![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সস্তা কত চায়ের দোকান উড়িয়ে ধোঁয়া শহর সোপান এই চোখ খুঁজেছে তোমায় এই চোখ খুঁজেছে তোমায়
বুক ভরে শ্বাস নিতে পারছি না আর
শ্বাসনালীতে কষ্ট জমাট বাধাঁ
আকাশে আর চাঁদের আলো দেখি না বহুদিন,
আর চাঁদ!
সে তো বহু বহু দূরের দেশে।
চাঁদটা আমার, ছুঁতে গেলেই
ঐ আকাশের কেন্দ্র হতে আরও দূরে সরে যায়।
হয়তো কোন এক ভোরে জনশূন্য এক রেলের প্লাটফর্মে,
এক বুক কষ্ট ছুড়ে ফেলে
আবারো দাঁড়াবো চাঁদের সম্মুখে
হয়তো কোন এক বৃষ্টিভেজা রোদেলা ভোঁরে!
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৮
বটবৃক্ষ~ বলেছেন: এমন ভাবেই মিথ্যে আশা,

স্বপ্ন বুনে যাই,,
একটু একটু মিথ্যে আমার
হলো চিরস্থায়ী ।
চাঁদটা আমার, ছুঁতে গেলেই
ঐ আকাশের কেন্দ্র হতে আরও দূরে সরে যায়।
তাই বুঝি আপনি চন্দ্রাহত??
চমৎকার......ভালোলাগা রেখে গেলাম..