নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ক্ষুদ্র পৃথিবীর বুকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমি পেটের জন্য খাদ্য খুঁজি আর মনের জন্য জ্ঞান আহরনে বেড়াই। সবকিছুতেই আমি মহান ও একমাত্র স্রষ্টা আল্লাহ\'কে খুঁজে পাই।

কনফুসিয়াস

মহান আল্লাহর অনবদ্য সৃষ্টির প্রতিটি জানতে আগ্রহী। প্রতিনিয়ত কিছু শেখার প্রত্যয় নিয়ে ঘুরে বেড়াই। যদি আল্লাহ এই জ্ঞান ভিক্ষুককে একটু করুনা করেন। টাকা-পয়সা নেই, তবে মনভরা প্রশান্তি আছে। পেট ভরে খেতে পারিনা, কিন্তু চিন্তাহীন ঘুম দিতে পারি। তাতেই বা কম কিসে? সুস্থ মন, কর্মঠ শরীর নিয়ে পৃথিবী ঘুরে বেড়াতে চাই।

কনফুসিয়াস › বিস্তারিত পোস্টঃ

২০০৮ থেকে ২০১৯ এবং আমরা আমজনতা

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:২০



ব্লগে আমার প্রথম পোস্ট

সময়কাল আমার সঠিকভাবে মনে নেই . তবে বোধ হয় ২০০৮-২০১০ সালের দিকে হবে. তখন বিশ্বের অনেক জায়গায় আমেরিকার তৎকালীন ৪৩ তম প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কে নিন্দা জানানোর ভাষা হিসেবে তার মূর্তি পোড়ানো হয়েছিল। আমি নিজেও আমার গ্রামে ওর ৩ টি মূর্তি পোড়ানোর সময় অংশ নিয়েছিলাম.

সেই ১০ বছর আগে জানতাম না আজকের সময় কেমন হবে. যদি জানতাম তাহলে কখনোই ওর মূর্তি পুড়াতাম না. কারণ ওর চাইতেও খারাপ মানুষ দুনিয়াতে এখন আছে.

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩০

ভুয়া মফিজ বলেছেন: তখন এই ব্যাটাই সবচেয়ে খারাপ ছিল, তাই তখন সেটাই ঠিক ছিল। এখন এখনকারগুলোর মূর্তি পোড়ানো শুরু করেন।

প্রথম পোস্টের শুভেচ্ছা। পোস্টিং চলতে থাকুক। :)

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৫

কনফুসিয়াস বলেছেন: আমি ওদের মূর্তি পোড়াবো আর ওরা যে আমাকে পুড়িয়ে দিবে ? :(

২| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:০৩

মাহমুদুর রহমান বলেছেন: আরও খারাপ আছে কেবল সময়ের অপেক্ষা।দেখবেন আরও কত রকমের মানুষ আছে।

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:০৬

কনফুসিয়াস বলেছেন: জি, সেটা অনুধাবন করতে পারছি।

৩| ১২ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৩২

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমেরিকার বুশ/ট্রাম্পের প্রতীকী পুড়িয়ে প্রতিবাদ বা ঘৃণা প্রকাশ করে নিরাপদ থাকা যাবে। কিন্তু দেশের পতি নেতার ধর্ষণের প্রতিবাদ করে নিরাপদ থাকা যাবেনা।

৪| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৬

রাজীব নুর বলেছেন: ভবিষত তো মানুষ দেখতে পায় না।

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৪:৩৬

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: এখন যারা খারাপ আছে তাদেরটা পোড়ানো শুরু করুন।প্রথম পোষ্টের শুভেচ্ছা রইলো।ব্লগে অভিনন্দন।

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৭

কনফুসিয়াস বলেছেন: ধন্যবাদ।

৬| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার উপলব্ধি ভালো লাগলো। আপনার ব্লগিং শুভ হোক। শুভকামনা।

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৪

কনফুসিয়াস বলেছেন: এই অধমকে ধুলি দেওয়ার জন্য এক সমুদ্র কৃতজ্ঞতা প্রকাশ। আপনাদের থেকেই শিখছি, শিখবো। ধন্যবাদ।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৫

ইফতেখার ভূইয়া বলেছেন: প্রথম পোস্টে অভিনন্দন। ব্লংগি এ স্বাগতম।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০২

কনফুসিয়াস বলেছেন: লিখার সাহস এখনো আয়ত্ব করতে পারিনি। তবে পড়ার অক্ষর-জ্ঞান জেনেছি।

ধন্যবাদ জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.