নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বর্তমানে প্রচলিত কোন রাজনীতির সাথে জড়িত নই। সুতারং কেহ পক্ষ বা বিপক্ষ ভেবে আমাকে ভুল বুঝবেন না।

এম.এইচ.সজিব

আমি বর্তমানে প্রচলিত কোন রাজনীতির সাথে জড়িত নই। সুতারং কেহ পক্ষ বা বিপক্ষ ভেবে আমাকে ভুল বুঝবেন না।

এম.এইচ.সজিব › বিস্তারিত পোস্টঃ

আলহামদুলিল্লাহ তুরস্কের নিয়ন্ত্রন এখন বিপ্লবী ইসলামপ্রিয় জনগণের হাতে (সর্বশেষ আপডেট)

১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২২

১। বিভিন্ন শহরের পুরো নিয়ন্ত্রণ সরকারের হাতে আসার খবর পাওয়া যাচ্ছে।
২। সেনা প্রধান এখনো বিদ্রোহী সেনাদের হাতেই জিম্মি হয়ে আছেন।
৩। রাজধানী আংকারার সেনা ডিভিশন এর নিয়ন্ত্রন এখনো বিদ্রোহীদের হাতে।
৪। রাষ্ট্র্বপতি এরদোগানের মুখ্যসচিব এখনো নিখোজ।
৫। এরদোগানের পক্ষ থেকে ব্যারাকে ফিরে যাবার নির্দেশের পরও কোন বিদ্রোহী সেনাই ব্যারাকে ফিরে যাচ্ছে না।
৬। বিদ্রোহী সেনাদের হাতে থাকা এফ-১৬ বিমান কিছুক্ষণ পরপর আকাশে উড়ার খবর পাওয়া যাচ্ছে।
৭। জনগণ সেনাদের ট্যাংক ঘিরে রেখে মুহুর্মুহু শ্লোগান দিয়ে যাচ্ছে।
৮। শুধু আংকারাতেই ৪২ জনের খবর পাওয়া গেছে।আপাতত এ ক্যু সফল হবার সম্ভাবনা খুব ক্ষীন হলেও বিদ্রোহীরা এখনো হাল ছেড়ে দেয় নি।।

প্রেসিডেন্ট এরদোয়ান ইস্তাম্বুল এয়ারপোর্টে অবতরণকালীন সময়ে মিডিয়াগুলোর ভাষ্যমতে ৩/৪ মিলিয়ন মানুষ এয়ারপোর্টে ছিলেন এবং প্রত্যেক বড় বড় শহরে লাখ লাখ মানুষ জমা হয়েছে, মিছিল দিচ্ছে। এখনো সবাই রাস্তায় আছে। এ বিদ্রোহ সফল হলে আরেক পাঁ চাটা সিসির জন্ম নিত। কিন্তু আলহামদুলিল্লাহ, তুরস্কে ইসলাম অনেক বেশী শক্তিশালী হল। আজ প্রতিবাদকারীরা (সাধারণ জনতা) সমস্বরে তাকভীর, আল্লাহু আকবর বলছিল।তুরস্কের প্রায় প্রতিটি মসজিদ থেকে রাত ১ টা থেকে টানা আজান, দুরুদ এবং মহল্লার সবাইকে বের হওয়ার জন্য আহবান জানাচ্ছিল। তাকভীর, আল্লাহু আকবের এত বড় মিছিল আমি আর দেখিনি।
ঘটনা শুরু নয়টা-দশটার দিকে। এরদোয়ান একটি মিডিয়ার সাথে কথা বলতে স্বক্ষম হইছেন ১২.৩০-১.০০ টার দিকে তাও স্কাইপি দিয়ে। এর পূর্বে প্রধানমন্ত্রী কয়েকবার কথা বলছেন কিন্তু এরদোয়ানের বক্তব্য, "আপনারা মাঠে আসুন.... এয়ারপোর্টে আসুন..... আমি আপনাদের সাথে আসছি.." বলার ১০-১৫ মিনিটের মধ্যে চারপাশ দিয়ে লোকজন রাস্তায় বের হয়ে আসে যা আমি স্বচক্ষে দেখছি। যেটা ঐতিহাসিক।
সবমিলিয়ে রাজনৈতিক দলগুলোর মুহুর্তেই এক হয়ে যাওয়া, জনতার জীবন বাজি রেখে ট্যাঙ্কের সামনে আশ্রয় নেয়ার (আমি স্ব-চক্ষে দেখছি) এই সাহসী প্রদক্ষেপের মাধ্যমে ক্যু দমন এ যুগের একটি ইতিহাস হয়ে থাকবে।
মহান আল্লাহ ষড়যন্ত্রকারীদের যড়যন্ত্রকের নস্যাৎ করে দিন (আমিন)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩২

ম্যাভরিক০৫ বলেছেন: NEXT আপডেট কখন পাব?

২| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৪

শাহ আজিজ বলেছেন:
ঘণ্টা আগের কিছু ছবি

সাকারিয়ার গভর্নর রাইফেল হাতে।










Ankara's main Kızılay Square



Soldiers on the Bosporus bridge reportedly surrendering to pro Erdogan forces.



৩| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৬

শাহ আজিজ বলেছেন:
Erdogan's palace, nearby of which was bombed by Turkish Army jets.

৪| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৭

মাহিরাহি বলেছেন: আলহামদুলিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.