নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

তুমি শুধু মন নিয়ে খেলা করো

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৪৪







একটু আগেই চলে যেতে যেতে



রেখে গেলি অগ্নিদাহের সুতীব্র জ্বালা শরীরের প্রত্যেক পরতে

একটি রাত কিংবা কিছু বেশি- কেন তবে যন্ত্রণা জাগালি মনে?

কে দেবে অঙ্গারে জল আমায় এখন, বারুদ যৌবনে?



চলে যাবার অনেক আগেই এভাবেই চলে যায় সব পাখি

আমার পাখির পালকপুঞ্জের ঘ্রাণ

বাতাসে বাতাসে ভেসে ভেসে আমাকেই খোঁজে নাকি!



তুই তো জানিস না পাখি, সমগ্র রাতের বৃষ্টির শব্দ প্রেমের মূর্ছনার মতো

বুঁদ করে আঁখি ও অন্তর।

তোকে ছাড়া কীভাবে বাঁচি রে বাবুই?

আমার ঘর ও পৃথিবী তোকে ছাড়া বিরান কবর



তুই ফিরে আয়... তোর লাগি এখনও আমি কাঁদি।



২৫ নভেম্বর ২০০৮



সংশয়



সবখানি তুই দিয়েছিলি মেয়ে

দেহের গভীরে দেহ

শুধু মনটারে কারে দিয়েছিলি

আজও তায় সন্দেহ



দেহখানি তোর চাঁদের প্রতিমা

তাতে কিবা সুখ হয়

যদিবা প্রেমের পরম সূত্রে

রয়ে যায় সংশয়!



৪ জানুয়ারি ২০০৯



দুঃখিনী মেয়েটার কথা



মেয়েটা দুঃখিনী খুব

তীব্র ডিপ্রেশনে রোজ রোজ কাঁদে

আর ভালোবাসা সাধে



একদা তুফানের কালে ডেকে নিয়ে শয্যায়

রাতভর অপূর্ব সঙ্গম দিল সুনিপুণ দক্ষতায়



সেই ছিল শুরু



এখন আর সে কাঁদে না, ভালোবাসাও সাধে না

অন্ধকারে দাঁড়িয়ে থাকে আশ্চর্য এক হাসনাহেনা



৯ এপ্রিল ২০০৯



একটা অচিন গাছের ছবি



প্রতিদিন একটা গাছের ছবি আঁকি

গাছটা দেখি নি কোথাও কোনোদিন

তার ডালপালা ফুলফলপাতা নদীপাড় পাখপাখালির পরিণাহ

অদ্ভুত ছায়া ফেলে আঙুলচুড়ায়

আমি আঁকি

কিংবা আর কেউ

তাকেও চিনি না জানি না দেখি নি কস্মিন যুগেও



গাছেরা কি কথা বলে? ছায়া ও ছবিরা? বলে,

আর তারা কোরাস গায়, দল বেঁধে নাচে, শোনায় ইতিহাস :



মানুষ নাকি গাছ আর গাছেরা মানুষ

হাড্ডিসার গাছ দেখে মানুষ চমকালো যেদিন

ঘরকুনো পাখিরা নদীমুখো হলো

আর বৃক্ষের বীজেরা খুঁজে নিল মানুষের ওম



মানুষ মানুষ হয়ে গেলে হয়ে যায় পাখিদের গাছ

এককালে বয়রা বিটপীর বীজতলাও বানভাসী হয়

আমরা তখন মৃত বায়সের শুকনো হাড় খুঁজি



প্রতিদিন একটা অচিন গাছের ছবি আঁকি

আমি কিংবা অচেনা একজন



১৩ এপ্রিল ২০০৯



এক সুপরিচিতার কথা



আগুন ও বরফে দেখা যেতো তাকে

পৃথিবীর নিয়মে অনীহা প্রকট, কদাচিৎ আমাদের ডাকে

সদাশয় সমাবেশে বসতেন তিনি

তাই তাঁর কাছে আমরা খুব সামান্যই ঋণী



তাঁর ছিল বিরল বৈভব; সমুদয় করেছেন অপাত্রে দান

আজ তিনি ভিখারিনী, সকাতরে সেই ধন খুঁজিয়া বেড়ান।



১৪ এপ্রিল ২০০৯



শুদ্ধিস্নান



তুমি শুদ্ধিস্নানে গিয়ে

আর এলে না



আমি পাতার নূপুর পায়ে বায়ুর স্বননে কাঁদি

আর, চাঁদের জানালায় উল্কা জ্বেলে রাখি



আর, তোমার আগুনে অশুদ্ধ হবার বাসনায় লালায়িত রাত জাগি



প্রেমের কসম, শুদ্ধ না হও-

এসো না



২০ আগস্ট ২০০৯



ঠাণ্ডা যুদ্ধ



তোমার তখন কিচ্ছু ছিল না

আমার দু’হাত শূন্য

তোমার তখন দুঃখ ছিল না

আমার ছিল না কান্না



তোমার এখন পূর্ণ দু’হাত

আমার দু’হাত ঋদ্ধ

তোমার ভুবন ঝাঁ ঝাঁ রোদ্দুর

আমার ভুবন বর্ষা



তোমার-আমার সন্ধিসকল

অগ্রন্থিত, রুদ্ধ

তোমার-আমার হিম মহাকাল

রক্তবিহীন যুদ্ধ



২৬ জানুয়ারি ২০১০ রাত ১১:৩৩



২৫ বছরের মৃতদেহ



একদা আমি তাকে ভালোবাসতাম। তাকে কাল আবার নতুন করে ভালোবাসতে গেলে আন্তরিক হাসিযোগে আমাকে গ্রহণ করলো। অন্তরঙ্গ আতিথেয়তা শেষে সে বললো, তোমাকে অভিবাদন, আজ আমার ২৫তম মৃত্যুদিবস।



১৫ মার্চ ২০১১



খোঁজ



কেউ তোমাকে ভুল পথে দেয় ঠেলে

কেউ তোমাকে অন্য পথে ডাকে

তার ঠিকানা নিজেই কি সে জানে

তোমার ভেতর খুঁজছো তুমি যাকে?



তোমার ভেতর খুঁজছো তুমি কাকে?

সত্যি বলো, পাও নি কি তার দেখা?

হন্যি হয়ে সারা ভুবন খোঁজো

তোমার পাশে তোমার ছায়া একা



তোমার পাশে তোমার ছায়া নড়ে

তোমরা দুজন বাস করো এক ঘরে।



১৭ আগস্ট ২০১১



যদি বারণ করো তবে...



তুমি যদি বলো

তোমার চোখেতে

আর চোখ রাখিব না



নাহি যদি চাও

প্রিয় মধু নামে

কোনোদিনই ডাকিব না



নাহি চাও যদি

আজই ফিরে যাবো

যে-পথে আসিয়াছিনু



তুমি যদি বলো

সবই রেখে যাবো

যা কিছু লইয়াছিনু



তুমি যদি বলো

হয় নি কিছুই

আর তুমি লিখিয়ো না



প্রেমের কসম

তোমার নামেতে

আমি আর লিখিব না



একদা নিশীথে

ঘুম ভেঙে যদি

চোখ ভিজে যায় জলে



আমার কবিতা

কাঁদিবে সেদিন

লুটায়ে পায়ের তলে



১১ এপ্রিল ২০১৪

মন্তব্য ৬৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৪১

একজন ঘূণপোকা বলেছেন:
প্লাস বাটন কাজ করছে না।

কমেন্টেই প্লাস লন

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ একজন ঘূণপোকা।

২| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৪৪

চানাচুর বলেছেন: bhallaglo :)

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ চানাচুর।

৩| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:৪৭

বৃত্তে বন্দী বলেছেন: অসম্ভব ভালোলাগা .।.।.।. আচ্ছা শুদ্ধিস্নানে ব্যাপারটা কি হল ঠিক ধরতে পারিনি!

১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


আর, তোমার আগুনে অশুদ্ধ হবার বাসনায় লালায়িত রাত জাগি

প্রেমের কসম, শুদ্ধ না হও-
এসো না



পরিশুদ্ধ প্রেমে নিমজ্জিত হবার বাসনা। সেই প্রেমে আমি কলঙ্ক বরণ করবো, কিন্তু তার আগে তোমাকে পরিপূর্ণ বিশুদ্ধি অর্জন করতে হবে। তা যদি না পারো, তুমি এসো না।


ধন্যবাদ।

৪| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৫

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: অনেক ভাল লাগল।

মেয়েটা দুঃখিনী খুব
তীব্র ডিপ্রেশনে রোজ রোজ কাঁদে
আর ভালোবাসা সাধে ----- বংলা শব্দ হলে আর বেশি ভালো লাগতো।

১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
তীব্র বেদনায় রোজ রোজ কাঁদে- এই তো, একটা ভালো বাংলা শব্দ পেয়ে গেলাম! ;)

অনেক ধন্যবাদ আপনাকে।

৫| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৬

মামুন রশিদ বলেছেন: সবগুলো কবিতা সুন্দর । 'একটা অচিন গাছের ছবি' বেশি ভালো লাগছে ।

১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় মামুন ভাই।

৬| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সব গুলাই ভালো লাগছে তবে অচিন গাছের ছবি কবিতাটা বেশি ভাল লাগছে।

১১ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়।

৭| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো, খোঁজ সবচেয়ে বেশি

১১ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


তোমার পাশে তোমার ছায়া নড়ে
তোমরা দুজন বাস করো এক ঘরে।


অনেক ধন্যবাদ মাসুম ভাই।

৮| ১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২২

স্নিগ্ধ শোভন বলেছেন:




সবগুলোই চমৎকার +++++++++
একটা অচিন গাছের ছবি বেশি ভাল লাগলো।

১১ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

মানুষ মানুষ হয়ে গেলে হয়ে যায় পাখিদের গাছ
এককালে বয়রা বিটপীর বীজতলাও বানভাসী হয়
আমরা তখন মৃত বায়সের শুকনো হাড় খুঁজি



অনেক ধন্যভাই স্নিগ্ধ শোভন ভাই।

৯| ১১ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

উদাস কিশোর বলেছেন: অসাধারণ
খুব ভাল লেগেছে কবিতা. . . .

১১ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ উদাস কিশোর।

১০| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০৫

শাহ্‌রিয়ার প্রান্ত বলেছেন: আহ কবিতা পড়ে অনেক কিছু শিখছি ।শুভকামনা কবি।

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ শাহ্‌রিয়ার প্রান্ত। আমার ব্লগে স্বাগতম।

১১| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সোনাবীজ ভাই কি আর কমেন্ট করবো।লা জবাব ।মুগ্ধ হলাম।

১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় সেলিম আনোয়ার ভাই।

১২| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
তোকে ছাড়া কীভাবে বাঁচি রে বাবুই?

তোমার পাশে তোমার ছায়া নড়ে
তোমরা দুজন বাস করো এক ঘরে।


একদা নিশীথে
ঘুম ভেঙে যদি
চোখ ভিজে যায় জলে

আমার কবিতা
কাঁদিবে সেদিন
লুটায়ে পায়ের তলে


অনেক কিছুই অনেক ভালো লাগলো !

তবে এক সাথে এতোগুলো কবিতা কেন সোনাভাই ?
খেই হারিয়ে ফেলতে হয় যে !!

ভালো থাকুন ।

১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ স্বপ্নচারী গ্রানমা। একসাথে এতগুলো কেন? --- হ্যাঁ, ভবিষ্যতে এ প্রশ্নটা মাথায় রাখবো ;)

১৩| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
একগুচ্ছ সুন্দর।
অনেকদিন পর ব্লগ পাঠ আনন্দ দিলো।

১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় আশরাফুল ভাই।

১৪| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৯

প্যারাডাইস বলেছেন:


খুব সুন্দর। ২৫ বছরের মৃতদেহ অনেক ভাবালো। মুগ্ধ হয়ে
পড়লাম আপনার কবিতাগুলো।
ভাল থাকুন সর্বদা।

১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। আমার ব্লগে স্বাগতম।

১৫| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৫১

সোনালী ডানার চিল বলেছেন:
এ কবিতাপাঠ আনন্দের আর ভিন্নতার!
দারুণ সুন্দর!

১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিনীত ধন্যবাদ সোনালী ডানার চিল।

১৬| ১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:২০

বৃতি বলেছেন: "একটা অচিন গাছের ছবি" আর "খোঁজ" খুব ভাল লাগলো ।

"পরিণাহ" শব্দটার মানে জানি না।

১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু পোস্ট পড়ার জন্য।

‘পরিণাহ’ বা ‘পরীণাহ’ শব্দের অর্থ বিস্তার, প্রসার, ব্যাপ্তি, সীমান্তরেখা।

১৭| ১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৪

রাবেয়া রব্বানি বলেছেন: শেষটা তেমন একটা ভালো লাগেনি। এছাড়া বাকি সব অসাধারণ লাগছে ভাই।

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। অনেকদিন পর দেখা। শুভ নববর্ষ।

১৮| ১২ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

ইমিনা বলেছেন: সবগুলোই অসাধারন। তাই কোনটা রেখে কোনটার প্রশংসা করবো তা এখনো ঠিক করতে পারি নি :( :(

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ ইমুসোনা। শুভ নববর্ষ।

১৯| ১২ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০২

সকাল রয় বলেছেন:
সবগুলোতেই গল্প আছে__ গল্প না থাকলে কবিতা হতো না___
ধন্যবাদ কবিকে

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক।

ধন্যবাদ কবি সকাল রয় এবং শুভ নববর্ষ।

২০| ১৩ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:৪৫

সানড্যান্স বলেছেন: এত গুলো সুন্দর কবিতা একিসাথে আর কে কবে লিখেছে?

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তাইতো!!! ;)

ধন্যবাদ সানড্যান্স এবং শুভ নববর্ষ।

২১| ১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৬

গোর্কি বলেছেন:
মন নিয়ে খেলা করো, একি শুধুই ছলনা!! পাঠে একরাশ মুগ্ধতা। শুভকামনা।

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দারুণ বললেন ম্যাক্সিম গোর্কি ;)

ধন্যবাদ জানবেন। শুভ নববর্ষ।

২২| ১৩ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৫

নিশাত তাসনিম বলেছেন: একটু দেরিতে মন্তব্য করতে হলো এবার । বরাবরের মতোই মুগ্ধতা ।

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নিশাত তাসনিম। শুভ নববর্ষ।

২৩| ১৩ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: Missing my Guruji... :)

Click This Link

সুন্দর হয়েছে। ভালো লাগা আর শুভকামনা রইলো।

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওটা আমি ছোটোবেলায় গেয়েছি ;) হেরেগলা ছেড়ে দিয়ে ;)


তুমি সে কি হেসে গেলে আঁখিকোণে–
আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি,
তুমি আছ দূর ভুবনে॥

একা এসেছিল ভুলে অন্ধরাতের কূলে
অরুণ-আলোর বন্দনা করিবারে।
ক্ষীণ দেহে মরি মরি সে যে নিয়েছিল বরি
অসীম সাহসে নিষ্‌ফল সাধনারে॥
কী যে তার রূপ দেখা হল না তো চোখে,
জানি না কী নামে স্মরণ করিব ওকে।
আঁধারে যাহারা চলে সেই তারাদের দলে
এসে ফিরে গেল বিরহের ধারে ধারে।



শুভ নববর্ষ।

২৪| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:


শিরোনামটা দারুন, মনে গেঁথে গেছে।

১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।

২৫| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১৯

স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ বাংলা নববর্ষ !:#P !:#P !:#P

১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুভ নববর্ষ শোভন ভাই।

২৬| ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:১৪

এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।

সুন্দর পোস্ট।

১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ এহসান ভাই। আপনাকেও নববর্ষের শুভেচ্ছা।

২৭| ১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪০

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: আজ নাই কবিতার ভাষা
আছে শুধু প্রত্যাশা
ভালো থেকো ভালো থাকো
সোনালী ডানার চিল
ভালো থেকো ভালো থেকো
দুরন্ত আড়িয়াল বিল

চমৎকার লিখেছ।
শুভ নববর্ষের শুভেচ্ছা ১৪২১ !!

১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


মম জীবন যৌবন
মম অখিল ভুবন
তুমি ভরিবে গৌরবে
নিশীথিনী-সম।।
জাগিবে একাকী
তব করুণ আঁখি,
তব অঞ্চলছায়া মোরে
রহিবে ঢাকি।।
মম দু:খবেদন
মম সফল স্বপন
তুমি ভরিবে সৌরভে
নিশীথিনী-সম।।



***

গুরু ধরো, গুরু ভজো,
গুরুকে সদা সত্যি মানো

‘আমার গুরুজি’ কেবল মানায়
যেদিন আরো অধিক জানো

তোমার গুরু আমার গুরু
ভক্তি তাঁরে সব মুরিদের

‘আমার’ তাঁরে যায় না বলা
সদাই তাঁরে কও ‘আমাদের’।

২৮| ১৫ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:৫৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: প্রতিটা কবিতাই মনে হল সুনিপুণ চিত্রকল্পের ওপর নির্মিত। রূপক আর উপমার চমৎকার ব্যবহার পরিলক্ষিত হল। ভাবের বিন্যাসও ঘটিয়েছেন চমৎকার করে। খুব ভালো লাগলো। শুভ নববর্ষ।

১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ কমপ্লিমেন্ট। অনেক ধন্যবাদ বিদ্রোহী বাঙালী।

২৯| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১১

অদৃশ্য বলেছেন:






___ অপুর্ব ___




কবির জন্য
শুভকামনা...

১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার ‘অপূর্ব’ আমার জন্য বিরাট প্রাপ্তি।

অদৃশ্য’র জন্য অনেক ধন্যবাদ, এবং শুভ কামনা।

৩০| ১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০১

অন্ধবিন্দু বলেছেন:
সোনাবীজ,
অসাধারণ লিখেছেন। এ যুগের শ্রেষ্ঠ কবিতাগুলো আপনারা লিখে ফেলছেন !


চমত কার ! ;)

১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ যুগের শ্রেষ্ঠ কবিতাগুলো আমরা লিখে ফেললাম নাকি? তাহলে তো দেখি কবিতা লেখায় ইস্তফা দিতে হয়- যাতে বাকিরাও কিছু ‘শ্রেষ্ঠ কবিতা’ লিখবার সুযোগ পান ;)

ধন্যবাদ অন্ধবিন্দু। আপনার পোস্টে একটা কমেন্ট করে এসেছি।

আর আমার ব্লগে স্বাগত জানাচ্ছি। আপনার লেখার হাত খুব ভালো।

৩১| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৯

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,



পুরনো চাল ভাতে বাড়ে...
কবিতা বাড়ে রসে ।

কবিতার মন নিয়ে খেলা করেছেন ছন্দের তালে তালে। তাতেই রাতভর অপূর্ব ছন্দ সঙ্গমের সুনিপুণ দক্ষতার ভেতর যেন খুঁজে পেলুম কবিতার ওম ।
এই কবিতাগুচ্ছ ছেড়ে চলে যেতে যেতে এই ওমটুকুই কারো বারুদ যৌবনের অঙ্গারে জল নয়, উল্কা জ্বেলে দেবে হয়তো।

নববর্ষের তাজা শুভেচ্ছা জানানোর মওকা পাওয়া গেলনা বলেই নববর্ষের একদিনের বাসি শুভেচ্ছা .......

ভালো থাকুন ।





১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্বদেশ হাসনাইনকে অনেকদিন ধরে ব্লগে মিস করছি। তাঁর কমেন্টগুলো অনেক সময়ই মূল পোস্টকে ছাপিয়ে যেতো। আশ্চর্য হচ্ছি এই দেখে যে, স্বদেশ হাসনাইনের শূন্যস্থানটি ধীরে ধীরে পূরণ হয়ে গেছে- এ মহৎ কাজটি করছেন স্বয়ং আপনি। আপনার কমেন্টে অনেকগুলো প্লাস থাকলো।

শুভ নববর্ষ আহমেদ জী এস ভাই। আপনার শুভেচ্ছাও অনেক আনন্দের সাথে গৃহীত হলো।

ভালো থাকুন।

৩২| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৭

ডট কম ০০৯ বলেছেন: খোঁজ

কেউ তোমাকে ভুল পথে দেয় ঠেলে
কেউ তোমাকে অন্য পথে ডাকে
তার ঠিকানা নিজেই কি সে জানে
তোমার ভেতর খুঁজছো তুমি যাকে?

তোমার ভেতর খুঁজছো তুমি কাকে?
সত্যি বলো, পাও নি কি তার দেখা?
হন্যি হয়ে সারা ভুবন খোঁজো
তোমার পাশে তোমার ছায়া একা

তোমার পাশে তোমার ছায়া নড়ে
তোমরা দুজন বাস করো এক ঘরে


ভাবনায় আবার ফেলে দিলেন!!এই ভাবনার শেষ বোধকরি এ জনমে হবে না।

পাশাপাশি দুজনে এক ঘরে তবু কাছাকাছি না।

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আরমান ভাই।


বাসার একটা খুপরিতে অনেক মালপত্রের নিচে একটা মূল্যবান ট্রাঙ্ক ডুবে গেছে। সেই ট্রাঙ্কের ভিতরে রয়েছে সবুজ অঙ্গনের পুরোনো কপিগুলো। এত আবর্জনা ভেদ করে ঐ ট্রাঙ্কের ভিতরে যাওয়া ইহজনমে সম্ভব হবে কিনা জানি না :(

৩৩| ২৪ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

ডট কম ০০৯ বলেছেন: সমস্যা নাই!!

আপনাকে কষ্ট দিয়ে আমি কিছুই চাই নে।

আপনি আনন্দে থাকুন,ভাল থাকুন। ;)

২৪ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আপনাকে কষ্ট দিয়ে আমি কিছুই চাই নে।


আপনার এহেন মাহাত্ম্য ও ঔদার্যের জন্য অনেক ধন্যবাদ আরমান ভাই ;)

৩৪| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সমুদ্র স্নানে শান্তি?

নাকি পাড়ে দাড়ালে?

যখন স্নানে ---- কত্ত কেঁদেছি
পাড়ে দাড়িয়ে কত ভেবেছি

এখন কেবলই ইশ্বর দৃষ্টি নিয়ে

শুধুই দেখে যাওয়া!

প্রতিক্রিয়াহীন!

====

আপনার কবিতার পাওয়ার দেখেন! অকবিরে কবি বানাই দিল ;) :):):)

২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


সমুদ্র স্নানে শান্তি?
নাকি পাড়ে দাঁড়ালে?
যখন স্নানে ---- কত্ত কেঁদেছি
পাড়ে দাঁড়িয়ে কত ভেবেছি
এখন কেবলই ঈশ্বর দৃষ্টি নিয়ে
শুধুই দেখে যাওয়া!
প্রতিক্রিয়াহীন!


বাহ, অসাধারণ। আপনি নিজেই যে কত পাওয়ারফুল কবি তা আপনার এ কবিতা থেকেই বোঝা যায়।

আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.