম নেয়া একজন খ্যাতিমান ব্যক্তিত্ব আল্লামা জুনায়েদ বাবুনগরী। জীবনের দুই-তৃতীয়াংশ সময় প্রায় চল্লিশ বছর হাদিসে রাসূলের (সা:) পাঠদানে অতিবাহিত করেছেন তিনি। সারা দেশের আনাচে-কানাচে কুরআনের তাফসির করে ও ওয়াজ-নসিহত করে বাংলার লাখো-কোটি মানুষকে উপকৃত করেছেনতিনি। কুরআন-হাদিসচর্চা ও শিাদীা ছাড়া আর কোনো কাজে তার মূল্যবান হায়াতের কোনো অংশ অতিবাহিত করেননি। এই আলেমে দ্বীন অত্যন্ত সহজ-সরল ও জরাজীর্ণ এক দরবেশি জীবন অতিবাহিত করেন।

ওলিয়ে কামেল আল্লামা শাহ মুহাম্মদ হারুন বাবুনগরী রহ: ছিলেন তার নানা। নানার অতি আদরের নাতির বাল্যজীবন, শিাজীবন ও শিকতা জীবনের প্রায় অর্ধেকই কেটেছে নানার চোখের সামনে। বায়তুল্লাহর গিলাফ ধরে অনেকবারই বুজুর্গ নানা দোয়া করেছেন বাবুনগরীর জন্য। এ ছাড়াআরো কয়েকজন ওলির সংস্পর্শে থেকে অতি স্বল্প সময়ে আধ্যাত্মিক জীবনের শিখরে পৌঁছে যান তিনি। চার তরিকার খিলাফতপ্রাপ্ত হয়ে আধ্যাত্মিক জীবনে একজন ওলিয়ে কামেল হওয়ারসৌভাগ্যও অর্জন করেন তিনি।

১৯৫৩ সালে চট্টলার এক দরবেশ পরিবারে তার জন্ম। দশ বছর বয়সে পুরো কুরআন মজিদের হিফজ সমাপ্ত করে এক বৈঠকে পুরো কুরআন শুনানোর গৌরবোজ্জ্বল সুখ্যাতি অর্জন করেন তিনি। এরপর উচ্চশিা অর্জনের জন্য দারুল উলুম হাটহাজারীতে চলে আসেন। এখানেই তিনি অত্যন্ত কৃতিত্বের সাথে দাওরায়ে হাদিসের শিা সমাপন করেন। পরে উচ্চতর হাদিস গবেষণারউদ্দেশ্যে সুদূর করাচির আল্লামাবান্নুরি টাউন বিশ্ববিদ্যালয়ে ­ বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইউসুফ বান্নুরি রহ:-এর শিষ্যত্ব অর্জন করেন। সেখানে টানা দুই বছর হাদিস ও উলুমুল হাদিস শিার পর স্বদেশে প্রত্যাবর্তন করে প্রথমে চট্টলার সর্ববৃহৎ প্রাচীন শিাপ্রতিষ্ঠান জামেয়া বাবুনগরে মুহাদ্দিস হিসেবে যোগদান করেন। সেখানে অত্যন্ত সুনাম-সুখ্যাতি ও সফলতার সাথে প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে বুখারি, মুসলিম ও আবু দাউদসহঅনেক হাদিস গ্রন্থের পাঠদান করেন। এরপর প্রায় এক যুগ ধরে বিখ্যাত বিদ্যাপীঠ দারুল উলুম হাটহাজারী মাদরাসায় একজন সিনিয়র মুহাদ্দিস হিসেবে যোগদান করেন। এখানে তিনি মুসলিমশরিফ, তিরমিজি শরিফসহ আরো অনেক হাদিস গ্রন্থ অত্যন্ত দতা ও নিপুণতার সাথে পাঠদান করে সুনাম-সুখ্যাতি অর্জন করতে সম হন। তার এ সুদীর্ঘ চল্লিশ বছরের মুহাদ্দিসী জীবনে অর্ধলাধিক আলেম-ওলামা, মুহাদ্দিস ও মুফতি সৃষ্টি করার গৌরবোজ্জ্বল সফলতা অর্জন করেন।

শিকতা ও মুহাদ্দিসী জীবনের পাশাপাশি সাহিত্য রচনার জগতেও রয়েছে তার অনবদ্য অবদান। প্রায় ত্রিশেরও অধিক বাংলা, আরবি ও উর্দু ভাষায় রচিত মূল্যবান গ্রন্থ তার অসাধারণ জ্ঞান ও সাহিত্যচর্চার পরিচায়ক। দেশ, জাতি ও ইসলামের বহুমুখী অবদানের ওপর লিখিত তার এত লেখা ও রচনাই প্রমাণ করে জ্ঞান সাধনায় তার জীবন ও সময় কত বেশি ব্যস্ত ছিল।

তিনি অত্যন্ত সহজ-সরল ও সাধনায় নিমগ্ন এবং নিয়মিত তাহাজ্জুদগুজার ব্যক্তিত্ব। প্রচলিত রাজনীতির সাথে তিনি কখনো কোনো দিক থেকে জড়িত নন। জীবনের একটি মুহূর্তও তিনি প্রচলিত রাজনীতিতে কাটিয়েছেন বলে আমাদের জানা নেই।

সম্প্রতি ইসলামবিরোধী নানা প্রবণতা, দেশী-বিদেশী ষড়যন্ত্র, ঈমানবিরোধী কার্যকলাপ, মহানবী সা:-এর প্রতি ইতিহাসের জঘন্যতম কটূক্তি দেশেরধর্মপ্রাণ মানুষের পাশাপাশি তাকেও উদ্বিগ্ন করে। তিনি আল্লামা শাহ আহমদ শফীর আহ্বানে গঠিত হেফাজতে ইসলামের আন্দোলনে যোগ দিয়ে এর কেন্দ্রীয় মহাসচিব মনোনীত হন। বিগত ৬ এপ্রিলের লংমার্চ এবং পরবর্তী ৫মে ঐতিহাসিক ঢাকা অবরোধে তিনি অংশগ্রহণ করেন। হাজার হাজার র‌্যাব, বিজিবি, পুলিশ ও সরকারি নানা লোকজনের সমবেত যৌথ আক্রমণেলণ্ডভণ্ড শাপলা চত্বরের বিষাদময় কাহিনী পেছনে ফেলে তিনি যখন লালবাগের পথে তখন ঢাকেশ্বরী এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

তার গ্রেফতারের সংবাদ মিডিয়ায়প্রচারিত হলে দেশব্যাপী লাখ লাখছাত্র-ভক্ত ও পরিচিতদের মধ্যে নেমে আসে শোক-দুঃখের আবহ। আদালতে হাজির করার সময় বাবুনগরীর নিষ্পাপ চাহনি ও অমলিন অভিব্যক্তি অনেক কিছুই বলে দেয়। তার রিমান্ডের খবর শুনে দেশব্যাপী হেফাজতের নেতাকর্মী, সমর্থক ও কল্যাণকামী সমাজে নেমে আসে উদ্বেগ-উৎকণ্ঠার ­ ছায়া।

গতানুগতিক রাজনীতির সংস্রবমুক্ত এই বিজ্ঞ আলেম বর্তমানে কারাপ্রকোষ্ঠে খুবই বিষাদময় সময় পার করছেন। জানা গেছে, কারাগারে তিনি রাত-দিন ২৪ ঘণ্টা নীরব ধ্যান, নামাজ, ইবাদত-বন্দেগি ও কুরআন অধ্যয়নের মাধ্যমে সময় কাটাচ্ছেন। তার জন্য লাখ লাখ ভক্ত, ছাত্র ও অনুরক্তদের দোয়া-কান্না, মুনাজাতে সারা দেশ এমনকি বিদেশের আকাশ পর্যন্ত ভারী হয়েউঠেছে। তার কাছ থেকে জোর করে জবানবন্দী আদায়ের খবরে লক্ষ জনতা বাকরুদ্ধ। সবার একটি মাত্র ফরিয়াদ এই বরেণ্য মুহাদ্দিসকে তার হাদিসের মসনদে শিগগিরই ফিরিয়ে আনা হোক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.