![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে ইচ্ছা হয় তাই লিখি । তবে চরম পর্যায়ের অলসতা আমার খুব কাছের বন্ধু ।
কয়েকদিন আগে সকালে বাবার স্যার বাবাকে তাড়াতাড়ি অফিসে আসতে বললেন । বাবা একটা ফাইল খুজতে লাগলেন । তাই আমাকে বললেন শার্ট ইস্ত্রি করে দিতে । আমি ইস্ত্রিটা লাইনে ঢুকিয়ে শার্টটা বিছানায় মেলিয়ে রাখলাম ।
অবাক হয়ে গেলাম এটা দেখে যে বাবা প্রায় চার বছর থেকে একই শার্ট ব্যবহার করছেন । শার্টের কলারের কাপড় পাতলা হয়ে গেছে ।
বাবা অফিসে যাওয়ার পর আলমারী খুলে বাবার কাপড় খুজতে লাগলাম । সবই পুরনো । শার্ট মোটে ৩ টা আর প্যান্ট ২ টা । আমার কাপড় হিসেব করে দেখলাম শার্ট ৫ টা আর প্যান্ট তিনটা । আমার সবচেয়ে পুরনো কাপড়ের বয়স আট মাস আর বাবার সবচেয়ে পুরনো কাপড়ের বয়স সাড়ে ৫ বছর । তখন এতটা ঘৃণা আসতে থাকলো যে গায়ের এগারশত টাকা দামি শার্টটা পাপের বোঝা মনে হতে লাগলো ।
আমি সামান্য প্রাইভেটে যেতেই নতুন শার্ট প্যান্ট পড়ি আর বাবা সেই পুরনো শার্ট ! এস.এস.সি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাওয়ার পর অনেকেই বলেছিল বাপের বেটা । কিন্তু সেদিন নিজেকে বাপের বেটা ভাবতে লজ্জা লাগতেছিল ।
ইন্টার পরীক্ষার সুবাদে অনেকেই টাকা দিচ্ছিল । বড় মামা শার্ট কেনার জন্য ২ হাজার টাকা দিলেন । আমি জানি বাবাকে শার্ট কেনার কথা বললে তিনি কখনোই নিবেন না । তাই দোকানে গিয়ে ইচ্ছে করেই সাইজে বড় শার্ট কিনলাম । বাসায় এসে পড়ার ভান করলাম । বাবা দেখলেন সাইজে বড় । বললেন ফেরত দিয়ে অন্য কাপড় আনতে । ভাগ্যিস ওটা FIXED PRICE এর দোকান ছিল । বললাম ফেরত নিবে না । বলেই শার্টটা বাবার পিঠে ফেলে মাপতে লাগলাম । তারপর মাকে বলে অনেকটা জোর করেই পড়ালাম ।
আজ সকালে ঐ শার্ট পড়ে বাবা অফিসে গিয়েছেন । আমার বাবা একজন ইঞ্জিনিয়ার । এত টাকা থাকার পরেও তিনি অফিসে পায়ে হেটে যান । বাইরে কখনো কিছু খান না । বাসায় এনে সবাই মিলে খান । এতে যদি তার ভাগে কমও জোটে তবুও তা হাসিমুখে নিয়ে নেন । এরকম একটা মানুষের ছেলে হতে পেরে আমি সত্যিই অনেক ভাগ্যবান । আল্লাহকে অশেষ ধন্যবাদ যে তিনি আমাকে এরকম একটা মানুষের ছেলে হবার সুযোগ দিয়েছেন ।
২| ০৬ ই মে, ২০১৪ দুপুর ১:৫২
মাথা ঠান্ডা বলেছেন: সেলুট আপনার বাবাকে।
৩| ০৬ ই মে, ২০১৪ দুপুর ১:৫৭
আজীব ০০৭ বলেছেন: শ্রদ্ধা এই বাবার প্রতি।
৪| ০৬ ই মে, ২০১৪ দুপুর ১:৫৭
মধ্যপদলোপী কর্মধারয় বলেছেন: বাবাকে আমি অনেক ভালবাসি এবং শ্রদ্ধা করি । তিনি আমাকে সত্ হবার যে শিক্ষা দিয়েছেন তার চেয়ে বেশি কিছু চাওয়ার মত পৃথিবীতে কিছু নেই । ব্লগটি পড়ার জন্য আপনাদের ধন্যবাদ
৫| ০৬ ই মে, ২০১৪ দুপুর ১:৫৮
মধ্যপদলোপী কর্মধারয় বলেছেন: ধন্যবাদ আজিব ভাই
৬| ০৬ ই মে, ২০১৪ দুপুর ২:০১
ঢাকাবাসী বলেছেন: আপনার বাবাকে আমার শ্রদ্ধা। তবে দুঃখের সাথে বলতে হচ্ছে, বড়ই দুর্লভ আর বোকা কিসিমের প্রকৌশলী ভদ্রলোক আপনার বাবা।
৭| ০৬ ই মে, ২০১৪ দুপুর ২:৩৬
মধ্যপদলোপী কর্মধারয় বলেছেন: হুমম । সত্ মানুষগুলো বোকা আর স্বচ্ছ হয় । তাদের লুকানোর মত কিছুই থাকে না ।
৮| ০৬ ই মে, ২০১৪ দুপুর ২:৫৭
সোহানী বলেছেন: বিনম্র শ্রদ্ধা থাকলো বাবার জন্য। কারন আমার বাবার গল্পই যে তাই।
৯| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৩:২৪
ধুমধাম বলেছেন: আমার বাবার কথা বললে আলাদা কিছু আসবে না, বিনম্র শ্রদ্ধা থাকলো বাবাদের জন্য।
১০| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৩:২৭
মধ্যপদলোপী কর্মধারয় বলেছেন: ঠিক বলেছেন সুহানী ও ধুমধাম । বিনম্র শ্রদ্ধা সকল পিতার জন্য
১১| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৫:২৩
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: আপনার বাবার জন্য শ্রদ্ধা। অনুরোধ রইলো জীবনে এমন কোনো কাজ করবেন না যার জন্য আপনার বাবাকে লজ্জা অথবা কষ্ট পেতে হয়।
১২| ০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৯
মধ্যপদলোপী কর্মধারয় বলেছেন: ইনশাল্লাহ । দোয়া করবেন মোশাররফ ভাইয়া
১৩| ০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪
প্রবাসী পাঠক বলেছেন: আপনার বাবার জন্য শ্রদ্ধা। পৃথিবীর সব বাবা-ই মনে হয় এরকম হয়। আমার বাবাকে নিয়ে লিখতে গেলেও ঠিক এই ধরনেরই হবে। আজ এক যুগ হল বাবাকে দেখি না। উনি আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। তবুও তার প্রতিটি স্মৃতি আজও অমলিন।
পৃথিবীর সকল বাবাদের জন্য রইল বিনম্র শ্রদ্ধা।
১৪| ০৬ ই মে, ২০১৪ রাত ৮:০৫
মধ্যপদলোপী কর্মধারয় বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন । সকল বাবার স্মৃতি এভাবেই বেঁচে থাক তার সন্তানের জীবনে ।
১৫| ০৭ ই মে, ২০১৪ সকাল ৯:৩১
বিপ্লব৫৫ বলেছেন: বাবারা এমনি হয়। আপনার বাবার প্রতি শ্রদ্ধা ও ভালবাসা রইল।
১৬| ০৮ ই মে, ২০১৪ সকাল ৭:৩৯
মধ্যপদলোপী কর্মধারয় বলেছেন: ধন্যবাদ #বিপ্লব৫৫
১৭| ০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
ভবঘুরে মিথি বলেছেন: সব বাবাদের গল্পই বোধহয় এমন। এরপর বড় বড় আরো কয়েকটা জিনিস িকনে আনবেন। আপনার অনেক বুদ্ধি...
১৮| ০৯ ই মে, ২০১৪ সকাল ৭:০৪
মধ্যপদলোপী কর্মধারয় বলেছেন: ভাল কথা বলেছেন মিথিলা । বড় বড় কিছু দিতে হবে বাবাকে । যেটার মুল্য অনেক । অনেক ধন্যবাদ
১৯| ১৬ ই মে, ২০১৪ রাত ৯:০৮
মাহমুদ০০৭ বলেছেন: আপনার বাবার জন্য শ্রদ্ধা রেখে গেলাম ।
২০| ১৬ ই মে, ২০১৪ রাত ১০:৩০
মধ্যপদলোপী কর্মধারয় বলেছেন: ইনশাল্লাহ
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১৪ দুপুর ১:৩৭
শরৎ চৌধুরী বলেছেন: শ্রদ্ধা এই বাবার প্রতি।