নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু মানুষ পৃথিবীতে কোন প্রতিভা নিয়ে জন্মায় না , এরা অন্যের প্রতিভা দেখে অবাক হয় । আমি ঐ কিছু মানুষের মধ্যে একজন ।

ফরহাদ রিংকু

ব্যাকবেঞ্চার

ফরহাদ রিংকু › বিস্তারিত পোস্টঃ

বাস্তবতা যখন কল্পকাহিনীকে হার মানায় (The Tale of DB Cooper)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৩

বাস্তবতা মাঝে মাঝে ফিকশনকে হার মানিয়ে দেয় । পিঠে টাকার ব্যাগ আর প্যারাসুট নিয়ে প্লেন থেকে লাফ দেয়াটাকে ফিকশন মনে হলেও , ১৯৭১ এর পর একটা ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নেক্সট ৪ বছরে অন্তত ১৫ জন এই বিপদজনক কাজটা করেছিল । এই ১৫ জন ধরা পড়লেও , যার থেকে অনুপ্রাণিত হয়ে কাজটা করা হয়েছিল, সেই ড্যান কুপার ধরা পড়েন নি । FBI ৪৫ বছর তন্ন তন্ন করে খুঁজেও এই লোকটার কোন ট্রেস করতে পারেনি এবং এই কেসটা পরবর্তীতে ক্লোজ করে দেয়া হয় ।



ঘটনার শুরু ২৪ নভেম্বর, ১৯৭১ ।
সাদা শার্ট, কালো টাই আর বিজনেস স্যুট পরিহিত মধ্য ৪০ এর একজন লোক নর্থওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্সের পোর্টল্যান্ড কাউন্টার (ওরেগন স্টেট) থেকে একটা ওয়ান-ওয়ে টিকিট কাটেন ওয়াশিংটন যাবার জন্য ।
লোকটা তাঁর পরিচয় দিয়েছিলেন ড্যান কুপার নামে ।

প্লেন ছাড়ার পর ফ্লোরেন্স স্ক্যাফনার নামে এক কেবিন ক্রুর হাতে কুপার একটা কাগজ ধরিয়ে দিলেন । স্ক্যাফনার ব্যাপারটা পাত্তা না দিয়ে কাগজটা নিজের পার্সের মধ্যে রেখে দেন । এমন সময় কুপার তাকে ফিসফিস করে বলেন , "Miss, you'd better look at that note. I have a bomb." । মিস স্ক্যাফনার কে বেশ অবাক করে দিয়ে কুপার তাঁর এটাচি কেস খুললেন এবং বোমা সদৃশ কিছু একটা দেখালেন ।

অতঃপর মিস্টার কুপার প্লেনের ক্যাপ্টেনের উদ্দেশ্যে কয়েকটা ডিমান্ড লিখে একটা নোট পাঠালেন । যেখানে তিনি ২০০,০০০ ইউএস ডলার এবং ৪টা প্যারাসুট ( প্রাইমারী ২ টা, রিজার্ভ ২ টা ) দাবী করলেন যাত্রীদের মুক্তির জন্য । একই সাথে তিনি সিয়াটেল এয়ারপোর্টে একটা ফুয়েল ট্রাক রাখতে বললেন যেন প্লেনটা রিফুয়েল করা যায় ।

পাইলট উইলিয়াম স্কট তখন কতৃপক্ষের সাথে কথা বলেন এবং হাইজাকিং এবং ডিমান্ডের ব্যাপারটা নিশ্চিত করেন । নর্থওয়েস্ট ওরিয়েন্টের প্রেসিডেন্ট ডোনাল্ড নাইরুপ রাজী হলেন ২০০,০০০ ইউএস ডলার যাত্রীদের মুক্তিপন হিসাবে দিতে ।
উল্লেখ্য - এই ২০০,০০০ ইউএস ডলার ম্যানেজ করে দেয় FBI , সিয়াটেলের বিভিন্ন ব্যাংক থেকে । কুপারের কথামত সেখানে ২০ ডলারের ১০,০০০ টা নোট থাকে । এবং সহজেই যেন ট্র্যাক করা যায় ব্যাপারটা মাথায় রেখে FBI যে নোট গুলো ম্যানেজ করে সেগুলার শুরু ছিল "L" দিয়ে । এবং বেশিরভাগই 1963A এবং 1969 সিরিজের নোট ছিল ।

প্লেন সিয়াটেলে ল্যান্ড করার পর , কুপার শুধুমাত্র ৩৬ জন যাত্রীকে মুক্তি দেন ২০০,০০০ ডলার এবং ৪ টা প্যারাসুটের বিনিময়ে ।

যাত্রীদের সিয়াটেল এয়ারপোর্টে নামিয়ে দিয়ে কুপারের কথামত প্লেন উড়ে চললো ম্যাক্সিকো সিটির উদ্দেশ্যে ।

সিয়াটেল এবং রেনোর মাঝামাঝি কোন একটা প্লেসে রাত ৮ টার কয়েকমিনিট পরেই প্লেনের পেছন সাইড থেকে একটা প্যারাসুট এবং মুক্তিপনের টাকা নিয়ে লাফ দেন ড্যান কুপার । লাফ দেয়ার আগে তিনি তাঁর কালো টাই প্লেনে খুলে রাখেন ।



পরের দিন মিলিটারি হেলিকপটার ড্যান কুপারের সম্ভাব্য লাফ দেয়ার স্থানে এসে পৌছায় । সৈন্যরা একই সাথে হেলিকপ্টার এবং পায়ে হেটে আশেপাশের সব এলাকা সার্চ করে । কিন্তু ড্যান কুপার , প্যারাসুট কিংবা টাকা কোনটারই কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না আর । নেক্সট ৫ বছরে প্রায় ৪০০ জনকে আটক করা হয় ড্যান কুপার সন্দেহে । কিন্তু শেষ পর্যন্ত সবাইকেই ছেড়ে দিতে বাধ্য হয় FBI,কারণ তারা কেউই ড্যান কুপার ছিলেন না (প্রত্যক্ষদর্শীদের বর্ননা অনুযায়ী ) ।



FBI পরবর্তীতে মুক্তিপনের ডলারের সিরিয়াল নাম্বার জনগনের কাছে উন্মুক্ত করে দেয় এবং এই সিরিয়ালের ডলার এবং তথ্যের বিনিময়ে বেশ বড়সড় পুরস্কারের অফার দেয় । ১৯৮০ সালের আগ পর্যন্তই অনেকে এই সিরিয়ালের নোট পেয়েছে বলে দাবী করলেও , কেউই কোন দেখাতে পারেনি যেটা FBI এর সবগুলা শর্ত পূরণ করে ।

ঘটনার ৯ বছর পর, ১৯৮০ সালে ব্রায়ান ইনগ্রাম নামে একটা বাচ্চা ছেলে পোর্টল্যান্ডের উত্তরে কলম্বিয়া নদীর কাছে বালুতে গর্ত খুড়তে গিয়ে ২০ ডলারের তিনটা বান্ডেল খুঁজে পায় বালির ৩ ইঞ্চি নীচে । সেখানে টোটাল ৫৮০০ ডলার ছিল এবং সবগুলাই কুপারের সিরিয়ালের সাথে ম্যাচ করে । ১৯৭১ এর পর কুপার রহস্যের প্রথম পাওয়া এভিডেন্স ছিল এটা ।



৮ জুলাই, ২০১৬ FBI কুপার রহস্যের কোন সমাধান না দিয়ে ,কেসটা ক্লোজ করে দেয় । ৪৫ বছর ধরে ৬০ ভলিউমে লেখা কেস ফাইল ঐতিহাসিক নিদর্শন হিসাবে ওয়াশিংটনে FBI হেডকোয়াটার্সে রাখা আছে ।

# আমরা হইতো কখনই জানতে পারবো না, ১০০০ টা বান্ডেল থেকে কিভাবে ৩ টা আলাদা হলো এবং কেনই বা সেগুলা ঘটনাস্থলের ২০ মাইল দূরে একটা নদীর ধারে বালির নীচে চাপা দিয়ে রাখা হইছিল ।
# ড্যান কুপার কি বেঁচে থেকে এই ৪৫ বছর পালিয়ে বেড়িয়েছেন নাকি তিনি লাফ দেয়ার সময় মারা যান । FBI ধারণা করে , লাফ দেয়ার সময় কুপার সম্ভাবত মারা যান । যদিও কুপারের প্যারাসুট কিংবা লাশ পাওয়া যায় নি -_- ।
অভিজ্ঞদের মতে এট লিস্ট ৬/৭ বার ডাইভের অভিজ্ঞতা থাকলে মারা যাবার কথা না কুপারের ।

# লোকাল পেপার এবং মিডিয়ার কল্যাণে ড্যান কুপার নামটা কিভাবে যেন D.B Cooper হয়ে যায় -_- ।

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৭

ঢাকাবাসী বলেছেন: চমৎকার একটা ঘটনার বর্ণনা খুব ভাল লাগল।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৪

ফরহাদ রিংকু বলেছেন: ধন্যবাদ । কিছুদিনের মধ্যে alcatraz এবং shawshank থেকে পালানো কয়েদীদের নিয়ে লেখার প্ল্যান আছে । পড়বেন আশা করি :)

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৭

টুনটুনি০৪ বলেছেন: ভালো!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৫

ফরহাদ রিংকু বলেছেন: ধন্যবাদ । কিছুদিনের মধ্যে alcatraz এবং shawshank থেকে পালানো কয়েদীদের নিয়ে লেখার প্ল্যান আছে । পড়বেন আশা করি :)

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৯

আরণ্যক রাখাল বলেছেন: এই কাহিনী নিয়ে কোন সিনেমা হয়নি?
এটা তো পুরো সিনেম্যাটিক ব্যাপার। থ্রিলিঙ।
খুব ভাল একটা জিনিস পড়ালেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৬

ফরহাদ রিংকু বলেছেন: "The Pursuit of D.B. Cooper" নামে ১৯৮১ সালে একটা মুভি বের হইছিল । দেখা হয় নি ।
প্রিজন ব্রেক সিরিজে Fox River State Penitentiaryতে DB cooper এর একটা ক্যারেকটার ছিল । মূলত ঐখান থেকেই ক্যারেকটার টার প্রতি আগ্রহ জন্মায় :)
ধন্যবাদ , মন্তব্যের জন্য :)

০২ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

ফরহাদ রিংকু বলেছেন: ধন্যবাদ । সবচেয়ে সুরক্ষিত জেল “এলকাট্রাজ” থেকে তিনজন কয়েদীর ফেরারী হবার ঘটনা নিয়ে একটা লেখা পোস্ট করছি । দেখার আমন্ত্রন 

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৩

কালীদাস বলেছেন: আমি শিওর ঐ লোক বাংলাদেশি বা বাংলাদেশি বংশোদ্ভুত ছিল :P এরকম পারফেক্ট ক্রাইম সবাইকে দিয়ে হয় না ;)

০২ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

ফরহাদ রিংকু বলেছেন: ধন্যবাদ । সবচেয়ে সুরক্ষিত জেল “এলকাট্রাজ” থেকে তিনজন কয়েদীর ফেরারী হবার ঘটনা নিয়ে একটা লেখা পোস্ট করছি । দেখার আমন্ত্রন 

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৫

টারজান০০০০৭ বলেছেন: @ কালিদাস। কি যে বলেননা ? এই লোক বাংলাদেশী হইলে বাংলাদেশে আইসা এমপি না হয় মন্ত্রী হইয়া যাইতো ! এইরাম এলেমদার লোকরে কুনু পার্টিই ছাড়তো না !

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪০

নতুন নকিব বলেছেন:



সময় করে পড়ার ইচ্ছা থাকল।

ধন্যবাদ।

০২ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

ফরহাদ রিংকু বলেছেন: ধন্যবাদ । সবচেয়ে সুরক্ষিত জেল “এলকাট্রাজ” থেকে তিনজন কয়েদীর ফেরারী হবার ঘটনা নিয়ে একটা লেখা পোস্ট করছি । দেখার আমন্ত্রন 

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৮

নতুন নকিব বলেছেন:



হ্যাঁ, কল্পকাহিনীকে ঠিকই হার মানিয়েছে!


আগাম শুভেচ্ছা আমার ব্লগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.