![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সস্তা কত চায়ের দোকান উড়িয়ে ধোঁয়া শহর সোপান এই চোখ খুঁজেছে তোমায় এই চোখ খুঁজেছে তোমায়
শুধু যদি গানের সুরে
লুকানো যেত যাপিত দুঃখ সব,
আমি হতাম থম ইয়র্ক কিংবা রবীন্দ্রনাথ।
বিশ্বাস কর!
যদি যুদ্ধই হত সব
শান্তির অপর নাম,
বিশ্বাস কর, বনলতা
আমি হতাম হিটলার কিংবা মুসলিনি।
যদি মানবতাই হত
সব শান্তির মূলহোতা
তবে তুমি বিশ্বাস কর
আমি হতাম গৌতম বুদ্ধ কিংবা ইরাকি শিশুর আর্তনাদ।
শুধু নিকোটিনে পুড়ে
উড়ে উড়ে যেত
হৃদয়ের যত সস্তা স্বপ্ন ছাই
তবে বিশ্বাস কর
ভাসাতাম সারাবেলা
শুভ্র শীতল সাদা ধোঁয়া
বিশ্বাস কর বনলতা
-১৫/১০/১২
©somewhere in net ltd.