|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
আগস্ট
একটা মিথ্যেবাদী। ভালোবাসতে জানে না সে, কথা রাখতেও শেখে নি। আমি সাঁতার কেটে মাঝনদীতে গিয়েছি আর চিৎকার করে বলেছি : প্রেম তার নেশা। বলেছি : অভিনয় করেছে, আমার একা থাকার শান্তি খেয়েছে।
সেপ্টেম্বর
কী করে এমপি-থ্রি’টা অন করবো জানি না। তোর গান আর শোনা হলো না। 
রুপার সাথে তোর দেখা। আহা, কতদিন ধরে জমিয়ে রাখা প্রেম, তোকে দেখেই সে-প্রেম মুহূর্তে উথলে ওঠে। সব শুনেছি। যত কষ্ট দিবি, নিজেকে ততই বোঝাবো। 
রুপার সেলনাম্বার চেয়েছিলাম। কীসে তোর এত ভয়? তোকে নিয়ে আর কোনো কষ্ট নেই, তোর স্বাধীনতা তোরই থাক। 
অক্টোবর
বিজনেস স্টার্ট করার পর তোকে খুব দরকার হতো, ঠিক এ সময় তুই চলে গেলি! বাবা নেই, ভাইয়া নেই, আমাদের এলাকাটা ভালো না। এত টাকার বিজনেস, খুব ঝুঁকি। তুই আমার ডানহাত ছিলি... সেই ডানহাতটা ভেঙে সরেও গেলি। কত টেনশন মাথায়। কী করে পথ চলবো জানি না। দোয়া করিস।
খুব বেশি স্যাক্রিফাইস করেছি তোর জন্য। আর কখনো যেন ইমোশনাল হয়ে না পড়ি; আমার প্রতিও অন্য কেউ না হয়; দোয়া করিস।
যদি পারতাম, সব পাই-পাই করে ফিরিয়ে দিতাম। তোকে টাকার পাল্লায় তুলতে পারলে কষ্ট কমতো। 
তুই এত ভালো কেন? তোকে হারিয়ে অনেক কষ্ট। দোয়া করিস।
নভেম্বর
আমি তো এমন প্রেমিক চাই নি, অপরাধ ঢাকতে যে-প্রেমিক পায়ে পায়ে প্রেমিকার দোষ খোঁজে। 
আমায় ভালোবাসতিস, সে প্রমাণ আজও দিতে পারিস নি। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু তোর জন্য আমার স্যাক্রিফাইস বড্ড বেশি ছিল।
তোকে কোনোদিনই আর ভোলা হলো না। তুই ভালো থাকিস।
ডিসেম্বর
রিলেশন আর নেই; প্রয়োজন ফুরোলে কেউ রাখে না। তোর প্রয়োজন ফুরিয়েছে। আমি তোকে আজও খুঁজি। তুই ভালো থাকিস।
আমাকে অনেকগুলো টাকা ঋণ দিয়েছিলি; ফিরিয়ে দিলাম, নিজের কাছে সামান্য রেখে; যদি ইচ্ছে হয় কোনোদিন তোর থেকে কিছু পাবার, ও-টাকায় কিনে ভাববো- এ তোরই দেয়া উপহার। তুই ভালো থাকিস।
জানুয়ারি
আমাকে অনেক দিয়েছিস, আমি পারি নি কিচ্ছুটুকুন; যা দিয়েছি তার কোনো বাজারমূল্য নেই : মহার্ঘ সময় - যখন তোকে ছাড়া আমি আর কিছুই ভাবি নি। তবু তুই ভালো থাক।
আমি তোকে খুঁজবো। যা কিছু তৃষ্ণা সৃষ্টি হয়েছিল, তোরই জন্য। তুই আরো কঠিন হ, আরো আরো - সীমারের চেয়েও। তবু তুই ভালো থাক।
ফেব্রুয়ারি
আমার কিচ্ছু ভালো লাগে না।
যা পেয়েছি তার চেয়ে কঠিন কোনো শাস্তি দিতে পারবি? আমার কিচ্ছু ভালো লাগে না। তুই ভালো থাক।
অনেক দিয়েছিস। কোনো হিসেবেই তার দাম হয় না। এটুকু ঋণ নিয়ে চলে যেতে হবে।
আমাকে আর কেউ, আমার বাবাও এত ভালোবাসে নি রে... আমার কিচ্ছু ভালো লাগে না। তুই ভালো থাক।
 মার্চ  
আমার সেলফোন থেকে তোকে কল করলে ‘busy’ পাই, কিন্তু অন্য নাম্বার থেকে করলে তা হয় না। আমাকে কতভাবেই না বোকা বানালি। সান্ত্বনা - তোকে ভালোবেসেই ঘিলু খুইয়েছি। সত্যি ভালোবাসায় এমনই হবার কথা ছিল। তাই তো সংসার ছেড়েও সংসারী হতে পেরেছি। তুই পেরেছিস? তুই এমন কেন? 
অতি ‘কাজে’ ব্যতিব্যস্ত তুই। তাই একদণ্ড সময় নেই আমাকে দেবার। আমাকে অনেক মূল্যবান কাজে সময় দিতে হয়। একটু কোর্টে গেলাম। যাবার আগে বলে গেলাম : সেলফোন ‘অন’ রাখিস। তুই এমন কেন?
ভালো লেখার শক্তি যদি থাকে, বই ছেপে স্বীকৃতি পাবি। ‘অপদার্থ’ কবিরাই মোবাইলে মেয়েদের কবিতা শোনায়। কবিতায় রুপার অনুরাগ কি অনেক বেশি? আমার চেয়েও?
তোর কণ্ঠ আমায় পাগল করে দিল। তুই এমন কেন? 
 এপ্রিল 
তোর সাথে আর কী কথা থাকতে পারে? আমি ভুল করেছি, শাস্তিও পাচ্ছি। বিশ্বাস মরে গেছে, মনও। যতবার গোলচক্করে যাই, জিরো পয়েন্টের দিকে তাকিয়ে বলি : ভুল মানুষের পথে হেঁটে ভুল করেছি। 
মে
জানতাম, যে-কোনো অজুহাতেই চলে যাবি। সব জেনেই সব ফেরত দিলাম। দিতে পেরে হাওয়ায় ভাসছে কাঁধ। একদিন সুদগুলোও পাঠিয়ে দেব।
তোকে কত ভালোবেসেছি তা শুধু এ মন জানে। তোর কোনো কষ্ট, কোনো ক্ষতি চাই না আজও। খুব কষ্ট হয় তোর জন্য, পাঁজরে ব্যথা হয়; তবু নিজেকে বোঝাই : তুই আমার কেউ না।
আমি মিথ্যে বলি না তুই জানিস। তবু কিছুই হলো না। কোনোদিনই হবার নয়। 
তোর জন্য ন্যাড়া ভিক্ষু সেজেছি সুকেশী অপ্সরা। সুখ এটাই ভালোবাসতে পেরেছি। জাত-মান-কূল সব হারালাম। বিনিময়ে দুঃখ দিলি। ‘প্রেমিকা’ স্বীকৃতিটুকুও আমার পাওয়া হলো না।
তোর উপেক্ষাই আমাকে বহুদূর ঠেলে নিয়ে যায়, তোর টানেই আবার ফিরে আসি। 
সবকিছু একদিন পাঠিয়ে দেব, যা কিছু পাবি। কোনো মহার্ঘের বিনিময়ে তোকে চাই নি। শুধু লোভ হয়েছিল তোর মনটার। আমার বুকের ভিতর ঘণ্টির মত তোর কণ্ঠ বেজে চলে। আমাকে পাগল করে দিল।
যে চলে যাবার, সে চলে যাবে। বনের পাখিরা বনের আকাশে সুখ বাঁধে। 
তুই চলে যা। 
তুই চলে যা।
চলে যা।
ভালো থাকিস। 
ভালো থাকিস, পাখি।
ভালো থাকিস জাদুসোনা, টিয়ে।
ভালো থাকিস অফুরন্ত, ভীষণ দিনগুলোতে...
জুন
........
জুলাই
........
এরপর যতদিন মেয়েটা বেঁচেছিল, নিয়মিত মেসেজ পাঠাতো। কিন্তু কয়েক ঘণ্টা পর সেগুলো তার সেলফোনে ‘মেসেজ সেন্ড ফেইল্ড’ হিসাবে ভেসে উঠতো।  
২৬ আগস্ট ২০০৮
 ৩৮ টি
    	৩৮ টি    	 +৯/-০
    	+৯/-০  ০৩ রা আগস্ট, ২০১৫  দুপুর ২:১১
০৩ রা আগস্ট, ২০১৫  দুপুর ২:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কেউ কেউ নিষ্ঠুর হয়, কেউ কেউ প্রতারক। 
ধন্যবাদ আমিনুর ভাই। ভালো তাহকবেন।
২|  ০৩ রা আগস্ট, ২০১৫  বিকাল ৫:০৪
০৩ রা আগস্ট, ২০১৫  বিকাল ৫:০৪
সুমন কর বলেছেন: ভালোবাসলে কষ্ট পেতে হয়। 
ভিন্নরকম লেখা, কথাগুলো ভালো লাগল।
  ০৩ রা আগস্ট, ২০১৫  বিকাল ৫:১৩
০৩ রা আগস্ট, ২০১৫  বিকাল ৫:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।
৩|  ০৩ রা আগস্ট, ২০১৫  বিকাল ৫:২০
০৩ রা আগস্ট, ২০১৫  বিকাল ৫:২০
আবু শাকিল বলেছেন: " এরপর যতদিন মেয়েটা বেঁচেছিল, নিয়মিত মেসেজ পাঠাতো। কিন্তু কয়েক ঘণ্টা পর সেগুলো তার সেলফোনে ‘মেসেজ সেন্ড ফেইল্ড’ হিসাবে ভেসে উঠতো। " 
  
   
 
অন্য রকম লেখা ।ভাল লাগল ।
  ০৩ রা আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৬:৩২
০৩ রা আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৬:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আবু শাকিল ভাই।
আচ্ছা, একটা খবর আছে। আপনার আবেদন মঞ্জুর হয়েছে। ফেইসবুকে ঢুঁ মারুন 
৪|  ০৩ রা আগস্ট, ২০১৫  বিকাল ৫:২১
০৩ রা আগস্ট, ২০১৫  বিকাল ৫:২১
শতদ্রু একটি নদী... বলেছেন: শেষটূকুই আসল গল্প। মন খারাপ করা লেখা ভাই
  ০৩ রা আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৬:৩৩
০৩ রা আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৬:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ শতদ্রু। শুভেচ্ছা।
৫|  ০৩ রা আগস্ট, ২০১৫  রাত ৮:০১
০৩ রা আগস্ট, ২০১৫  রাত ৮:০১
আবু শাকিল বলেছেন: ঘুরে আসলাম । দারুন লিখেছেন ।
ধন্যবাদ ভাইয়া ।
  ০৪ ঠা আগস্ট, ২০১৫  সকাল ১১:৫২
০৪ ঠা আগস্ট, ২০১৫  সকাল ১১:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার আর্জি মিটাতে পেরে নিজেকে ধন্য মনে করছি 
৬|  ০৪ ঠা আগস্ট, ২০১৫  রাত ১:৪৮
০৪ ঠা আগস্ট, ২০১৫  রাত ১:৪৮
আরণ্যক রাখাল বলেছেন: গল্প ভালো লেগেছে।
প্রচুর আবেগ গল্পে। এটা দরকার ছিল। বাঙালিরা আবেগপ্রবণ।
  ০৪ ঠা আগস্ট, ২০১৫  সকাল ১১:৫৩
০৪ ঠা আগস্ট, ২০১৫  সকাল ১১:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাঙালিরা আবেগপ্রবণ। ঠিক বলেছেন। হুজুগেও 
ধন্যবাদ আরণ্যক রাখাল।
৭|  ০৪ ঠা আগস্ট, ২০১৫  সকাল ৯:০১
০৪ ঠা আগস্ট, ২০১৫  সকাল ৯:০১
জাহিদ নীল বলেছেন: Valobasa boddo osohay
  ০৪ ঠা আগস্ট, ২০১৫  সকাল ১১:৫৪
০৪ ঠা আগস্ট, ২০১৫  সকাল ১১:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।
৮|  ০৪ ঠা আগস্ট, ২০১৫  দুপুর ১:০৪
০৪ ঠা আগস্ট, ২০১৫  দুপুর ১:০৪
লেখোয়াড়. বলেছেন: 
ভালবাসার সবরকম ফলাফলের জন্য তৈরী থাকতে হয়। জীবনের অন্যান্য বিষয় সমুহের জন্যও এটা জরুরী।
কিন্ত বাস্তবে সেটা বড়ই কঠিন।
৫ম +++++
  ০৪ ঠা আগস্ট, ২০১৫  দুপুর ২:২৩
০৪ ঠা আগস্ট, ২০১৫  দুপুর ২:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক সুন্দর কিছু কথার জন্য অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।
৯|  ০৪ ঠা আগস্ট, ২০১৫  দুপুর ২:২৬
০৪ ঠা আগস্ট, ২০১৫  দুপুর ২:২৬
ঢাকাবাসী বলেছেন: সুন্দর লেখা।
  ০৪ ঠা আগস্ট, ২০১৫  বিকাল ৩:৪১
০৪ ঠা আগস্ট, ২০১৫  বিকাল ৩:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী। শুভেচ্ছা।
১০|  ০৪ ঠা আগস্ট, ২০১৫  বিকাল ৩:১৫
০৪ ঠা আগস্ট, ২০১৫  বিকাল ৩:১৫
লামাজ বলেছেন: ভীষন টাচি একটা গল্প, ভাল লাগল
  ০৪ ঠা আগস্ট, ২০১৫  বিকাল ৩:৪১
০৪ ঠা আগস্ট, ২০১৫  বিকাল ৩:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ লামাজ। আমার ব্লগে স্বাগতম। ভালো থাকবেন।
১১|  ০৪ ঠা আগস্ট, ২০১৫  বিকাল ৫:২৭
০৪ ঠা আগস্ট, ২০১৫  বিকাল ৫:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: এমন মানুষ কি এখনও আছে?
এখনতো সবই দেখি মেকি!
টাকায় বদলে যায় ভালবাসা! সম্পর্ক! ব্রেকআপ- আবার নতুন মানুষের সাথে দিব্র গেট টুগেদার! 
এই আবেশি আবেগের সময় কই? তারচে সেই সময়টা নতুন মাশকারা আর ফলস ভ্রু লাগানোতে দিলে নতুন বয়ফ্রেন্ড বেশি সেক্সি লুক দেবে এটা ভাবতেই বুঝি দেহ শিহরিত হয়!
হাই- বাই! 
কোথায় হারিয়ে গেল সেই অবুঝ আবেগী মিষ্টি প্রেম!
এখন কেবলি্ দেহের বেচা-কেনা লিটনের ফ্লাটে!
  ০৫ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:২২
০৫ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
টাকায় বদলে যায় ভালবাসা! সম্পর্ক! ব্রেকআপ- আবার নতুন মানুষের সাথে দিব্যি গেট টুগেদার! 
সুন্দর বলেছেন। মন্তব্যে ভালো লাগা। শুভেচ্ছা।
১২|  ০৪ ঠা আগস্ট, ২০১৫  রাত ৮:৩৬
০৪ ঠা আগস্ট, ২০১৫  রাত ৮:৩৬
এহসান সাবির বলেছেন: কেমন আছেন আপনি?
  ০৫ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:২৪
০৫ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এহসান সাবির ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন?
১৩|  ০৪ ঠা আগস্ট, ২০১৫  রাত ১০:০৭
০৪ ঠা আগস্ট, ২০১৫  রাত ১০:০৭
আরজু পনি  বলেছেন: 
গতরাতে অফলাইনে পড়েছি । আজ আবার পড়লাম।
আমার বারবারই ভীষণ মন খারাপ হয়ে যাচ্ছে 
মনে হচ্ছে মেয়েটি যেন আমিই 
  ০৫ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:২৮
০৫ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দুঃখের গল্পগুলো আমাদের মনে দাগ কাটে বেশি। মন খারাপ হয়। এ থেকেই মনের ভিতর এক ধরনের ভালো লাগা বোধের সঞ্চার হতে থাকে।
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা থাকলো আপু।
১৪|  ০৪ ঠা আগস্ট, ২০১৫  রাত ১১:২৯
০৪ ঠা আগস্ট, ২০১৫  রাত ১১:২৯
মহামহোপাধ্যায় বলেছেন: আপনার শব্দ বুননের দু' একটা ব্যাপার আছে যেগুলো শত লেখার ভিড়ে চোখে পড়লেও খুব আপন মনে হয়। চোখ বন্ধ করে বলে দিতে পারব এটা সোনাবীজ ভাইয়ার লেখা। এই পোস্টের লেখাতেও সেই ব্যাপারটা চোখে না পড়লে বিভ্রান্ত হয়ে থাকতে হত। হয়তো ধরেই নিতাম সত্য একটা ঘটনা। কে জানে কোথাও হয়ত এমন কিছুই সত্য হয়ে দাঁড়িয়ে আছে!!
ভালো থাকুন ভাইয়া। শুভ কামনা নিরন্তর 
  ০৫ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:২৯
০৫ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। মন্তব্যে খুব আপ্লুত হলাম।
শুভেচ্ছা।
১৫|  ০৫ ই আগস্ট, ২০১৫  রাত ১২:৫১
০৫ ই আগস্ট, ২০১৫  রাত ১২:৫১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বারো মাস জুড়ে ভালবাসার নীরব ক্ষরণের গল্পে ভালোলাগা রইল। ভালবাসা মানেই যাতনার নীল পেয়ালা কেন? 
  ০৫ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৩১
০৫ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
 ভালবাসা মানেই যাতনার নীল পেয়ালা কেন? 
আমারও এই প্রশ্ন, প্রিয় ব্লগার।
ভালো থাকবেন। শুভেচ্ছা।
১৬|  ০৫ ই আগস্ট, ২০১৫  বিকাল ৩:১৮
০৫ ই আগস্ট, ২০১৫  বিকাল ৩:১৮
জেন রসি বলেছেন: ভালোবাসা যখন তীব্রভাবে আঁকড়ে ধরার আকাঙ্ক্ষায় রূপান্তরিত হয় তখন অনেক কিছুই হতে পারে। হয়ত সেটাই ভালোবাসার অন্ধ মোহ!
  ০৭ ই আগস্ট, ২০১৫  বিকাল ৪:৪৭
০৭ ই আগস্ট, ২০১৫  বিকাল ৪:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একমত। বিনীত ধন্যবাদ।
১৭|  ০৫ ই আগস্ট, ২০১৫  বিকাল ৩:৩৩
০৫ ই আগস্ট, ২০১৫  বিকাল ৩:৩৩
যুগল শব্দ বলেছেন: 
অসাধারণ,
নির্মমতা কিংবা
উত্তরাধিকারে পাওয়া
পৈশাচিক পিতামহের ছায়া! 
তবুও এমন গুমোট কান্না আজ চারিদিক। ++
  ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫  সকাল ১১:৩২
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫  সকাল ১১:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ যুগল শব্দ।
১৮|  ০৭ ই আগস্ট, ২০১৫  দুপুর ১:০১
০৭ ই আগস্ট, ২০১৫  দুপুর ১:০১
প্রামানিক বলেছেন: এতো দেখি ভালোবাসার কষ্টানন্দ। ধন্যবাদ
  ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫  সকাল ১১:৩৩
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫  সকাল ১১:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। নাম সংশোধন করেছেন দেখে ভালো লাগছে।
১৯|  ০২ রা সেপ্টেম্বর, ২০১৫  রাত ১১:৪৩
০২ রা সেপ্টেম্বর, ২০১৫  রাত ১১:৪৩
রেজওয়ান তানিম  বলেছেন: আহ কি কষ্ট!!
অথচ, সময়ের নেই কোন নিজস্ব আলো।
জানেনা জন্মান্ধ মন...
খুঁজে যায় শাদা পার্চমেন্ট সকাল!
  ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫  সকাল ১১:৩৫
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫  সকাল ১১:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রেজওয়ান মাহবুব তানিম ভাই। শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০১৫  দুপুর ১:৩২
০৩ রা আগস্ট, ২০১৫  দুপুর ১:৩২
আমিনুর রহমান বলেছেন:
ভালোবেসে কেন যে মানুষ অন্যকে প্রতারিত করে কষ্ট দেয়?
কথাগুলো মন খারাপ করে দিলো।