নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
গোলাপ তোমায় দেব? তা’ তোমার থেকে
অসুন্দর মনে হয়।কি দেব তোমায়?
পূর্ণিমার পূর্ণ চাঁদ? তাও জোছনায়
অতুল্য তোমার থেকে- হে অনন্যা তুমি।
আমি তো তৃষিত হই চিত্রপট এঁকে
তোমার! হৃদে একান্তে। সৃষ্টি মুগ্ধতায়
রজনীগন্ধার ঝোঁপে ভাবতে তৃষায়
নিজেরে হারায়ে ভাবি এ আমি কোথায়?
সেথায় তোমার সাথে কল্পণায় বসি
নিজেরে বিশাল কিছু মনে হয় খুব।
কোন এক রাজ কন্যা! মনে মনে হাসি
আমি তারে সাথী বলে করি অনুভব।
মনে মনে চলে কত কথাকথি কত
ফুল হয়ে তারা সব ঝরে অবিরত।
# কবিতা প্রকৃতি: অন্তমিল সনেট।
অন্তমিল: কখখগকখখগঘঙঘঙচচ।
১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:০৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: একজন অনুরোধ করেছিলো বলে লেখা।
২| ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ১:১৫
সোনাগাজী বলেছেন:
আপনার নিজের লেখাগুলো খুবই ভালো মানের।
২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২২
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি যা বলছেন তেমন বলা লোকের সংখ্যা খুব কম।
৩| ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ১:৫৮
ডঃ এম এ আলী বলেছেন:
“কথাকথি কত” কবিতাটি বেশ মনোনিবেশ সহকারে পাঠ করলাম । পাঠে মনে হল কবিতায় এক অসাধারণ
প্রেমের অনুভূতি ও কল্পনার পরিপূর্ণ চিত্র তুলে ধরেছেন। আপনি নীজ প্রিয়জনের প্রতি গভীর আবেগ, বিস্ময়
এবং শ্রদ্ধার এক অপরূপ সমাহার সৃষ্টি করেছেন। গোলাপ, পূর্ণিমার চাঁদ, এবং রজনীগন্ধার মতো সৌন্দর্যের
প্রতীকগুলি ব্যবহার করে নীজ প্রেয়সীর অনন্যতার বর্ণনা করেছেন।
কবিতার প্রতিটি পঙক্তি যেন এক মাধুর্যমণ্ডিত চিত্রকল্প, যা আমাদের মত পাঠককে ভাবনার জগতে টেনে নিয়ে
যায়।"কথাকথি কত" শিরোনামটি আপনার মনোজগতে চলমান নীরব কথোপকথনকে প্রতিফলিত করছে বলেই
মনে হল , যেখানে অপনার কল্পনার রাজকন্যা হয়ে ওঠে একটি অমূল্য সঙ্গী।
আমি নিশ্চিত যে এই কবিতা পাঠককে প্রেম, সৌন্দর্য এবং কল্পনার গভীরতা অনুভব করতে শেখাবে দারুন
ভাবে । আমাদের ব্লগের এই প্রিয় সনেট কবির ভাষার সরলতা ও গভীরতা একসঙ্গে মিলে হৃদয় ছুঁয়ে যাবে
প্রত্যেকের মাঝে । প্রেম ও কল্পনার এক মিষ্টি সুর, সামু ব্লগের প্রতিটি পাঠকের মনে ভালোবাসার অনুরণন
সৃষ্টি করুক এ কামনা রেখে গেলাম।
ভাল থাকার শুভ কামনা রইল
২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: সময় নিয়ে অতি উত্তম মন্তব্য করেছেন। হয়ত সে কারণে আপনার জনপ্রিয়তা বেশী।
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:০৭
জটিল ভাই বলেছেন:
আবারও কি সনেট কবির যুগে ফিরে যাচ্ছেন নাকি আংকল?