|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
আমার পিসি অন থাকা মানে অবিরাম গান বাজতে থাকা।
অহনার সাথে যখন খুব বেশি বেশি কথা হতো, দীর্ঘ সময় ধরে, মাঝে মাঝে সে বলতো, তোর কাছে কি তোর গানই বড়ো, নাকি আমি বড়ো?
তুইই বড়ো। আমি ইন্সট্যান্টলি বলতাম।
তাহলে তোর গান বন্ধ কর। একটুসখানি ঝিম মেরে বসে থেকে গম্ভীর স্বরে অহনা অনুজ্ঞা করতো।
কিন্তু আমি ভলিয়্যুম আরো বাড়িয়ে দিয়ে বলতাম, তুই এই গানটা শোন। এমন মাধুর্যমাখা গান তুই জীবনেও শুনিস নি। তারপর, মোবাইলটা পিসির স্পিকারের সামনে বসিয়ে রাখতাম, যতক্ষণ গানটা বাজতো। গান শেষ হলে কানের কাছে মোবাইল নিতে গিয়েই দেখতাম লাইন কেটে দিয়ে অহনা পগার পার।
এরপর অভিমান করে অহনা আর কল করতো না; যে মেয়ে প্রতিটি নিশ্বাসের সাথে মিস্ডকল দেয়, আর মিস্ডকল দিতে দিতে মোবাইলের বাটন ক্ষয় করে ফেলে, সেই মেয়েই একটানা দু-তিনদিন ধরে আর মোবাইলই অন করে না।
ওর সাথে গান আর কবিতা নিয়ে দীর্ঘ আলোচনা আর বিতণ্ডা হতো; মোবাইলেই। মোবাইল কোম্পানিগুলো প্রতি মিনিটে ২৫ পয়সা কলরেট করেছিল আমাদের কল্যাণের কথা ভেবে। হেন কোনো গান নেই যা ওর জানা নেই, কী সুর, কী তার অন্তরা। আমার পড়া হেন কোনো কবিতা নেই যা ওর আজও পড়া হয় নি; আর ও যেসব কবিতা পড়েছে আর আমি তা পড়ি নি, তার তালিকা অনেক অনেক দীর্ঘ। কথায় কথায় ও রেফারেন্স টেনে বলতো, তুই কি ঐ বইটা পড়েছিস?
কোনটা?
মেমসাহেব?
না?
মেঘনাদবধ?
না?
বঙ্কিমচন্দ্রের সব বই পড়েছিস?
না।
রবীন্দ্রনাথ? বিদ্যাসাগর? শরৎচন্দ্র?
শরৎচন্দ্রের অর্ধেকের মতো পড়েছি।
হুমম! এই পড়া নিয়েই তুই বই লেখা শুরু করেছিস?
আমি তো হুমায়ূন আহমেদের কোনো বই বাদ রাখি নি।
তুই একটা বাচ্চা পুলা। হুমায়ুন আজাদের বই পড়েছিস?
অল্প কয়েকটা।
তুই এক কাজ কর, আগামী ১০ বছর তুই লেখালেখি বন্ধ রাখ। এই দশ বছরে এদের বইগুলো আগে পড়। পড়াশোনা না করে লিখিস বলে তোর লেখা মাকাল ফলের মতো।
আমি ক্ষেপে গিয়ে বলি, ঐ পণ্ডিতনি, তুই তো অনেক পড়েছিস, তাহলে আমার মাকাল ফলের মতো একটা ফল প্রডিউস করে দে।
তখন তো তোর কপাল পুড়বে।
আচ্ছা, আমাদের জাতীয় সঙ্গীত কার লেখা যেন?
অহনা হেসে দিয়ে বলতো, তুই কি আমার টেস্ট নিচ্ছিস?
বল না।
কেন, রবীন্দ্রনাথের লেখা।
তাহলে শূন্যস্থান পূরণ কর : ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে.... এর পরের লাইনটা কী?
অহনা চুপ করে থাকে।
কী, পারিস না?
স্যরি রে, জাতীয় সঙ্গীত আমার পুরোটা মুখস্থ নেই।
পণ্ডিতনি! খুব তো ঝাড়লি এতক্ষণ। তোর তো দেখি ‘ষোলো আনাই মিছে।’
তোর কি পুরোটা জানা আছে?
শুধু জানাই না, পুরোটা সুর করে গাইতেও পারি।
আমাকে একটু শোনা না ভাই!
আমি পুরোটা গাই : আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি....
অহনার মুগ্ধতা আমায় কী যে অনুপ্রেরণা দিত! যে জিনিসটা ওর জানা নেই, অথচ আমি জানি, তা ওকে জানিয়ে আমি দিগ্বিজয়ীর সুখ পেতাম, আর তাতে ওর মুগ্ধতা বেড়ে যেত তরতর করে, আমার প্রতি। আমার ভাঙা আর কাঁচা কণ্ঠে ‘আমার সোনার বাংলা’ শুনে অহনা বললো, গানটা এর আগে অ্যাসেম্বলিতে অনেক শুনেছি। রেকর্ডেও শুনেছি। কিন্তু এত ‘সুন্দর’ লাগে নি। তুই খুব চমৎকার গেয়েছিস।  
এই গানটা শুনেছিস?
কোনটা?
যেটা সবসময় তোকে শোনাই?
তুই তো কত গানই আমাকে শোনাস। কোনটার কথা বলবো?
তুই একটা কালা।
কেন? কেন বললি একথা?
কারণ, ইদানীং এই গানটা প্রায় রাতদিন ধরেই বাজিয়ে থাকি। আর এটা তোর কানে ঢুকলো না?
অসভ্যর মতো কথা বলছিস কেন?
স্যরি।
নে, গানটা আবার শোনা।
আমি গানটা আবার শোনাই। 
গান শুনে অহনা যথারীতি মুগ্ধ হয় আর অবাকও হয়। বলে, এ গানটা আমি তোর কাছেই প্রথম শুনলাম। আরেকবার শোনা তো। আমি আরেকবার পিসিতে গানটা শোনাই, আর তৃপ্তিতে আপ্লুত হয়ে উঠি।
কার কণ্ঠ রে?
শিল্পীর নামটা জানা নেই।
সন্দীপন?
আমি তো সন্দীপনের কণ্ঠ চিনি না। ওর গান শোনা হয় নি।
পবন দাশ বাউলও হতে পারে।
আমি তাঁর গানও শুনি নি।
তুই কার গান শুনেছিস?
এত ঝাড়ি মারিস কেন, কথায় কথায়? তুই কি ঝাড়ুদার?
অহনা নরম হয়ে বলে, গানটা আমার খুব খুব খুবই ভালো লাগলো। আরেকবার ছাড় তো। 
এভাবে অনেক অনেক বার, অনেক অনেকদিন শিল্পীর নাম না-জানা এ গানটা আমরা মুগ্ধ হয়ে শুনেছি। একদিন অহনা জিজ্ঞাসা করে, তোর মনে কি খুব দুঃখ?
কেন?
এই গানটা যে এত শুনিস, তাই বললাম। আমার মনে হয় জীবনে কেউ তোকে ঠকিয়েছে, বা ঠকাচ্ছে। যাই হোক, মনে কোনো দুঃখ রাখবি না, বুঝলি?
হুম!
পিসিতে গানটা ছেড়ে দিই, সুরের ভুবনে হারিয়ে যেতে যেতে কাউকে-না-বলা দুঃখটা ভুলে যেতে চেষ্টা করি।  
তোরে রাং দিল কী সোনা দিল, 
তুই পরখ কইরে দেখলি না
গুরু তোরে কী ধন দিল চিনলি না মনা
গুরু দিল খাঁটি সোনা
রাং বইলে তোর জ্ঞান হইল না, ওরে দিনকানা
ওরে উপাসনা বিনে কি তোর মিলিবে রে রুপাসোনা
গুরু তোরে কী ধন দিল চিনলি না মনা
তোরে রাং দিল কি সোনা দিল
চণ্ডীদাস আর রজকিনী
তারা প্রেমের শিরোমণি, রাং কইরাছে সোনা
তারা এক প্রেমেতে দুইজন মইলো, এমন মরে কয়জনা
গুরু তোরে কী ধন দিল চিনলি না মনা
তোরে রাং দিল কি সোনা দিল, তুই পরখ কইরে দেখলি না
গুরু তোরে কী ধন দিল চিনলি না মনা
৭ জুলাই ২০০৯
অহনা একটা ভোরের পাখি, কিংবা ভোরের রং অথবা রাগ। কিংবা একটা স্বপ্নঘোর ঊষা। ভোর। অহনা আলেয়া কিংবা মরীচিকা। অহনা কে, তা সত্যিই জানি না।
 ৫০ টি
    	৫০ টি    	 +৮/-০
    	+৮/-০  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:০৫
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
অহনার কথা বলি। অহনা স্বপ্ন দেখে দিনভর অহনাকেই ভাবি। অহনা বললো : আমায় নিয়ে কবিতা লিখো না আর কোনোদিনও। আমি অহনার কথা মেনে নিয়ে অহনাকে নিয়ে আর লিখি না। 
তারপর দেখো, অহনাকে কেমন অনায়াসে অতীত পাথারে ডুবে যেতে দেখি। অহনা মানবী ছিল : প্রেমিকা হতে হতে তারপর মহীয়সী। পবিত্র প্রত্যূষে অহনার উদ্ভাসিত হাসি আমাকে করেছিল মৃত্যুঞ্জয়ী পাখি। 
অহনা বলেছিল : আমায় নিয়ে কবিতা লিখো না আর কোনোদিনও। আমি অহনার কথা মেনে নিয়ে আর লিখি না। 
এভাবেই অহনার কথা বিলকুল ভুলে যেতে থাকি। 
২|  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:০৩
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:০৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সত্যি গানের কথাগুলো অসাধারণ, গেয়েছেনও চমৎকার মনের মাধুর্য মিশিয়ে। 
গানের কথাগুলো লালন গীতির মতো মনে হলো, তবে লালনের গানে লালনের নাম থাকে এখানে নেই সেটাই সন্দেহ। 
ভালো লাগলো ভাই
  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:১৫
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানের গীতিকার ও সুরকারকে খুঁজছি অনেক দিন। পাচ্ছি না। এটা লালনের গান না, তা নিশ্চিত। গানটা আমার অনেক প্রিয়, একসময় শুনতামও খুব বেশি।
৩|  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:০৯
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:০৯
শায়মা বলেছেন: ভুলে যেতে থাকো!!!
তাইলে আবার তাহার কথা মনে পড়লো কেমনে!!!!!
  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:১৬
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
তুমি শুদ্ধিস্নানে গিয়ে
আর এলে না
আমি পাতার নূপুর পায়ে বায়ুর স্বননে কাঁদি
আর, চাঁদের জানালায় উল্কা জ্বেলে রাখি
আর, তোমার আগুনে অশুদ্ধ হবার বাসনায় লালায়িত রাত জাগি
প্রেমের কসম, শুদ্ধ না হও–
এসো না
৪|  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:১২
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:১২
চাঁদগাজী বলেছেন: 
গানের মাঝে জীবনের কথা থাকতে হয়; কল্পনার ফানুষের গান বাতাসে মিশে যায়।
  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:১৭
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গান কালজয়ী, যদি তা জীবনের কথা বলে।
৫|  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৩:৪৩
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৩:৪৩
রাকু হাসান বলেছেন: হাহাহা আপনাদের সংলাপ দারুণ ।   মিষ্টি মিষ্টি লাগছে । গানটি তো কেমন তা বলার কিছু নাই ...সবাই জানেই ।  অবাক হচ্ছি আামার নজরুলের পিক দেখে ভিডিও তে । এত ভারী নামের মাঝে আমি ও । ভাল লাগছে খুব । অহনা সম্পর্কে যতটুক বলেছেন ,সেটা চম’কার ছিল । এত ছোট করে বললেও  অহনা ব্যাপারে জানার আগ্রহ হয়ে গেল । অহনা কে দিয়ে অনেক কিছুই হতে পারে ...কল্পনার জিনিস কল্পচোখে  
  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:৫৮
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানটা আমার খুবই প্রিয়।
যাক, নিজের ছবি চিনতে পেরেছেন জেনে নিজেকে কৃতার্থ মনে হচ্ছে 
---
অহনা আমাকে বলে : যেদিন তুই ‘মেমসাহেব’ পড়বি, সেদিন আমাকে ভালোবাসতে শিখবি, আমার মতো করে। অহনা বলে : তোকে একটা ‘মেমসাহেব’ কিনে পাঠাই? অহনা তারপর আক্ষেপ করে : এত পড়েছিস, আর ‘মেমসাহেব’ পড়িস নি? শেষমেষ অহনার স্বগতোক্তি : তুই জানলি না তোর ‘মেমসাহেব’টা খুন হয়ে গেলো, শুধু ভালোবেসে বেসে; তোকে!
৬|  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:০৩
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:০৩
শায়মা বলেছেন: তুমি নুপুর পরো!!!!  
 
তাও আবার পাতার নুপুর!!!!!  
  
তুমি ঘূর্নি বায় !!!
জানতাম না ভাইয়া!!!!!!
  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:০৫
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
ভালো আছি এককণা ফোঁটার মতো। অহনা ভালোবাসে দরিয়ার ঢেউয়ের মতো।
তার বাড়ি যাই, দাওয়ায় বসি, ঘোরাঘুরি করি; সে আমারে ঘরের ভেতর নিয়ে চৌকিতে বসায়। তার পরিপাটি ঘর, আধুনিক আসবাবে সাজানো।
খেতে দেয়–শেমাই-সন্দেশ-মুড়ি-নারকেলের মোয়া। পাশে এসে বসে–শরীর নড়ায়, নাচায় বাহু–আমি আসমান দেখবো বলে উদ্গ্রীব হই, মেলে না; আরেকটু এগিয়ে গা ঘেঁষে বসলে অমনি উঠে চলে যায় সে অন্য অছিলায়।
একটি আরাধ্য ধনের লোভে ক্রমশ ঘেমে উঠি, যতদিন আসি, তত-ততবার।
পাই। তার অ্যালবামটি খুলি। কত কত মানুষের ছবিতে বোঝাই তার অ্যালবাম। কাউকে চিনি, বেশির ভাগ অচেনা।
অহনার সাথে আমারও বেশ কিছু ছবি ছিল। ওগুলো ওর কাছেই; অসামান্য যত্ন-আদিতে চিরকাল পুষবে ওসব অ্যালবামে- অন্তরে– মাঝে মাঝে বলতো আমায়।
কত কত মানুষের ছবিতে বোঝাই তার অ্যালবাম। পাতা উলটাই। অখেয়ালে নিজেকেও খুঁজি অহনার অন্তর-অ্যালবামে।
ভালো আছি এককণা ফোঁটার মতো। কোথায় আছি আজও জানি না– অ্যালবামে, নাকি অন্তরে; অথবা কোথাও নেই।
৭|  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:০৫
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:০৫
রাজীব নুর বলেছেন: ঝামেলা বিহীন সহজ সরল পোষ্ট। 
গান শোনা ভালো। মন শান্ত হয়। 
এই যে আমি আপনার পোষ্ট পড়লাম, মন্তব্য করছি তখনও কিন্তু আমার পিসিতে গান বেজেই যাচ্ছি। 
ভালো থাকুন। সুস্থ থাকুন।
  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:০৯
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তাইতো বলি, আপনার গানের হাত এত অসাধারণ কীভাবে হলো!!
৮|  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:৩২
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:৩২
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় মান্যবরেষু, 
সংলাপের সংগে গানটি মিলে কোথায় যেন মনে হল লেখকের কল্পনার জগতে একটি ভয়ানক শূন্যতার কথা, যাকে লেখক আজও খুঁজে চলেছে। তাই অহনাকে সর্বক্ষণ সাথী করে প্রতিনিয়ত বয়ে বেড়ায় এক না পাওয়ার যন্ত্রনা।
অহনারা বেঁচে থাক। আমাদের বাকি জীবনটা আরও মধুময় হয়ে উঠুক তাঁদের পানে চেয়ে ।   
বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।
  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:১৩
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার! আমি মুগ্ধ হলাম লেখাটার মূল সুরটা আপনি ধরতে পেরেছেন দেখে। আর বরাবরের মতোই আপনার কমেন্ট খুব ঋদ্ধ, যা আমাকে খুব আপ্লুত করে।
--
তুমি ছিলে সেই অমরাবতীর পাখি
যাহার লাগিয়া একটি জীবন নদী
তোমার অধরে তীব্র আলোর ক্ষুধা
নীরব দহনে দুঃখী বনস্পতি
ঘাসের শরীরে শিশিরের বেদনারা
চাঁদের আলোয় মৃত ওষ্ঠেরা কাঁদে
যে-ফুল ফুটিল শুধুই তোমার লাগি
ক্ষয় হলো সে-ই নিষ্ঠুর সম্পাতে
৯|  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:২৫
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:২৫
রাজীব নুর বলেছেন: আপনার বানানো ছবিটি ''ব্লগার নাম্বার ওয়ান'' ফেসবুকে দিয়েছি।
  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:২৩
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দারুণ কাজ করেছেন। বক্স অফিসে উপচে পড়া ভিড়।
ব্লগার নাম্বার ওয়ান-এর অনলাইন টিকিট বুকিং-এর জন্য এখানে যোগাযোগ করার জন্য নির্দেশক্রমে আদেশ দেয়া হলো।
১০|  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:০৯
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:০৯
শামচুল হক বলেছেন: মন্দ নয় পোষ্ট পড়ে ভালই লাগল।
  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:২৮
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পোস্ট মন্দ নয় বলে আমারও ভালোই লাগলো। ধন্যবাদ শামচুল হক।
১১|  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:২৫
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:২৫
স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু.....
আহা কি আনন্দ আকাশেবাতাসে............. 
  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৩০
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুভা
তার কোনো মন্তব্য জানা নেই। প্রায়শ ভোর ভাঙে বিক্ষুব্ধ বিতণ্ডার ভেতর– মন্তব্যে নিষ্ক্রিয়তার সুফল-অফল বিষয়ে বিক্ষিপ্ত ভাবনায়; আর মাঝে মাঝে বিগড়ে যায় মাথা, তখন চক্ষে সর্ষে ফুল ফোটে, এবং ক্রমশ মাথার চুল ছিঁড়ে অপরাধ বোধে। তার খোলশের ভেতরও আসলে অনেকগুলো খোলশ নিজেকে লুকোবার– কোনটা সহজাত আর সমৃদ্ধ, তা সে ভুলে গেছে বহুকাল হলো। মূলত, তার কোনো নির্দিষ্ট নিশানা নিজের কাছেও অনেক অচেনা।
সে সিগারেট খায় আর গান গায়, কবিতা লেখে আর তা পোড়ে। তার সুদর্শন অবয়বে মরীচিকা। সে হাসে না, কাঁদে না; ব্যাপক প্রস্তুতির পর ঝড়দাহ মন্তব্য লিখতে বসে আচানক থেমে যায়– তার কোনো মন্তব্য জানা নেই।
১২|  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:১৯
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:১৯
শায়মা বলেছেন: অহনা কে!! 
এ দেখছি মাধুকরীর  নায়িকা কূর্চী লুকিয়ে আছে তোমার অহনার মাঝে ..... 
  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৩২
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
অহনা কে? কে?
তুই জানিস তুই কী চাস তা আমি জানি
তুইও জানিস আমিও তা চাই
তাহলে ভণিতা রেখে চল্, সেই সুরম্য দুর্গের ধারে সুন্দর বনে যাই
বয়সের আগুন বেশিদিন থাকে না। আগুন নিভে গেলে
এসব কবিতা ছাই হয়ে যাবে
আর পানদানিতে খুঁড়োবে পানসে বয়স
তখন বিগত চোখেমুখে সরস দিনের গালভরা আফসোস
এমন মহার্ঘ সময় পায়ে ঠেলে ফেলে দিয়ে কী লাভ?
আমরা ভিন্ন মাত্রা দেবো প্রেমে
একঘেঁয়ে প্রেমের কবিতায় দেব কিছু অনন্য স্বাদ 
আমাদের অবসাদ নেই, আছে দীর্ঘ চাঁদতরঙ্গে অমরাবতীর রাত
তাহলে এসব ভণিতা এবার রাখ্। সোজাসুজি বল্ :
চল্, প্রেম করি, আর আটলান্টিকে থোকা থোকা ঢেউপোনা ধরি।
১৩|  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:২১
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:২১
আখেনাটেন বলেছেন: অহনাকে নিয়ে ভালোই গহনা সাজিয়েছেন। এবার দুজনে মোহনাতে গিয়ে মিলিত হলেই আমরাও খুশি হই...  
 
তারকান মিঞার গানটি শুনুন
  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৩৪
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অহনাকে নিয়ে ভালোই গহনা সাজিয়েছেন। এবার দুজনে মোহনাতে গিয়ে মিলিত হলেই আমরাও খুশি হই...  হাহাহাহাহা। দারুণ বলেছেন 
তারকান মিয়ার গানটা শুনলাম। তেনি আপনার আমার বা অহনার কে হন? কোন ভাষা কোন দেশ?
---
বর্ণঘোর কোলাহলে
আর যাব না 
কোনো কোনো সুখ বিঁধে থাকে অদৃশ্য কাঁটার মতো
যুগপৎ ব্যথা ও দহন আনে প্রতি পূর্ণিমায়
পুরোনো প্রিয় সঙ্গীতের মতো তাকেও বার বার ছুঁই আর কাঁদি
এসব যন্ত্রণার কথা– যা তুমি বোঝো নি ভুলেও
বুঝেছ নিয়ম করে ভুলে যাবার সকল নিয়ম
একলা একটা পথ হেঁটে যায় সুদূর প্রতীপে
তুমি যাও, যেয়ো...
আমি আর কোথাও যাব না– সুফলা সুন্দরে
১৪|  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৩৯
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৩৯
শায়মা বলেছেন: ১৩. ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২১ ০
 আখেনাটেন বলেছেন: অহনাকে নিয়ে ভালোই গহনা সাজিয়েছেন। এবার দুজনে মোহনাতে গিয়ে মিলিত হলেই আমরাও খুশি হই... 
তারপর আবার সহে না যাতনা গান গেওনা বা কবিতা লিখোনা যেন ভাইয়া!  
  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৭
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নাহ, সহে না যাতনা গাইব কীজন্য এবং কাহার জন্য? আমি কি ডরাই কোনো রাক্ষসী ডায়ানাকে? এই সুরেলা কণ্ঠ যে একবার শুনেছে, তার সবকিছুই এখন সহজেই সহ্য হইয়া যায়
১৫|  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৫২
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৫২
আখেনাটেন বলেছেন: তারকান মিয়ার গানটা শুনলাম। তেনি আপনার আমার বা অহনার কে হন? কোন ভাষা কোন দেশ? == মোহনাতে গেলেই দ্যাখবেন ব্যাটা তারকান গিটার হাতে বসে আছে তার্কিশ ভাষায় আপনাদের স্বাগত জানাতে।  
  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:০৮
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তাইলে তো একদিন যাইতেই হয় দেখছি। অতি তাড়াতাড়িই যাইব। যাইতে যাইতে তাজাক শুনিব
১৬|  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৮
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৮
শায়মা বলেছেন: ১৫. ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২ ০
 আখেনাটেন বলেছেন: তারকান মিয়ার গানটা শুনলাম। তেনি আপনার আমার বা অহনার কে হন? কোন ভাষা কোন দেশ? == মোহনাতে গেলেই দ্যাখবেন ব্যাটা তারকান গিটার হাতে বসে আছে তার্কিশ ভাষায় আপনাদের স্বাগত জানাতে।   
 
 হা হা হা ......
তাহলে তো ভালোই তখন লাইভ মিউজিক শোনানো যাবে অহনাকে....
তবে ভুলেও বলো না আখেনাটেন ভাইয়া এই গান দিয়েছে। এটা চেপে যেও ভাইয়া!  
  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:১৪
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাগল অইছেন নি আখেনাটেন ভাইয়ার কথা বলবো? বলবো এইটা শায়মা আপু দিয়েছে 
১৭|  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১০
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১০
স্রাঞ্জি সে বলেছেন: 
কবিদের এমনই হতে হয়........ 
  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:১৮
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিদের বহুরূপী হতে হয়, বলেছেন যুগশ্রষ্টা দার্শনিক মহান চিত্রকর দমুহমা ললিখ। আমি তাকে অভিবাদন জানাইতেছি
১৮|  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৫
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৫
শায়মা বলেছেন: আখেনাটেন ভাইয়া....... তারকান মিয়ার গানা আমিও শুনলাম .....
হি ইজ গুড ইন বেলী ড্যান্স টু!!!!!!!!!!!!!!!!!!  হা হা হা   
English translation
Look! My arms and wings are broken
No, I couldnt hold on
Hard! To be without you is hard
I couldnt get used to
Hit this stupid head by the stone
Against the wall - to get sevap*
Then forgive me, come to me
Lean my head against your heart
I felt blue, wasted away without you
Here I came back just like you said before
How much times I wanted to bring myself to your knees
This time I burned my pride down and came to you
You can leave me if you want to
And you can kiss me
But look into my eyes and listen to me first
Trust me, I understood this feeling inside without you
I repented
Spread this hot pepper on my lips 
https://www.youtube.com/watch?v=RbUwlA-hpfQ' target='_blank' >এ দেখছি মেল ব্রোকেন এঞ্জেল!!!!!!!   
  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:২১
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানের কথাগুলো তো দেখছি ভালোই। যতখানি হাগল মনে করছিলাম তার চাইতে একটু বেশিই হাগল অইয়া রইছে।
১৯|  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২৮
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২৮
আখেনাটেন বলেছেন: শায়মা বলেছেন: আখেনাটেন ভাইয়া....... তারকান মিয়ার গানা আমিও শুনলাম .....
হি ইজ গুড ইন বেলী ড্যান্স টু!!!!!! --- শুধু বেলী ড্যান্স না। উনার নাচের স্টাইলটাই অদ্ভুত। ল্যাটিন আমেরিকা-পূর্ব ইউরোপ-বলকান--রাশিয়া-মিডলইস্ট-র দুষ্টু মেয়েগুলো উনার এই নাচা ও গানা দেখে পাগল হয়ে গিয়েছিল দু দশক আগে।  
বলিউড-হলিউড সক্কলে উনার অনেক গানের সুর দিয়ে নিজেরা গানা বানিয়ে কামাই করেছে জোরছে। 'শিকদুম শিকদুম'(বলিউডের 'ধুম' মুভিতে মনে হয় ছিল) ও 'কিস কিস' গানতো রীতিমত বিপ্লব ঘটে ফেলেছে দুনিয়াই। 
তবে তার্কিশ এই তারকান ব্যাটার গাদুভুতু নাচটা আমি বেশি উপভোগ করি।  
  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:২৩
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই বেটার কেরিকেচার তাহলে দেখতে হয় দেখি।
২০|  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:০৫
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:০৫
ভুয়া মফিজ বলেছেন: অহনা একটা ভোরের পাখি, কিংবা ভোরের রং অথবা রাগ। কিংবা একটা স্বপ্নঘোর ঊষা। ভোর। অহনা আলেয়া কিংবা মরীচিকা। অহনা কে, তা সত্যিই জানি না। এইসব আবজাব কয়া বুঝ দেওনের কাম কি? 
অহনা সত্যি সত্যি আছে বইলাই মনে হয়, হের ফডো দেখতে মন চায়!!!  
 
  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫২
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভুয়া মফিজের যন্ত্রণায় দেখি ভুয়া মুশকিলে পড়া গেলো। 
এই নিন, একটা ভুয়া অহনার ফটুক। ভুয়া ডিমান্ড বলে কথা
  
 
২১|  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:৩৭
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অহনা কে, তা সত্যিই জানি না।  এসব ধানাই পানাইয়ে ভাবীকে ভুলানো যাবে বলে মনে হয়না  
  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:২৯
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা। মনে হচ্ছে আপনিও ভি ধরা খাইয়া বসে আছেন ঃ০
২২|  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:৪৭
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:৪৭
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।++
  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:২৭
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নীলপরি। আপনার নামের বানানটা খুব সূক্ষ্মভাবে পরখ করলাম। কোনোরকমে বাঁচা গেছে আর কী
২৩|  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:৫৬
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:৫৬
চাঙ্কু বলেছেন: আপনিও কুবিদের লাহান কথা বলা শুরু করছেন। অহনা আলেয়া, অহনা মরীচিকা - আবার হেতের লগে কথাও কন!! আলেয়া/মরীচিকার লগে মাইনষে কথা কয় কেমনে? আফসুস
  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:২৬
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হেতের লগে কথা কইতাম, এটা ঠিকই। এত কথার পরও হেতে যদি না বোঝে আমি তারে কী বুঝাইতে চাইতেছি, তাইলে আমি হেতেরে কীভাবে বোঝামু যে আমি তার কাছে কী চাইতেছি? আপনি কি বুঝতে পেরেছেন মিস্টার চাঙ্কু? কুবি তা আর সাধে হয় না কেউ। আমারেও কুবি বানাইয়া ছাড়ছিল। তাই খানিকটা কুবির মতোনই অভিনয় করতে হয় বৈকি
২৪|  ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:৫৪
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:৫৪
চাঙ্কু বলেছেন: এক্কেবারে ক্রিস্টাল পানির মত বুঝে গেছি আর আপনি আমার মেলাদিনের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। এতদিন ধরে ভাবতেছিলাম ব্লগে এত কুবি কই থাইক্কা আসে!! এখন বুঝলাম- তারা কুবি হয়ে আসে না, তাদেরকে কুবি বানানো হয়। আফসুস
  ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:০৬
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এখন বুঝলাম- তারা কুবি হয়ে আসে না, তাদেরকে কুবি বানানো হয়। আফসুস 
চোখে পানি চলে এলো- এই সহজ জিনিসটা যে আপনি এতদিন বুঝতে পারেন নাই, সেই দুঃখে। অনেক দেরিতে হলেও যে এটা বুঝতে পেরেছেন, তা দেখে ভালো লাগলো 
২৫|  ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ২:০৮
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ২:০৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: আমিও এমন প্লটে কিছু একটা লিখবো ভাবছিলাম। এন্ড্রোয়েড ফোন মার্কেটে আসার পূর্বে, নকিয়া মোবাইল দূরের অদেখা,  অচেনা, অজানা দুএকজন মানুষকে কিছুদিনের জন্য কাছে নিয়ে এসেছে; এমন মানুষের সংখ্যা নিতান্ত কম নয়। 
উপস্থাপন ভালো লেগেছে।
  ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:০৯
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এন্ড্রোয়েড ফোন মার্কেটে আসার পূর্বে, নকিয়া মোবাইল দূরের অদেখা, অচেনা, অজানা দুএকজন মানুষকে কিছুদিনের জন্য কাছে নিয়ে এসেছে; এমন মানুষের সংখ্যা নিতান্ত কম নয়।  ঠিক বলেছেন। মোবাইল ফোনই একটা নতুন দিগন্তের সূচনা করেছে।
আপনার প্লটটা শীঘ্র লিখে ফেলুন। 
ধন্যবাদ জুনায়েদ বি রাহমান।
©somewhere in net ltd.
১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১২:৫৮
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১২:৫৮
শায়মা বলেছেন: অহনা বনলতা সেন, অহনা সুরঞ্জনা, অহনা নার্গিস অথবা কখনও কখনও মৃন্ময়ী অবুঝ বালিকা ....