![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় আধিরাত্র,
অমাবস্যার আঁধারিতে এ শহর গভীর ঘুমে সুপ্ত।
সময় আধিরাত্র,
প্রেমিক-প্রেমিকার যুগল গোপন প্রেমে মত্ত।
সময় আধিরাত্র,
একরাশ অলকমেঘের পশ্চাতে সপ্তর্ষি মণ্ডল সুপ্ত ।
সময় আধিরাত্র,
প্রিয়ার রক্তে খুনী এ দু-হাত আজ খুব বেশী রক্তাক্ত !
সময় আধিরাত্র,
ভালবেসে এ মুক্ত হৃদয় হয়েছিল উম্মত্ত;
সময় আধিরাত্র,
প্রিয়তমার ভালবাসায় ডুবে ছিল অহোরাত্র।
সময় আধিরাত্র,
খুব বেশি ভালবেসে, হারাবার ভয়ে এ হৃদয় ছিল সদা-সন্ত্রস্ত;
সময় আধিরাত্র,
দ্বিধা-সংশয়ে, সন্দেহ-দ্রোহে এ দু-চোখ দেখেছিল সেই কালরাত্র !
সময় আধিরাত্র,
প্রিয়া আমার আর কার সাথে সেই রাতে ছিল দুর্মত্ত;
সময় আধিরাত্র,
হৃদয় আমার দ্রোহে-দ্বাহে হয়েছিল দগ্ধীভূত।
সময় আধিরাত্র,
কালরাতে সে তীব্র দ্বাহ দেখে কেঁপেছিল এ বিশ্বব্রহ্মাণ্ড;
সময় আধিরাত্র,
আদর মাখা এ হস্ত হয়েছিল কেমন খড়গহস্ত !
সময় আধিরাত্র,
প্রিয়ার রক্তে খুনী এ দু-হাত আজ খুব বেশী রক্তাক্ত।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০২
আমিনুর রহমান বলেছেন:
ভালো লাগা রইল +++