![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি অদ্ভুত বিষাদ !
ম্লান গোধূলির রং চোখ তার
চেয়ে আছে দিগন্তে; অন্তহীন আঁধার ।
এলোমেলো একঝাক মেঘ কাল চুল
শূন্য হাত, ঘর্মাক্ত নাকে সেকেলে নাকফুল ।
লেগে আছে না-জানা প্রতীক্ষার অদ্ভুত বিষাদ !
আটপৌড়ে শাড়ি তার,
খানিকটা আঁচল লুটায় আবার
শেষ বসন্তের নরোম সবুজ ঘাসে ।
কোকিলেরা ডেকে ডেকে ক্লান্ত হয়েছে সেই কবে,
মাছরাঙা, পানকৌড়িরা ও ফিরেছে আপন নীরে,
রোদ তার ছায়া দীর্ঘ থেক দীর্ঘতর করে।
শুধু এই নারী, এই আপাত সাধারন নারী
তাকিয়ে রয় তার বেতফল মতন ম্লান চোখ নিয়ে,
দুর-দিগন্তপানে, অনিশ্চিত প্রতীক্ষাতে !
২| ০৬ ই জুন, ২০১৩ রাত ৮:৩৮
অপর্ণা মম্ময় বলেছেন: আটপৌরে নারীটির সুন্দর একটা দৃশ্য আঁকলেন কবিতায় । ভালো লেগেছে ।
মেঘ কালো চুল হবে ।
শুভেচ্ছা। বানানের দিকে নজর দেয়া জরুরী ।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৩ রাত ৮:০৬
বৃষ্টিধারা বলেছেন: সুন্দর ।