![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল লাগে বসন্ত, সবুজ পাতা, পড়ন্ত বিকেলের বাসন্তী হাওয়া।
ভাল লাগে তার হাসি, মুক্তোর মতন দাঁতগুলি, খোলা হাওয়ায় এলোমেলো উরন্ত চুলগুলি।
ভাল লাগে আমি, সার্থকতা, এইসব দিন-রাত্রি।
তবুও কোথায়, টের পাই, মন থাকে বিষাদিত।
খুঁজে ফিরি, আমি তারে, প্রাত্যহিক প্রাযুক্তিক বিষাদের উৎস।
©somewhere in net ltd.