![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডেভেলপমেন্ট সেক্টরের সাথে জড়িত।
১. 'এই ওঠ!' পাশ থেকে ডাক দিলো নিলয়দা। শুনে একবার তাকিয়ে পাশ ফিরে শুলাম আবার। সারারাত গান বাজনা মৌজ মাস্তি করার পর আর কি ভাল্লাগে!
'ওঠ!' এবার ডিরেক্ট লাত্থি! 'চটকানা খাবি?'
'কি হইছে?' চোখ ডলতে ডলতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি সাড়ে ১১টা বাজে।
'স্টুডিওতে যামু...তমালরে রেডি হইতে কও। আর লগে ৫০০টাকা।'
'তমালরে আপনে কন...আর ট্যাকা টুকা নাই!'
'সিগারেট আছে?' চোখ ইশারা দিয়ে বালিশের পাশে দেখিয়ে দিলাম। একটাই আছে। 'তমালরে তো টিএন্ডটি তে পাই না...বছরে ১৪মাস নষ্ট থাকে।' ভুশশ করে ধোঁয়া ছেড়ে বলল। (তখন মোবাইলের যুগ ছিল না।)
চান্স পেয়ে বললাম 'আমি বাসায় যামু! সন্ধ্যায় দেখা যাক কি অয়।'
'না গেলে কিন্তু মিস।' হাসতে হাসতে বলল নিলয়দা। প্রানপনে শার্ট দিয়ে ভুড়ি ঢাকার চেষ্টা করছিলেন আরেক হাতে টুপি।
এই ফাঁকে তমাল হাজির। খালি গা। গলায় ছোট্ট টাওয়েল। মাথা ভেজা। 'নিলয়দা কি যাবেন নাকি আজকেও?' ঠোঁটে সেই মিষ্টি লজ্জিত হাসি...হাত মাথা মোছায় ব্যস্ত।
'তুমি কহন উঠলা...আমারে ডাকও দিলা না!' বিছানা থেকে উঠে স্যান্ডেল পড়তে পড়তে বললেন। কন্ঠে অভিযোগ।
'আরে ফোন আইছিল। বাইরে যামু।' কন্ঠে একটা তাড়ার আভাস পেলাম।
'তাইলে লও একলগে যাই...অয় যাইবো বাসায় আর তুমি আমার লগে কাম শেষ অইলে আবার এক লগে আইয়া খেলা দেহুম।' বুক পকেটে নিলয়দা প্রেসারের ওষুধ পাতি ঠিকমতো পকেটে ভরতে ভরতে বলল। অসম্ভব ক্রিকেট পাগল ছিলেন তিনি।
'নাহ! আর যাই কন বাংলাদেশের আর ভরসা নাই! আৎকা বাইরের বলে খুচা দিয়া আর কদ্দুর যাইবো কন?' গিটার মুছতে মুছতে রাগত স্বরে মতামত জানালো তমাল। 'চল। তোরে আমরা মোড়ে নামাইয়া দেই। তুই যাইসগা।'
জুতা পড়ে তাড়াতাড়ি করে নিচে নেমে আসলাম। তিনজন রাস্তা দিয়ে হাঁটছি। নিলয়দার হাত ধরে ঝাকুনি দিয়ে রিক্সায় তুলে দিলাম।
সেই শেষ। আর হাত ধরার সুযোগ পেলাম না। এই ৫টি বছর ধরে শুধু ঐ স্মৃতিটাই ভাসে।
২.
বাংলাদেশের ছেলেপুলেরা প্রচুর গান শোনে। গান করেও। কিন্তু ভিতরে কি লালন করে তা আমার কাছে রহস্যময় মনে হয়। আমি এখনকার মিউজিক কিছু বুঝি না। না দেশের, না বাইরের। গত ১০ বছর যাবৎ আমি কোন গান শুনিনি। সঙ্গীতজগৎ থেকে নির্বাসন নিয়েছি। অনেকে বলে "মিউজিক শোনেন না...তাহলে আর বুঝবেন কি?" কথা সত্য।
কিন্তু মনে মনে বলি 'আমি যা শুনেছি আর বুঝেছি...তার কতটুকু তোরা পেয়েছিস!'
আমার গান শোনার কান, গানের জন্য তৃষ্ণা তৈরী হয়েছিল সেই ১৯৭৮ সাল থেকেই।
আজ নিলয়দার মৃত্যু বার্ষিকী। ৫বছর আগে ঠিক এই দিনে উনি চলে গিয়েছিলেন। উনার মুখে হ্যাপি'র সেই রোমাঞ্চকর ঘটনাগুলো শুনতাম।আমি চাই প্রতিটি ঘরে ঘরে ক্লাসিক্যাল মিউজিকের চাহিদা তৈরী হোক।
ঠিক যেমনটি নিলয়দা চাইতো।
১২ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৩
ফয়সালরকস বলেছেন:
প্রোগামটা আমি নিজেই মিস করেছি।
যাই হোক...
এই ব্লগে প্রচুর মিউজিক ফ্যান আছেন। তারা কি বলেন দেখা যাক।
২| ১১ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২০
ফারা তন্বী বলেছেন: পুত্তুম পিলাস
১১ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৪
ফয়সালরকস বলেছেন:
হ্যালো...ফারা!
অনেকদিন পর ব্লগ লিখলাম। আমার প্লাসের দরকার নেই। তুমি শুধু ওর গান গুলো শুনো।
৩| ১১ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২১
জাওয়াদ হাসান বলেছেন: প্রথম মাইনাস।
১১ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৬
ফয়সালরকস বলেছেন:
হাঃ...হাঃ...হাঃ...
মানুষটা মরে গেছে। নয়তো আমি বলতাম...নিলয়দার একজন গ্রেট ফ্যানের নাম জাওয়াদ হাসান...
জানতেও পারলেন না তিনি।
উনি স্বর্গবাসি হোন।
৪| ১১ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৫
তারিক মাহমুদ (তারিক) বলেছেন:
সুন্দর লিখছেন ভাই। আমার কপাল খারাপ, উনি যখন নারায়ণগন্জে আসতেন আমি তখন অন্য র্সাকেলে ছিলাম, তাই ওনাকে পাই নাই।
পরে আরো কমেন্ট দিবো।
১১ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৮
ফয়সালরকস বলেছেন:
আরে ধুর।
তোমার কপাল আবার ফিরবে...তুমি যদি মিউজিকটা শুধু ধরে রাখো।
৫| ১১ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৮
ফারা তন্বী বলেছেন: লেখাটা পড়ে আনন্দ বেদনার দুটি রূপ টের পেলাম।!
১১ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩১
ফয়সালরকস বলেছেন:
তুমি একজন ভয়ংকর ভার্চুয়াল রাইটার। তোমার প্রচুর ফ্যান...অলমোষ্ট পুপা।
তুমি যদি না বোঝো তা হলে কে বুঝবে???
তবে এটা ঠিক। সঙ্গীতের সেই দিনগুলি আর ফিরে আসবে না। হয়তো আমি আর পাব না। তোমরা দেখো কি হয়।
পিকনিকে যাবা নাকি? গিটার নিয়ে নদীর পারে গিয়ে...খানিকক্ষন গান শুনতে কেমন লাগবে মনে হয়?
৬| ১১ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩৭
রাইসুল সাগর বলেছেন: নিলয়দার প্রতি রইল অনেক অনক শ্রদ্ধা। আমার কাছে নিলয়দার প্রায় সব গুলো গানই আছে এবং গানগুলো আমি নিয়মিতই শুনি। নিলয় দার সন্ধা তারা এলবামের প্রতিটা গানই অসাধারন। গিটারের কাজগুলো চমৎকার। ভাইয়া আমি জানি না আপনি কাওসার ভাই কে চিনেন কিনা। আমার বড় ভাই রাজিব তার গিটারের ছাত্র ছিল...এবং নিলয় দার এলাইন করা একটা গিটার আমার ভাই অনেক যন্তকরে তার কাছে রেখেছে....একদিন নিলয়দার কয়েকটা গানের গিটারের কাজ সম্পকে কাওসার ভাইকে জিঙ্গেস করেছিলাম এরকম ডাবল স্ট্রিং একস্টিক সলো বাজানো কিভাবে সম্ভব। কাওসার ভাই বলেছিলেন এটা একমাত্র নিলয়দার পক্ষেই সম্ভব।
আপনার পোষ্টার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল ভালো থাকুন সব সময়।
১১ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫০
ফয়সালরকস বলেছেন:
আপনার ভাই সেই গিটারটা ঠিকমত বাজান তো নাকি শুধু যত্নই করেন?
একদিনের কথা খুব মনে পড়ে। আমার সারারাত ঘুমাইনি। মানে আমি, তমাল আর নিলয়দা। সারারাত ধরে ড্রিম থিয়েটারের 'এ্যাওয়েক' এলবামটা শুনেছি। তারপর শুনেছি 'এ্যাল,প্যাক, ম্যাক'
আমাদের একটা কাজ ছিল ভোর বেলা গিয়ে বারান্দায় বসবো চা খাবো আর দুরের হিজল গাছের ফুল গুলো দেখবো। বারান্দা থেকে অনেকদুর দেখা যেত তখন।
ঠিক সেই সময় নিলয়দার বিখাত ফিঙ্গার স্টাইল দেখার সুযোগ হলো...ফ্ল্যামিংগো। অসাধারন। সেই সকাল ৬টা বাজে আশে পাশের সবাই তখন ঘুমে। আমি ঢুলু ঢুলু চোখে তখন শর্ষেফুল।
৭| ১১ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩৮
ফারা তন্বী বলেছেন: ফাটাফাটি হবে। আমি কিঞ্চিত গাইতে পারি, কৈশরে কিছু পুরস্কার আর যৌবনের কিছু বাহবা সম্বল! আমাকে আমার ফ্রেন্ডরা বলে আমি নাকি বই আর গানের ব্যাপারে খুব সেকেলে। আমি সেকেলেই থাকতে চাই। আধুনিক হয়ে কানের পর্দা ফাটানোর শখ আমার নেই।
যে প্রশংসা টুকু করলেন খুব যত্ন করে হৃদয়ের মিউজিয়ামে তুলে রাখলাম। অবসর পেলে নেড়ে চেড়ে দেখব বলে।
১১ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫৪
ফয়সালরকস বলেছেন:
কি ভয়ংকর...
এই ফারা একদিন হিট টেষ্ট করেছিল কি সাধে!
তোমার জন্য সবচেয়ে আনন্দদায়ক হবে কোন ব্যাপারটা জানো?
তুমি যদি তোমার সন্তানের মধ্যেও এটা দিয়ে যেতে পারো!
ভাল কথা...এটা প্রশংসা নয়! ইর্ষান্বিত একজন মানুষের হৃদয়ের বহিপ্রকাশ মাত্র।
কিপ কুল...প্লিজ।
৮| ১১ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩৭
অগ্নি বলেছেন: নিলয় দা'র গানের কোন লিঙ্ক থাকলে দিন ভাই....
১১ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:২৯
ফয়সালরকস বলেছেন:
আপনি লিংক খুঁজলে হয়তো পেয়ে যাবেন...আমিও দিতে পারি।
কিন্তু যেটা করা উচিৎ তা হলো, উনার সম্মানে আমরা যদি সবাই একজন আরেকজনকে উনার সিডি/এলবাম উপহার হিসেবে দিতে পারি!
রাগ করবেন না...আশা করি কারনটা বুঝতে পারছেন।
৯| ১১ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪৭
প্রিন্স (নাভানার সিভিল ইঞ্জি:) বলেছেন: নিলয় দাসের গান এখানে পাবেন।
http://doridro.net/download/Band/Band Albums/Niloy Das Best Of Niloy
@ফারা তন্বী, আপনি আমাকে গান শোনাবেন?
১১ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৪
ফয়সালরকস বলেছেন:
প্রিন্স আপনাকে অনেক ধন্যবাদ।
তবে আপনার সব লুল ফারার গানের পিছে না দিয়ে জমিয়ে রাখুন। বহু ফারা আছে যারা আপনাকে গান শোনাবেন যদি আপনি আপনার হৃদয়ে সঙ্গীত সত্যিকার অর্থে লালন করেন।
রূঢ় শোনালেও...ব্যাপারটি সত্যি।
(আপনি একজন খুবই এন্টারটেইনিং ব্লগার...পজিশনটা ধরে রাখুন।)
১০| ১১ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৫৫
নতুন০০৭ বলেছেন: ঞ্জিনিয়ার বলদায় লুল ফালাইতে চইলা আইছে
১১ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৪
ফয়সালরকস বলেছেন:
দয়া করে উনার পিছনে লাগবেন না। আসলে আমাদের সাংস্কৃতিক অবস্থাটাই এমন।
এমন এক একটা সময় গেছে যখন দেখেছি দোতালার ছেলেটা গিটার নিয়ে লাফালাফি করছে শুধু পাশের বাড়ীর মেয়েটার জন্য।
ইনারে ধইরা ভাই একটা বিয়া করায়া দেন। সব ঠিক।
১১| ১১ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:০৭
রাইসুল জুহালা বলেছেন: প্লাস।
১১ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৮
ফয়সালরকস বলেছেন:
শাবাস! আপনার নিকটা চমৎকার!
আপনাকে অনেক ধন্যবাদ!! বোঝা গেল আপনি সঙ্গীতপ্রেমী।
১২| ১১ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৩৯
কবির চৌধুরী বলেছেন: বাংলাদশের সেরা গিটারিস্ট ছিলেন তিনি। অনেকেই সেটা জানে না।
আপনারও কিছু দায় আছে। উনার গান/জীবন নেয়ে সিরিজ কিছু লেখা/জানানো আপনার দায়িত্ব।
নিলয় দা অন্তর্ধান হয়নি হবে না। সবার হৃদয়ে থাকবে আজীবন।
১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৪০
ফয়সালরকস বলেছেন:
সেরা গিটারিষ্ট! কথাটা মন্দ নয়...
সিরিজ হয়তো লিখবো। এই ফাঁকে একটা মজার ঘটনা বলি।
অনেকদিন আগে আমি আর নিলয়দা তাজমহল রোডে গিয়েছিলাম কি একটা কাজে। রানী জেনারেল ষ্টোরের সামনে দাড়িয়ে ভাগাভাগি করে সিগারেট টানছিলাম। এমন সময় দুর থেকে দেখলাম কবরস্থানের দিক থেকে কোয়েল ভাই আসছেন...তার ঠিক পেছনেই বিপ্লব।
কাছে এসেই নিলয়দার হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বললেন, “আরে আপনি! আপনিইতো আমার inspiration,আপনার কারনেই আমরা মিউজিক নিয়ে এতদুর আসতে পেরেছি।”
হাসতে হাসতে নিলয়দা বললেন...“এই কতা আমারে কইছো, আর কাউরে ভুলেও কইয়োনা। মাইনষে আমারে ইটা নিয়া লৌড়ানি দিবো।"
১৩| ১১ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:১১
হাসান মাহবুব বলেছেন: অনেক কিছু বলতে ইচ্ছে করছে...পরে একসময় এসে বলব হয়তো! নিলয়দার সাথে আমার প্রত্যক্ষ কোন স্মৃতি নেই। কিন্তু বড় ভাইদের কাছ থেকে শুনে তাকে ভালোবেসে ফেলেছি। নির্লোভ, সৎ এবং প্রতিভাবান একজন মানুষ। আরো লিখবেন নিলয়দাকে নিয়ে আশা করি।
১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৪৪
ফয়সালরকস বলেছেন:
হামা ভাই...
যা কওনের এইহানেই কন। নাইলে কিন্তু আপনের ব্লগে গিয়া ফ্লাডিং করুম।
১৪| ১১ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৩৮
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: এই মানুষটির সাথে আমার পরিচয় হয়নি। আমার দূর্ভাগ্য।
১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৫৬
ফয়সালরকস বলেছেন:
আপনি অনেক সুখে আছেন।
তাঁর Sense of Humor ছিল অসাধারন। প্রচুর জমাতে পারতেন...আর আড্ডার নামে ছিলেন পাগল।
মাঝে মাঝে আমার নির্ঘুম রাত কাটে...আর তখন কানে বাজতে থাকে...
"যখন নিবিড় করে পেতে চাই তোমাকে..."
তখন মনে হয় আমি দুর্ভাগ্যবান!
১৫| ১১ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৪
সোমহেপি বলেছেন: আমি আসলে গানের 'গ' ও জানিনা।ক্লাসিক পছন্দ করি।
অনেক খেয়াল শুনি।নেশার মত।লোকে আমাকে বলে বুদ্ধু
কেউ কেউ বলে কি শুনেন আগডুম বাগডুম?
নিলয়দা ভালো থাকুক যেখানেই থাকুন।শেয়ারের জন্য ধন্যবাদ।
১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১:০৪
ফয়সালরকস বলেছেন:
সোমহেপি...
আপনার modesty র জন্য আজ থেকে আপনার ফ্যান হলাম।
১৬| ১১ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:১০
অস্থির পোলাপাইন বলেছেন: আপনার একটা কথার সাথে একমত যে বহুত পোলাপাইন এখন মিউজিক করে কিন্তু বেশিরভাগই শো-অফ টাইপ । মিউজিক বুঝে এমন লোকের সংখা নগন্য । পাশের দেশ ইন্ডিয়ায় বলিউডি মিউজিক ছারা ভালো কিছু মিউজিক হয় যেমন অমিত ত্রিদেভির কিছু কাজ চ্রম ভালো লাগে । পাকিস্তানের "কোক স্টুডিও" সার্চ দিয়ে কিছু ভিডিও দেখলে বুঝা যায় মিউজিক ওরা আত্মায় নিতে পেরেছে ।
আমরা এখনও ওরকম কিছুই বের করতে পারলাম না । শুধু ব্যান্ড গুলোই দেশের মিউজিকের মান-ইজ্জত ধরে রেখেছে ।
হ্যাট্স অফ টু দা নিলয়া দা । তার গীটারের কাজের তুলনা নাই ।
১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১:০৬
ফয়সালরকস বলেছেন:
Hats of to you too...
You people have just got the point.
Keep searching your soul through the MUSIC!
১৭| ১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০১
শায়মা বলেছেন: মনটা খারাপ করে দিলে ভাইয়া।
(আমি চাই প্রতিটি ঘরে ঘরে ক্লাসিক্যাল মিউজিকের চাহিদা তৈরী হোক।
ঠিক যেমনটি নিলয়দা চাইতো। )
নিলয়দার চাওয়া সত্যি হোক।
১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১:১৬
ফয়সালরকস বলেছেন:
মিউজিকই মানুষের মনকে মুক্ত করতে পারে।
আর যারা মিউজিক ভালবাসে মন খারাপ হতে তাদের সময় লাগে মাত্র ২ মিনিট।
শায়মা আমিও আর সবার মতো তোমার একজন ফ্যান!
নিলয়দার চাওয়াটাকে সত্যি প্রমান কোরো!
১৮| ১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০২
নস্টালজিক বলেছেন: অনেক স্মৃতি নিলয়'দার সাথে, অনেক.........
পরে একদিন লিখবো !
১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১:১৯
ফয়সালরকস বলেছেন:
উহু...
কোনো ছাড়াছাড়ি নাই! অন্তত আমি ছাড়বো না।
স্মৃতিগুলো জানতে চাই...শুনতে চাই!
নইলে ব্লগে গিয়া ফ্লাডিং করুম!
১৯| ১২ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৫৫
জন রাসেল বলেছেন: নিমন্ত্রন ঃ Click This Link
১২ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:০৩
ফয়সালরকস বলেছেন:
চালিয়ে যান। আপনারাই আমাদের ভবিষ্যৎ!
২০| ১২ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:০৩
জন রাসেল বলেছেন: উনার এই একটা গানই আমি শুনেছিলাম, ভাল লেগেছিল বেশ। এখন অবশ্য বাংলা গান কম শোনা হয় তবে এই গানটা এখনও আমার ঝুলিতে আছে
১২ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:১৭
ফয়সালরকস বলেছেন:
সেটা ঠিক আছে। কোন সমস্যা নেই।
উনি সব মিলিয়ে গান করেছেন ১৭/১৮টির মত। তবে আনরিলিজড কিছু ট্র্যাক ছিল যেগুলো কেউ শোনেনি।
আমি সাজেষ্ট করতে পারি কয়েকটা গান...শুনে নিও।
১. সাগর ডেকে বলে
২. অচেনা
৩. যখন নিবিড় করে (আমার প্রিয়)
৪. যখন দেখি দুর আকাশের তারা (আমার প্রিয়)
২১| ১২ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:২১
মুকুট বিহীন সম্রাট বলেছেন: আমি চাই প্রতিটি ঘরে ঘরে ক্লাসিক্যাল মিউজিকের চাহিদা তৈরী হোক।
ঠিক যেমনটি নিলয়দা চাইতো।
১২ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৩৫
ফয়সালরকস বলেছেন:
শায়মা বলেছেন: মুকুট বিহীন সম্রাট বলেছেন: আমি চাই প্রতিটি ঘরে ঘরে ক্লাসিক্যাল মিউজিকের চাহিদা তৈরী হোক।
ঠিক যেমনটি নিলয়দা চাইতো।
আরও চাই...
১. প্রকৃত, বিশুদ্ধ সঙ্গীতের সৃষ্টিশীল অনুসরন
২. একটি বিশুদ্ধ প্রথাসিদ্ধ মিউজিক স্কুল!
২২| ১৪ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:৩৩
রাজসোহান বলেছেন: সেই যে চলে গেলে আর এলে না ফিরে
কত যে খুজেছি তোমায় অকারন অশ্রু জলে
১৬ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:২৮
ফয়সালরকস বলেছেন:
নাহ...
জল আর ফেলি না।শুধু তাঁর গান শুনি।
তবে জল আসে এখনকার পোলাপাইনের মিউজিক সেন্স দেখলে!
২৩| ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৪২
কিষান বলেছেন: রাইফেলস স্কোয়ারে খুঁজলে বসের অ্যালবাম পাওয়া যাইব?
১৬ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৩১
ফয়সালরকস বলেছেন:
খুঁজতে পারেন।
তবে আমি সাজেষ্ট করবো আপনি সারগামে যান। প্রথম থেকে ওদের সমস্ত প্রোডাক্ট ডিজিটাল করা হয়েছে।
আমি এখনও সারগামে গেলে নষ্টালজিক হয়ে পড়ি। সেইসব দিনগুলির কথা মনে পড়ে। তখনতো ষ্টুডিও বলতে সারগামই ছিল আর ছিল প্রিয় বাদল ভাই। কোথায় তারা এখন?
২৪| ১৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৫৪
মাহী ফ্লোরা বলেছেন: লেখাটা পড়ে মন খারাপ হয়েছে কিন্তু অন্যরকম শ্রদ্ধাবোধ কাজ করছে।তিনি ভাল থাকুন যেখানেই থাকুন।
১৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০২
ফয়সালরকস বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ!
২৫| ১৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১৩
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: "যখন নিবিড় করে পেতে চাই তোমাকে..." এটা নিলয়দা'র করা সুর? যেটা আমরা এখন এলিটা'র গলায় শুনি?
১৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৩৩
ফয়সালরকস বলেছেন:
জ্বি...জেডি!
উনি এহন হিট!
...আর কিছু কওয়ার আছে?
২৬| ১৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২২
কক বলেছেন: আমারও একটা জিনিষ মনে পরলো.....তয় ব্লগে কউয়া যাইবো না, এমনি কাইলাকা থিকা জেনারেল হইসি.....
১৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৩৪
ফয়সালরকস বলেছেন:
আপনার অভিজ্ঞতার ঝুলি ক্রমশঃ ভারী হইতেছে!
২৭| ২২ শে জানুয়ারি, ২০১১ রাত ২:৪৫
সোমহেপি বলেছেন: আপনার সাথে একটু যোগাযোগ করতে চাচ্ছিলাম
২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৩
ফয়সালরকস বলেছেন:
নিচে মেইল এ্যাড্রেস দিলাম!
২৮| ২২ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:৩৪
ফয়সালরকস বলেছেন:
[email protected]
২৯| ২৩ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:২৩
চাচামিঞা বলেছেন: আহ......খুবই অসাধারন গাইতেন তিনি।
২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৬
ফয়সালরকস বলেছেন:
আসলে যতটা না গায়ক...
তার চাইতে বেশি বাদক আর সঙ্গীতপ্রেমী!
৩০| ২৪ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১২
সোমহেপি বলেছেন: এফবি রিকোয়েস্ট দিয়েছি
২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৯
ফয়সালরকস বলেছেন:
আমি এখনও পাইনি...
আমি দেব কি?
আচ্ছা আপনি না হয় মেইলেই আমার সাথে কথা বলেন।
২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৫২
ফয়সালরকস বলেছেন:
আমি এখনও পাইনি...
আমি দেব কি?
আচ্ছা আপনি না হয় মেইলেই আমার সাথে কথা বলেন।
৩১| ২৯ শে মে, ২০১১ রাত ১১:১২
রাগ ইমন বলেছেন: ভালো লাগলো পড়ে।
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২০
ফয়সালরকস বলেছেন:
আজ রেডিও এবিসিতে নিলয়দার একটা ট্রিবিউট যাওয়ার কথা। আমাদেরই একটা স্টুডিওতে করা। ব্যস্ততার জন্য সকালের শো মিস করেছি। আপনারা টিউন করে দেখতে পারেন। হঠাৎ শুনে ফেলতে পারেন।