নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ক্ষুদ্র পৃথিবীর বুকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমি পেটের জন্য খাদ্য খুঁজি আর মনের জন্য জ্ঞান আহরনে বেড়াই। সবকিছুতেই আমি মহান ও একমাত্র স্রষ্টা আল্লাহ\'কে খুঁজে পাই।

কনফুসিয়াস

মহান আল্লাহর অনবদ্য সৃষ্টির প্রতিটি জানতে আগ্রহী। প্রতিনিয়ত কিছু শেখার প্রত্যয় নিয়ে ঘুরে বেড়াই। যদি আল্লাহ এই জ্ঞান ভিক্ষুককে একটু করুনা করেন। টাকা-পয়সা নেই, তবে মনভরা প্রশান্তি আছে। পেট ভরে খেতে পারিনা, কিন্তু চিন্তাহীন ঘুম দিতে পারি। তাতেই বা কম কিসে? সুস্থ মন, কর্মঠ শরীর নিয়ে পৃথিবী ঘুরে বেড়াতে চাই।

কনফুসিয়াস › বিস্তারিত পোস্টঃ

সোনার বাংলাদেশ থেকে আদুলী বাংলাদেশ

১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০০



আমার দেশ বাংলাদেশ, পরিচয় দিতে আমি করিনা কুন্ঠাবোদ
কারণ এই আমার সোনার দেশ, যেখানে ছয় ঋতু এসে করেছে সুজলা সুফলা।
আমার দেশের হাজারো এতিহ্য রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, যা করেছে আমার দেশকে মহান।
কিসের কমতি আমার? শস্য গোলাভরা, মাঠে ধানছড়া, আর গাছে পাখির মেলা,
আমার ভাইয়ের সাহস? সেতো বুকভরা, আকাশ পাড়া যা দেখেনি বসুন্ধরা।
বায়ান্নার ভাষা আন্দোলন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধ আমার অহংকার, আমার মায়ের অর্জন।

হ্যাঁ, এমনই করে আমি আমার লাল-সবুজকে নিয়ে অহংকার করি। কিন্তু আমার সেই অর্জন কারা যেন ছিনিয়ে নিতে চায়। কিন্তু তারাও আমার এই মায়ের বুকেই থাকে। আমার মা ওদের সব কিছু দিয়ে আগলে রাখে। কিন্তু বেঈমান তো আর ভালবাসার মর্ম বুজেনা।



ওরা সব পশুর দল, করে হানাহানি, আমার মায়ের কত স্বপ্ন করে আহাজারী
মেরেছে ওরা কত মানুষ,করেনি করুণা কভু।
কুকর্ম করেছে যত, করেনি লজ্জা কভু।
তাও নিলজ্জের মত ওরা নিয়েছে প্রাণ আমার ভাই সাগর-রুনির।
ওদের অত্যাচার থেকে বাচাঁর জন্য বিশ্বজিৎ করেছিল আত্মচিৎকার
ছাড়েনি ওরা আমার বোন তনুর ইজ্জত, তনুর মত কত জনকে ওরা মেরেছে অকাতরে।
কে পেয়েছে ছাড়া এই নরপশুদের থেকে? তা নেই আমার জানা।
হিংস্র বাঘের থাবা থেকে পালাতে পারে হরিণ, কিন্তু বর্বর পশুরা রক্ত চুষে হয় অমলীন।

এই বর্বর হানারা পালে কিছু কুকুর, যারা সময়ে সময়ে করে খেকুর খেকুর।
এই কুকুরেরা খুঁজে শুধু ইস্যু, চুন থেকে পান খসলেই মানুষের সামনে করে দেয় হিসু।
অথচ এরাও খায় হানাদের হাতে দুনা, মাঝে মাঝে হয় ভুনা ভুনা।

আমার দেশের বুদ্বিজীবিরা সব অসহায়, কথা বললেই খায় মার।
আবরারের হত্যাকারীদের ধরতে লাগে ৩ সপ্তাহ, আর মুখ খুললেই লাগে হাতে হাতকড়া।
কতজন হল গুম, থানায় গেলে বলে তুলে নিব ছাল।


আমি আজ অসহায়, পাশে নাই আমার কেউ।
আমার মা বসে কাঁদে আমার দিকে চেয়ে, আমার সবকিছু নিল লুটে আমার কিছু ভাই।
আমি আর আমার মা আজ অসহায়।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫২

রাজীব নুর বলেছেন: এই দেশ নষ্ট হয়ে গেছে। পচে গলে গেছে।
আমি এই দেশ নিয়ে মোটেও আশাবাদী নই।
সুযোগ পেলেই বউ বাচ্চা নিয়ে সারা জীবনের জন্য উন্নত দেশে চলে যাবো।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০০

ইসিয়াক বলেছেন: অনেক কষ্ট পাই,কিছু মানুষের জন্য আমরা আজ দিকভ্রান্ত......নতুন পথের খোঁজে চলার ইচ্ছা জাগে বার বার ,হতাশা গ্রাস করে।
চলে যাব ঠিক নতুন কোনখানে ,এখানে আর থাকতে ইচ্ছা করে না ইচ্ছা থাকা সত্ত্বেও....।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৭

আলমগীর কাইজার বলেছেন: ভালো লিখেছেন। তবুও আশা করি এই বাংলা হবে ভালবাসায় ঘেরা সোনার বাংলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.