নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

চুরি

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩


কেউ কোনোদিন কোনো সুন্দরীকে ‘না’ বলতে পেরেছেন?
ঠাঁয় দাঁড়িয়ে তীর্থের যুবকেরা।

সুন্দরীরা বড় আনমনা, আত্মভোলা হোন, তাঁরা চাটুকারিতা ভালোবাসেন;
তাঁরা আদেশ করতে খুব বেশি ভালোবাসেন। তাঁরা কবিতা পড়েন না,
কবিতা ভালোবাসেন না, তাঁরা কবিতা লিখতেও জানেন না;

তুমি হাসলেই, কথা বললেই, তাকালেই, এমনকি ঔদাসীন্যে এড়িয়ে গেলেও
অবিরাম ঝরে পড়ে থোকা থোকা কবিতার রেণু।

তোমার অসংখ্য গুণগ্রাহীর ভিড়ে, হে মহতী, অনন্যসাধারণা,
আমি বড্ড অপ্রতুল একজনা;
তোমার সান্নিধ্যের স্বাদ অপার্থিব অমৃতের মতো জনে জনে ভাগ হয়-
আমার কপালেও জোটে ক্ষুদ্র এককণা।
এতে শুধু তৃষ্ণা বাড়ে, জ্বালা বাড়ে, হু-হু করে লালসা বাড়ে
আমাকে কুরে কুরে খায় দুর্মর যন্ত্রণা।

কোনো কোনো মানুষ খাওয়ার জন্যই দীর্ঘ জীবন চায়,
যদিও বাঁচবার জন্যই মানুষকে করতে হয় খাদ্যগ্রহণ;
তোমাকে পাবার সাধনায় আমি অমরত্ব চাই
তোমার হৃৎপিণ্ডে হাত রেখে চাই নিশ্চিন্ত মৃত্যুবরণ।

হে সুন্দরী, অজস্র প্রেমিকের আরাধ্য রমণী, তোমাকে কোনোদিনই
একান্তে পাবো না, এ কথা জানি, তাই সর্বগ্রাসী ইচ্ছেরা ক্রমশ সোচ্চার,
রক্তে রক্তে নীরব তোলপাড়
তাই প্রতিদিন চুরি করে পত্রিকায়, ব্লগে ও ফেইসবুকে
তোমার ফটোগ্রাফ ছেপে যাই
তোমার কথাগুলো সামান্য সাজিয়ে নিজের নামে চালিয়ে দিই কবিতা হিসেবে
আর রসখোর বন্ধুদের অসামান্য বাহবা কুড়াই
এই যে প্রেমের নামে প্রতিদিন তোমাকে ধ্বংস ও ব্ল্যাকমেইল করি
আমি জানি, তুমি এর একতিলও খবর রাখো না
কে তোমাকে ভালোবাসে জানো না, জানো না কার মনে বাস করে
সুগোপন ক্রূর বাসনা

তোমার প্রাণহীণ ছবির ভেতর প্রাণ ঢেলে
তোমাকে ফালি ফালি করে কাটি প্রমত্ত ঘোরে
জানো তো, সাবধানে মার নেই, তাই সতত সাবধানে থেকো
একদিন নিরুদ্দেশে সহসা তীব্র উড়াল দেবো স্বয়ং তোমাকেই চুরি করে।

১৮ সেপ্টেম্বর ২০১১ রাত ১২:৩৭

মন্তব্য ১১০ টি রেটিং +৮/-০

মন্তব্য (১১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৬

শায়মা বলেছেন: সুন্দরীরা বড় আনমনা, আত্মভোলা হোন, তাঁরা চাটুকারিতা ভালোবাসেন;
তাঁরা আদেশ করতে খুব বেশি ভালোবাসেন। তাঁরা কবিতা পড়েন না,
কবিতা ভালোবাসেন না, তাঁরা কবিতা লিখতেও জানেন না;




কি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


তার মানে আমরা যারা কবিতা পড়ি সব ভুত পেত্নী না!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


ভাইয়া !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


অবজেকশন!!!!!!!!!!!!! X( X( X( X( X( X( X( X( X( X( X(

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অবজেকশন সাসটেইন্‌ড ;)


না মানে যিনি ছবিতে নাক বাঁকা করে আছেন, ঠোঁটে যার ভেংচি, তার কথা বলছিলুম ;)

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: আপনার লেখা ভালো লাগে।

একদম সাধারণ জিনিস কোমলভাবে লিখে ফেলেন।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নাহোল ভাইকে অনেকদিন পর দেখে খুব ভালো লাগছে। আপনি নিয়মিত পোস্ট লিখছেন না ব্লগে- ব্যস্ত নাকি?

আপনার মন্তব্য অনুপ্রেরণা দেয়।

ভালো থাকুন। শুভ কামনা কবি।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০০

প্রোফেসর শঙ্কু বলেছেন: তাই প্রতিদিন চুরি করে পত্রিকায়, ব্লগে ও ফেইসবুকে
তোমার ফটোগ্রাফ ছেপে যাই
তোমার কথাগুলো সামান্য সাজিয়ে নিজের নামে চালিয়ে দিই কবিতা হিসেবে
আর রসখোর বন্ধুদের অসামান্য বাহবা কুড়াই....
জানো তো, সাবধানে মার নেই, তাই সতত সাবধানে থেকো
একদিন নিরুদ্দেশে সহসা তীব্র উড়াল দেবো স্বয়ং তোমাকেই চুরি করে।


একটা মিষ্টি আবেগীয় ইচ্ছা! পড়তে দারুণ লাগল সোনাবীজ।

শুভকামনা।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মিষ্টি আবেগীয় ইচ্ছা! খুব খাসা বলেছেন প্রোফেসর সাহেব ;) হ্যাঁ, কারো প্রতি এটা একটা সতর্ক বাণী- কখন কী হয়ে যায় তার কোনো ঠিকঠিকানা নেই ;)

ধন্যবাদ আপনাকে। শুভ কামনা।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অবজেকশন! এই সুন্দরী এর আগে একবার মাথা খারাপ করছিলো! ;)


সুন্দরীরা ভালো না! মাথা খারাপ করে দিয়ে চলে যায়। :(

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মাথা খারাপ করে দেয়াই সুন্দরীদের কাজ, এ আর নতুন কী? ;) ;) কিন্তু আপনার মাথা মাত্র একবার খারাপ করে দিতে পেরেছিল, এ থেকে বোঝা যায় আপনার মাথা কতো শক্ত ;)

সুন্দরীরা ভালো না! মাথা খারাপ করে দিয়ে চলে যায়।
অতএব সাবধানে থাকুন, সাবধানের মার নেই ;)

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩১

সায়েম মুন বলেছেন: এই সুন্দরী আপনার মাথা খারাপ করে দিয়ে চলে গেছে বুঝি! এর আগেও তার নামে বদনাম করেছেন কিনা। :P

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, এর আগেও তার নামে বদনাম করেছি। বদনাম করাই আমার কাজ, কারণ, মাথা খারাপ করাটা হলো এই সুন্দরীর ব্রত ;) আমি এর চেয়ে কিছু কম করতে পারছি না :(

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: কেউ কোনোদিন কোনো সুন্দরীকে ‘না’ বলতে পেরেছেন?

অবজেকশান!!!
আমি পেরেছি , আমি পারি ! B-) B-) B-)


আপনার প্রথম পোষ্ট যেটা আমার কাছে একটু সহজবোধ্য লেগেছে ! আমার বাড়িতে দাওয়াত !

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


অবজেকশান!!!
আমি পেরেছি , আমি পারি!
আপনাকে আভিনন্দিত না করে উপায় আছে? ;) ;) আমার প্রাণঢালা অভিনন্দন গ্রহণ করুন এই বীরোচিত কর্মের জন্য। কিন্তু আফসোস, আমি পারলাম না :(

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
একবার!!! বললেন কী! তবে প্রতিবারই সঞ্জীবের একটা গানই মনে পড়ে--- " রিকশা কেনো আস্তে চলে না" ;)


সোনাভাই, নতুন কবিতা চাই। এর আগেরবার অবজেকশন জানাইসি এই কারনে যে আমি এই কবিতা আগেই পড়েছি।

সামনের মেলায় কী বইয়ের প্ল্যান আছে?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নতুন কবিতা আর নতুন থাকে না- গত পোস্টে অপর্ণা আপুকে বললাম। কারণ, নতুন কবিতা হলো নতুন প্রেমের মতো- কারো সাথে শেয়ার না করে পারা যায় না ;)

সামনের মেলায় দেখি কী হয়- প্ল্যান আছে। আপনার কী খবর?

নতুন কিছু লিখলাম কিছু আগে ;)

***


‘অনুগ্রহ করে আমাকে আরেকবার বিয়ে করে দেখো, আগের চেয়ে অনেক বেশিই সুখে থাকবে। আমরা একটা বাংলো বানাবো বলে যেটুকু জায়গা কিনেছিলাম, যাতে কয়েকটা বিম প্রোথিত হয়েছিল, তুমি আসবার পর ওগুলো সমাপ্ত করবো। আমাদের এবারের সংসার আমরা কীভাবে সাজাবো তার একটা দীর্ঘ ইশতেহার ইতোমধ্যে বার-বাড়ির বারান্দায় টাঙিয়ে দিয়েছি। চারদিকে এতো গান, এতো সুর, এতো আনন্দ, এতো সুখ দেখে তুমি মূর্ছা যাবে।’

যার নিগ্রহ ও জ্বালাতনে অতিষ্ঠ হয়ে চার বছরের বউ তার জামাইর প্রতি বীতশ্রদ্ধ হয়ে মুখ ফিরিয়ে নিয়েছিল, তার প্রতি এই দৈন্যগ্রস্ত আরজ দেখে পাড়াপড়শি তেড়ে এসে বললো, ‘ঐ থামলিইইই? তর ফাঁকা বুলি বন্ধ কর।’

ঢাকপেটানো জামাইটা এবার হাতে মাইক তুলে নিল- ‘আমি কথা দিচ্ছি- আরেকবার আমাকে স্বামী হবার সুযোগ দাও- তোমার সমস্ত অসমাপ্ত সাধ-আহ্লাদ পুরা করে দিব; আর যদি অন্য কাউকে পাণিদান করো, মনে রেখো, সে তোমাকে তিলে তিলে মারবে, তোমাকে বিষ খাইয়ে মারবে। হাড়ে হাড়ে টের পাবে- জামাই কাকে বলে!’

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

মশিকুর বলেছেন:
কেউ কোনোদিন কোনো সুন্দরীকে ‘না’ বলতে পেরেছেন?
আমি পারিনি।। তাকে মানুষের কাতারে ফেলে, পরে না বলেছি!!!
যারা সুন্দরীদের মানুষ বানায় তারা অমানুষ! অমানুষ!! অমানুষ!!!
মৃত্যু পর্যন্ত সে হ্যাঁ শুনে যাবে, এটাইতো নিয়ম।
তাকে পাবার সাধনায় কেউ অমরত্ব চাইবে, এটাইতো নিয়ম।
তাই, যারা সুন্দরীদের মানুষ বানায় তারা অমানুষ! অমানুষ!! অমানুষ!!!

-----------------------------------------------------------------
কয়েকবার পড়লাম। আপনার লেখা সুন্দর বলব না আবার +ও দিবনা, কারন আরও শতবার পড়ার ইচ্ছা আছে।

ভাল থাকবেন।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাঃ হাঃ হাঃ আমি তো পুরা বোকা বনে গেলাম ভাই ;) ভেবেছিলাম আমার পোস্ট থেকে উদ্ধৃত করেছেন- পড়ে দেখি তা না, ওখানে আপনি আপনার দর্শন দান করেছেন ;) এর মধ্যে আপনার একটা পোস্ট পড়ে এলাম ;) ক্রিকেট আমার মজ্জাগত। ক্রিকেট নিয়ে অনেক পোস্টও আছে আমার। কিন্তু খেলতে পারি না। আপনার উইটফুল হিউমার ভালো লেগেছে।

শুভ কামনা।

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: 'কেউ কোনোদিন কোনো সুন্দরীকে ‘না’ বলতে পেরেছেন?
ঠাঁয় দাঁড়িয়ে তীর্থের যুবকেরা।'
-সহমত। এবং কেউ একজন যে ছবির সুন্দরীকে না বলতে পারেননি তা আমরা বুঝতে পারছি।

'তাঁরা কবিতা পড়েন না,
কবিতা ভালোবাসেন না, তাঁরা কবিতা লিখতেও জানেন না;'
- যিনি নিজেই কবিতা তাঁর আবার এসব কাজ করার কি দরকার ?

কবিতা ভালো লেগেছে ভাইয়া।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কেউ একজন যে ছবির সুন্দরীকে না বলতে পারেননি তা আমরা বুঝতে পারছি।
হাঃ হাঃ হাঃ না বলা কি মুখের কথা? ;) ; বুকের পাটা লাগে ;)


যিনি নিজেই কবিতা তাঁর আবার এসব কাজ করার কি দরকার ?
মোক্ষম কথা একেবারে। এর উপর আর কোনো কথা নাই ;)

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৮

কুহক' বলেছেন: সহজ সরল জীবনের অনুভব.... ভালো লাগলো।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কুহক মাহমুদ ভাই। শুভেচ্ছা।

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৫

রাতুল_শাহ বলেছেন: সুন্দরীরা বড় আনমনা, আত্মভোলা হোন, তাঁরা চাটুকারিতা ভালোবাসেন;
তাঁরা আদেশ করতে খুব বেশি ভালোবাসেন। তাঁরা কবিতা পড়েন না,
কবিতা ভালোবাসেন না, তাঁরা কবিতা লিখতেও জানেন না;

কি বলেন?

আমাকে যে খাতার ভিতর, কবিতা লিখে দিয়েছিলো, সে কি তবে সুন্দরী নয়?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে যিনি কবিতা লিখে দিয়েছিলেন তিনি সুন্দরী নন, উর্বশী ;) এ অধমের কি আর সেই ভাগ্য হবে? ;) ;) আঙুরফল টক নয়- সত্য অপ্রমাণিত ;)

***

একজন দরিদ্র কবি সারাজীবনই ধনবতী রূপসী নারীর পাণিপ্রার্থনা করে অসফল হোন; কবিতায় কিছুটা মন গললেও কবিতা খেয়ে জীবনধারণ হয় না; তাই কবিতা ধনবতী নারীকে খুব একটা আকৃষ্ট করতে পারে না- আর যাই হোক, কবিতা ফ্যাশনেবল কোনো সামগ্রী নয়; ধনবতী নারীরাও অবশ্য কখনো সখনো কবিদের ভালোবেসে ফেলেন, সেটা ঝোঁকের মাথায়; কোনো কোনো নারীর কাছে কবিদের সাথে প্রেম এক ধরনের বিলাসিতা;

------ সুন্দরী নারীরা কোনোদিন কবিতা লেখেন না, যদ্যপি লেখেন, বুঝবেন তাঁর কিছু নিদারুণ ঘা রয়েছে; প্রিন্সেস ডায়ানা কবিতা লেখেন নি; ঐশ্বরিয়া রাইকে কোনোদিন কবিতা লিখতে হবে না- বিশ্বের তাবত কবিপুরুষ তাঁর বন্দনায় মশগুল; তিনি অবশ্য কোনোদিন খোঁজও নেবেন না, পদতলে কারা রেখে গেলো এতো এতো কবিতা ও অর্ঘ্য;

--- দেখুন এখানে ;) ;)

***

ধন্যবাদ রাতুল ভাই।

১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩২

সপ্নাতুর আহসান বলেছেন:
বেশ সুন্দর।

কে তোমাকে ভালোবাসে জানো না, জানো না কার মনে বাস করে
সুগোপন ক্রূর বাসনা---বেশি ভাল লেগেছে এই লাইন

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আহসান ভাই। আমার খুব প্রিয় লাইন দুটো কোট করেছেন। মুগ্ধ হলাম।

শুভ কামনা।

১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

সোনালী ডানার চিল বলেছেন:
সুন্দর কবিতায় সুন্দরীবন্দনা চমৎকার লাগলো।
শুভবিকেল.......

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সোনালী ডানার চিল। ভালো থাকুন।

১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪০

আমিনুর রহমান বলেছেন:



সহজ-সরল, সুন্দর ও সত্য।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই। শুভেচ্ছা।

১৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫১

জান্নাতুল এন পিয়াল বলেছেন: বেশি কিছু বলতে চাই না... সিমপ্লি, খুব ভালো...

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম। এই ফাঁকে আপনার ব্লগ ঘুরে এলাম। ভালো রম্য লেখেন। শেষেরটা তো সাংঘাতিক।

ধন্যবাদ এবং শুভ কামনা।

১৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১১

জুন বলেছেন: আমি পঁচা দেখতে বলেই কবিতা ভালোবাসি ছাই ভাই :||

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ কবিতার সাবজেক্ট আপনি নন, প্রিয় দেশি আপু ;) এ হলো সেই মহামানবীর বিরুদ্ধে রটনা, যার অন্তরে বিষ ছিল, আর ছিল নিষ্ঠুর ছলনা ;) তার চারপাশে মোহাবিষ্ট যুবাদের গুণগান, সে শুধু ভালোবাসতো তোষামোদ; আমি একটু ঠোঁটকাটা, ওসব পারি না- এটাই আমার একমাত্র দোষ ;)

ভালো থাকুন আপু।

১৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

মামুন রশিদ বলেছেন: সোনাবীজ ভাই, আপনি প্রাচ্য কবিদের যোগ্য উত্তরসূরী.. যারা যুগে যুগে কবিতায় প্রেম নিবেদন আর প্রেমিকা ভজনকে শিল্পোত্তীর্ন আর কালউত্তীর্ন পর্যায়ে নিয়ে গিয়েছেন ।


:) :) ;)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


হাঃ হাঃ হাঃ ভালোই বলেছেন মামুন ভাই ;) আমাদের দুখু মামা কি কোনো অংশে কম ছিলেন? তা জানার আগে এ পোস্টটা আগে দেখে নিন ;)

তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ;
চাঁদেরে হেরিয়া কাঁন্দে চকোরিনী; বলে না তো কিছু চাঁদ।

জানে সূর্যেরে পাবে না তবু অবুঝ সূর্যমুখি,
চেয়ে চেয়ে দেখে তার দেবতারে দেখিয়াই সে যে সুখী
হেরিতে তোমার রুপ মনোহর,
পেয়েছি এ আঁখি ওগো সুন্দর।
মিটিতে দাও হে প্রিয়তম মোর নয়নের ও সেই স্বাদ।

১৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১১

রুপ।ই বলেছেন: বুঝলাম না আমি কি সুন্দরী না পচা ! চিন্তায় পড়ে গেছি, কবিতা ত বুঝে ফেলেছি, ভাল লাগল অনেক ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথমত আমার ব্লগে আপনাকে স্বাগত জানাচ্ছি ;) দ্বিতীয়ত এ ব্লগে পদধূলি দেবার জন্য আমি গর্বিত এবং নিজেকে ধন্য মনে করছি- সেজন্য ধন্যবাদ।

চিন্তার কোনো কারণ দেখি না- আপনি খুব সুন্দরী ;)

১৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৩

শান্তির দেবদূত বলেছেন:
আমি কবিতা ভালো বুঝিু না, সে কারনে কবিতার পোষ্ট সাধারনত এড়িয়ে চলি। আপনার কবিতাটা বেশি ভালো লাগে নাই। আমার কাছে মনে হয়েছে "রম্য কবিতা"। কী জানি! না কী রম্য কবিতাই লিখেছেন! আমি ভুল করেছি বুঝতে!

আমি সাধারনত নেগেটিভ কমেন্ট করি না, কিন্তু "আমার যা কিছু প্রথম" পড়ে আপনার ভক্ত হয়ে গেছি, সেই অধিকার থেকেই বললাম আর কি। আশা করি ভুল বুঝবেন না। আর আমার বোঝারও ভুল হতে পারে। শুভেচ্ছা রইল।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

সাইফুল ভাই, ঠিকই ধরেছেন, এটা রম্য স্বাদের কবিতাই ;) রম্যস্বাদের কবিতা আমার আরও কয়েকটা রয়েছে। আমাদের স্বল্পায়ু জীবনে কতো মহৎ জিনিস রয়েছে পড়বার, তা থেকে কিঞ্চিৎ সময় বের করে একবার ঘুরে আসবেন এসব পোস্টেঃ

আমরা মেয়েদের কথা মনে রাখি, মেয়েরা ভুলে গেছে ;)

প্রিয় বান্ধবীদের বিয়ে হয়ে গেলে ;)

আকাঙ্ক্ষা ;)

প্রতিটা কমেন্টই মূল্যবান। প্রতিটা কমেন্ট থেকেই নিজেকে চেনা যায়। কোনো কবির কাছেই তাঁর সবগুলো কবিতা সমান প্রিয় নয়- তেমনি আমার কোনো কবিতা শতভাগ পাঠকের কাছে সমান প্রিয়তা পাবে এমনটা মনে হয় স্বয়ং রবিকাকাও আশা করেন নি ;) তবে পাঠকের মতামত থেকেই নিজের গতিপথ নির্ণয় করা উচিত বলে মনে করি। সব সময় নিজেকে অতিক্রম করারও চেষ্টা থাকে- কিন্তু সবার দ্বারা সব সময় এটা সম্ভব নয়। তবে দোয়া করবেন, যাতে অন্তত নিজের সন্তুষ্টির জন্য হলেও ভালো কিছু সৃষ্টি করতে পারি।

আর নেগেটিভ কমেন্ট করে ভুলেও মন খারাপ করবেন না সাইফুল ভাই। আমার নিজের যেমন এ বৈশিষ্ট্য রয়েছে, অন্যের মধ্যেও এটা থাকা উচিত। পারস্পরিক গঠনমূলক সমালোচনা নিজেদের উৎকর্ষ সাধনে মহৌষধের মতো কাজ করে- আমি ব্যাপারটা সেভাবে দেখি।

শুভ কামনা সাইফুল ভাই।

২০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:


কবিতায় সত্য উন্মোচিত হোক !

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতায় সত্য উন্মোচিত হোক! জয় হোক সত্যের ;)

ধন্যবাদ কাণ্ডারি।

২১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৭

খেয়া ঘাট বলেছেন: একদিন নিরুদ্দেশে সহসা তীব্র উড়াল দেবো স্বয়ং তোমাকেই চুরি করে। দারুন একটা লাইন। একবারে মোহিত হলাম।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ধন্যবাদ খেয়া ঘাট। শুভ কামনা।

২২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

ছন্নছাড়া ছেলেটি বলেছেন: ""এতে শুধু তৃষ্ণা বাড়ে, জ্বালা বাড়ে, হু-হু করে লালসা বাড়ে
আমাকে কুরে কুরে খায় দুর্মর যন্ত্রণা।"


দারুন লাগলো ....

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ছন্নছাড়া ছেলেটি। আপনার ব্লগ ঘুরে এলাম। লেখার হাত সাবলীল।

২৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: তোমার রূপের এক টুকরো কোনা ভেঙ্গে নিয়ে,
নিজের নামে চালিয়ে দেই কবিতা হিসেবে,
আর রসখোর বন্ধুদের অসামান্য বাহবা কুড়াই!


ইয়ে সোনাবীজ ভাই, নিজের মত সামান্য একটু গড়ে নিলাম আর কী!
সুন্দরী ভজন কাব্যে অনেক ভালো লাগা!

শুভকামনা!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইয়ে খণ্ডিত তঁ ভাই, আপনি তো আমাকে ব্রীড়িত করলেন ;) আপনার ভার্সনটা তো দেখতে পাচ্ছি আমারটার চেয়ে অনেক ভালো হয়েছে ;) যাক, নিয়ে নিলাম ;) আর এর প্রতিদান স্বরূপ এই নিনঃ

পুরুষ হয়েছো যবে, রাখিও স্মরণ
মরার আগেই হবে তোমার মরণ :(

পূর্বজন্মে করেছিলে কোন্‌ মহাপাপ
পুরুষ জনম হায় তারি অভিশাপ!! :(

পুরুষ বন্ধুরা সবে করে দিও ক্ষমা
পরজন্মে আমি হবো সুন্দরীতমা :)



বাকিটুকু এখানে দেখুন ;)

২৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৪

টুম্পা মনি বলেছেন: হে হে হে মজা পাইলুম। ভাল্লাগ্লো।

শুভরাত্রী।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হেহেহেহেহেহে টুম্পা মনি মজা পেয়েছে জেনে মজা লাগছে ;) ধন্যবাদ এবং শুভ কামনা।

২৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৭

ফারজুল আরেফিন বলেছেন: প্রায় দেড় বছর পর ছবিসহ কবিতা! :P তৃতীয়+

এই একটা ছবি ছাড়া আর কোন ছবি নাই বুঝি!? :!>

ভালো থাকুন ভাইয়া....।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমাকে তো অবাক করে দিলেন ফারজুল ভাই ;) প্রায় দেড় বছর না দেড় মাস পর সচিত্র কবিতা দিলাম তা তো স্বয়ং আমারও মনে নেই ;) যাক, এটা মনে রাখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

লজ্জার তো দেখি শেষ নেই ;) সবেধন নীলমণি সমভিব্যাহারী এই ছবিখানি ;) গুগল মামার কাছে তাহলে হাত পাতা ছাড়া গতি দেখি না দেখি ;)

ভালো থাকুন ফারজুল ভাই।

২৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৪২

রেজওয়ান তানিম বলেছেন: রম্য কবিতা মনে হল :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাঃ হাঃ হাঃ কথা তো ঠিকই তানিম ভাই ;)


অহনার কালে এক উর্বশী নারী
ইশারায় ছুঁয়েছিল ভুবন বিথারি

সবচেয়ে বড় তার দেখিয়াছি গুণ
রূপের আগুন ভরা চিকন উনুন

আমি তার প্রেম চাই, চাই ভালোবাসা
বিনিময়ে ঝাড়িঝুড়ি খাই বেশ খাসা

শেষমেষ বুঝে গেছি ঢের
প্রেমদাস আমি তার অমোঘ রূপের
;) ;)

২৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:২২

তৌফিক মাসুদ বলেছেন: এত কথা বুঝি নাইক্কা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আচ্ছা, তাহলে দেখুন নিচের কথাগুলো বোঝেন কিনা ;)



‘মহাজ্ঞানী মহাজন যে পথে’ ফেলে চরণ
নিয়েছেন নারীর শরণ
আমি ক্ষুদ্র চারণ কবি সাধ্য কি তা ব্যত্যয় করি
না করে পূজোয় বরণ!

২৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: সহজ সরল এবং সাবলীল !

পড়ে ভালা লাগছে

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
’সে যে দিনদুপুরে চুরি করে
রাত্তিরে তো কথা নাই’


ধন্যবাদ আপনাকে মাসুম ভাই।

২৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২১

গোর্কি বলেছেন:
-বাহ্যিক সৌন্দর্য চাই না। সুন্দর মনের সুন্দরী চাই।
-সাবলীল ও সহজ ভাষার কবিতা পাঠে তৃপ্তি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সুন্দর কথা বলেছেন ম্যাক্সিম গোর্কি।

যতোই তোমার গভীরে পশেছি
ততোই নিজেরে করেছি প্রকাশ
যতো না আমার আলোক দেখেছো
অধিক হেরেছো পঙ্ক ও পাপ।


ধন্যবাদ আপনাকে।

৩০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনার আরেকটি মুগ্ধ পোস্ট।
গত রাতে পড়লাম, কিন্তু মন্তব্য করা যাচ্ছিল না।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ধন্যবাদ আশরাফুল ভাই।

নারী নয় নিষিদ্ধ গন্দম
নারীতেই নরেরা উত্তম।

৩১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আজকে ব্লগে ঢুকেই দেখি সব প্রিয় প্রিয় লেখকরা পোষ্ট দিয়েছেন। সকাল বেলার জন্য আসলেই এটা বেশ একটা সুন্দর অনুভূতি।

পুরো কবিটা অনেক ভালো লেগেছে। বেশি ভালো লেগেছে

কেউ কোনোদিন কোনো সুন্দরীকে ‘না’ বলতে পেরেছেন?
ঠাঁয় দাঁড়িয়ে তীর্থের যুবকেরা।

সুন্দরীরা বড় আনমনা, আত্মভোলা হোন, তাঁরা চাটুকারিতা ভালোবাসেন;
তাঁরা আদেশ করতে খুব বেশি ভালোবাসেন। তাঁরা কবিতা পড়েন না,
কবিতা ভালোবাসেন না, তাঁরা কবিতা লিখতেও জানেন না;

তুমি হাসলেই, কথা বললেই, তাকালেই, এমনকি ঔদাসীন্যে এড়িয়ে গেলেও
অবিরাম ঝরে পড়ে থোকা থোকা কবিতার রেণু।


প্রিয়তে নিলাম। সামনে কোন সুন্দরীর মুখোস উম্মোচনে কাজে আসবে। ;) :P

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই যে খাঁটি রসিক মানব একজন পাওয়া গেছে ;) এটা তো নিয়ে গেলেনই, নিচেরটাও টুকে রাখুন, জ্ঞানে লাগবে ;)

বউরা প্রেমস্বিনী নহে প্রেমিকার মতো
বউরা পানসে হয়ে যায় বছর খানেকেই
বউদের বয়স বোধ হয় বেড়ে যায় খুব দ্রুত
বউরা ষোলখানি প্রেমকলা ভুলে যায় সহজেই

বউরা প্রেমিকা হতো যদি, কিংবা পরকীয়া নারী
বউদের বক্ষ যদি হতো প্রেমিকার ঘরবাড়ি
স্বামীরাই পৃথিবীর প্রেমিকশ্রেষ্ঠ হতো
বউদের বড্ড করতলগত।

৩২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আসলে বেশ ভালো লেগেছে। সুন্দর করে লিখেচেন টাচি টাচি কথা!!

বাট!


B:-) B:-) B:-)





X( X( X( X( X(

আপনি না করতে পারেন নাই আপনার দুষ! সুন্দ্রীগো নিয়া আসলেন ক্যারে? X(


আর সুন্দ্র্রীরা কবিতা পড়ে না? মাইনে!!!!!!!!!!!!!!!!!!!!!! যারা কবিতা পড়ে তারা অসুন্দরী! :-& :-& :-& :-P :-P :-P

অবজেকশান! :-/ :-/


:P :P :P :P

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অবজেকশন সাসটেইন্‌ড ;) এবার বলুন সুন্দরীদের পক্ষ থেকে কোনো ইমপিচমেন্টের ডাক আসবে কিনা ;) সুন্দরীদের কোনোকিছুতেই ‘না’ বলতে নেই ;) আর এটা কোনো দোষ না, এটাই পরম মাহাত্ম্য ;)

সুন্দরীদের ধমকে মাথা ঘোরে না যে পুরুষের, সে কাপুরুষ। ----- সুন্দরীরারই সবচেয়ে বেশি কবিতা পড়েন ;)

***

সুন্দরীরা কবিতা পড়েন না, কবিতা ভালোবাসেন না,
তাঁরা কবিতা লিখতেও জানেন না;

তুমি বললে, ‘শুধু পড়েনই না, সুন্দরীরা লেখেনও অনবদ্য।’

যেদিন সুন্দরীরাও কবিতা লিখবেন, সেদিন গোলাপ ঝরে যাবে সুন্দরীদের দুঃখে। রাজপথের পিচগলা বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়বে সমগ্র নগরে। হায়, কী এমন দুঃখ পুণ্যবতী ললনাগণের, তাদেরও সোনার পালঙ্কে শুয়ে কবিতা লিখতে হলো?

সুন্দরী, প্রিয় উর্বশিনী, তোমরা কবিতা লিখো না; তোমাদের পাষাণ হৃদয়ে দুঃখ দেবে এমন সাধ্য কি বিধাতারও ছিল?

৩৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

অপর্ণা মম্ময় বলেছেন: এতো বদনাম করেও যে শেষ পর্যন্ত কবিতা লেখা হয় যে সুন্দরীর উদ্দেশ্য সে আসলেও সুন্দর। ;) ;)

কবিতার শেষ অংশটা বেশি ভালো লেগেছে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাঃ হাঃ হাঃ আপু, মূল মর্মে গুলতি ছুঁড়ে মেরেছেন দেখি ;) এজন্যই তাঁকে চুরি করে অদৃশ্যে উড়াল দিতে তীব্র শখ হয় ;)

ধন্যবাদ আপু।

৩৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯

রাধাচূড়া ফুল বলেছেন: তোমার প্রাণহীণ ছবির ভেতর প্রাণ ঢেলে
তোমাকে ফালি ফালি করে কাটি প্রমত্ত ঘোরে
জানো তো, সাবধানে মার নেই, তাই সতত সাবধানে থেকো
একদিন নিরুদ্দেশে সহসা তীব্র উড়াল দেবো স্বয়ং তোমাকেই চুরি করে।

চমৎকার কবিতা!!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ এবং আমার ব্লগে স্বাগতম।

৩৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০১

স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর কবিতা।


অনেক দিন পর আপনার হাতে সহজ ও সাবলীল লেখা পেয়েছি। :) আগের অনেক গুলো পোষ্ট বুঝতে অনেক কষ্ট হয়েছে এবং কিছু বুঝিই নি। আপনার লেখা সবসময় ভাললাগে।

ললনা কবিতা না পড়লেই ভাল কারণ অন্তত আমরা এই শোকে কাতর এক কবির হাহাকার শুনতে পাব তার কবিতার মাঝে। :P

+++

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাঃ হাঃ হাঃ খুব খাঁটি কথা বলেছেন- ললনারা কবিতা না পড়লেই ভালো- পড়লে তো আর এমনতরো হাহাকারময় কবিতার জন্ম হবে না ;) আর যদি তাঁরা কবিতা লেখেন, ব্যাপারটা কী হবে জানেন? পৃথিবীতে কোনো পুরুষ-কবি খুঁজে পাওয়া যাবে না ;) কারণ তামাম পুরুষ তখন ললনাদের কবিতা পাঠেই সমুদয় সুখ উপভোগে মত্ত হয়ে পড়বেন ;)

৩৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৩

শ্যামল জাহির বলেছেন: চমৎকার, চোরের চুরি বিশ্লেষণ!
অনেক ভাল লাগলো।

একদিন নিরুদ্দেশে সহসা তীব্র উড়াল দেবো স্বয়ং তোমাকেই চুরি করে।

এতো চুরি নয় কবি, ডাকাতি!!! B:-)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যেমন তেমন ডাকাতি নয়, একেবারে পুকুর ডাকাতি ;)

ধন্যবাদ শ্যামল জহির।

৩৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: দুঃসাহসিক দুর্দান্ত দুর্মর সত্য কথা দিয়ে তো হৃদয়টাকে ‘ফালি ফালি’ করে দিলেন, ভাই! ধুর্... এভাবে কেউ কয় নাকি! ;)

এমনভাবে কইলেন যেন কিছুই আর বাকি না থাকে!

উদ্ধৃতিও করতে পারছি না... তাহলে তো সবটুকুই করতে হয়।

লজ্জা পেলাম, নাকি বিব্রত হলাম নাকি ‘চমৎকৃত হলাম’ সিদ্ধান্ত নিতে পারছি না B-)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার শেষ লাইনের সমীকরণ এমন দাঁড়ালোঃ

আপনি লজ্জা পেলে- আমি বিব্রত
আপনি বিব্রত হলে- আমি লজ্জিত ও বিব্রত
আপনি চমৎকৃত হলে - আমি লজ্জিত ও প্রায়মৃত (আবেগে) ;)

এবার বলুন, আপনি আমাকে শেষ পর্যন্ত কোন্‌ অবস্থায় দেখতে চান বলে স্থির করলেন ;)

৩৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: মাত্র একটা প্লাস দিতে পারলাম!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা প্লাসের জন্যই সহস্র ধন্যবাদ মাঈনউদ্দিন ভাই। ভালো থাকুন।

৩৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১২

ডট কম ০০৯ বলেছেন: আপনার লেখা নিয়ে তো আর কথা বলার স্কোপ থাকে না।কি আর কমু।

কবে যে আপনার মত করে ভাবতে পারমু।

হাহহাহাহাহ

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহা বিরাট লজ্জা দিলেন ;) দেখতে পাচ্ছি অনেকদিন পর। কেমন আছেন?

অনেক ধন্যবাদ কমেন্টের জন্য।

৪০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৬

বোকামন বলেছেন:
কে তোমাকে ভালোবাসে জানো না, জানো না কার মনে বাস করে
সুগোপন ক্রূর বাসনা


সুন্দর লিখেছেন :-)

রাফখাতায় এত সুন্দর লিখেন ! মূল খাতায় না-জানি কত সুন্দর হয় ..

ভালো থাকুন প্রিয় কবি :-)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সম্মানিত ব্লগার বোকামন ভাই,

আপনার উপস্থিতি ভালো। উদ্ধৃত অংশটি আমারও মনের মতো হয়েছে। ধন্যবাদ উদ্ধৃতির জন্য।

রাফখাতা আর মূল খাতা, খাতা তো এই একটাই- ব্লগখাতা ;)

আপনিও খুব ভালো থাকুন প্রিয় ব্লগার।

৪১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: জানো তো, সাবধানে মার নেই, তাই সতত সাবধানে থেকো
একদিন নিরুদ্দেশে সহসা তীব্র উড়াল দেবো স্বয়ং তোমাকেই চুরি করে। :)

সুন্দর কবিতা ৮ম + সোনাবীজ ভাই।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

আচ্ছা, বলুন তো, কোনো কারণে কি আপনার মন খারাপ? আপনার উচ্ছলতা আর আবেগ আপনার কমেন্টে ফুটে ওঠে। গত কিছুদিন আপনাকে ব্লগেও খুব একটা দেখা যাচ্ছে বলে মনে হলো না। কিছু কি হয়েছে?

যাই হোক, আমার আশঙ্কা ভুল হোক, এটা চাইছি।

ভালো থাকুন সেলিম ভাই।

৪২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৭

মাহমুদ০০৭ বলেছেন: চমৎকার , খুব মজা পেলাম কবিতায় ।
ভাল থাকুন সোনাবিজ ভাই ।
শুভকামনা রইল ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই। কবিতায় মজা পেয়েছেন জেনে আশ্বস্ত হলাম।

৪৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৭

ভিয়েনাস বলেছেন: প্রানবন্ত একটা কবিতা পড়লাম। আপনার লেখা গুলোর মধ্যে অন্যতম স হজ একটা কবিতা :D

সুন্দরের পূঁজারি আমরা সবাই । সুন্দর কে কেউ না বলতে পারেনি আমরা কোন দু:খে না বলতে যাব B-)) সুতরাং সকল সুন্দরীরা সাবধান ,নয়তো তোমরা চুরি হয়ে যাবে :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

সুন্দর কে কেউ না বলতে পারেনি আমরা কোন দু:খে না বলতে যাব B-)) সুতরাং সকল সুন্দরীরা সাবধান ,নয়তো তোমরা চুরি হয়ে যাবে ;) হাঃ হাঃ হাঃ খুব মজার কমেন্ট করেছেন ;) রাতে কমেন্টটা পড়ে খুব হাসছিলাম ;)

সত্যিকারের সুন্দরীরা কি চুরি হতে ভালোবাসেন, নাকি চুরি বা ডাকাতি করতে- তা জানতে মনটা আনচান করে রে ভাই ;)

ভালো থাকুন ;)

৪৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৫

নেক্সাস বলেছেন: সুন্দরীরা বড় আনমনা, আত্মভোলা হোন, তাঁরা চাটুকারিতা ভালোবাসেন;
তাঁরা আদেশ করতে খুব বেশি ভালোবাসেন। তাঁরা কবিতা পড়েন না,
কবিতা ভালোবাসেন না, তাঁরা কবিতা লিখতেও জানেন না;

তুমি হাসলেই, কথা বললেই, তাকালেই, এমনকি ঔদাসীন্যে এড়িয়ে গেলেও
অবিরাম ঝরে পড়ে থোকা থোকা কবিতার রেণু





ভাই ভাষাহীন আমি.... এত সুন্দর করে তুলে ধরলেন কবিতাময় রমণী কে কিংবা রমণীময় কবিতা কে....

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতাময় রমণী কিংবা রমণীময় কবিতা- অসাধারণ এক উপমা দিলেন তো! মুগ্ধ হলাম। --- পাঠ ও কমেন্টের জন্য ধন্যবাদ নেক্সাস।

৪৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

ভিয়েনাস বলেছেন: ছবির সুন্দরি অথবা ঘরের সুন্দরীর কাছ থেকে জেনে নিলেই তো মনের আনচান থেমে যায় ভাইজান ;) :P

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঘরের সুন্দরীর কাছ থেকে না হয় জেনেই নিলাম, কিন্তু ছবির সুন্দরীর কাছ থেকে সেটা কীভাবে সম্ভব সেটা বলেন নি যে! যাই হোক, আপনার কথায় এখন মনের আনচান কিছুটা হলেও দূর হলো ;)

শুভ কামনা।

৪৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩

অদৃশ্য বলেছেন:





কবি

লোকে বলে বেশি হাসাহাসি করা ভালো না... অথচ আমার সেটাই হচ্ছে... লিখাটি পাঠ করছিলাম আর দম আটকে আটকে হাসছিলাম... কি চমৎকার মজা করেই না লিখেছেন লিখাটি...

খুব খুব ভালোলাগা আর সাথে খুব খুব মজা পেলাম...

তার প্রতি আপনার হিংসে থাকলেও ভালোবাসাটা ছিলো অন্য সবার থেকে অনেক অনেক বেশি সম্ভবত সে কারনেই আপনি তাকে ঠিকই চুরি করে নিয়ে উড়াল দিতে পেরেছিলেন... ?

শুভকামনা...

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্ট আমার কবিতার রসকে আরও অনেকখানি উপরে নিয়ে গেলো, বিশেষত ‘শুভ কামনার’র উপরের প্যারাঃ তার প্রতি আপনার হিংসে থাকলেও ভালোবাসাটা ছিলো অন্য সবার থেকে অনেক অনেক বেশি সম্ভবত সে কারনেই আপনি তাকে ঠিকই চুরি করে নিয়ে উড়াল দিতে পেরেছিলেন... ?

এমন উদার ও মহৎ কমেন্টে খুব আপ্লুত বোধ করি।

অনেক ধন্যবাদ অদৃশ্য’র জন্য, এবং শুভ কামনা।

৪৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: একদিন নিরুদ্দেশে সহসা তীব্র উড়াল দেবো স্বয়ং তোমাকেই চুরি করে।

-ভাগ্যিস এটা নিতান্তই একটা ফোটোগ্রাফ! আমার তো মাঝে মাঝে আস্ত মানুষটাকে চুরি নয়- ছিনতাই করবার দুর্মর বাসনা জাগতো। আজকাল বড্ড বেশি বুড়ো হয়ে গেছি! :P

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাঃ হাঃ হাঃ আপনার কথা শুনে গরুড়ছানারাও হাসতে হাসতে মাটিতে লুটোপুটি যায় জুলিয়ান ভাই =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

এখন আপনার কমেন্ট পড়ে তো মনে হচ্ছে, চুরি নয়, একেবারে ছিনতাই করে নেয়াটাই উত্তম ;) কদিনই বা এ যৌবন থাকবে, বুড়া তো আমিও হবো, তার আগেই কাজটা সেরে নেয়া ভালো ;)

ধন্যবাদ জুলিয়ান ভাই। শুভ কামনা।

৪৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬

রহস্যময়ী কন্যা বলেছেন: হে সুন্দরী, অজস্র প্রেমিকের আরাধ্য রমণী, তোমাকে কোনোদিনই
একান্তে পাবো না, এ কথা জানি, তাই সর্বগ্রাসী ইচ্ছেরা ক্রমশ সোচ্চার,
রক্তে রক্তে নীরব তোলপাড়

:P :P :P এখানেই তো সব কিছু বলা হয়ে গেছে ;)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, তাইতো, সবই তো বলা হয়ে গেছে :)

আপনাকে এ নিকে দেখে ভালো লাগলো, কিন্তু আপনার আগের নিকটা যে কী ছিল তা কিছুতেই নিশ্চিত হতে পারছি না, অথচ ওটা খুব জনপ্রিয় নিক :)

ধন্যবাদ।

৪৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫

সোমহেপি বলেছেন: ছবিটা না দিলেই ভালো হত।

কবিতা অনেক পছন্দ হইছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছবিটা পারপাসফুলিই দেয়া হয়েছে :) টেক্সটে তার ইঙ্গিত দেয়া হয়েছে :)

কবিতা পড়ার জন্য ধন্যবাদ ইমন ভাই।

৫০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৯

এক্সপেরিয়া বলেছেন: সুন্দর কবিতা.... আর সুন্দরীরা আসলেই ভাল না.... :P

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দরীরা আসলেই ভালো না, বিশেষ করে ওরা যখন আমাকে ভালোবাসে না, অথচ অন্য ছেলেগুলোকে ভালো বাসতে বাসতে বাদশাহ বানিয়ে ফেলে :)

ধন্যবাদ এক্সপেরিয়া, এবং আমার ব্লগে স্বাগতম :)

৫১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩

বিদ্রোহী ভাস্কর বলেছেন: ভালো তো। ভালো না !

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বেশি ভালোও কিন্তু ভালো :)

৫২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

কয়েস সামী বলেছেন: আমার কবিতা ভাল লাগতো না। বাট আপনার কবিতা আমাকে ধীরে ধীরে কবিতা প্রেমী করে তুলছে!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হায় হায়, এটা কী শোনালেন আমাকে :) নিজেকে তো মহাসার্থক কবি মনে হচ্ছে এখন :)

ধন্যবাদ গল্পের জাদুকর।




আপনাকে একটা উপাধি দিলাম, আপনার জন্য যথোপযুক্ত।

৫৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৩

সায়েদা সোহেলী বলেছেন: ।হায় হায় সুন্দরীদের নামে এহেন অপপ্রচার !! আপনার সাহসের বলিহারি !! একটু সাবধানে থাইকেন ।

।তা ভাইজান সুন্দরী দের দিকে না তাকালেই ত হয় B:-/ তাকিয়ে ছেন তো মরেছেন ! :P ! যদিও না তাকালে এই সকল কবিতার ঝড় কি করিয়া হইবে !!?? /:) :)

ছবি তো গুগল মামুর মনে হচ্ছে না , নিজের এলবাম কিনবা পুরোনো ডাইরির ভাজ থেকে নেওয়া মনে হচ্ছে !!
ঘটনা কি বলে ফেলুন তো ধুলাবালি ভাই ।


কবিতায় + :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি সুন্দর, তাই চেয়ে থাকতে মন চায়, এটাকে ওয়ার ক্রাইম হিসাবে না নিলেই তো ল্যাঠা চুকে যায় :) সুন্দরীদের দিকে না তাকালে 'সুন্দরী' শব্দের জন্মই হতো না, কারণ, সুন্দরীতত্ত্বেরই কোনো ধারণা হতো না- আমাকে কে ফিরায় সুন্দরীদের থেকে? :) :)

ছবির ব্যাপারে যা বললেন তা অবশ্য ওয়ার ক্রাইম ক্যাটাগরির অফেন্সের অন্তর্ভুক্ত :)

কবিতায় + এর জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

৫৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫১

শাহেদ খান বলেছেন: আমি দেখছি এই পোস্টে আগে আসিনি, অথচ এ্ই লেখা আগে পড়েছি বলে মনে হচ্ছে ! কিভাবে সম্ভব বলুন তো? ফেসবুকে শেয়ার করেছিলেন কি? অথবা ব্লগে রিপোস্ট? নাকি অফলাইনে এসেছিলাম কখনও?

আচ্ছা, ভাল লাগা জানবেন অবশ্যই।

+++

আলাদা কথা। আপনার একটা বাস্তব নাম জানতে চাই। সম্বোধনের জন্য কখনও কখনও অনন্যোপায় হয়ে সোনাবীজ ভাই ডেকেছি, কিন্তু পরে নিজের কাছেই মনে হয়েছে ব্যাপারটা কেমন হল? 'সোনাবীজ; অথবা ধুলোবালিছাই' তো আপনার নাম না, এ আপনার ব্লগের নিক। একটা মানুষের নামে ভাই যুক্ত করে ডাকতেই পারি, কিন্তু একটা ব্লগ নিক'কে ভাই ডাকলে কেমন শোনায় না? একারণে থার্ড পার্সনে কথা বলার সময় আপনার নিক'টা শুধু লিখি। তানিমকে বোধহয় দেখেছিলাম, আপনাকে 'খলিল ভাই' সম্বোধন করতে। অথবা আপনার অ্যাড্রেস থেকে পাচ্ছি 'ফারিহান ভাই'। আপনি জানাবেন কোনটায় আপনি সাচ্ছন্দ্যবোধ করবেন।

শুভেচ্ছা। সবসময়ের। :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটি খুব সম্ভবত ফেইসবুকেই পড়েছিলেন :) অথবা অফলাইনে পড়ার সম্ভাবনা তো থাকলোই। যেভাবেই পড়ুন না কেন, পড়ার জন্য অনেক ধন্যবাদ শাহেদ ভাই।

ছোটো ছেলের নামে এ নিকটা ওপেন করেছিলাম :) ছোটো ছেলের নাম ফারিহান মাহমুদ। এক সময় দেখলাম পরিচিতদের মধ্যে ছেলের নামেই পরিচিত হয়ে উঠছি ;) সোনাবীজ; অথবা ধুলোবালিছাই নামে একটা বই প্রকাশের চিন্তাভাবনা ছিল- অবশেষে নিজের নিকনেইমটা ঐ নামেই বদলে ফেললাম ;)

কিন্তু আমি আপন আড়ালে হারিয়ে গেছি শাহেদ ভাই :(

৫৫| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪১

কয়েস সামী বলেছেন: গল্পের জাদুকর! একটু বেশি হয়ে গেল না? হাহাহা! জানি, বেশি বেশি বললেন, তবুওতো ভাল লাগল! ধন্যবাদ!

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: না, বেশি বেশি বলি নি মোটেও। তবে, যেদিন গল্পের জাদুকর হিসাবে নাম ছড়িয়ে পড়বেন, সেদিন দয়া করে আমার আজকের কথাটি ভুলে যাবেন, কেমন? ;)

শুভ কামনা থাকলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.