নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন ভাবেই মিথ্যে আশা,স্বপ্ন বুনে যাই,একটু একটু মিথ্যে আমার হলো চিরস্থায়ী

সস্তা কত চায়ের দোকান উড়িয়ে ধোঁয়া শহর সোপান এই চোখ খুঁজেছে তোমায় এই চোখ খুঁজেছে তোমায়

চন্দ্রাহত বালক

সস্তা কত চায়ের দোকান উড়িয়ে ধোঁয়া শহর সোপান এই চোখ খুঁজেছে তোমায় এই চোখ খুঁজেছে তোমায়

চন্দ্রাহত বালক › বিস্তারিত পোস্টঃ

তবুও কিছু একটা খুঁজতে থাকি!

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৯

কত হারিয়ে যাওয়া গানে

কত ভিড় ভ্রান্ত রাস্তায়,

কত রাতের আলোয় জেগে থাকা ফুটপাথে

কি জানি খুঁজতে থাকি!



ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকা

ক্লান্ত মানুষের ঘেমে থাকা নত মুখে,

সস্তা এক কাপ চায়ে,তিন থেকে পাঁচে

উঠে আসা গোল্ডলিফে!

নাম না জানা ফুলের গন্ধে!



চৌ-রাস্তার মোড়ে রেখে আসা

প্রেমিক-প্রেমিকার বাসি-বস্তা ন্যাকামির

শুদ্ধতা শুদ্ধতা গল্পে।



কিছু একটা খুঁজতে থাকি!

হাঁটতে হাঁটতে বসে পড়া ফ্লাড-লাইটের

পাশের আঁধারে!

তির্যক আকাশে থমকে থাকা

সন্ধ্যা-তাঁরায়!

শেষ রাতের ফাল্গুনী বাতাসে

বাড়ির পথে চলা কিছু জনে।



তবুও কিছু একটা খুঁজতে থাকি

প্রতি দিন, প্রতি রাত,প্রতি ক্ষণে

তবুও কিছু একটা খুঁজতে থাকি

অকারণে!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১০

বটবৃক্ষ~ বলেছেন: কত রাতের আলোয় জেগে থাকা ফুটপাথে
কি জানি খুঁজতে থাকি!



হুম! অকারনেই..........

ভালোবাসাগুলো অকারনেই জড়ায় শুধু।

শুভকামনা নিরন্তর......

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৫

আমিনুর রহমান বলেছেন:





ভালো লাগা রইল +++

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

ইখতামিন বলেছেন:
আনমনে
আমি এখনও খুঁজে ফিরি তোকে
সাদা গোলাপের পাপড়ির ভাঁজে
ভালো লাগা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.