নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবুজের জন্য ভালবাসা ।

faisal

simple

faisal › বিস্তারিত পোস্টঃ

শেষ যে ভাবে আমি মারা গিয়েছিলাম

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫১

শেষ যখন আমি বেঁচে ছিলাম, আমি একটা কুকুর ছিলাম!

মানুষের পায়ের কাছে বসে থাকতাম আমি এক টুকরো হাড্ডির আশায়,

কিন্তু মানুষ আমাকে অরুচিকর ভেবে ঘৃণায় তাড়িয়ে দিত,

শেষ যখন আমি বেঁচে ছিলাম, আমি একটা অরুচিকর কুকুর ছিলাম!



শেষ যে কয়টা দিন আমি বেঁচে ছিলাম, তা মহাকালের তুলনায় অতি নগণ্য ছিল

তবুও সেই নগণ্য কালই আমার কাছে অনন্ত কাল বলে মনে হত।

প্রতিটা দীর্ঘ দীর্ঘ দিবস পার করার আশায় আমি প্রহর গুনতাম

এক একটা দিন শেষ হওয়া মানে মৃত্যুর দিকে এক একটা ধাপ এগিয়ে যাওয়া

আর যা কিনা আমার চির আরাধ্য গন্তব্য ছিল।

শেষ যখন আমি বেঁচে ছিলাম আমি একটা মৃত্যু প্রার্থী কুকুর ছিলাম!



শেষ যে জীবনটা আমি পেরিয়ে এসেছি, তা মেঘে ঢাকা সন্ধার মত বিষণ্ণ ছিল

তাতে অসীম মহাশূন্যের অসম্ভভ শুন্যতা ছিল।

শামুক যেমন নিজেকে গুটায়, আমিও তেমন গুটিয়ে ছিলাম।

মানুষের এক একটা লাথি খাবার পর আমি ভাবতাম এবার আমি হরিনের মত ছুটব

কিন্তু নিজের মাঝে বেড়ে ওঠা অসম্ভভ বিষণ্ণতার কারেনে সেই ছুটা কখনোয় আমার ছুটা হত না।

শেষ যখন আমি বেঁচে ছিলাম আমি একটা বিষণ্ণ কুকুর ছিলাম!



শেষ যে জীবন টা আমি কাটিয়েছি , তা শুধু মৃত্যুর আশাতেই কাটিয়েছি।

মরে যেতে কতভাবে আমি কতই ত চেয়েছি,

শুধু মাত্র একটা কুকুর ছিলাম বলে স্বাধীন ভাবে আমি মরতেও পারি নি,

নিজেকে নিজে হত্যা করার অধিকারটুও আমার ছিল না।

তাই আমি যখন মরি, ধুঁকে ধুঁকেই মরেছিলাম।

শেষ যখন আমি বেঁচে ছিলাম, আমি কুকুর হয়ে বেঁচে ছিলাম!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১০

সুমন দাশ০১ বলেছেন: ভাল লাগলো । শুভেচ্ছা জানবেন ।

২| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৮

না পারভীন বলেছেন: বেদনার্ত হয়ে গেলাম । বিষন্ন কথা মালা । প্রথম প্লাস আর প্রিয়তে ।


শেষ যখন আমি বেঁচে ছিলাম আমি একটা মৃত্যু প্রার্থী কুকুর ছিলাম!

৩| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৩

faisal বলেছেন: ধন্যবাদ, সুমন দাশ০১ ও না পারভীন কে। আমি "দস্তয় মায়াকিভস্কি'র" কবিতার বিশ্বাসী। আমি মনে করি, প্রচণ্ড হতাশা জন্ম দিতে পারে এক এক টা মহাকাব্যের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.