নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
কবিতা লিখতে ইচ্ছে হলে তোমার দিকে তাকাই
তখন মনের প্রজাপতি পাখা ঝাঁপ্টায় আনন্দে
জোনাকিরা মিটিমিটি আলো জ্বালে খুশিতে
সাগরের ঢেউ চলে হেলে দুলে মৃদৃহেসে।
আহা তোমার কানের দুল মন কাড়ে
আকাশের অস্তগামী সূর্য আকাশে জড়ায়
রঙ্গিন আভা। সে হারায় আঁধারের চাদর
মুড়ি দিয়ে তারাদের ডেকে দিয়ে সুন্দরের গহিনে।
তোমার ওড়নাটা দেখ কেমন উড়ে
অবশেষে চাঁদটা বাঁশ বাগানের উপর উঠে
উঁকি মেরে আমার দিকে তাকায়
তখন দেখি একটি ঝিকঝাক কবিতা হাসে।
০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: মুগ্ধতা ছড়িয়ে গেলে মুগ্ধতা না হেসে পারে না।
২| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪০
জেনারেশন৭১ বলেছেন:
কবিতারা অন্য সবকিছুকে তচনচ করে দেয়?
০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতারা অন্য সবকিছুকে তচনচ করে দেয়? কবিতার সে ক্ষমতা থাকে যাতে দুঃখ গুলো হারিয়ে যায় অনায়াশে।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৬
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে ।
উপরের পাঠকের এক মন্তব্যে লেখা কবিতারা অন্য সব কিছু তচনচ করে দেয় প্রশ্নটি আমার দৃষ্টি আকর্ষন করেছে।
মনে হল কথাটি এক ধরনের রূপক অর্থ বহন করে,যা নির্ভর করে পাঠকের দৃষ্টিভঙ্গি এবং প্রসঙ্গের ওপর।এই বিষয়টি
একটু গভীরভাবে ভেবে দেখলে নিম্নলিখিত কিছু দিক বিবেচনায় উঠে আসে ।
কবিতা অনেক সময় প্রচলিত ভাবনা ও প্রতিষ্ঠিত ধারণাকে চ্যালেঞ্জ করে।এটি মনকে নতুন দৃষ্টিভঙ্গিও অনুভূতির দিকে
ধাবিত করতে পারে।এমন ধরনের কোন তচনচ এর মানে হতে পারে পুরনো মানসিক কাঠামো ভেঙে ফেলা, যা
সৃজনশীল চিন্তার জন্ম দেয়। উদাহরণস্বরূপ,রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমাদের সমাজ-সংস্কৃতির প্রচলিত ধারণাকে
নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করেছে।
আবার কবিতা মানুষের আবেগকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। এটি কখনো প্রশান্তি এনে দেয়, কখনো আবার
অস্থিরতা সৃষ্টি করে। কিছু কবিতা এমন শক্তিশালী যে, তা ব্যক্তির অভ্যন্তরীণ স্থিতি বা চেতনাকে তচনচ করে দেয়,
যা মুলত পরিবর্তনের পথই খুলে দেয়।
দেখা গেছে বিভিন্ন সময়ে কবিতা আন্দোলন, বিপ্লব, এবং সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে কাজ করেছে।
উদাহরণস্বরূপ, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা উপনিবেশবিরোধী আন্দোলনে শক্তি যুগিয়েছিল। এটি
প্রচলিত শৃঙ্খলকে তচনচ করার মাধ্যমেই সমাজে নতুন চিন্তা ও পরিবর্তন আনতে সহায়তা করেছে ।
কবিতারা অন্য সব কিছু তচনচ করে দেয় কথাটি আক্ষরিক অর্থে গ্রহণ না করে রূপক অর্থে গ্রহণ করলে এর ইতিবাচক
দিকটিই প্রবল হয়ে উঠতে পারে।কবিতা সবকিছু তচনচ করে দেয় এটি তখন হবে পরিবর্তনের প্রতীক, যা ধ্বংস নয়
বরং পুনর্গঠন ও সৃজনশীলতার সূচনা করা। সুতরাং, কবিতা ধ্বংস মুলক তচনচের চেয়ে বিকাশের শক্তি বেশী মাত্রায়
বহন করে।
০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতা তচনচ করে বেদনা। কষ্টের কণারা বিলিন হয় কবিতার স্পর্শে। তাতে অশান্তির বরপ গলে উপহার দেয় সুপেয় পানি। আপনি একটি অতিসুন্দর মন্তব্য করেছেন। সেজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪০
শূন্য সারমর্ম বলেছেন:
রোমান্টিক কবিতা কীভাবে বের হয়?
০৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: এসব কথা জনসমুক্ষে বলতে নেই।
৫| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৪
জুল ভার্ন বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা।
০৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদান করার জন্য ধন্যবাদ।
৬| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২২
আজব লিংকন বলেছেন: শুরুটা অনেক সুন্দর হয়েছে ভাইজান। ভালো লেগেছে।
কবিতা লিখতে ইচ্ছে হলে তোমার দিকে তাকাই
তখন মনের প্রজাপতি পাখা ঝাঁপ্টায় আনন্দে
৭| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৪৬
রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতারা হাসুক
সুন্দর হয়েছে কবিতা