নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

ধর্ম নাকি ধর্মহীনতা, কোনটি সভ্যতার জন্য বেশী দরকার?

০৬ ই মে, ২০২৩ রাত ১০:০২



লঞ্চের সিট ফাঁকা পেয়ে শুয়ে পড়লাম। পরের স্টেশনে হুড়মুড় করে অনেক লোক উঠলো। আমি চোখ পিটি পিটি করে দেখলাম। লোকেরা সিটের জন্য সামনে এগিয়ে যাচ্ছে। আমি ভয়ে ছিলাম কখন বসে পড়ার পরওয়ানা জারি হয়। লোকেরা পিছন থেকে ফিরে এসে বলল, আমরা বসার জায়গা পাই না আর উনি শুয়ে আছে। অগত্যা বসে পড়লাম। আমি যেখানে বসেছি তাতে একত্রে চার সীট। তাতে মা মেয়ে বসলো। মেয়েটাই বুড়ি, মাতো আরো অনেক বুড়ি। বললাম, আপনার বয়স কত? বললেন, হেতো কইতে পারি না বাবা। বুড়ির কাছে পান ছেঁচুনি ছিল। মেয়ে পান চিবিয়ে আর মা পান ছেঁচে অনবরত খেতে লাগলো। মনে মনে বললাম, আহা এসব বুড়ি সাথে না বসে একটা কবুতরের বাচ্চা বসলেও তো হতো। খানিক পরে একটা কবুতরের বাচ্চা এসে আমার সাথেই বসলো। বয়স আঠারর কম এবং ওজন চল্লিশ কেজি মনে হলো। দেখতে একটা পারফেক্ট কবুতরের বাচ্চাই মনে হলো। সে এসেই মোবাইল দেখা শুরু করলো। আমি সীটের কিনারে সেঁটে বসলাম যেন তার বডি টাচ না করে। কিছুক্ষণ পরে কবুতরের বাচ্চার মা এসে তার সাথে বসলো। চার জনের সীটে পাঁচ জন। তারমধ্যে চার জন নারী। সুতরাং দাঁড়িয়ে জানালা দিয়ে নদীর দৃশ্য দেখতে লাগলাম। কিছু ক্ষণ পরে কবুতরের বাচ্চার ছোটবোন আসলো। তার ওজন সত্তরের কাছাকাছি হবে। বয়স পনেরর কম মনে হলো। ওটা আর সীটে ঢুকলো না। দাঁড়িয়ে থাকলো। এ ছাড়া তার উপায় ছিল না। পাপ চিন্তা না থাকলে কবুতরের বাচ্চার সাথে সেঁটে বসে থাকতে পারতাম। কিন্তু বেগানা মেয়ে। তার সাথে কি সেঁটে বসে থাকা যায়?

অটোতে এরকম কবুতরের বাচ্চারা পাশে বসে। তখন একদিকে সেঁটে বাইরে তাকিয়ে সময় কাটাতে হয়। একজন বলল এটা নিবেন এবং এটা দিবেন। আমি বললাম নিবও না দেবও না। তারপর একজন বলল, আপনার ঠ্যাং ভাঙব। বললাম, ভাঙেন। তারপর বলল, আপনার মেয়েদের ঠ্যাং ভাঙব। বললাম, ভাঙ্গেন। একজন ওরজিনাল পিস্তল দেখিয়ে বলল, গুলি করে দেব। বললাম, করেন। কিন্তু যা চাচ্ছেন তা’ কিন্তু পাবেন না।মোবাইলে একজন মেরে ফেলার হুমকি দিয়ে ছিল। তাও আমলে নেইনি। তবে এখনো অক্ষত আছি। যদিও ভালো কাজ করতে গিয়ে আমাদের গ্রামে তিনজন নিহত হয়েছে। যারা অকাজ করে তাদের পাপের চিন্তা নেই। একজন বলে, এখন যা করার দরকার করি মরার পরে যা হবার হবে। তারা কবর আজাব, জাহান্নাম, এসবের পরোয়া করে না। তারা সাহসী মানুষ। নেককার মুমিনের মত তারা পাপের ভয়ে ভীত নয়।

সব মানুষ ধর্মহীন হলে কি হবে? নৈতিকতার বলে বলিয়ান হয়ে তারা কি সভ্যতাকে আরো সুন্দর করবে? ধর্মহীনদের মাঝে নৈতিকতা ভালো কাজ করে কি? আমাদের দেশ ধর্মহীন হলে এখানে মানুষের মনে নৈতিকতা বাসা বাঁধবে? ধর্ম নাকি ধর্মহীনতা, কোনটি সভ্যতার জন্য বেশী দরকার? এটাই এখন আমার ভাববার বিষয়।

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০২৩ রাত ১১:৪৭

নূর আলম হিরণ বলেছেন: যারা ধর্মহীন পাপের চিন্তা থাকে না তারা কি কবুতরের বাচ্চার শরীর ঘেঁষে বসে?

০৬ ই মে, ২০২৩ রাত ১১:৫৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি পাপবোধ না করলে আমি আমার আসনে শক্তভাবে বসে থাকতাম। অন্যের বিষয়ে বলার দায়িত্ব আমার নয়।

২| ০৭ ই মে, ২০২৩ রাত ১:০৪

বিষাদ সময় বলেছেন: হয়তো পড়েছেন না পড়ে থাকলে মোতাহের হোসেন চৌধুরীর "সংস্কৃতি কথা" প্রবন্ধটি পড়ে দেখতে পারেন।

০৭ ই মে, ২০২৩ দুপুর ১:১০

মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রবন্ধটির সার কথা বললে পাঠক সে বিষয়ে অন্তত কিছু কথা জানতে পারতো।

৩| ০৭ ই মে, ২০২৩ রাত ২:১৫

কামাল১৮ বলেছেন: আমাদের দেশে যেহেতু ৯০% মনিন মুসলমান তাই অপরাধ নাই বললেই চলে।১০% অন্য ধর্মের লোক এবং ০০১% নান্তিক সকল অপরাধের কারণ।এই গুলিকে দুর করতে পারলে আর কোন অপরাধ সংঘটিত হবে না।

০৭ ই মে, ২০২৩ দুপুর ১:০৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: সকল নাগরিক দেশের সম্মানিত নাগরিক। সবার নিজ দেশে শান্তিতে বসবাসের অধিকার রয়েছে। তবে যে ধর্মহীন কথায় কথায় ধর্মানুসারীকে অন্ধবিশ্বাসী বলে, সভ্যতা উন্নয়নে তাদের অবিশ্বাস কিভাবে কাজে লাগতে পারে আমি সে বিষয়ে জানতে চেয়েছি।

৪| ০৭ ই মে, ২০২৩ সকাল ১১:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধর্মহীন সমাজের কিছু সাইন্সফিকশন গল্প পাওয়া যায়।

০৭ ই মে, ২০২৩ দুপুর ১:০৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: সাইন্সফিকশন সভ্যতা উন্নয়নে কি সহায়তা করে?

৫| ০৭ ই মে, ২০২৩ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: ধর্মই দেশটারে খাইলো।

০৭ ই মে, ২০২৩ দুপুর ১:০৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: ধর্মহীনতা কিভাবে আমাদের সভ্যতার উন্নয়ন সাধন করতে পারে?

৬| ০৭ ই মে, ২০২৩ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: ধর্ম ব্যবসার আয়ের দিক বিবেচনায় বিশ্বে শীর্ষস্থানীয় দেশ কোনটি?
বাংলাদেশের অবস্থান কত তম?

০৭ ই মে, ২০২৩ দুপুর ১:২২

মহাজাগতিক চিন্তা বলেছেন: ধর্মের দোষ নয় আপনি ধর্মহীনতার গুণগুলো বলুন।

৭| ০৭ ই মে, ২০২৩ দুপুর ২:২০

নতুন বলেছেন: লেখক বলেছেন: আমি পাপবোধ না করলে আমি আমার আসনে শক্তভাবে বসে থাকতাম। অন্যের বিষয়ে বলার দায়িত্ব আমার নয়।


তার অর্থ হলো আপনি এখনো ধর্মহীন মানুষকে সাথে কাছ থেকে দেখেন নাই।

একটা বাচ্চাকে ধর্ম শেখাচ্ছে মিথ্যা বললে পাপ হয়। পাপ হলে দোজখে আগুনে পোড়ানো হবে।

বাচ্চাকে আপনি যদি সেখান মিথ্যা বললে মানুষ কস্ট পাবে, অন্য মানুষ এই কাজটি করলে তারও যেমন কস্ট লাগবে তাই অন্য কে কস্ট দেওয়া ঠিক না।

আগে মানুষ ধর্মকে ভয় পেতো এখন পায় না তাই দোজখে আগুনে পোড়ানো হবে ভেবে অন্যায় থেকে বিরত থাকেনা।

যদি থাকতো তবে বাংলাদেশে এতো দূনিতি থাকতো না।

০৭ ই মে, ২০২৩ বিকাল ৪:০৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: অভাবে স্বভাব নষ্ট। বাঙ্গালীর জ্ঞান এবং সম্পদ দু’টোর অভাব রয়েছে। সেজন্য এখানে ধর্ম এবং নৈতিকতা উভয়ের অমান্য হয়। তাহলে এখানে ধর্ম ও নৈতিকতা উভয় শিখানো হোক। যার ক্ষেত্রে যেটা কাজে লাগে। যে ধর্মের প্রভাবে সভ্যতাকে সুন্দর করে করুক এবং যে নৈতিকতার প্রভাবে সভ্যতাকে সুন্দর করে করুক।

৮| ০৭ ই মে, ২০২৩ বিকাল ৪:১১

নতুন বলেছেন: লেখক বলেছেন: অভাবে স্বভাব নষ্ট। বাঙ্গালীর জ্ঞান এবং সম্পদ দু’টোর অভাব রয়েছে। সেজন্য এখানে ধর্ম এবং নৈতিকতা উভয়ের অমান্য হয়। তাহলে এখানে ধর্ম ও নৈতিকতা উভয় শিখানো হোক। যার ক্ষেত্রে যেটা কাজে লাগে। যে ধর্মের প্রভাবে সভ্যতাকে সুন্দর করে করুক এবং যে নৈতিকতার প্রভাবে সভ্যতাকে সুন্দর করে করুক।

ধর্মের প্রভাব যে বর্তমানে কম কাজ করছে সেটা তো বুঝতেই পারছেন। সেটা আমার বলতে হবেনা।

নৈতিকতার ভিক্তি হউক মানবতা। সেটা যে কাজ হচ্ছে সেটা বিশ্বের অনেক দেশে দেখতে পারবেন।

০৭ ই মে, ২০২৩ বিকাল ৫:৪৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: ধর্ম ও নৈতিকতা একসাথেও চলতে পারে বলে মনে হয়।

৯| ০৭ ই মে, ২০২৩ বিকাল ৪:৫২

আহলান বলেছেন: ধর্ম মানলে ভালো, না মানলে ধর্ম কাওকে মানাতে পারে না। অর্থাৎ আপনি ধর্ম মানেন, তাই ধর্ম আপনাকে সরল পথে রাখে। কেউ যদি ধর্ম না মানে, তবে ধর্ম তাকে সরল পথে বেঁধে রাখতে পারে না। সবটাই নিজের মধ্যে.... আমার তো তাই মনে হয়।

০৭ ই মে, ২০২৩ বিকাল ৫:৪৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুতরাং নৈতিকতারও প্রয়োজন আছে। আরধর্ম বাদ দিয়ে নৈতিকতার চর্চা করা জরুরী নয়।

১০| ০৭ ই মে, ২০২৩ রাত ৮:৪১

কামাল১৮ বলেছেন: সভ্যতার উন্নয়ন যাকিছু করার বিজ্ঞান করছে।সেখানে ধর্মের কোন স্থান নাই।ধর্ম আছে মৃত্যুর পরের জগৎ নিয়ে।বিজ্ঞান আপনি বিশ্বাস করলেও সত্য বিশ্বাস না করলেও সত্য।বিজ্ঞানের সাথে বিশ্বাসর কোন সম্পর্ক নাই,তেমনি করে উন্নয়নের সাথেও বিশ্বাসের কোন সম্পর্ক নাই।

০৮ ই মে, ২০২৩ দুপুর ১২:২৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিজ্ঞান প্রযুক্তিগত উন্নয়ন করেছে। নৈতিক উন্নয়নে বিজ্ঞানের ভূমিকা কি?

১১| ০৮ ই মে, ২০২৩ সকাল ১১:৫৯

জমীরউদ্দীন মোল্লা বলেছেন: ধর্ম মানুষকে নৈতিক ভাবে শক্তিশালী করে। দেশের ধর্মহীনদের নৈতিক অবস্থা কি সেটা তো দেখাই যাচ্ছে।

০৮ ই মে, ২০২৩ দুপুর ১২:২৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার মন্তব্যের সাথে সহমত।

১২| ০৮ ই মে, ২০২৩ দুপুর ১:০৩

কিরকুট বলেছেন: কইতে পারমু না তয় ধর্ম ছড়া জাতিগুলা দৃশ্যত খারাপ নাই । অন্তত জাতিগত দ্বন্দে তারা আক্রান্ত না । তয় মানুষ কে প্রাধান্য দিলে ধর্ম নিয়া আমার কোন আপত্তি নাই আর যদি কয় না ধর্ম মানতে হবে মানুষ ফানুষ দেখার টাইম নাই তাইলে ধর্ম নিয়া আমারো কোন মাথা ব্যাথা নাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.