নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবুজের জন্য ভালবাসা ।

faisal

simple

faisal › বিস্তারিত পোস্টঃ

আমি চাই আমি শহীদ হয়ে যায়

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৫

আমি চাই আমি শহীদ হয়ে যায়।

কোন ধারালো ছুরির নীচে কতল হয়ে যায়,

কোন খঞ্জর ভিন্ন করে দিক আমার পিঞ্জর,

কোন আততায়ীর সহজ শিকার হয় আমি,

কোন তীরন্দাজের নিপুণ নিশানা হয় আমি।

ক্ষুধার্ত বাঘের রক্ত চলাচল বাড়িয়ে দিই আমি,

এক দল সিংহ আমাকে নিয়ে উল্লাসে মাতুক,

হায়েনার দল আমার মাংসে উদর পূর্তি করুক,

শুকুনেরা ছিড়ে খুবলে খাক আমার মগজ।

কোন ট্রাক রাস্তায় পিষে দিয়ে যাক আমায়,

কোন বোমারু বিমান আমাকে বোমা মারুক,



পৃথিবীর এমনকি নিষ্ঠুরতম মৃতুর উপায় আমাকে চিনুক।



তবু আমি শহীদ হতে চাই

প্রতিদিন একটু একটু করে আহত হতে হতে

আজ আমি ক্লান্ত, বড় ক্লান্ত।

এবার শুধু নিহত হব, তবু

আর কোন দিন আহত হব না।



আমি চাই, আমি শহীদ হয়ে যায়।



জীবনের এই তিলে তিলে ক্ষয়ে যাওয়া

এই একটু একটু করে প্রতিদিন মরা

আমি আর সইব না।

হয় প্রতিটা মুহূর্তে আমি বাঁচব

নতুবা একে বারেই মরব।

তবুও এই খাবলা খাবলা ক্ষত আমি আর সইব না।



আমি চাই আমি শহীদ হয়ে যায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.