নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাংলাদেশের প্রান্ত হতে আপনাকে হাজার সালাম! ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গিত হোক

ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাংলাদেশের প্রান্ত হতে আপনাকে হাজার সালাম! ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গিত হোক

শাফিউর রহমান ফারাবী

মুক্তির ১ পথ খিলাফত খিলাফত খিলাফতের দাবিতে নামতে হবে রাজপথে খলিফা বারবার সৈন্য প্রেরন করবেন। আমার Facebook User Name:- shafiur2012

শাফিউর রহমান ফারাবী › বিস্তারিত পোস্টঃ

হিজরাদের সম্পর্কে ইসলামের নীতি কি ?

০৪ ঠা জুলাই, ২০১২ বিকাল ৪:০৪

হিজরাদের সম্পর্কে ইসলামের নীতি হল হিজরাদের হয় ছেলে বা মেয়ে হিসাবে জীবন যাপন করতে হবে। কখনই উভলিঙ্গ হিসাবে জীবন যাপন করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবিত থাকা অবস্থায় বেশ কয়েকজন হিজড়া মুসলমান হয়েছিলেন এবং উনারা একজন মুসলমান পুরুষ হিসাবেই বাকী জীবন কাটিয়েছিলেন। এইসব হিজরাদের কে মৃত্যুর পর একজন পুরুষ হিসাবেই জানাযা ও দাফন কাফন হয়েছিল। [ তথ্যসূত্র: মেশকাত শরীফ]

৯০% হিজরা কে ছোট বেলায় অস্ত্রোপাচারের মাধ্যমে এক লিংগে নিয়ে আসা যায়। বেশ কিছু দিন আগে যুগান্তর পত্রিকায় দেখলাম বাংলাদেশে অনেকে নতুন করে হিজরা হচ্ছে। কারন বিদেশী দূতাবাসে সমকামী ব্যক্তিদের কাছে হিজরাদের প্রচুর চাহিদা। ভারতের অনেক নিষিদ্ধ পল্লীতেও হিজরাদের কে দিয়ে বিকৃত যৌণচর্চা করা হয়। ভারত বর্ষে হিজরাদের প্রচলিত জীবন যাত্রা ইসলামী শরীয়তে কঠোর ভাবে হারাম। আর আরব বিশ্ব ও ইউরোপ মহাদেশে হিজরা বলতে কিছু নাই। ঐখানে সরকারী ভাবে হিজরাদের কে অস্ত্রোপাচারের মাধ্যমে খুব ছোট বেলায় এক লিংগে নিয়ে আসা হয়। এই ভারত উপমহাদেশেই হিজরাদের নিয়ে এত কাহিনী হয়। ইসলামী রাষ্ট্রের ফিকাহ শাস্ত্রে হিজরা বলতে কিছু নাই।



ইসলামী আক্বীদা সংশোধনের জন্য আরো পড়তে পারেন

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বহু বিবাহ প্রসঙ্গে ইসলাম বিদ্বেষীদের সমালোচনার জবাব

বনী কুরায়জা গোত্রের সকল পুরুষ ইহুদি হত্যা করা প্রসঙ্গে একটি পর্যালোচনা

ইসলামি শরীয়াহ কি কখনই দাস দাসী প্রথাকে সমর্থন করেছিল

মন্তব্য ১৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১২ রাত ১১:১৪

শাফিউর রহমান ফারাবী বলেছেন: ভাই যারা এই লেখাটা পড়ছেন তারা দয়া করে Facebook এ লেখাটা শেয়ার কইরেন

২| ১১ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৩৯

মিলটন বলেছেন: এই বিষয়টা নিয়ে আগে জানতাম না এখন জানলাম। ধন্যবাদ।

৩| ১১ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৪৪

মুফতি খার উদ্দিন বলেছেন: ভাইজান কি হিজবুত তাহরির লুক নাকি? ;)

৪| ১৩ ই জুলাই, ২০১২ দুপুর ১:৪১

সাবু ছেেল বলেছেন: মুফতি খার উদ্দিন বলেছেন: ভাইজান কি হিজবুত তাহরির লুক নাকি?

আমি নিশ্চিত;লেখক হিজবুত তাহরির লোক।কিন্তু ওনার লেখাগুলো ভালো হচ্ছে।ওনাকে চালিয়ে যেতে দেন।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩১

পি পি বলেছেন: আরব বিশ্ব ও ইউরোপ মহাদেশে হিজরা বলতে কিছু নাই। বেকুবে কয় কি? shemale দিয়া খোজ দ্যা সার্চ করেন ।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১৫

কাপুরুষ মন বলেছেন: ভাইজান কি হিজবুত তাহরির লুক নাকি? :P

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৩৯

চিন্তায় আছি বলেছেন: মিলটন বলেছেন: এই বিষয়টা নিয়ে আগে জানতাম না এখন জানলাম। ধন্যবাদ।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪৪

বাহাদুর বাপ্পী বলেছেন: ই বিষয়টা নিয়ে আগে জানতাম না এখন জানলাম। ধন্যবাদ।

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৯

দুষ্ট_ছেলে বলেছেন: বাহাদুর বাপ্পী বলেছেন: ই বিষয়টা নিয়ে আগে জানতাম না এখন জানলাম। ধন্যবাদ।

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৭

*কুনোব্যাঙ* বলেছেন: ভাই ফারাবী, শুনেছি ইসলামে আছে মানুষ আর জীনের মিলনের কারণে হিজড়ার জন্ম হয়। কথাটার সত্যতার ব্যাপারে জানতে চাই।

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৭

মদন বলেছেন: ++++++++++

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:৪৩

ইবলীস শয়তান বলেছেন: @কুনোব্যাঙ, ইসলামের কোথায় দেখেছেন এমন কথা, সত্যতা বা উৎস উল্লেখ করুন প্লিজ।

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২৫

*কুনোব্যাঙ* বলেছেন: @ইবলীস শয়তান, রেফারেন্স দিতে পারব না, কারণ এটা আমার শোনা কথা। কথাটা সত্য নাকি মিথ্যা সেটা নিশ্চিত হওয়ার আশায় জিজ্ঞাসা করা।

১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৪১

শাফিউর রহমান ফারাবী বলেছেন: হিজরা মানুষের পেট থেকেই হয় জ্বীনের পেট থেকে না

১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১৭

*কুনোব্যাঙ* বলেছেন: জি ভাই এটা আমি জানি। এখানে মহিলাটি হচ্ছে মানুষ আর পুরুষটি হচ্ছে জীন। মানে শুনেছি, হিজরার মা মানুষ কিন্তু বাবা জীন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.