নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

গোলক ধাঁধা : একটা ধাঁধা অথবা গল্প

০১ লা আগস্ট, ২০১২ রাত ৯:৫২

অংকের স্যার ক্লাসে ঢুকেই বললেন, আজ তোমাদেরকে একটা ধাঁধা দেব। উত্তরটা অবশ্য আজই নয়, সাতদিনের মধ্যে দিতে পারলেই হবে। তবে প্রথম তিনজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

একটা দুষ্টু ছেলে হুট করে জিজ্ঞাসা করলো, স্যার, পুরস্কারটা কী দেবেন?

স্যার হেসে দিয়ে বললেন, পুরস্কারটা দামি হওয়া বড় কথা নয়। বড় হলো এই যে, একটা কৃতিত্বের জন্য কাউকে স্বীকৃতি দেয়া হচ্ছে। একটা বটপাতা দিয়েও এই স্বীকৃতি দেয়া যায়।

ছেলেটি চুপসে গেলো লজ্জায়। স্যার বললেন, কষ্ট পেয়েছ? এ কথায় ওর মুখে হাসি ফুটলো। স্যার বললেন, কী নাম তোমার?

আবু তালেব।

কোন্‌ স্কূল থেকে পাশ করেছ?

মালিকান্দা হাইস্কুল থেকে, স্যার।

আবু তালেব এতক্ষণে ভয়ে ভয়ে উঠে দাঁড়িয়েছে। তার বুক কাঁপছে। সে জানে পরবর্তী প্রশ্ল কোন্‌টি। স্যার জিজ্ঞাসা করলেন, কত নম্বর পেয়েছ?

অন্যান্য শিক্ষক সাধারণত প্রথমে জিজ্ঞাসা করেন কোন্‌ ডিভিশনে পাশ করেছো, এরপর জিজ্ঞাসা করেন কত নম্বর পেয়েছো। কিন্তু অংকের স্যার একটি প্রশ্লই জিজ্ঞাসা করেন, কত নম্বর পেয়েছো? এতেই জানা যায় কে কোন্‌ ডিভিশনে পাশ করেছে।



আবু তালেব কথা বলতে পারছে না। প্রথম দিনেই চট করে এমন একটা বেফাঁস প্রশ্ল করে ফেলে এখন ধরা খেয়েছে। মেয়েগুলো ঘাড় ফিরিয়ে চোখ বড় বড় করে বেশ কয়েকবার ওর দিকে তাকিয়েছে এরই মধ্যে। সে খুব বিব্রত বোধ করছে।

স্যার আবার জিজ্ঞাসা করলেন, কথা বলছো না কেন? কত নম্বর পেয়েছ?

আবু তালেব দম ছাড়তে ছাড়তে বললো, স্যার ৩৪৫।

স্যার বললেন, বসো। সিট ডাউন। এতো ঘাবড়ে গেছ কেন?

আবু তাবেল হাফ ছেড়ে বসলো। যাক বাঁচা গেছে। স্যার আর কিছু জিজ্ঞাসা করেন নি। সে ৩৪৫ নম্বর পেয়েছে সত্য, কিন্তু এসএসসি পাশ করতে পারে নি। সে সবার সাথে ক্লাসে বসে, কিছুদিন বাদে আর আসবে না। এতে কলেজ-ছাত্র হিসাবে ওর একটা পরিচিতি জুটবে। আর কদিন পর সে যাবে মিডল ইস্টে। ফিরে এসে বিয়ে করবে। বিয়ের বাজারে কলেজ-ছাত্রের কদর কম কীসে? সে নূরীকে ভালোবাসে।



স্যার গম্ভীর মুখে কী যেন ভাবছিলেন। নূরী জিজ্ঞাসা করলো, স্যার ধাঁধাটা!

ইয়েস, ধাঁধাটা হলো, স্যার বলতে শুরু করলেন, এক থেকে চল্লিশ কেজি ওজনের মধ্যে পৃথক ওজনের এমন চারটি বাটখারার ওজন বলো যার দ্বারা দু বার ব্যবহার না করে এক থেকে চল্লিশ কেজি ওজনের জিনিস মাপা যায়।

ধাঁধাটা বলার পর তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কি ধাঁধাটি বুঝতে পেরেছ?

কিছুক্ষণ কেউ কোনো উত্তর করলো না। তারপর একটা ছেলে দাঁড়িয়ে বললো, পানির মতো পরিষ্কার!

স্যার আগ্রহ সহকারে বললেন, বাকিরা বোধহয় বুঝতে পারে নি। তুমি ওদেরকে বুঝিয়ে বলো।

ছেলেটি বোঝাতে লাগলো, বাটখারা হবে চারটি। এদের ওজন হবে এক থেকে চল্লিশ কেজি। জিনিসও মাপতে হবে এক থেকে চল্লিশ কেজির মধ্যে।

স্যার এবার সবার উদ্দেশ্যে বললেন, বুঝতে পেরেছ?

সবাই প্রায় সমস্বরে বললো, জি স্যার।

স্যার জিজ্ঞাসা করলেন, তোমরা কি উত্তর বের করতে পারবে?

সেই ছেলেটিই ঝটপট বলে ফেললো, উত্তর তো পানির মত পরিষ্কার!

স্যার বিস্মিত হয়ে তার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, বলো তো।

বাটখারার ওজন মাত্র এক কেজি। অনলি ওয়ান কেজি।

ওর উপস্থিত বুদ্ধিতে স্যার অত্যন্ত চমৎকৃত হলেন। একটা উত্তর মিলে গেছে। ওর মাথা খুব দ্রুত খুলছে, অত্যন্ত প্রখর বুদ্ধিসম্পন্ন ছেলেটি। তারিফ করতেই হবে। ওকে উৎসাহ দিয়ে স্যার জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, তারপর বলো, বাকি বাটখারাগুলোর ওজন বলো।

সে তৎক্ষণাৎ উত্তর দেয়, সবগুলোর ওজনই এক কেজি করে।

ছাত্রছাত্রীরা একযোগে হো হো করে হেসে উঠলো, সে ছাড়া। কিন্তু অংক স্যার বোধ হয় হঠাৎ মুখের ভাষা হারিয়ে ফেললেন। চোখ বড় করে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থেকে বললেন, তোমার নাম কী?

আব্দুল কুদ্দুস।

স্যার বললেন, আব্দুল কুদ্দুস, তুমি ধাঁধাবিশারদ হলে কবে থেকে?

আবারও ক্লাসে একচোট হাসির রোল উঠলো। হাসি থামিয়ে স্যার জিজ্ঞাসা করলেন, আব্দুল কুদ্দুস, তোমার বাড়ি কোথায়?

আব্দুল কুদ্দুস নির্লিপ্তভাবে জবাব দেয়, স্যার উত্তর শিমুলিয়া।

উত্তর শিমুলিয়া? কলেজে কীভাবে এসেছো, পায়ে হেঁটে, না বাসে?

স্যার, সাইকেলে।

কয়েকটি মেয়ে ঘ্যাঁৎ ঘোঁৎ করে হেসে উঠলো। আব্দুল কুদ্দুস ওদের দিকে আগুনচোখে তাকিয়ে মনে মনে গালি দিলো, মাদী হাঁসের দল। গাভীর পাল।

স্যার আবার জিজ্ঞাসা করলেন, আব্দুল কুদ্দুস, তুমি খুব বুঝে সুঝে ধীরস্থিভাবে বলো তো, ধাঁধাটা তুমি বুঝতে পেরেছ কিনা।

আব্দুল কুদ্দুস আগের মতই জবাব দেয়, স্যার, ধাঁধাটা তো পানির মতো পরিষ্কার। আমি বুঝতে পারছি না এতে না বোঝার কী আছে।

স্যার বললেন, তুমি আবার বলো তো কী বুঝতে পেরেছো?

আব্দুল কুদ্দুস আগের মতোই ধাঁধাটি বুঝিয়ে বলে। স্যার মনে মনে দুঃখিত হলেন। আসলে সে ধাঁধাটি ব্যাখ্যা করলেও একটা অংশ তা থেকে বাদ রয়ে গেছে।

প্রথমবার তিনিও এর ব্যাখা ঠিকমত খেয়াল করেন নি। খেয়াল করলে তিনিও ফাঁকটুকু ধরতে পারতেন। ফাঁকটুকু হলো, চারটা বাটখারার ওজনই হবে চার রকমের।

তিনি বললেন, স্যরি, আমারই ভুল হয়েছে। তুমি বসো আব্দুল কুদ্দুস। তোমার ব্যাখ্যা সবই ঠিক আছে। শুধু একটা অংশ তুমি বাদ দিয়ে গেছ, এবং সেটাই প্রধান অংশ। তারপর তিনি পুনরায় ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন।



কিন্তু আব্দুল কুদ্দুসের মাথায় কিছুতেই এই ব্যাখা বোধগম্য হলো না - তার ব্রেইনের সবগুলো দরজা হঠাৎ চারদিক থেকে শক্ত খিল দ্বারা আটকে দেয়া হয়েছে।

অংক স্যার বললেন, ধাঁধার উত্তরটা বেশ কঠিন। তোমাদেরকে একটা উত্তর বলে দিচ্ছি, একটা বাটখারার ওজন এক কেজি হবে। কী, পারবে তো?

কোনো উত্তর পাওয়া গেলো না। সবার মুখ কালো এবং গোমড়া হয়ে গেছে।

অংক স্যার হেসে দিয়ে বললেন, সবাই এতো গম্ভীর হয়ে গেলে কেন? পরীক্ষার কোনো প্রশ্নের উত্তর মুখস্থ করতে বলেছি? ধাঁধা হলো এক ধরনের অংক। মানসাংক বলা যেতে পারে। এই অংক মনে মনে কষতে হয়। যত বেশি মানষাংক কষবে বুদ্ধির তীক্ষ্ণতাও তত বাড়বে। বুদ্ধি প্রখর না হলে অংক কষবে কেমন করে? একটু মাথা খাটাও।

সবাইকে চুপ করে থাকতে দেখে তিনি বললেন, একটা সহজ ধাঁধা বলি, খুব খেয়াল করে শোনো।

এক বনে একবার একদল শিকারি শিকার করতে এল। তারা সবাই সৌখিন শিকারি ছিল। তারা সংগে নিয়ে এলো একটা লোহার খাঁচা। খাঁচাটির দরজা বন্ধ ছিল। এবং এক সংগে একটার বেশি প্রাণী ঐ খাঁচায় রাখা যায় না। খেয়াল করো কিন্তু।

প্রথম দিনেই শিকারিরা প্রকাণ্ড এক হাতি ধরে ফেললো। এবার হাতিটাকে খাঁচায় ঢোকাতে হবে। প্রশ্ন হলো, হাতিটাকে খাঁচায় ঢোকাতে হলে মোট কয়টি কাজ এবং কী কী কাজ সম্পন্ন করতে হবে?

আব্দুল কুদ্দুস দাঁড়িয়ে গেলো এবং চট করে বেকুবের মতো বলে ফেললো, স্যার পানির মতো পরিষ্কার।

সবাই একযোগে হেসে উঠলেও আব্দুল কুদ্দুস গম্ভীর। সে বললো, তিনটি কাজ :

১। গুলি করে হাতিটাকে মেরে ফেলা।

২। মৃত হাতিটাকে এক লাখ টাকায় বিক্রি করে দেয়া, এবং

৩। বিক্রিত টাকা সবাই মিলে ভাগ করে নেয়া।

ক্লাসে আবারো হাসির রোল উঠলো। স্যার হাসি থামিয়ে দিয়ে বললেন, তোমাকে বলেছি হাতিটাকে খাঁচায় ঢোকাতে, তুমি কিনা গুলি করে মেরে ফেললে। যাকগে, জবাবটা আমিই বলে দিচ্ছি। আব্দুল কুদ্দুস ঠিকই বলেছে যে কাজ হবে তিনটি। তবে কাজগুলো হলো :

১। খাঁচার দরজা খোলা।

২। হাতিটাকে খাঁচার ভেতরে ঢোকানো, এবং

৩। পুনরায় খাঁচার দরজা বন্ধ করা।

আব্দুল কুদ্দুস কিছুক্ষণ হাঁ করে দাঁড়িয়ে থেকে আপনা আপনিই বসে পড়লো।

স্যার বললেন, এখানেই গল্পের শেষ নয়। পরদিন শিকারিরা একটা বাঘও ধরে ফেললো। এবার বাঘটাকে খাঁচায় ঢোকাতে হবে। বলো তবে মোট কয়টি, এবং কী কী কাজ সম্পন্ন করতে হবে?

আব্দুল কুদ্দুস এবারও চটপট উঠে দাঁড়িয়েছিল। কিন্তু স্যার তাকে আর কোন সুযোগ না দিয়ে মেয়েদের দিকে তাকালেন। একটা মেয়ে উত্তর দিল, স্যার, কাজ তো আগের মতো তিনটাই হবে। দরজা খোলা, ভিতরে বাঘ ঢোকানো আর পুনরায় দরজা বন্ধ করা।

স্যার একটু হেসে বললেন, হলো না। তোমরা কি ভুলে গেছো যে খাঁচার ভেতরে অলরেডি একটা হাতি ঢোকানো আছে। আমি আগেই বলেছিলাম, খাঁচায় এক সংগে কেবল একটা প্রাণীই থাকতে পারে। অতএব, এবার কাজ হবে চারটি। যথা :

১। খাঁচার দরজা খোলা।

২। খাঁচার ভেতর থেকে হাতিটাকে বের করা।

৩। খাঁচায় বাঘটাকে ঢোকানো, এবং

৪। পুনরায় খাঁচার দরজা বন্ধ করা।



ধাঁধার আনন্দে সবাই খুব মজা পাচ্ছিল এবং উৎসাহী হয়ে উঠছিল। স্যার বললেন, শিকার এখনো শেষ হয় নি। এর পরদিন পর শিকারিরা একটা জিরাফ ধরে ফেললো। এবার জিরাফটাকে খাঁচায় ঢোকাতে হবে। আশা করি এবার সবাই বলতে পারবে মোট কয়টি এবং কী কী কাজ সম্পন্ন করা হবে। প্রায় সবারই মাথা খুলে গেলো এবং নিম্নোক্ত উত্তর দিল, কাজ হবে চারটি :

১। খাঁচার দরজা খোলা।

২। খাঁচার ভেতর থেকে বাঘটাকে বের করা।

৩। খাঁচায় জিরাফটাকে ঢোকানো, এবং

৪। পুনরায় খাঁচার দরজা বন্ধ করা।

আব্দুল কুদ্দুস এবার প্রতিবাদ করে উঠলো। বললো, স্যার, জবাব হয় নি। বাঘটাকে খাঁচা থেকে বের করার আগেই ওটাকে গুলি করে মেরে ফেলতে হবে। নতুবা বের হয়েই ওটা সবগুলো শিকারির ঘাড় মটকে খাবে।

ক্লাসসুদ্ধ সবাই হেসে উঠলেও স্বভাবতই আব্দুল কুদ্দুস সেই হাসিতে অংশগ্রহণ করলো না।

স্যার অবশ্য হেসে ফেলে বুঝিয়ে বললেন, পাগল ছেলে! এটাতো গল্পমাত্র। ধাঁধার গল্পে একটু ফাঁক থাকবেই। আর সেজন্যই এটা ধাঁধা। ধাঁধার পরের অংশটা শুনলেই এটা বুঝতে পারবে।

স্যার বললেন, এরপরের ঘটনা শোনো। বাঘটা তো ছাড়া পেয়ে গেলো। ছাড়া পেয়েই বনের মধ্যে একটা মহাসমাবেশের আয়োজন করলো সে। দাবি একটাই, এই বনে শিকারিদের দৌরাত্ম্য আর বাড়তে দেয়া যায় না। তারা রোজ রোজ একেকটা প্রাণী ধরে খাঁচায় বন্দি করে রাখবে- এভাবে চলতে পারে না। আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতিবাদ, প্রতিরোধ ছাড়া গত্যন্তর নেই।

স্যার বললেন, সেই মহাসমাবেশে সকল প্রাণীই উপস্থিত ছিল একটি ছাড়া। সেটি কোন্‌ প্রাণী?

কেউ বললো সিংহ। কারণ সিংহ উপস্থিত থাকলে সে-ও সভাপতির আসনে বসার জন্য বাঘের সাথে মল্লযুদ্ধে নামতো। কেউ জিজ্ঞাসা করলো বনে পুকুর কিংবা নদী ছিল কিনা। স্যার অবশ্য জানালেন যে বনের ভেতরে কোনো জলাশয় ছিল না। তখন কেউ কেউ বললো, কুমীরই তাহলে অনুপস্থিত ছিল। কারণ বনে জলাশয় নেই বলে সেখানে কুমীরেরও বসবাস ছিল না। কাজেই কুমীর আসবে কোথা থেকে?

স্যার বললেন, বনের ভেতরে জলাশয় না থাকলেও নদীর ধারেই ছিল বনটি। অতএব কুমীরেরও সশরীরে হাজির থাকাটা অসম্ভব ছিল না।

সবাই যখন একের পর এক ভুল উত্তর দিয়ে যাচ্ছিল তখন স্যার খেয়াল করে দেখলেন আব্দুল কুদ্দুস অত্যন্ত বিমর্ষভাবে চুপচাপ বসে আছে। তিনি তার দিকে একটু এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, কী আব্দুল কুদ্দুস, উত্তরটাতো পানির মতো সোজা। পারবে?

আব্দুল কুদ্দুস আস্তে উঠে দাঁড়ালো। লজ্জিতভাবে ছাত্র-ছাত্রীদের দিকে একনজর চোখ ঘোরালো। সবাই কেমন কৌতুকপূর্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। মেয়েগুলো কেউ কেউ স্বভাবসুলভ ঘ্যাঁৎ ঘোঁৎ করে হেসে ওড়নায় মুখ ঢাকছে। আব্দুল কুদ্দুস নরম স্বরে ছোটো করে উত্তর দিল, স্যার, জিরাফ সেদিন মহাসমাবেশে যেতে পারে নি। কারণ সে খাঁচায় বন্দি ছিল।

পুরো ক্লাস থ বনে গেলো। স্যারও যেন বিশ্বাস করতে পারছেন না যে, আব্দুল কুদ্দুসের মতো বেকুব ছেলেটা কীভাবে সঠিক জবাবটা দিয়ে ফেললো। তিনি খুশিতে অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে বললেন, ভেরি গুড! ভেরি গুড!







*একটি বিদেশী গল্পের ছায়ারূপ





এবার ধাঁধা : বাটখারাগুলোর ওজন কতো? হিসাব করে দেখান তো ২৭ কেজি কীভাবে মাপা যায়?



মন্তব্য ৯২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১০:১০

দেশের_কথা বলেছেন: সুন্দর।
ধাঁধাটা একটু পারি:ষ্কার করে বলবেন আবার?

০১ লা আগস্ট, ২০১২ রাত ১০:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে ১ থেকে ৪০ কেজি ওজনের কোনো জিনিস মাপতে হবে। চারটি বাটখারা ব্যবহার করতে পারবেন, যে-গুলোর ওজন ১ থেকে ৪০ কেজির মধ্যে হতে হবে; তবে একই ওজনের একাধিক বাটখারা হবে না, এবং একবার মেপে দিতে হবে। এবার ট্রাই করুন কীভাবে ৩৭ কেজি মেপে দিবেন:)

২| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১০:১২

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: জিরাফের ব্যাপারটি খেয়াল করলেই বুঝা যায়, আমি ধরে ফেলেছিলাম :) +++++++++

০১ লা আগস্ট, ২০১২ রাত ১০:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জিরাফ ধরে ফেলেছেন, এজন্য অভিনন্দন:) আর পুরোটা পড়ে ফেলার জন্য ধন্যবাদ।

৩| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১০:১৫

সাইফ সামির বলেছেন:

+++ :)

০১ লা আগস্ট, ২০১২ রাত ১০:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সাইফ সামির:):):)

৪| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১০:১৮

শেষবিকেল বলেছেন: ২০+৪+২+১

০১ লা আগস্ট, ২০১২ রাত ১০:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভেরি গুড! ভেরি গুড!! ২৮ কেজি মেপে দিন এবার:)

৫| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১০:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: +++

০১ লা আগস্ট, ২০১২ রাত ১০:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ৩খানা + এর জন্য:)

৬| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১০:২৩

শেষবিকেল বলেছেন: এটা তো পারবো না :P :P :) :) B-)

০১ লা আগস্ট, ২০১২ রাত ১০:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তবে ধাঁধাটা কিন্তু পানির মতো পরিষ্কার। একটু ট্রাই করলেই হয়ে যাবে:)

৭| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১০:৩২

শেষবিকেল বলেছেন: চারের কম বাটখারা ব্যবহার করতে পারবো না ?:) :)

০১ লা আগস্ট, ২০১২ রাত ১০:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পারবেন:)

তবে '০' শূন্য বাটখারা ব্যবহার করে মাপা যায় কিনা তা-ও ট্রাই করে দেখতে পারেন:)

৮| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১০:৩২

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল

:)

০১ লা আগস্ট, ২০১২ রাত ১০:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ তানিম ভাই।

৯| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১০:৩৩

আবিরে রাঙ্গানো বলেছেন: কমেন্ট মডারেশন করে রাখলে ভাল হতো, একজন সঠিক উত্তর দিলেও অন্য সবাই চেষ্টা করতে পারতো। ১, ৩, ৯ এবং ২৭। এবার আপনি যোগ বিয়োগ করে মিলিয়ে নিন। ;)

০২ রা আগস্ট, ২০১২ রাত ১২:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আচ্ছা মিলিয়ে নেব, তার আগে আপনি বলুন ৩৩ কেজি কীভাবে মেপে দিবেন:)

১০| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১০:৩৭

আমি সুফিয়ান বলেছেন: বাকি ২টাই তো মোলিক সংখ্যা হওয়ার কথা?

০১ লা আগস্ট, ২০১২ রাত ১০:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঐ দুটি কী কী?

১১| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১০:৪০

আমি সুফিয়ান বলেছেন: আবিরে রাঙ্গানো ভাইয়ের টাই সঠিক

০১ লা আগস্ট, ২০১২ রাত ১০:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ২৯ কেজি মেপে দেখান:)

১২| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১০:৪৪

আবিরে রাঙ্গানো বলেছেন: আগের কমেন্ট টি মুছে দিতে পারেন। 3^x, where x= 0, 1, 2, 3.

০১ লা আগস্ট, ২০১২ রাত ১০:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দিয়েছি:)

১৩| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১০:৪৯

রেজোওয়ানা বলেছেন: ধাঁধাময় গল্প পড়ে মাথায় প্যাঁচঘোচ লেগে গেলো!

অট: শুভ জন্মদিন ভাইয়া

০১ লা আগস্ট, ২০১২ রাত ১১:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অলিম্পিকের জিমন্যাস্টিকস দেখছি:) এতো বাঁকানো শরীর, কিন্তু কোনো প্যাঁচঘোঁচ নেই:) ছন্দোময়:)


উইশের জন্য ধন্যবাদ আপু। আমার জন্মদিনের ব্যাপারটা মনে পড়ে ৩১ জুলাই রাত ১টায় মেয়ের এসএমএস পাওয়ার পর। বাসায় এসে দেখি মেয়ে আর তার মা মহোৎসাহে একটা কেক রেডি করছে। খুব সিম্পল, কিন্তু অসামান্য মমতামাখা। সবার জন্য :

১৪| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১০:৫৬

শেষবিকেল বলেছেন: :) :) :)

০১ লা আগস্ট, ২০১২ রাত ১১:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :):):)

১৫| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১১:৩৬

ভারসাম্য বলেছেন: ১ ৩ ৯ ২৭

চিন্তা শুরু করেছিলাম। পারতামও। কিন্তু পরীক্ষায় যদি ভাল কারো হেল্প নেয়ার সুযোগ থাকে তাহলে কে এত চেষ্টা করে! গুগল মামা জীবনে খুব কমই নিরাশ করেছে আমাকে। :D

অফটপিকঃ শুভ জন্মদিন ! !:#P

০২ রা আগস্ট, ২০১২ রাত ১২:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: উইশের জন্য ধন্যবাদ। অলিম্পিকে ব্যাডমিন্টন দেখছি। সায়না নেহোয়াল (ইনডিয়া) ডেনিশ মেয়েটির সাথে ২১/১৪ এবং ১৭/১৩-তে এগিয়ে আছে। উত্তেজনা বোধ করছি:)

১৬| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১১:৫০

মহামহোপাধ্যায় বলেছেন: আমার মাথা দেখি চুলকায় :-/

০২ রা আগস্ট, ২০১২ রাত ১২:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মহা+মহা+উপাধ্যায়:):) আপনার নামে একটা স্বরের ঘাটতি আছে। আশা করি জানেন সেটি কী:) মহামহোপাধ্যায়:)

১৭| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১১:৫৩

শহিদুল ইসলাম বলেছেন: শুভ জন্মদিন খলিল ভাই !:#P !:#P

এখন মাথা খাটাইতে ভালো লাগতাছে না , পরে চিন্তা করমু নে :)

পোস্ট অনেক ভালো লাগল :)

০২ রা আগস্ট, ২০১২ রাত ১২:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: উইশ করার জন্য ধন্যবাদ। এখন দারুণ এক্সাইটিং সাঁতার চলছে:)

পোস্ট ভালো লেগেছে জেনে ভালো লাগছে।

১৮| ০২ রা আগস্ট, ২০১২ রাত ১২:২১

(অ)ভদ্র ছেলে বলেছেন: ১, ৩, ৯, ২৭...
পোষ্টে +++

০২ রা আগস্ট, ২০১২ রাত ১২:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: +++ এর জন্য অসংখ্য ধন্যবাদ। ১৯ কেজি মেপে দেখান তো!

:):):)

১৯| ০২ রা আগস্ট, ২০১২ রাত ১২:৩৩

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: শুভ জন্মদিন ভাইয়া :)

০২ রা আগস্ট, ২০১২ রাত ১২:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ চয়ন ভাই।

২০| ০২ রা আগস্ট, ২০১২ রাত ১২:৩৪

আমি নবীন বলেছেন: উত্তর তো পানির মত পরিষ্কার


১, ৩, ৯, ২৭ কেজি ওজনের বাটখারা দিয়ে ১-৪০ কেজি ওজন একবারে ই মাপা যাবে।

০২ রা আগস্ট, ২০১২ রাত ১২:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভেরি গুড! ভেরি গুড! এটাই যদি উত্তর হয় তাহলে ২১ কেজি মেপে দেখান:)

২১| ০২ রা আগস্ট, ২০১২ রাত ১২:৩৬

আমি নবীন বলেছেন: উত্তর দিয়ে দেখি সবাই আগেই সমাধান করে ফেলছে

০২ রা আগস্ট, ২০১২ রাত ১২:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সঠিক উত্তর কোন্‌টি?

২২| ০২ রা আগস্ট, ২০১২ ভোর ৬:৪০

মুনসী১৬১২ বলেছেন: শুভজন্মদিন

০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৩:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মুনসী।

২৩| ০২ রা আগস্ট, ২০১২ সকাল ৯:২৩

সমানুপাতিক বলেছেন: আমি নবীন বলেছেন: উত্তর তো পানির মত পরিষ্কার
১, ৩, ৯, ২৭ কেজি ওজনের বাটখারা দিয়ে ১-৪০ কেজি ওজন একবারে ই মাপা যাবে।

লেখক বলেছেন: ভেরি গুড! ভেরি গুড! এটাই যদি উত্তর হয় তাহলে ২১ কেজি মেপে দেখান...

২১ কেজি মাপতে হলে
(২৭+৩) এক পাল্লায় এবং অন্য পাল্লায় ৯ কেজি ওজনের বাটখারা দিতে হবে ।

০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৩:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভেরি গুড! ভেরি গুড! ৩৪ কেজি মাপার কোনো সিস্টেম আছে? সবচেয়ে ভালো হয় ১ থেকে ৪০ পর্যন্ত মাপা যায় কিনা তার একটা লিস্ট করে দেখালে। সম্ভব?

:):)

২৪| ০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:১৮

রাতুল_শাহ বলেছেন: বেরেন ভাল না, পোষ্টে বার বার করে দেখে যাচ্ছি, সঠিক উত্তর কোনটা হয়????

০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আসলে এটা একটা গল্প। একবার এক আড্ডায় আমার এক কলিগ খাঁচার ভিতর বাঘ ঢোকানোর ধাঁধাটা দিলেন। যথারীতি কেউ সঠিক উত্তর দিতে পারলাম না। এর কয়েক বছর পর আফ্রিকার এক দেশে একটা আড্ডা হচ্ছিল। সেখানে এক রাশিয়ান এ ধাঁধাটা ছুঁড়ে মারলেন:) এখানেই শেষ নয়, আরো কয়েক বছর পর শ্রীলংকায় যাবার একটা সুযোগ হয়েছিল। সেখানে এক ব্যক্তি এ ধাঁধাটা বললেন, তবে খাঁচার স্থলে রেফ্রিজারেটর বসিয়ে দিলেন। এ থেকে ধারনা হলো এটি কোনো বিদেশি গল্প হয়ে থাকতে পারে। বাঘের আন্দোলন পরিকল্পনা ও জিরাফের অংশটুকু মৌলিক। আব্দুস কুদ্দুসের চরিত্র নির্মাণের প্রয়াসে এটি সংযোজিত হয়েছে।

এবার বাটখারার গল্প। এক আড্ডায় আমার এক কলিগ এটি বললেন। আমার সমস্ত কাজকর্ম ফেলে রাতের পর দিন, দিনের পর রাত পৃষ্ঠার পর পৃষ্ঠা ভরে ফেলতে লাগলাম। কিচ্ছুতেই কিচ্ছু হলো না:( এভাবে আমার অনেক বছর পার হয়ে গিয়েছিল। একদিন আমিও এক আড্ডায় এ ধাঁধাটি ছুঁড়ে মারলাম একঝাঁক ধাঁধাখোরের বরাবর, চ্যালেঞ্জ দিলাম- সময় সাত বছর!

ধাঁধাপাগলদের জন্য আরো পোস্ট এখানে :)

এ লেখাটা মূলত আমার একটা বড় লেখার (উপন্যাস) অংশ বিশেষ, যা শুরু করেছিলাম, এবং মাঝপথের আগেই ফেলে রেখে দিয়েছি:(

এবার আপনার জন্য একটা সহজ 'পইল' : আমি থাকি পানিতে, তুমি থাকো ডালে, তোমার-আমার দেখা হবে মরণের কালে:( খুব সোজা না? তাহলে আরেকটা নিন, আরো সোজা : একটা মেয়ে একটা ছেলেকে বলছে, তুই যার ছেলে, তার দাদার ছেলে আমার বাবা। এ ছেলে-মেয়ে দুটোর মধ্যে সম্ভাব্য সম্পর্ক বলুন:)

শুভ কামনা।


২৫| ০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:৪২

দেশের_কথা বলেছেন: হা : হা : হা : আপনার পোস্টের প্রথম কমেন্ট দাতা আমি । উত্তরটা কি তবে আমিই দেবো?????


উত্তর হবে ২, ৬, ৭, ২৫

এবার কে কি মিলাইতে চান মিলান। ;) ;) ;) ;) ;)

০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভেরি গুড! ভেরি গুড! কীভাবে পারলেন?

যাই হোক, ১৬ কেজি মেপে দেখান:)

২৬| ০২ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:০৪

দেশের_কথা বলেছেন:

;) ২৫ - ৭-২= ১৬ ;)

০২ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভেরি গুড! ভেরি গুড! ২৮ কেজি মাপেন তাহলে:)

২৭| ০২ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৩৪

রাহি বলেছেন: ইফতারের পরে ঠান্ডা মাথায় ভাবতে হবে। :-<

০২ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক আছে, আমিও ইফতারে যাচ্ছি। উপরের গুলো ভুলে যান, এটার জবাব দিন:

চাঁদের গায়ে চাঁদ লেগেছে
আমরা ভেবে করবো কী?
ঝিয়ের পেটে মায়ের জন্ম
তারে তোমরা করবে কী?

ছয় মাসের এক কন্যা ছিল
নয় মাসে তার গর্ভ হলো
এগার মাসে তিনটা সন্তান
কোন্‌টা করবে ফকিরি?

ঘর আছে তার দুয়ার নাই
লোক আছে তার বাস নাই গো
আবার কে তাহারে আহার যোগায়?

২৮| ০২ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৪৬

দেশের_কথা বলেছেন: ২৫+২+৭-৬= ২৮

০২ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভেরি গুড! ভেরি গুড! কীভাবে পারছেন ভেবে বিস্মিত হচ্ছি:)

সবশেষে ৩টা একসাথে: ৩৫, ৩৭ ও ৩৯ কেজি মাপুন:)

২৯| ০২ রা আগস্ট, ২০১২ রাত ৮:২৭

(অ)ভদ্র ছেলে বলেছেন: ১
৩-১=২
৩+১=৪
৯-৩-১=৫
৯-৩=৬
৯+১-৩=৭
৯-১=৮

৯+১=১০
৯+৩-১=১১
৯+৩=১২
৯+৩+১=১৩
২৭-৯-৩-১=১৪
২৭-৯-৩=১৫
২৭+১-৯-৩=১৬
২৭-৯-১=১৭
২৭-৯=১৮
২৭+১-৯=১৯
২৭+৩-৯-১=২০
২৭+৩-৯=২১
২৭+৩+১-৯=২২
২৭-৩-১=২৩
২৭-৩=২৪
২৭+১-৩=২৫
২৭-১=২৬
২৭
২৭+১=২৮
২৭+৩-১=২৯
২৭+৩=৩০
২৭+৩=১=৩১
২৭+৯-৩-১=৩২
২৭+৯-৩=৩৩
২৭+৯+১-৩=৩৪
২৭+৯-১=৩৫
২৭+৯=৩৬
২৭+৯+১=৩৭
২৭+৯+৩-১=৩৮
২৭+৯+৩=৩৯
২৭+৯+৩+১=৪০



এইবার যা লাগে নিজে খুইজা লন... হাপাইয়া গেছি... :#) :#)

০২ রা আগস্ট, ২০১২ রাত ৯:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভেরি গুড! ভেরি গুড! ভেরি গুড! ভেরি গুড!
এটি ছাড়া কি অন্য কোনো সলিয়্যুশন নাই? সেটি ট্রাই করুন।
অভিনন্দন।

তবে, এই সাথে আরেকটি প্রচলিত ধাঁধা নিয়ে যান:)

এক কৃষকের গাভী, ছাগী ও মহিষ মিলিয়ে মোট ২০টি দুধেল প্রাণী আছে। মহিষ দেয় ৫ কেজি, গাভী ১ কেজি এবং ছাগী ২৫০ গ্রাম। মহিষ, গাভী ও ছাগীর সংখ্যা কতো?
সময় মাত্র ৫ মিনিট:):):)

৩০| ০২ রা আগস্ট, ২০১২ রাত ৮:৩৯

জুন বলেছেন: সারাজীবন অংকে টেনেটুনে পাশ করেছি ছাই ভাই তাই আর প্রথম অংশ নিয়ে কিছু বল্লামনা :!>
তবে দ্বিতীয় অংশটি খুব মজা লাগলো,
+

০২ রা আগস্ট, ২০১২ রাত ৯:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধাঁধা আমাকে অনেক বেশি কষ্ট দেয়, মাথা কামড়ায়। একবার কোনো ধাঁধা মাথায় ঢুকে গেলে ওটা আর বের হয় না:( অনেক সহজ ধাঁধা, কিন্তু আমি রাতের পর রাত নির্ঘুম পার করে দিয়েছি ধাঁধার পেছনে:(

দ্বিতীয় অংশে মজা পেয়েছেন জেনে ভালো লাগলো আপু।

এবার আপনিও একটা ধাঁধা নিয়ে যান : দিলে খায় না, না দিলে খায়। কৃষকের ঘরে ঘরে জিনিসটা পাওয়া যায়। ওটি কী? সময় মাত্র ১ দিন (কৃষকের বাড়ি গিয়ে ফেরত আসা পর্যন্ত যতটুকু সময় লাগে) :):):)

৩১| ০২ রা আগস্ট, ২০১২ রাত ৮:৪৪

জুন বলেছেন:
শুভ জন্মদিন ছাই ভাই :)

০২ রা আগস্ট, ২০১২ রাত ৯:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। অসংখ্য ধন্যবাদ।

বাসা বদল শেষ হয়েছে আশা করি। নতুন বাসা কেমন লাগছে?

৩২| ০২ রা আগস্ট, ২০১২ রাত ৯:৪৪

জুন বলেছেন: একদিন লাগবে না ছাই ভাই :) অংক ছাড়া অন্য ধাঁধা আমার সাংঘাতিক মজা লাগে ।
আপনি যেটা বলছেন ওটা গরুর মুখে বাশের তৈরী একটা জিনিস যেটা আটকে দিলে গরু খেতে পারে না। নামটা সঠিক জানি না ভাই তবে জাবনা না কি যেন এমন একটা নাম।
বাসা বদল তো সারা তবে এখনও ঘরের কাজ আর গুছানো শেষ হয়নি। তারপর ছেলেকে নিয়ে যাচ্ছি নেক্সট উইকে ওকে সেটেল করে দিয়ে আসতে।এসে বাকিটা গুছাবো।

০২ রা আগস্ট, ২০১২ রাত ১০:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অভিনন্দন আপু। কীভাবে পারলেন? জিনিসটার নাম 'টুনা'।

ধাঁধাকে স্থানীয় ভাষায় আমরা 'পইল' বলতাম। ছোটোবেলায় সন্ধ্যায় পোলাপান একত্র হয়ে পইলের ফাইট লাগতাম:) ঐ সময় জয়পাড়া হাট থেকে ধাঁধার বই কিনতাম আগে। ঐ ধরনের বেশিরভাগ বইয়ের প্রথম ধাঁধাটা ছিল এরকম :

জন্মদাতা জন্ম দিল না
জন্ম দিল পরে
যখন ছেলের জন্ম হলো
মা ছিল না ঘরে।

ধাঁধার জবাবে রামকৃষ্ণ বা কোনো হিন্দু দেবদেবির নাম থাকতো। এটি তখনও বুঝতাম না, এখনও বুঝি না:( যা হোক, ঐ বই থেকে স্মৃতি ঘেঁটে আরেকটি সহজ ধাঁধা আপনার জন্য :

তিন অক্ষরে নাম তার
পানিতে বাস করে
মাঝের অক্ষর বাদ দিলে
আকাশেতে ওড়ে:)


সময় তিন মিনিট:)


:):):):)
আগেই জানতাম এর উত্তর আপনার মুখস্থ। অভিনন্দন আপু। এটি আমার স্ত্রীর খুব পছন্দ:)

৩৩| ০২ রা আগস্ট, ২০১২ রাত ১০:৪৬

জুন বলেছেন: চিতল মাঝখান থেকে ত বাদ দিলে চিল :P

০২ রা আগস্ট, ২০১২ রাত ১১:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অভিনন্দন! আপনি তো দেখি পইলের রানি, আপু!

এবার আরেকটা নিন। একটু কঠিন, আগেই বলে নিলাম:)
দেশের বাড়িতে ঈদ করবেন বলে ঈদের সময়কার যানজট এড়ানোর জন্য আগস্টের ৩ তারিখে সকাল ১০টায় সদরঘাট থেকে লঞ্চে বান্দুরার উদ্দেশে রওনা করলেন (আপনাদের বাড়ি যাচ্ছেন আর কী)। বাড়ির দূরত্ব ৪০ কিলোমিটার। লঞ্চটি ১ম ঘণ্টায় ২০ কিলোমিটার, পরের ঘণ্টায় ১০, তারপরে ৫, ২.৫ ইত্যাদি গতিতে চলতে থাকলো। অর্থাৎ প্রতি ঘণ্টায় গতি তার আগের ঘন্টার অর্ধেক হয়ে যায়:( ঠিক কখন/কবে বাড়িতে গিয়ে পৌঁছুবেন, বলতে পারেন?

লঞ্চের দৈর্ঘ্য '০' এবং বাড়িটাকে একটা বিন্দু হিসাবে গণ্য করুন:)

৩৪| ০২ রা আগস্ট, ২০১২ রাত ১১:২৫

জুন বলেছেন: আপনাকে তো বলেছি অংকে আমার পান্ডিত্যর কথা তারপরও এমন একটা ধাঁধা দিলেন ছাই ভাই যে বাড়ীতে পৌছাতে পৌছাতে আমি বুড়ো হয়ে যাবো এটাই বুঝলাম /:) :((
আপনি উত্তরটা বলে দিয়েন :(

০৩ রা আগস্ট, ২০১২ ভোর ৪:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি ভাবলাম আপনি বাড়ি পৌঁছে ঈদের শুভেচ্ছা জানাবেন, আর আপনি বলছেন পৌঁছাতে পৌছাতে বুড়ো হয়ে যাবেন! অংক তাহলে আপনাকে বাড়িতেই পৌঁছাতে দেবে না? চরম আফসোসের কথা হলো আপু:(:(

যাহোক, আরেকটা প্রচলিত 'পইল' নিন এবার : এক হাত গাছটা ফল ধরে পাঁচটা। সময় ১০ সেকেন্ড:):):)

৩৫| ০৩ রা আগস্ট, ২০১২ রাত ১২:৪৩

(অ)ভদ্র ছেলে বলেছেন: কৃষকের দৈনিক সংগৃহিত দুধের পরিমান কত? ওইটা ছাড়া তো উত্তর যা খুশি তা হইতে পারে...
দুধের পরিমান জানালে একদম সোজা। ৫ মিনিট লাগার কথা না। দুইটা ইকুয়াশন দাড়া করাইয়া সল্ভ করলেই হবে... খালি একটা ফ্রী ভেরিয়েবল ধরতে হবে, এই আর কি...

০৩ রা আগস্ট, ২০১২ ভোর ৪:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিরাট ভুল হয়ে গেছে ধাঁধায়। ২০টি প্রাণী দৈনিক ২০ কেজি দুধ দেয়। সময় ৫ মিনিট না, ১০ মিনিট:):)

৩৬| ০৩ রা আগস্ট, ২০১২ রাত ১২:৫০

(অ)ভদ্র ছেলে বলেছেন: @জুন...
ধারার সাথে পরিচয় তো আছে? তাই না??? অনন্ত গুনোত্তর ধারা??? নাইন টেনে করছিলেন... ওইটা দিয়া ট্রাই করেন...
(আরো শর্ট বললে, বলতে পারি
২০+১০+৫+২.৫+... ... ... এইটা সল্ভ করেন।)

০৩ রা আগস্ট, ২০১২ ভোর ৪:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জুন আপু অংকে তাঁর পাণ্ডিত্যের কথা স্বীকার করেছেন:) এটি আপনিই সল্‌ভ করুন:):)

৩৭| ০৩ রা আগস্ট, ২০১২ রাত ৩:০৫

আরজু পনি বলেছেন:

জন্মদিনের লেট শুভেচ্ছা দিয়ে গেলাম...সেহরী খেতে যাই।
পরে এসে পোস্ট নিয়ে বলবোনে :)

০৩ রা আগস্ট, ২০১২ ভোর ৪:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদের সাথে লেট শুভেচ্ছা গৃহীত হলো।

৩৮| ০৩ রা আগস্ট, ২০১২ সকাল ৭:৫২

জুন বলেছেন: Click This Link

ছাই ভাই আমার একান্ত অনুরোধ রইলো এই ছোট পোষ্টটিতে একটু চোখ বুলাবেন :!>
আপনার ধাধার উত্তর হাত আর আংগুল কাল ঘুমিয়ে গিয়েছিলাম তাই টাইম মেইনটেইন করতে পারি নি :P
@ অ ভদ্র ছেলে আপনিও লিন্কটা কষ্ট করে পইড়েন :!> ঐ ২.৫ পর্যন্ত আমিও পেরেছি। তারপর পথ হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। এখনো বান্দুরা পৌছাতে পারি নি :(

০৩ রা আগস্ট, ২০১২ দুপুর ১২:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপু, পোস্টটা পড়ে এলুম:) নির্মল আনন্দের, খুবই উপভোগ্য একটা পোস্ট।

স্যার সে বারই ঢাবি থেকে অংকে অনার্স সহ মাস্টার্সে প্রথম বিভাগে প্রথম স্হান অধিকার করে ওনার বিভাগেই চাকুরীর দরখাস্ত করে বসে আছেন। আর তারই উপর দায়িত্ব পড়লো আমার মতন গাধা পিটিয়ে মানুষ করার। ওনার অপরিসীম ধৈর্য্যকে এখনো ধন্যবাদ জানাই। আমাকে মনে হয় উনি মুখস্হ করিয়ে দিচ্ছিলেন।
.... এ অংশে এসে আতংক থেকে রোমান্সের দিকে ধাবিত হচ্ছিলাম। হায়, শেষ পর্যন্তও আতংকই দেখা গেলো:(

প্রথম প্যারাটা পড়ে আঁতকে উঠেছিলাম- এ দেখি আমাদের স্কুলের কথা লিখেছেন! পরে মনে পড়লো, সব স্কুলেই এরকম দু শিফ্‌টে ক্লাস হয়ে থাকে:)

আমাদের স্কুলেও ১ম শিফটে মেয়েরা পড়তো। অনেক ছেলে শিফ্‌টা ভাঙবার আগেই রাস্তায় এসে দাঁড়িয়ে থাকতো- ক্লাসের ভিতরে উঁকিঝুঁকি মারতো:) আমি ছিলাম খুবই লাজুক স্বভাবের ছেলে- স্কুলে যাওয়ার পথে রাস্তা জুড়ে মেয়েরা ফিরতো, আমার মরে যেতে ইচ্ছে হতো, লজ্জায়:) তবে ক্লাস সেভেন বা এইটে উঠবার পর দু শিফ্‌টের পরিবর্তে ছেলে-মেয়ে মিলিয়ে এক শিফ্‌টে পড়ানো হতো। তবে আমি বেশিরভাগ সময়ই মাথা নিচু করে বসতাম:)

আমার অবশ্য অংক হলো সব সময়ের মোস্ট ফেভারিট সাবজেক্ট। অংক পারি বা না পারি, অংক নিয়ে পড়ে থাকতে খুব ভালোবাসি:)

ভালো লাগলো আপু 'অংক আতংক' নিয়ে মধুর স্মৃতিচারণ।

শুভ কামনা আপু।

৩৯| ০৩ রা আগস্ট, ২০১২ সকাল ৮:৫২

আবিরে রাঙ্গানো বলেছেন: লেখক বলেছেন: সবশেষে ৩টা একসাথে: ৩৫, ৩৭ ও ৩৯ কেজি মাপুন ।

দেশের_কথা ধরা খেয়েছে। :P :P

০৩ রা আগস্ট, ২০১২ দুপুর ১২:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তাঁকে অবশ্য 'সিলভার' দেয়া যায়, অনেক চেষ্টা করেছেন। ভদ্র আর আপনার জন্য 'গোল্ড':)

৪০| ০৩ রা আগস্ট, ২০১২ দুপুর ১২:০৪

(অ)ভদ্র ছেলে বলেছেন: দুই মিনিটও লাগে নাই... দুইটা ইকুয়াশন লিখে বিয়োগ করতে আর কতক্ষনই বা লাগে...
উত্তরঃ ৩ টি মহিষ, ১ টি গাভী ও ১৬ টি ছাগী

আর জুন আপুরটার উত্তরঃ জীবনেও বাড়ি পৌছাবে না। ঘরের দরজা দেখতে পাবে, কিন্তু ঢুকতে পারবে না। (অসীম সময় লাগবে)

০৩ রা আগস্ট, ২০১২ দুপুর ১:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অভিনন্দন:)



৪১| ০৩ রা আগস্ট, ২০১২ দুপুর ১২:৪২

জুন বলেছেন: হু আমার স্বামী .০০০ পর্যন্ত বের করে আমাকে দেখিয়ে বলেছে ইনফিনিটি টাইম লাগবে @ (অ) ভদ্র ছেলে :(

০৩ রা আগস্ট, ২০১২ দুপুর ১:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অংকবিদকে বলুন, ঈদের আগেই যাতে বান্দুরা পৌঁছুতে পারেন সেই সমাধান বের করে দেবার জন্য:)

৪২| ০৪ ঠা আগস্ট, ২০১২ সকাল ৯:৫১

আরজু পনি বলেছেন:

ধাধার জবাব সাতদিনে দিলেইতো হবে? ;)

০৪ ঠা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার জন্য সময় আনলিমিটেড:) সমাধান পেলে জানাবেন:) ধন্যবাদ আপু।

৪৩| ০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ১:৫৩

মহামহোপাধ্যায় বলেছেন: গরু, ছাগল, মহিষ, টুনা,
দুধ, মাখন, ছানা

সবই পাইলাম কিন্তু সর (স্বর) পাইলাম না, তাতো হতে পারেনা।
:) :) :) :) :) :) :) :) :)

একটু বলে দেন ভাইয়া আমার নামে কোন স্বরটা ঘাটতি আছে।

:) :) :) :) :) :) :) :)

০৪ ঠা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার চোখে মনে হয় ছানি পড়েছে:( সেদিন আপনার নামের বানান দেখেছিলাম 'মহামহোপাধায়'। 'ধ'-এর সাথে য-ফলা মিসিং ছিল। আজ বানান শুদ্ধ দেখতে পাচ্ছি। চোখে এতো বড় ভুল কীভাবে দেখতে পেলাম? ইচ্ছে করছে নিজের চোখকে শাস্তি দিই:(

আপানর নামে এখন মাশা'আল্লাহ্‌ কোনো স্বরের ঘাটতি চোখে পড়লো না:)

৪৪| ০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ৮:২২

মহামহোপাধ্যায় বলেছেন: ধইন্যবাদ ভাইয়া :) :) :) :) :) :) :)

০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১০:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপনাকেও। কিন্তু রহস্যটা কী? আমি কি সত্যিই আপনার নামের বানান ভুল দেখেছিলাম? নাকি ইতোমধ্যে বানান ঠিক করিয়ে নিয়েছেন?

৪৫| ০৫ ই আগস্ট, ২০১২ রাত ১:১৩

মহামহোপাধ্যায় বলেছেন: আসলে রহস্যটা যে কি ?? সেইটা আমিও বুঝতেছি না !! আমার যতদূর মনে পড়ে আমি এই বানানটাই (মহামহোপাধ্যায়) নিক খোলার সময় দিয়েছিলাম। আর আমি যেই পরিমাণ অলস তাতে সামুর জটিল প্রক্রিয়ায় নাম পরিবর্তন, আমার দ্বারা সম্ভব না। আবার আপনে ভুল দেখেছেন তাই বা বলি কি করে ??

আসলে আবার উপরের কমেন্ট টা লিখতে হবে "আমার মাথা দেখি চুলকায়"

যাইহোক ভালো থাকবেন।

০৫ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি চোখে ধাঁধা দেখেছিলাম সেদিন:) ভুলটা সেজন্য আমারই:(

৪৬| ১০ ই আগস্ট, ২০১২ রাত ১০:১৯

মেহবুবা বলেছেন: জটিল লাগছে । এত কঠিন বিষয় কি ম্যাভেরিকের প্রভাবে ? কি সব অংক, ধাধা ?

১৪ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপু, অনেকদিন পর দেখছি। কোথায় আছেন? দেশে, নাকি প্রবাসে? ভালো আছেন/ছিলেন নিশ্চয়ই।

ম্যাভেরিক ভাই যা দেন তাতো ক্ল্যাসিক পর্যায়ের। আমার গুলো 'পইল' বা সহজ ধাঁধা:) এরকম আরেকটি সহজ ধাঁধা এখানে দেখুন

ঈদের শুভেচ্ছা থাকলো আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.