![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে ইচ্ছা হয় তাই লিখি । তবে চরম পর্যায়ের অলসতা আমার খুব কাছের বন্ধু ।
some people fight for the words u write , not for the words u mean .
বাংলা ব্লগে ইংরেজি লেখা আসলেই বিরক্তিকর । তবে না লিখেও উপায় নেই । সাহিত্যিকদের মতে যে ভাষায় মনের ভাব প্রকাশ করা সহজ সেই ভাষাই ব্যবহার করুন । তারমানে এই না যে আমি ইংরেজিতে কথা বলতে স্বস্তি বোধ করি । আসলে মাঝেমাঝে ইংরেজিতে কিছু বক্তব্য দেওয়া উচিত দৃষ্টি আকর্ষণের জন্য ।
আসল কথায় আসি । কিছু বাঙালি আছে যারা পুরো কথাটা না বুঝেই কয়েকটা অক্ষরের অর্থ নিয়ে তামাশা করে । যেমন কোন স্ট্যাটাসে যদি মেয়েদের পর্দা করার কথা বলা হয় তবে অনেকে হিজাব টেনে আনে । যেটা আসলেই একটা অংশমাত্র । পুরো ব্যাপারটাকে তারা ঢেকে রাখে সামান্য হিজাব শব্দটা ব্যবহার করে । এরকম অনেক ঘটনা আছে । আপনি একটা বিষয় তুলে ধরতে কিছু ঘটনার সমন্বয় ঘটালে তারা সেই ঘটনাগুলোর যথার্থতা নিয়ে হুলস্থুল কান্ড ঘটিয়ে বসে । এটা আসলেই বিরক্তিকর ।
©somewhere in net ltd.