নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am a muslim blessed with allah. What else can i say about me............ Allah knows me better.

ফকির লাল

nothing to say

ফকির লাল › বিস্তারিত পোস্টঃ

হাসি

০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

খুব মূল্যবান একটা জিনিস ৷ কিন্তু সবার হাসি এক
ধরনের না ৷ কারো হাসি হয় অট্ট হাসি , কারো হাসি
মুচকি হাসি , কারো হাসি দিল খোলা হাসি ৷ আবার সব হাসির
অর্থ খুশি নয় ৷ কিছু হাসি থাকে উৎফুল্লতার , কিছু হাসি
থাকে প্রাণোচ্ছলতার , কিছু হাসি আমন্ত্রণের , কিছু
হাসি লজ্জায় লাল হওয়া ,কিছু হাসি দুষ্টামির , কিছু হাসি থাকে
কষ্ট আড়াল করার , কিছু হাসি উপহাসের , কিছু হাসি
শয়তানির , কিছু হাসি লুচ্চামির , কিছু হাসি থাকে এড়িয়ে
যাওয়ার এবং কিছু হাসি থাকে ছোট মানুষির আর
পাগলামীর ৷ সব হাসির মানে ও তার আড়ালে থাকা
গল্পটা সবাই বোঝে না ৷
এই হাসি গুলোর ভিতর
আমার কাছে সবচেয়ে কুৎসিত লেগেছে
উপহাসের হাসি ও শয়তানির হাসি ৷ সবচেয়ে অদ্ভুদ
লেগেছে লুচ্চামির হাসি ৷
সবচেয়ে ভাল
লেগেছে লজ্জায় লাল হওয়া হাসি এবং আমার কাছে
সবচেয়ে বিপদজনক মনে হয় স্টুপিড মেয়েদের মুচকি হাসি ৷
আর সবচেয়ে বোকা বোকা হাসি
মনে হয়েছে এড়িয়ে যাওয়ার হাসি দেখে ৷

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:০১

ফকির লাল বলেছেন: :-)

২| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:০২

ফকির লাল বলেছেন: :-D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.