নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

আজ সকালে, এই ঘোরের ভেতর আমি মরে যেতে চাই

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৭

কোনো কোনো সকালে ম্যাজিক থাকে,

চারদিক কেন এতো ভালো লাগে জানি না। একদঙ্গল ঢেউ

উথলে ওঠে বুক থেকে। বিপুল চাঙ্গা একটা বাতাসের ঝাপটা

সুড়সুড় ঢুকে পড়ে নাকের গভীরে।

অদ্ভুত একটা গন্ধ পৃথিবী জুড়ে ছাপিয়ে ওঠে, শৈশবে মায়ের বুকে

মুখ গুঁজে যে-স্বাদ পেয়েছিলাম, মনে হয়,

মোহন অদৃশ্যে কোথাও মা তার বিছানা বিছিয়ে বসে আছে

স্মিতহাস্যে। আমার কী যে ভালো লাগে, সংজ্ঞাতীত সেই ভালো লাগা।



আজ আমার সবকিছু ভালো লাগে। সবকিছু সাংঘাতিক সুন্দর।

সবগুলো মানুষের মুখ স্বর্গীয় নির্মল। যেদিকে তাকাই,

পবিত্র শুভ্রের ফুল হাস্যমুখর। আজকের দিনটা ভয়ানক সুন্দর।

অসহ্য যন্ত্রণার মতো অগুনতি সুখে

আজ আমার বুক ভরে আছে। আজ আমি প্রাণ ভরে ভালোবাসি।

আজ আমার খুলে গেছে দরাজ হৃদয়। আজ আমি প্রাণ ভরে ভালোবাসি।



এমন অবাধ্য সুখের ভেতর আজ আমার মরে যেতে সাধ হয়।

এমন সুখের মুহূর্ত জীবনে বার বার আসে না। এখন আমি ঘোরের ভেতর।

একটু পরই, কে জানে, আমার ঘোর কেটে যাবে।

বাইরে অজস্র বিস্ফোরণ, মৃতের আহাজারি।

স্বাভাবিক মৃত্যুর লিপ্সায় মানুষের আকুলতা।

ক্ষমতার কাছে মানুষ অসহায়! মসনদের মোহে পুড়ে যায় সোনার বাংলা,

দলে দলে লাশ হয় মানুষ। ক্ষমতাবানদের টনক নড়ে না।

ক্ষমতার জন্যে তো মানুষই মরবে। তা না হলে

কীভাবে হবে ক্ষমতার জয়! স্থির লক্ষ্যে অবিচল থেকে এভাবেই তাঁরা

মানুষের লাশ গোনেন, আর নিজ নিজ জিদ ও অহমিকায়

সুদৃঢ় সতেজ হন তাঁরা।



আজ আমি মরে গেলেই ভালো।

এই যে যেখানে আমি দাঁড়িয়ে আছি, একগুচ্ছ মনোরম ফুলের পাশে,

এখানে মরে যাওয়ার মতো এমন নিরাপদ মৃত্যু কার ভাগ্যে জোটে!



৮ ফেব্রুয়ারি ২০১৫

মন্তব্য ৫৭ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০১

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা আপনার পোস্টে।


আজ আমি মরে গেলেই ভালো।
এই যে যেখানে আমি দাঁড়িয়ে আছি, একগুচ্ছ মনোরম ফুলের পাশে,
এখানে মরে যাওয়ার মতো এমন নিরাপদ মৃত্যু কার ভাগ্যে জোটে!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ ইমতিয়াজ ভাই। শুভেচ্ছা জানবেন।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১২

কলমের কালি শেষ বলেছেন: শেষের ক'টা লাইন মনভারী করে কেঁদে গেল ।

কবিতায় অসাধারণ হিংস্র আক্ষেপের প্রকাশ ঘটেছে । ঘটতে বাধ্য করেছে ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
হয়ত শুনব কোনো এক গাড়ির আগুনে আমার ভার্সিটি পড়ুয়া ছেলে পুড়ছে, আর মা-মা বলে শেষ-আর্তনাদে গলে যাচ্ছে। আমার কিছুই করার নেই। স্বদেশে প্রবাসী আমি। আমার কোন পাখা নেই, উড়ে গিয়ে আগুন থাবা থেকে ছেলেকে ছিনিয়ে আনবো। আমাকে জড় বস্তুর মতো এখানেই বসে থাকতে হবে। কাঁদতেও পারবো না। মানুষ অধিক শোকে পাথর হয়ে যায়।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১২

এম এ কাশেম বলেছেন: আজ আমি মরে গেলেই ভালো।
এই যে যেখানে আমি দাঁড়িয়ে আছি, একগুচ্ছ মনোরম ফুলের পাশে,
এখানে মরে যাওয়ার মতো এমন নিরাপদ মৃত্যু কার ভাগ্যে জোটে!

চমৎকার ,

ভাল লেগেছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ কাশেম ভাই। শুভেচ্ছা।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৩

সুস্মিতা শ্যামা বলেছেন: যখন খুব সুন্দর কোন গান শুনি, তখন অামার মাঝে মাঝে এরকম মনে হয়৷ কখনো কখনো মিউজিকের ব্যাকরণ না বুঝলেও সুরের কারণে এতটাই মন্ত্রমুগ্ধ লাগে যে মরে যেতে ইচ্ছে হয়৷

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কোনো কোনো সুর ও সুগন্ধ মানুষের মনে এমনি ঝড় তোলে, যখন সুখটাও হয়ে ওঠে এমন অসহ্য যে, মরে যেতেও খুব সাধ জাগে।

এমন অবাধ্য সুখের ভেতর আজ আমার মরে যেতে সাধ হয়।
এমন সুখের মুহূর্ত জীবনে বার বার আসে না। এখন আমি ঘোরের ভেতর।
একটু পরই, কে জানে, আমার ঘোর কেটে যাবে।
বাইরে অজস্র বিস্ফোরণ, মৃতের আহাজারি।
স্বাভাবিক মৃত্যুর লিপ্সায় মানুষের আকুলতা।
ক্ষমতার কাছে মানুষ অসহায়!
দলে দলে লাশ হয় মানুষ। ক্ষমতাবানদের টনক নড়ে না।
ক্ষমতার জন্যে মানুষ তো মরবেই। তা না হলে
কীভাবে হবে ক্ষমতার জয়! স্থির লক্ষ্যে অবিচল থেকে এভাবেই তাঁরা
মানুষের লাশ গোনেন, আর নিজ নিজ জিদ ও অহমিকায়
সুদৃঢ় সতেজ হন তাঁরা।

আজ আমি মরে গেলেই ভালো।
এই যে যেখানে আমি দাঁড়িয়ে আছি, একগুচ্ছ মনোরম ফুলের পাশে,
এখানে মরে যাওয়ার মতো এমন নিরাপদ মৃত্যু কার ভাগ্যে জোটে!

ধন্যবাদ আপু।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৭

আরণ্যক রাখাল বলেছেন: ফেবুতে কিছুটা পড়েছিলাম| এখন সম্পুর্ন পড়লাম| আমার কেন জানি এটাকে কবিতা মনে হচ্ছে না

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এখন সম্পূর্ণ পড়ার জন্য অনেক ধন্যবাদ। কবিতা না হোক, কিছু একটা ভেবে যে পড়েছেন তাতেই আমি আনন্দিত।

কিন্তু এটাকে আপনার কী মনে হলো? ;) ;)

শুভেচ্ছা থাকলো।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৭

আরজু পনি বলেছেন:

নিরাপদ মৃত্যু ভাগ্য ! :|

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মৃত্যু শব্দটার আগে 'নিরাপদ' বিশেষণ যোগ করার পর নিজেই অবাক হয়ে গেলাম। মৃত্যু নিজেই একটা আপদ, সেখানে 'নিরাপদ মৃত্যু' হল একটা অদ্ভুত শব্দগুচ্ছ। একটা স্বাভাবিক মৃত্যুই হতে পারে একমাত্র 'নিরাপদ মৃত্যু'র প্রকৃষ্ট উদাহরণ।

ধন্যবাদ আপু।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

সুমন কর বলেছেন: বাস্তবপেক্ষাপটকে ঘিরে চমৎকার কবিতা।

দলে দলে লাশ হয় মানুষ। ক্ষমতাবানদের টনক নড়ে না।
ক্ষমতার জন্যে মানুষ তো মরবেই। তা না হলে
কীভাবে হবে ক্ষমতার জয়! স্থির লক্ষ্যে অবিচল থেকে এভাবেই তাঁরা
মানুষের লাশ গোনেন, আর নিজ নিজ জিদ ও অহমিকায়
সুদৃঢ় সতেজ হন তাঁরা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ প্রিয় সুমন ভাই।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

টুম্পা মনি বলেছেন: অসাধারণ লিখেছেন। মুগ্ধতার সাথে সাথে এক রাশ দুঃখও ছড়ালো। :( :( :(

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আপু।


ফেইসবুকে কে যেন আপনাকে খুঁজছিল, বিরাট একটা সারপ্রাইজ হাতে নিয়ে ;)

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: অপ্রত্যাশিত মৃত্যু কারোই কাম্য নয়। যেখানে স্বাভাবিক মৃত্যুই মানুষ মেনে নিতে পারে না, সেখানে অপ্রত্যাশিত মৃত্যু মেনে নেয়ার প্রশ্নই আসে না। কিন্তু আমরা অপ্রত্যাশিত মৃত্যু ঠেকাতে পাড়লাম কই। আবগে ভরপুর আমাদের মাঝে আজও বিবেকের কোন তাড়না জেগে উঠতে দেখছি না। এটা খুব কষ্ট দিচ্ছে। তারপরও বলবো স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই।
ক্ষমতা আর মসনদের জন্য আর কত প্রাণ ঝরে পড়বে জানি না। কবির কলম অনৈতিকতার বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, অমানবিকতার বিরুদ্ধে এভাবেই মুহুর্মুহু জ্বলে উঠুক প্রত্যাশা করছি। অন্তরদহনকে কবিতায় উগড়ে দিয়েছেন সুন্দর করে। ভালো লাগলো।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার মন্তব্যে প্রিয় ব্লগার/কবি স্বদেশ হাসনাইনকে খুঁজে পাই। কবিতার থেকে বড় হয়ে ওঠে কবিতার কমেন্ট। আমার খুব ভালো লাগে।




ক্ষমতা আর মসনদের জন্য আর কত প্রাণ ঝরে পড়বে জানি না।


প্রতি মুহূর্ত টিভি পর্দায় একটা ব্রেকিং নিউজের জন্য তাকিয়ে থাকি- এই বুঝি ভেসে উঠবে- আলোচনার ডাক এসেছে, অবরোধ প্রত্যাহার। কিন্তু আমাদের কী নির্মম ভাগ্য- আমরা শুধু জেদাজেদির খবরই পাই, নিজ নিজ সিদ্ধান্তে অটল থাকার খবরই পাই। কবে কতগুলো মানুষ লাশ হয়ে গেলো, কার আগুনে ওরা আঙ্গার হলো, কেবল এই ঠেলাঠেলির খবরই পেতে থাকি।

আমাদের মুক্তি নাই।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মনে হচ্ছিল, মসনদ কথাটা আমি খুঁজছিলাম। আপনার কমেন্ট থেকে সেটা মাথায় চলে এলো। আপনার কাছে ঋণ থাকলো আমার।

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে বলতেও বাঁধছে এতটা অসাধারণ।
সমসাময়িকতার বুকে কবিতার প্রলেপ। :)

নিরন্তর শুভ কামনা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এমন প্রশংসায় মন গলে যায়। অনেক ধন্যবাদ রাজপুত্র।

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৫

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,




কোনো কোনো কবিতায় ম্যাজিক থাকে ।

সবকিছু সাংঘাতিক রকম সুন্দরই শুধু নয় বরং জঘন্য রকমের সুন্দর। এমন সুন্দরের ঘোরে মরে গেলেই তবে "ধুলোবালিছাই" হওয়া যায় !

ব্লগার বিদ্রোহী বাঙালির কথাটিই জুড়ে দিই সাথে - অন্তরদহনকে কবিতায় উগড়ে দিয়েছেন সুন্দর করে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সবকিছু সাংঘাতিক রকম সুন্দরই শুধু নয় বরং জঘন্য রকমের সুন্দর। এমন সুন্দরের ঘোরে মরে গেলেই তবে "ধুলোবালিছাই" হওয়া যায় !

মোক্ষম কথা বলেছেন প্রিয় আহমেদ জী এস ভাই। আপনার কমেন্টেও ম্যাজিক পেলাম।

ভালো থাকবেন। শুভেচ্ছা।

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: কবিতা ++++++++++++++++++


কবিতায় ম্যাজিক আছে ।

শুভেচ্ছা

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এত্তগুলো প্লাস! আমি বিমোহিত। অনেক ধন্যবাদ নাজমুল হাসান ভাই।

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫০

বিদ্রোহী বাঙালি বলেছেন: 'মসনদ' শব্দটার জন্য ঋণী হওয়ার কোন কারণ নাই। তবে আপনার ভালোবাসা আর বিনয়ে মুগ্ধ হলাম।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমিও আপনার উদারতায় মুগ্ধ হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৯

মনিরা সুলতানা বলেছেন: কি ভাল আমারে লাগালে আজ , কেমন করে বলি ...

খুব খুব ভাল লাগলো , অসহ্য সুন্দর কিছু দেখলেই এমন মনে হয়
কবিতায় সবটুকু ভাললাগা :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি তাহলে লৌহজঙ্গয়ের মেয়ে! যাক, জুন আপুর সাথে তাহলে আরেকজন দেশি আপু যুক্ত হলেন!

কবিতা খুব ভালো লাগলো জেনে খুশি হ্লাম আপু।

ভালো থাকবেন।

১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২১

হামিদ আহসান বলেছেন: অনবদ্দ ............................++++++++

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ হামিদ আহসান ভাই। শুভেচ্ছা।

১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৩

আবু শাকিল বলেছেন: কবিতায় সপ্তম লাইক আমার ! বোঝে নিবেন ।

+

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি ভাই, ৭ম লাইকটা নিঃসন্দেহে আপ্নারই ছিল। অনেক ধন্যবাদ আবু শাকিল ভাই। শুভেচ্ছা।

১৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৯

একাকী পাখি বলেছেন: এতো নির্মল সব ভালো লাগার মাঝে, শান্তির বার্তার মাঝে যদি মরণও হয় ............!!!!

তা কাম্য ।।


মিষ্টি আর খুব ঝাঝালো হয়েছে । B-) B-)



অগুনতি বানানটা শুদ্ধ করা প্রয়োজন ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ একাকী পাখি।

আমার চোখে নিশ্চয়ই কিছু হয়েছে। আমি অগুনতি বানানটা তো আপনার মতোই লিখেছি।

অগুনতি
অগুনতি

ন আর ণ নিয়ে কিছু? ন-ই হবে। এ ছাড়া আর কিছু চোখে পড়ছে না।

ধন্যবাদ আবারো। ভালো থাকবেন।

১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:





"তোমারে দিই নি সুখ, মুক্তির নৈবেদ্য গেনু রাখি
রজনীর শুভ্র অবসানে। কিছু আর নাই বাকি,
নাইকো প্রার্থনা, নাই প্রতি মুহূর্তের দৈন্যরাশি,
নাই অভিমান, নাই দীন কান্না, নাই গর্ব-হাসি,
নাই পিছু ফিরে দেখা। শুধু সে মুক্তির ডালিখানি
ভরিয়া দিলাম আজি আমার মহৎ মৃত্যু আনি"



কিছুই বলার নেই, ভালো থাকবেন এ দুর্বৃত্ত সময়ে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুপ্রিয় গ্রানমা, আমারো আসলে কিছু বলার নেই। শুধু বলতে চাই- যেখানেই থাকুন- ভাল থাকুন, নিরাপদে থাকুন।

শুভেচ্ছা।

১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৮

শায়মা বলেছেন: ভাইয়া তুমি মরতে পারবেনা।:(

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু।

জাগতিক মৃত্যু থেকে কারো নিস্কৃতি নেই। তবে আপনার আন্তরিকতায় আমি সবসময়েই মুগ্ধ আপু। ভালো থাকবেন।

২০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৬

জাফরুল মবীন বলেছেন: বর্তমান বাস্তবতায় কবিতার শিরোনামে চাওয়া কবির তীব্র আবেগের প্রতি সম্মান জানিয়েই বলতে চাই এরূপ মৃত্যুতে মুক্তি মিলবে না--নিজের কিংবা প্রিয়জনদের।বরং আমি মৃত্যু কামনা করি সেসব পিশাচ আত্মাগুলোর কিংবা তাদের হীন মানসিকতার যাদের কারণে কবিকে এরূপ ভাবনা ভাবতে হচ্ছে।

গুরুত্বপূর্ণ কবিতাটির জন্য অসংখ্য ধন্যবাদ সোনা ভাইকে :)

অনেক অনেক শুভকামনা রইলো অাপনার জন্য।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নরপশুদের বিনাশই হলো সব মানুষের আন্তরিক কামনা। কিন্তু সেই নরপশুদের হাত থেকে রেহাই পাবার সব পথ যখন বন্ধ হয়ে যায়, তখন মর্মে মর্মে মরে যাওয়া ছাড়া আর কোন চাওয়া থাকে না।

অনেক ধন্যবাদ প্রিয় জাফরুল মবীন ভাই।

২১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: এটা কবিতা হয়েই থাক ।সুন্দর একটি কবিতা ।

কবির জন্য শুভকামনা ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই। শুভেচ্ছা।

২২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৩

সাজিদ ঢাকা বলেছেন: পোস্টে +++++++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সাজিদ ভাই। শুভেচ্ছা।

২৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

অন্ধবিন্দু বলেছেন:
মৃতের আহাজারি ! স্বজনের আকুলতা !
একগুচ্ছ মনোরম ফুলের পাশে দাঁড়িয়ে শোকার্ত কবির অজস্র বিস্ফোরণে মানবতার যে মর্মভেদী আলো উকি দিতে চাইছে; আমি তাকে শ্রদ্ধা করি, আঁকড়ে ধরি ... এবং সুসময়ের প্রত্যাশা করি।

সালাম নিবেন, কবি।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনিও আমার সালাম নিন প্রিয় ব্লগার।

মৃতদের কোনো আহাজারি হয় না। আপনি ঠিকই মার্ক করেছেন। এটা লিখবার জন্য বেশ চিন্তাভাবনাও করেছি। প্রথমত কথাটা আমার কাছে যুতসই মনে হয়েছে। এত মৃত্যু, এত কান্না, মুমূর্ষু মানুষের আর্তনাদ, অসহায় মানুষের বিলাপ- সব মিলিয়ে বীভৎস একটা আবহের সৃষ্টি হচ্ছে- তাকেই আমি মৃতের আহাজারি বলতে চেয়েছি। আর শব্দগতভাবে এ দ্বারা 'মৃতদের জন্য আহাজারি' বোঝানো যায়।

ধন্যবাদ আবারো।

২৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৭

নুসরাতসুলতানা বলেছেন: স্থির লক্ষ্যে অবিচল থেকে এভাবেই তাঁরা
মানুষের লাশ গোনেন ------------ ঠিক তাই । মানসিক ভাবে অসুস্থ একটা জাতিতে পরিনত করল সফলতার সাথে ।
কবিতা ভাল , না মন্দ এটি বলতেও বিবেকে বাঁধছে । আমরা যে বেঁচে আছি - ভাল আছি এটি অপরাধের মত মনে হয় চার পাশের মৃত দেহ- স্বজনের হাহাকার দেখলে ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ আপু।

২৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৪

আমি তুমি আমরা বলেছেন: +++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ আতুআ ভাই। শুভেচ্ছা।

২৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৬

তুষার কাব্য বলেছেন: চমত্কার কবিতায় এগারতম ভালোলাগা জানিয়ে গেলাম ।

.ভালো থাকুন,সুন্দর থাকুন ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনিও ভালো থাকুন তুষার কাব্য। ধন্যবাদ এবং শুভ কামনা।

২৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

প্রেতরাজ বলেছেন: ভাল লাগল।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রেতরাজ। শুভেচ্ছা।

২৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই। শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.