নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বর্তমানে প্রচলিত কোন রাজনীতির সাথে জড়িত নই। সুতারং কেহ পক্ষ বা বিপক্ষ ভেবে আমাকে ভুল বুঝবেন না।

এম.এইচ.সজিব

আমি বর্তমানে প্রচলিত কোন রাজনীতির সাথে জড়িত নই। সুতারং কেহ পক্ষ বা বিপক্ষ ভেবে আমাকে ভুল বুঝবেন না।

এম.এইচ.সজিব › বিস্তারিত পোস্টঃ

ব্লগার মানেই কি নাস্তিক?

১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩০


যেদিন ব্লগার নীলয়কে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেদিন একটি অনলাইন পত্রিকায় দেখলাম একজন ব্লগারকে কে বা কারা খুন করেছে, সকল প্রকার খুনকেই আমি ঘৃনা করি, কারণ কাউকে বিনা বিচারে হত্যা করা ইসলাম কখনোই সমর্থন করে না, শুধুমাত্র ধর্মীয় যুদ্ধ ছাড়া, তবে সেখানেও কথা আছে প্রতিপক্ষ যদি আত্মসমর্থন করে তাহলে তাকে স-সম্মানে তার গৃহে পৌছে দেওয়া।
এবার ৮০ আসল কথায়......
পত্রিকায় প্রকাশিত ব্লগার খুনের ঘটনার খবরের প্রতি মন্তব্যে পাঠকগণেরর মাঝে অনেকই বলতেছে ব্লগার মানেই নাকি নাস্তিক! আবার কেউ কেউ সরাসরি আল কোরআনের উদ্ধৃিত দিয়ে বলতেছে ব্লগারদের হত্যা করা উচিত, যা আজো সত্য নয়, যারা ব্লগার সম্পর্কে এইসব মন্তব্য করতেছেন, আমার ধারনা তারা ব্লগ কি ও ব্লগার কারা সেটাই জানে না, তাই তাদেরকে বলবো আপনারা আগে জানুন ব্লগ কি? এবং ব্লগার কারা? তাহলে আপনাদের সম্পুর্ন ধারনাই পাল্টে যাবে।
যুক্তি, তত্ত্ব, সভ্যতা, দেশপ্রেম এবং সত্যতাকে যেসব লেখক তার লেখনির মাধ্যমে অগ্রাধিকার দেন তারাই মূলত আসল ব্লগার। ব্লগার মানে ধর্মদ্রোহী, দেশদ্রোহী উস্কানীমুলক কিছু লিখা নয়, ব্লগার মানে অন্যের বিরুদ্ধে কোন মিথ্যা কুৎসা রটনা করা নয়।
দেশের সাধারণ মানুষের মাঝে নেতিবাচক ধারণা হচ্ছে ব্লগার মানেই নাস্তিক। কিন্তু না, আসলে তা নয়! একশ্রেণির কতিপয় নাস্তিকের জন্য হাজার হাজার ধর্মীয় বিশ্বাসী ব্লগারকে নাস্তিক কেন বলবেন? নাস্তিক হলো তারা যারা আল্লাহকে কিংবা সৃষ্টিকারীকে বিশ্বাস করে না। যারা বলে অদেখাকে মানি না তারা হলো নাস্তিক। আজ দেশে হাজার হাজার ব্লগার রয়েছেন যারা নিজ ধর্মের প্রতি বিশ্বাসী, এমনকি অনেক আলেম-উলামাও ব্লগিং করছেন; নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে লেখালেখি করছেন। নাস্তিক ব্লগারদের পোস্টে গিয়ে মন্তব্য, প্রতি মন্তব্যের মাধ্যমে যুক্তি তুলে ধরছেন ধর্মের পক্ষে। আর তার জন্য সহায়তা নিচ্ছেন কুরআন-হাদিসের। তবুও দু-চারজন নাস্তিকের জন্য ব্লগার মানেই অনেকে নাস্তিক মনে করে। সব লেখক যেমন নাস্তিক নন, তেমনি সব ব্লগারও নাস্তিক নন। বাংলাদেশে ৯৮ ভাগ ব্লগার আস্তিক, মাত্র ২ ভাগ ব্লগার নাস্তিক বলে আমি মনে করি।
আমি ব্লগার রাজিব হায়দার থেকে শুরু করে ব্লগার নীলয় পর্যন্ত যত ব্লগারকে হত্যা করা হয়েছে সকল হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত করে দৃষ্ঠান্তমুলক শাস্তির আওতায় আনা হউক এবং বাংলাদেশের সব হত্যা কান্ডের সঠিক বিচার করা হউক।

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৩

নুর ইসলাম রফিক বলেছেন: আমি ব্লগার রাজিব হায়দার থেকে শুরু করে ব্লগার নীলয় পর্যন্ত যত ব্লগারকে হত্যা করা হয়েছে সকল হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত করে দৃষ্ঠান্তমুলক শাস্তির আওতায় আনা হউক এবং বাংলাদেশের সব হত্যা কান্ডের সঠিক বিচার করা হউক।

সহমত------------------

২| ১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১০

অগ্নি কল্লোল বলেছেন: নাস্তিক হোক আর আস্তিক ব্লগার হত্যার বিচার চাই।

৩| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:২২

বিজন রয় বলেছেন: না ব্লগার মানেই নাস্তিক নয়।

আর পৃথিবীতে কেউ নাস্তিক নয়।

৪| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৭

নীল আকাশ ২০১৬ বলেছেন: ব্লগার এমন এক শব্দ, যাকে সবাই নিজের স্বার্থে ব্যবহার করতে চায়।

২০১৩ সালের ৫ই ফেব্রুয়ারী শাহবাগে ইতিহাসের ঘৃণ্যতম যে 'আন্দোলনের' সূচনা করেছিল নাস্তিকেরা (যাদের নেতাসহ বেশির ভাগই ব্লগার নয়), তাকে ঢালাওভাবে ব্লগারদের আন্দোলন বলে চালিয়েছিল সেইসব ঘৃণ্য নাস্তিকেরা।

অথচ ইতিহাস সাক্ষী, অনেক ব্লগার তখন এই তথাকথিত 'আন্দোলন' যে একটা ষড়যন্ত্র - এটা বোঝাতে গিয়ে গণহারে ব্যান এবং ব্লকেজের সম্মুখীন হয়েছেন, যা আমি মনেকরি হত্যার চেয়েও জঘন্য! কই তখন তো কেউ সেসব ব্লগারদের পক্ষে মুখ খোলেনি!

৫| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৬

এন.এ.আনসারী বলেছেন: ব্লগার মানে নাস্তিক নয় ঠিক তেমনি ধর্ম অবমানাকারীরা কিন্তু প্রকৃতপক্ষে মুক্তমনা নয়।

৬| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ২:৩৯

কালনী নদী বলেছেন: ইসলামি দৃষ্টিকোন থেকে দেখলেও কারও ঈমান বা বিশ্বাস নিয়ে প্রশ্ন করা বা থাকে বিচার করা কখনও ঠিক নয় যেখানে খোদ আল্লাহ বলছেন আমি আমার ঈমানদারের জিম্মাদার সেখানে কারো সম্পর্কে না যেনে তার বিশ্বাসে আঘাত করা ধার্মীকের কাজ নয়।

আমি কয়েকজনকে ফেসবুকে দেখছি যাদের মার্ডার হয়েছে। তারা আসলেই নাস্তিক এবং ফেসবুকে যথেস্ট নোংরামি করছেন। তাদেরকে মেরে ফেলা কখনও যুক্তিযক্ত হতে পারে না তবে আইনের আওতায় নিয়ে আসা যক্তিযুক্ত।

অতিরিক্ত সেনসিটিভ হয়ে নিজের ধর্মকেই নোঙরা করছি কিছু না ভেবেই!

এসবই আসলে রাজনীতি, পুরা সমাযের অবক্ষয়, কোন কারন ছাড়াই জাতীকে অন্ধকারে রাখা।

আমি এখনও ব্লগে এমন কিছু পাই নাই যা ইসলামে দৃষ্টিকটু আর পেলেও কতৃপক্ষকে রিপোর্ট করবো যদি তাতেও কাজ না হয়, হয়তো অন্য ব্যবস্থা নেব যাতে প্রসঙ্গটা এড়িয়ে যেতে পারি এবং জনসম্মোখে তুলে আনতে পারি।

কে কার কথা শোনে।

৭| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ২:৪১

কালনী নদী বলেছেন: নাস্তিকতার প্রসারটা কিন্তু মুলত ফেসবুকে হচ্ছে।

৮| ১৪ ই মার্চ, ২০১৬ ভোর ৪:০১

রুবন্স বলেছেন: নাস্তিকতা শব্দটা এখন একটা উপমায় পরিনত হয়েছে। মানসিক বিচার বিশ্লেষনে কে নাস্তিক আর কে আস্তিক সেটা বোঝাটাই জটিল হয়ে গেছে। তবে নাস্তিক উপাধী দিয়ে কাওকে হত্যা করা কতটুটু আস্তিকতা প্রকাশ পায় সেটা প্রশ্নবিদ্ধ করে আমার মনে।

৯| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৭:১৩

নুর আমিন লেবু বলেছেন: ব্লগার মানেই নাস্তিক নয়।

১০| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৪

মীম ফরীদ বলেছেন: আসলে পৃথিবী আস্তিক বলতে কিছুই নেই।

১১| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:১০

মহা সমন্বয় বলেছেন: আমি ব্লগার রাজিব হায়দার থেকে শুরু করে ব্লগার নীলয় পর্যন্ত যত ব্লগারকে হত্যা করা হয়েছে সকল হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত করে দৃষ্ঠান্তমুলক শাস্তির আওতায় আনা হউক এবং বাংলাদেশের সব হত্যা কান্ডের সঠিক বিচার করা হউক।

সহমত------------------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.