নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ক্ষুদ্র পৃথিবীর বুকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমি পেটের জন্য খাদ্য খুঁজি আর মনের জন্য জ্ঞান আহরনে বেড়াই। সবকিছুতেই আমি মহান ও একমাত্র স্রষ্টা আল্লাহ\'কে খুঁজে পাই।

কনফুসিয়াস

মহান আল্লাহর অনবদ্য সৃষ্টির প্রতিটি জানতে আগ্রহী। প্রতিনিয়ত কিছু শেখার প্রত্যয় নিয়ে ঘুরে বেড়াই। যদি আল্লাহ এই জ্ঞান ভিক্ষুককে একটু করুনা করেন। টাকা-পয়সা নেই, তবে মনভরা প্রশান্তি আছে। পেট ভরে খেতে পারিনা, কিন্তু চিন্তাহীন ঘুম দিতে পারি। তাতেই বা কম কিসে? সুস্থ মন, কর্মঠ শরীর নিয়ে পৃথিবী ঘুরে বেড়াতে চাই।

কনফুসিয়াস › বিস্তারিত পোস্টঃ

হয়রানির প্রতিবাদ কিভাবে করা যাবে?

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৪

যদি বর্তমান সরকারের স্থানীয় কোন তথাকথিত রাজনৈতিক নেতা জিনি শুদু ক্ষমতার প্রভাবে আজ মানুষকে মানুষ মনে করেন না এবং খুবই ছোট নেতা (ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদক) দ্বারা ক্ষতিসাদন হয় এবং পুলিশের সাথে ওই রাজনৈতিক নেতার ভালো লিংক থাকে তাহলে এমন হয়রানির প্রতিবাদ কিভাবে করা যাবে?

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৬

তারেক ফাহিম বলেছেন: পৌরসভার পর্যায়ে হলে মেয়রের বাসায় বাজার থেকে বড় মাছ নিয়ে যান :D
ঘটনা খুলে বলুন B-)

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৩

কনফুসিয়াস বলেছেন: পৌরসভা পর্যায়েই। কিন্তু ওঁরা মেয়র এবং উপজেলা ছাত্র লীগের সভাপতির নেত্তিতেই এলাকায় নিজেদের দাপট দেখাচ্চ।
জায়গা জমিনের বিষয়ে মানুষের উপর জুলুম করছে। যে ওদের কে টাকা দে ওরা ওদের পক্ষে কথা বলস।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৭

তারেক ফাহিম বলেছেন: পুলিশ প্রশাসনের সাথে সু সম্পর্ক রাখার চেষ্টা করুন।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৮

সিগন্যাস বলেছেন: অন্য কোথাও চলে যান।

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৬

রাজীব নুর বলেছেন: দরখাস্ত লিখুন।

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩২

কনফুসিয়াস বলেছেন: কার নিকট দরখাস্ত লিখব ভাই?

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৭

রাজীব নুর বলেছেন: স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলে নিউজ করুন।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন:




সমস্যাটি কার সাথে? আপনার সাথে নাকি আসে পাশের প্রতিবেশী বা আত্মীয় পরিজনের সাথে?

২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৫

কনফুসিয়াস বলেছেন: আমার সাথে এবং এলাকার মানুষের সাথে উভয়ই। ক্ষমতার দাপট সবাইকে দেখানোই কাজ।

৭| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রথমে নরমালী থানায় বিষয়টা অবহিত করে জিডি করুন। থানা যদি না হয় কোর্টে যেতে হবে।
তারপর এসব এভিডেন্স এবং রেফারেন্স সহ এলাকার পুলিশের উর্ধতন কর্তা বরাবরে পুরো বিষয় এবং আইনি সহাযতা না পাবার বিষয় উল্লেখ করে সহায়তা চেয়ে চিঠি লিখুন।

পাশাপাশি বিষয়টি নিয়ে সাংবাদিক দিয়ে জাতীয় পত্রিকায় নিউজ করান।
খুচরা সাংবাদিকরা বিক্রি হয়ে থাকলে জাতীয় সাংবাদিকদের ধরুন।
টিভি চ্যানেলের কাউকে ধরে নিউজ করালে ভাল হয়।
তাতেও কাজ না হলে সংবাদ সম্মেলন করা যায়। প্রেসক্লােবে এলাকায় বা জাতীয় ভাবে।

২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১২

কনফুসিয়াস বলেছেন: এমন গতানুগতিক পরামর্শ দিয়ে পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।

৮| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: এমন গতানুগতিক পরামর্শ দিয়ে পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।

হা হা হা

গতানুগতিকতার প্রয়োজন আপনার প্রমাণ এবং কাজের ধারাবাহিকতার জন্য।
যা আপনার আপনি লড়াইয়ে আপনার ভিত্তি।
আর যদি হিন্দি মুভির মতো সমাধঅন চান- তবে হায়ার এন্ড ফায়ারে সেরে দিন সব ঝামেলা!
;)

আপনার সমস্যার সমাধান হোক। শুভকামনা রইল

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৯

কনফুসিয়াস বলেছেন: ধন্যবাদ জানবেন।

৯| ২৯ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:৩৮

ডঃ এম এ আলী বলেছেন:
বিদ্রোহী ভৃগু ভাই অনেক মুল্যবান সমাধান পন্থার দিক নির্দেশনা দিয়েছেন ।
সঠিকভাবে অনুসরণ করতে পারলে সমাধান হয়ে যাবে বলে আশা করি ।

১০| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: যদিও আপনি ব্লগে আমার চেয়ে সিনিয়র কাজেই সাজেশন দিতে গিয়ে একটু বাধো বাধো লাগছে। পোস্ট থেকে তৎকালীন সময়ে আপনার মানসিক অবস্থার পরিচয় স্পষ্ট। মন্তব্য গুলির মধ্যে বিবাহের মন্তব্যটি খুব নির্ভরযোগ্য বলে মনে হয়েছে। আশাকরি এতদিনে আপনি নিশ্চয় কিছুটা সুরাহা পেয়েছেন।

নিরন্তর শুভকামনা আপনাকে।

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৭

কনফুসিয়াস বলেছেন: ধন্যবাদ। সরকারের বর্তমান পদক্ষেপে কিছুটা কোণঠাসা হয়ে আছে। দেখি আবার কবে ভেসে উঠে।

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি এত পোস্ট দেন কেন ? নতুন লেখা দিন ব্লগে।

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৭

কনফুসিয়াস বলেছেন: কথা স্পষ্ট নয় ভাই। একটু বুজিয়ে বলুন।

১২| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এত কম পোস্ট দেন কেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.