![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে ইচ্ছা হয় তাই লিখি । তবে চরম পর্যায়ের অলসতা আমার খুব কাছের বন্ধু ।
আজকে শুক্রবার । আজকে জুম্মার নামাজ মুসল্লীরা যেভাবেই হোক আদায় করেই । সারাদিন নামাজ না পড়লেও এই জুম্মার নামাজেই সে তার পুরো সপ্তাহের পুন্য খাতা কলমে ঘষে ঘষে আদায় করে । যাই হোক । এরা ছাড়াও আরেকদল হুজুর আছে । এদের পুন্যের পরিমাণ চিন্তার বাইরে । এরা গোসল করে গায়ে বিশ্বমানের আতর মাখেন । নামটা মনে হয় AXE বা ঐ জাতীয় কিছু একটা । নারীদের পর্দা বিষয়ে এরা এতটাই চিন্তামগ্ন থাকে যে এদের চুল খাড়া হয়ে যায় । যাক । চুলের কথাটা বিবেচ্য নয় । বিবেচ্য এদের নুরানী পোষাক । এদের পাঞ্জাবীর রং হয় ইসলামিক । আকারটা ছোট আর চিপা হতে পারে । এটা তাদের মহানুভবতার নমুনা । দেশে কাপড়ের অভাবের কথা চিন্তা করেই তারা অতিরিক্ত কাপড় কেটে গরীবদের দান করেছে । এরকম মহানুভবতা দেখতে পাওয়াটা দুষ্কর ।
মহাপুরুষেরাও ভুল করেন । আর তারা তো মানুষ । তাদের ভুল হল তাদের প্যান্ট । এটাতেও তারা কাপড় কম করেন তবে সেটা পার্শ দিয়ে । নিচের লম্বায় সেটা বিশাল । নামাজের সময় পায়ের গোড়ালীকে ঢেকে নিচে ঢুকে যায় । হয়ত তারা জানে না যে নামাজের সময় টাখনুর উপরে কাপড় রাখতে হয় ।
এই ব্যক্তিরা আমাদের জাতির ভবিষ্যত্ । আমাদের উচিত তাদের ভুল শুধরে দেয়া । শেষ যামানার নবীর উম্মত হিসেবে আমি এই দায়িত্বটা পালন করার আহবান করলাম । কে কে সাড়া দিবেন ?
©somewhere in net ltd.