নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার কথা

১২ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫৪

ভালোবাসা ভাগ হয়ে যায়



আবেগের ফুল প্রথম ফোটালে যেদিন, সাক্ষী রেখে প্রেমের মহাকাল

বলেছিলে, 'এ হৃদয়ে অদ্বিতীয় তুমি, আমার সবটুকু প্রেম তোমায় দিলাম।'

আমি এক আজন্ম অভাগা; প্রেমের প্রসন্ন দেবী চিরকাল অপ্রসন্ন থেকে

আমার ললাটে গেছেন ক্রমাগত না-পাওয়ার বেদনাচিহ্ন এঁকে।

তাইতো তোমার প্রেম উত্তাল জলোচ্ছ্বাসের মতো অতর্কিতে

আমাকে ভাসিয়ে নিয়ে গেলো বহুদূরে, অ-তীর সমুদ্রের মাঝে।



তুমিই সেদিন ভুল করেছিলে, আমারও প্রচুর ভুল ছিল বটে-

তোমার ভুবন শূন্য ছিল না তো! তবু তোমার শূন্যতাকে বিশ্বাস করলাম অকপটে।



তারপর দেখি :

ভালোবাসা ভাগ হয়ে যায় যখন-তখন

ভালোবাসা ভাগ হয়ে যায় যেখানে-সেখানে

ভালোবাসা ভাগ হয়ে যায় গোপনে গোপনে

ভালোবাসা ভাগ হয়ে ছিল প্রথম দিনেই



সংশয়াহত মনে তবুও বিশ্বাস বীজ বুনে রাখে-

কোনো এক শুভ্র সকালে অভিমানে ভরপুর একখানি পত্র পাঠাবেই আমাকে :



'আমার ছিল না কেউ কোনোকালে মনের গোপনে, তুমি ছাড়া

দিই না পৃথিবীর অন্য কাউকে একরত্তি ভালোবাসা,

তুমিই এক ও অদ্বিতীয় এই হৃদয়-গহীনে, তুমিই একান্ত ভুবন

শুধু তোমাতেই করেছি অংসকোচে আমাকে বিসর্জন।'







ভালোবাসার বয়স



ভালোবাসা সুখময় থাকবার সময় মাত্র কিছুদিন

ভালোবাসা বিশুদ্ধ থাকবার বয়সও খুব বেশি নয়

ভালোবাসায় খুব অভিমান থাকে

অভিমান মরে যায়, ঝরে পড়ে শুকিয়ে যায়

ভালোবাসায় প্রতিশ্রুতি থাকে

প্রতিশ্রুতি কখনো রাখে না কেউ

ভালোবাসা চিরকাল ভাগাভাগি হয়

খণ্ডিত ভালোবাসা বড্ড দাবদাহময়



বলো তো, ভালোবেসে কতোটা সুখ তোমায় দিয়েছি? তুমিই বা আমাকে কতোটা?

ভালোবাসতে বাসতেই একদিন দেখি, অভিমানে সুখ নেই, অভিমান বোঝো না তুমি

ভালোবাসতে বাসতেই একদিন দেখি, কথা দিয়ে কথাও রাখো নি

ভালোবাসতে বাসতেই একদিন দেখি, তোমারও ছিল প্রথম সহচর



ভালোবাসা মনকে উদার করে না কেন?

ভালোবাসা অভিমান বোঝবার শিক্ষা দেয় না কেন?

ভালোবাসা কেন হয় খণ্ডিত?



ভালোবাসার কথামালা খুব সীমিত। দূরআলাপনে এক বছরে তিন লাখ খরচের পর

ভালোবাসার মধুর ভাষারা পানসে হয়ে যায়। আমি আর কয় কড়ি খরচ করি, বলো?

দুটি মাস তবু কি খুব দীর্ঘ সময় নয়? সুদীর্ঘ দুটি মাস আমাদের ভাষারা অমায়িক আর

অতিশয় মধুর শব্দাবলিতে ছিল ঠাসা। ভালোবাসার পড়ন্ত সময় এখন। পড়ন্ত সময়ে

ভালোবাসা কষ্ট দিয়ে যায়, বেদনার বহ্নি ছড়ায়।



ভালোবাসা সুখময় থাকবার সময় তো মাত্র সাতদিন ছিল

ভালোবাসা বিশুদ্ধ থাকবার বয়সও হবে বড়জোর দুই মাস।

আমাদের মন স্রোতধারার মতো। স্রোতধারা মোহনায় বদলায় গতিপথ।

ভালোবাসা নতুন মন খোঁজে।



আমাদের ভালোবাসার পড়ন্ত সময় এখন। অভিমান নেই, কষ্ট আছে।

মধুর আলাপন হয় না, নিত্যদিন বিষবাচন। আমরা বিশ্বাস হারিয়ে ফেলেছি।

বিশ্বাস না থাকলে ভালোবাসা অচিরে ভেঙ্গে যায়।



তুমি যদি চাও, আরেকবার আরেকটি ভালোবাসায় হাতেখড়ি নিতে পারো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৫

কালপুরুষ বলেছেন: ভাল লাগলো ভালবাসার কথা।

ভালবাসায় কষ্ট বা বিরহ না থাকলে মন হয় ভালবাসা সেভাবে পূর্ণতা পায়না। ইতিহাস ঘাঁটলে দেখা যায় সব ব্যর্থ প্রেমগুলোই "অমরপ্রেম" হিসেবে ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছ। মিলনসর্বস্ব প্রেম সেভাবে প্রকাশ পায়না- কারণ সফল মিলনের পর ভালবাসা দিন দিন ক্ষয়ে যেতে থাকে। ব্যর্থতা কিংবা বিরহ প্রেমকে অন্যরকম মহিমা দেয়। অধরা সবকিছুই মানুষকে টানে- মানুষ যা পায়না সেটাই মানুষের কাছে অনেক বড় হয়ে দেখা দেয়, কোন কিছু পেয়ে গেলে তার মূল্য সেভাবে নির্ধারিত হয়না। সহজপ্রাপ‌্য কোনকিছুই দুষ্প্রাপ‌্যের তালিকায় ঠাঁই পেতে পারেনা।

২| ১২ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১০

বরুণা বলেছেন: আমার কবিতার জবাব টা এখানে দিলাম। যদি আবার না পড়ো। তুমি তো মহাব্যস্ত এখন।



পাখি আমার একটা পাখি
জলজোছনায় বিষাদ ঝরা ডাকাডাকি
অভিমানের উথল ওঠা কন্ঠ ঝরে
মান ভরানো রিনরিনে সূর বাজছে দূরে।

দু:খবিহীন, হর্ষবিহীন একলা পাখি
কেমন করে তোরেই আমি ভুলেই থাকি?


(ফারিহান মাহমুদ, তুমি আমার প্রিয় একজন লেখক কিন্তু ইদানিং তোমার লেখা পড়লেও মন্তব্য করতে একটু ভয় ভয় লাগে। আমি তো আসলে এত্তা বাত্তা ডানোনা?)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.