নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

নির্বাচন পদ্ধতি সংস্কার হলে আওয়ামী লীগকে মোকাবেলা করা সহজ হবে

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:১৩




কেউ ৫০% ভোট না পেলে প্রথম ও দ্বিতীয় জনের মধ্যে দ্বিতীয় দফায় ভোট হবে, এ নির্বাচন বিধি তৈরী করা হলে আওয়ামী লীগকে মোকাবেলা করা সহজ হবে। কারণ এখন এন্টি আওয়ামী লীগ ভোট বেশী আছে বলে অনুমিত হচ্ছে। আর তাতে করে এন্টি আওয়ামী লীগ প্রার্থীর দ্বিতীয় দফায় জয়ী হওয়ার সম্ভাবনা থাকবে। যেমন, দ্বিতীয় দফায় জামায়াতের ভোট এন্টি আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে যাবে নিশ্চিত ভাবে। কোন ক্ষেত্রে বিএনপি তৃতীয় হলে তাদের ভোটও এন্টি আওয়ামী লীগের পক্ষে যাবে। এ প্রক্রিয়ায় নির্বাচনী জোট করার প্রয়োজন নাই। দ্বিতীয় দফায় ভোটাররাই ঠিক করবে তারা কাকে ভোট দিবে।

বর্তমান প্রক্রিয়ায় ২০% ভোট পেয়েও নির্বাচিত হওয়া সম্ভব। কিন্তু ৫০% ভোট না পেলে প্রথম ও দ্বিতীয় জনের মধ্যে দ্বিতীয় দফায় ভোট ব্যবস্থায় ৫০% এর কম ভোট পেয়ে জয়ী হওয়ার সম্ভাবনা থাকবে না। এমতাবস্থায় বড় দল সমূহ ছোট দল সমূহকে সমিহ করে চলবে। কারণ তখন কোন দলের ভোট কখন কার দরকার হবে সেটা জানা থাকবে না।দ্বিতীয় দফায় ভোটের কারণে কিছু অর্থদন্ড হলেও তাতে গণতন্ত্র সংহত হবে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৩১

জটিল ভাই বলেছেন:
আপনি আর সোনাগাজির মাঝে ভোট হলে, কে বিজয়ী হবে?

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৩৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: এ পোষ্টের মন্তব্যে এমন প্রশ্ন কেন?

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৩৬

কামাল১৮ বলেছেন: একবার নির্বাচন করতে সরকারের কত টাকা খরচ হয় সেই হিসাব জানেন।প্রতি আসনে কয়েকবার নির্বাচন করতে হবে।অন্য কোন চিন্তা করেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: এ পদ্ধতি ছাড়া আমি এন্টি আওয়ামী লীগারদের সহজ জয়ের পথ দেখি না। উল্টা পূর্বের পদ্ধতিতে আওয়ামী লীগ জয়ী হলে এন্টি আওয়ামী লীগারদের কপালে আয়না ঘর জুটবে।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪৩

জটিল ভাই বলেছেন:
লেখক বলেছেন: এ পোষ্টের মন্তব্যে এমন প্রশ্ন কেন?
এর মাধ্যমে আওয়ামীলীগকে মোকাবিলা করা সম্ভব হবে কিনা বুঝার জন্য।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:১৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: ব্লগে আর কয়টা লোক আছে। সুতরাং এখানকার কারো বিজয়ের দ্বারা জাতীয় অবস্থা বুঝা যাবে না।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:২৩

আঁধারের যুবরাজ বলেছেন: ফ্রান্সে এইভাবেই নির্বাচন হয়।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: গণতন্ত্রের জন্য এটাই বিশুদ্ধ পদ্ধতি।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৩৫

প্রহররাজা বলেছেন: দেশের মানুষ এতোটা অনেষ্ট না যে সুষ্ঠু ভাবে নির্বাচন করবে। লীগের বিরুদ্ধে যারা আন্দোলন করসে এদের বাপ চাচা, আত্মিয় রাই গত ১৫ বছরে লীগের পা চেটে চাকরি ব্যাবসা করসে।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন: নির্বাচন সঠিক না হলে এন্টি লীগের বিপদের সম্ভাবনা আছে।

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:১৯

ইফতেখার ভূইয়া বলেছেন: দেশে একটা গণহত্যা চালানোর পরেও লীগ নামক আপাদমস্তক দুর্নীতিতে ডুবে থাকা সন্ত্রাসী সংগঠন-কে আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে দেখছেন এটাই আমাকে সবচেয়ে বেশী অবাক করছে!

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:০৫

এক্সম্যান বলেছেন: আপনি মনে ঘোরের মধ্যে না হয় ঘুমের মধ্যে আছেন, ঘুম থেকে ওঠেন, ভাই লীগ এখন ক্ষমতায় নাই।

লীগ ক্ষমতায় থাকতেইতো ভোট চুরি, একক নির্বাচন ছারা ক্ষমতায় আসেনি। ওদেরকে সব চাইতে বড় শক্তি মনে করার কারন দেখিনা। অন্তত ১৫-২০ বছরের আগে নয়।

প্রাইমারি থেকে ভার্সিটি প্রজন্ম পর্যন্ত দেখেছে ক্ষমতায় থাকলে ওরা কেমন হয় সুতরাং প্রাইমারি থেকে ভার্সিটি প্রজন্মটা মনে হয়না তাদের খুব একটা সুযোগ দেবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.