![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দোকানদারকে দেখা যায়, দোকান খোলার পর ঝাড়ু দেয়ার আগে কোনো ভিক্ষুক আসলে ভিক্ষা দেয় না বা কেউ কিছু কিনতে আসলে বিক্রি করে না। এটাকে অলক্ষুণে মনে করে। মনে করে, ঝাড়ু দেয়ার আগে এগুলো করলে সারাদিন বেচা-কেনা ভালো হবে না।
এটি একটি অমূলক ধারণা ও ভিত্তিহীন বিশ্বাস। ঝাড়ু দেয়া যেমন ভালো কাজ, দোকান খোলার পর ভিক্ষুককে দান করা তো আরো ভালো কাজ। দোকান খোলার পর একটি ভালো কাজের মাধ্যমে ব্যবসা শুরু করা হল; এতে আরো বরকত বেশি হওয়ার কথা। তেমনিভাবে পণ্য বিক্রি করা-এটি ব্যবসার সাথে সাথে একটি সেবাও বটে। সুতরাং এটিও একটি ভালো কাজ। শুধু ঝাড়ু দেয়ার ওসিলায় এ ভাল কাজগুলো থেকে বিরত থাকার কোনোই অর্থ হয় না। সুতরাং ঝাড়ু দেয়ার আগে ভিক্ষা দেয়া যাবে না বা বিক্রি করা যাবে না মনে করা ঠিক নয়।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৪ ভোর ৪:০২
সকাল হাসান বলেছেন: খুবই বিরক্তিকর একটা অবস্থা।
এদের কুসংস্কারের জন্য অনেকেরই অনেক মূল্যবান সময় নষ্ট হয়।
ঐ সাতসকালে যারা দোকানে কিছু কিনতে যায় - তার অতিব জরুরী দেখেই যায়। কিন্তু দোকানীদের এই কুসংস্কারের কারনে তাদের সময়ের প্রচুর অপচয় হয়।
আমি নিজেও কয়েকবার এই ধরনের পরিস্থিতিতে পড়েছি।