নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

কষ্টে আছে আইজুদ্দিন

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৯

নাম ছিল তার দোস্তগীর
সে ছিল এক মস্ত বীর
থাকতো সে খুব ব্যস্ত
রোজ সকালে কুয়োর পানি
উঠোনে সে সেঁচতো
পান্তা খেয়ে সেই পানিতে
তিড়িংবিড়িং নাচতো

আর কী কী সে করতো
শুনলে তোমার চোখটা হবে
একটা ভীষণ গর্ত
সারা গায়ে কাদা মেখে
আজব মতো সাজতো সে
রাতের বেলা সর্দিজ্বরে
খুকুর খুকুর কাশতো সে
ঘুমের ভেতর হাসতো
বড্ড জোরে ঘড়ঘড়ঘড়
নাক দুটো তার বাজতো

জানো, সে রোজ চাইতো কী?
দুধ কলা ভাত খাইতে কি?
ব্যাপারটা ঠিক তা না
তার ছিল এক গোপন ব্যামো
বলতে ছিল মানা।

সেই ব্যামোটা এই যে-
তার ছিল এক হুলো বেড়াল
বেড়ালটা আর নেই যে
সেই তো তাকে ঘুম পাড়াতো
সঙ্গে ছিল যদ্দিন
আজকে সে খুব কষ্টে আছে
যেন বা আইজুদ্দিন

১০ সেপ্টেম্বর ২০১৮

মন্তব্য ৪৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৩

সৈয়দ ইসলাম বলেছেন:
ভূত ভূত না পৃথিবীতে...

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মহান দার্শনিক ও চিত্রকর দমুহমা ললিখ পানি দিয়ে গোসল করতেন। জীবন ধারণের জন্য খাদ্য গ্রহণ করতেন এবং মনের ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে কথা বলতেন। আমরা তাহার কাছে চির ঋণী

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪০

টুটুল বলেছেন: সুন্দর ব্যঙ্গ কবিতা। ++++

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ টুটুল।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪২

বলেছেন: ভালোলাগলো পড়ে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মিস্টার ল

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! আইজুদ্দিন তাহলে ভীষণ কষ্টে আছে। কবিতায় ভালো লাগা ++।

শুভকামনা স্যার আপনাকে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নিয়মিত উপস্থিত হয়ে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ প্রিয় চৌধুরি ভাই।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

সৈয়দ ইসলাম বলেছেন:

আইজুদ্দিনের কথা বাদ দেন, আপনি কেমন আছেন? (কাইফা কালুকা?)

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হালুন তাইয়্যেবুন। কাইফা হালুকা ইয়া সৈয়দ ইসলাম?

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫১

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,




মোগো আইজুদ্দিনের কষ্ট
আম্নহে ছড়ায় করলেন নষ্ট,
আম্নহের দুরভিসন্ধি স্পষ্ট
ছড়ায় দেহি আম্নহে হইছেন ফাস্টো ..... ;) B-)

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

মোগো আইজুদ্দিনের কষ্ট
আম্নহে ছড়ায় করলেন নষ্ট,
আম্নহের দুরভিসন্ধি স্পষ্ট


হাহাহাহাহা। আমার দুরভিসন্ধি দেখি ধইরা ফালাইলেন :(

এই পাগলের ব্যামোটা ঠিক ধরতে পারছিলাম না; পরে হঠাৎ মনে পড়লো আম্নহের গল্পের কথা। অমনি আইজুদ্দিনরে আমার ছড়ায় বসাইয়া দিলাম।

তবে, আমার আইজুদ্দিন একটা ভেলুলেস বদ্ধ পাগল। আপনার আইজুদ্দিন পাগলের বেশে একজন দ্রষ্টা, যার দৃষ্টি খুব তীক্ষ্ণ ও প্রখর, যে মানুষের মগজে ঘা মেরে বিবেককে জাগ্রত ও পরিচালিত করতে সক্ষম।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা। আসলে চেষ্টা করি ব্লগে নিয়মিত হতে। কিন্তু সবসময় সেটা সম্ভব হয়ে ওঠে না। আর তাছড়া স্যার আপনার লেখনিতে আমি যে অমৃতরসের সন্ধান পেয়েছি। যে কারনে আপনার পোস্ট আমি যে মিস করতে চাই না।পাশাপাশি কমেন্ট করতে গেলে পোস্টটিকে ভালো করে পড়াটাও দরকার। যেমন দুদিন আগে আপনার সম্ভবত ফেবু সম্পর্কিত লেখাটা পড়ার তেমন সময় না থাকায় আর কমেন্ট করা হয় নি।

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা আপনাকে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমিও খুব একটা সময় যে পাই তা না, তবে যতটুকু সময় পাই, অনলাইনেই থাকি। আমার নেশা মূলত ফেইসবুক, ব্লগ আর ইউটিউব। গত কয়েক বছর ফেইসবুকে অ্যাক্টিভ থাকায় ব্লগে তেমন আনাগোনা ছিল না। বাট রিসেন্টলি ব্লগে বেশি সময় দেয়াতে ফেইসবুকে যাওয়া হচ্ছে কালেভদ্রে :(

আমার এটা জেনে খুব ভালো লাগছে যে আমার লেখা আপনার ভালো লাগছে। আমিও আপনার সারগর্ভ কমেন্ট পেয়ে খুব আনন্দিত ও আপ্লুত বোধ করি। আপনি একজন সুলেখক তা আপনার কমেন্টে ফুটে ওঠে।

আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা থাকলো চৌধুরি ভাই।

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০১

সৈয়দ ইসলাম বলেছেন:
আলহামদুলিল্লাহ আমি চমৎকার আছি ভাই।

আপনার কবিতাগুলো আসলেই রসাত্মক।
ভাল্লাগে খুব।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি বছর খানেকের জন্য সুদান ছিলাম। ওখানে আরবি ভাষা চলে। মাত্র তিনটি আরবি শব্দ দিয়ে আমি এক বছর পার করেছিলাম- সাদিক, কুল্লু খাসাছ এবং আরেকটা শব্দের কথা ভুলে গেছি :) ওদের সাথে আলাপ কালে একেকটা শব্দ জায়গামতো বলে ফেলে এমনভাবে গদগদ হাসি দিতাম, মনে হতো মাতৃভাষায় আড্ডা দিয়া না জানি কত আনন্দ পাইতেছি :) দাম-দস্তুর করতাম মোবাইলে টাকার অঙ্ক বসাইয়া :)

তো, আপনার কল্যানে আজকে আরেকটা শব্দ জানলাম- হালুন তাইয়্যেবুন। আমি ভালো আছি। আপনার কথাটা হবে কাইফা হালুকা। গুগলে সার্চ দিলাম এটার উত্তর কী হবে। গুগল মামাই উত্তর দিয়া দিল, আমিও শিখে নিলাম :)

আমার কবিতা রসাত্মক হতে পারছে জেনে আশ্বস্ত হলাম।

ভালো থাকবেন।

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৩

সনেট কবি বলেছেন: ভালোলাগলো পড়ে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সনেট কবি ফরিদ ভাই। শুভেচ্ছা।

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা দারুণ ছড়া গড়েছেন, আইজুদ্দিন সাহেব গেছে এবার ...

ছড়ায় ভালো লাগা রইল খুব

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ ভাই, আইজুদ্দিন সাহেবের কষ্টের শেষ নাই। একটার পর একটা লেগেই আছে :)

ধন্যবাদ নাঈম ভাই ছড়া পড়ার জন্য।

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৭

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ সুমন ভাই। ভালো থাকবেন।

১২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর করে মিল দিয়ে-দিয়ে লিখেছেন।
পড়ে আরাম পেলাম।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি যে পড়ে আরাম পেয়েছেন, এটা জেনে খুব আনন্দিত হলাম। পাঠককে পাঠে আরাম দেয়ার চাইতে বড়ো আক কী থাকতে পারে?

ধন্যবাদ রাজীব নুর ভাই।

১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭

এ.এস বাশার বলেছেন: কবিতায় ভালো লাগা জানবেন....

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ এ এস বাশার। শুভেচ্ছা।

১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৩

তানভীর তুর্য্য বলেছেন: ছড়াটা মধ্যে একটা বিষন্নতা আছে মনে হলো।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার সেন্স অসাধারণ। আমি জানি, শেষের দিকে একটা ট্রাজিক টোঞ্চলে এসেছে। আমি চেষ্টা করেছি প্রচুর এটা যাতে না হয়। এটা মূলত হাস্যরসের ননসেন্স রাইম

ধন্যবাদ আপনাকে।

১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৭

আখেনাটেন বলেছেন: আপনার এই সুকুমারীয় লেখাগুলো আমি বেশ ভালা পাই।

অাচ্ছা, টিকটিকি + মাকড়াসা = টিকড়াসা জাতীয় কিছু একটা লিখুন তো। আমি চেষ্টা করেছি। মাগার সফলকাম হই নাই। :P

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মাকড়সাকে কামড়ে দিয়ে পালাচ্ছিল টিকটিকি
আঁঠার জালে আটকে গেল টিকটিকিটা ঠিকঠিকি


বাকিটা দেখি স্বপ্নে টিকড়াসা নাকি মাকটিকি হয়

১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৫

চাঁদগাজী বলেছেন:


ছড়া লিখে কেহ কি সাহিত্যিক হয়েছেন?

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যিনি ছড়া লেখেন তিনি ছড়াকার, কবিতা লিখলে কবি, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ লিখলে তিনি গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, প্রবন্ধকার, ইত্যাদি। তাহলে সাহিত্যিক কে? যিনি সাহিত্য রচনা করেন তিনিই সাহিত্যিক। সাহিত্যের বিভিন্ন শাখার মধ্যে ছড়াও একটা। একজন সাহিত্যিক জীবনে সব শাখায়ই বিচরণ করেন, কিন্তু সে শাখায় তিনি অধিক ব্যুৎপত্তি লাভ করেন, তাঁকে মানুষ সেই শাখার স্পেশালিস্ট হিসাবেই চেনেন। রবিকাকা ও দুখুমামারে আমরা কবি বলি, সুকুমার রায়কে ছড়াকার, হুমায়ূন আহমেদ আর হুমায়ুন আজাদকে কী বলি?

১৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:০৪

উদাসী স্বপ্ন বলেছেন: আপনি ছড়াও লিখেন? আমি ভেবেছিলাম বড় কবি লেখকদের কাছে ছড়া লেখাটা একটা আন্ডাররেটেড কাজ!

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি ছড়াও লিখেন? হ্যাঁ, লিখলাম তো :(


আমি ভেবেছিলাম বড় কবি লেখকদের কাছে ছড়া লেখাটা একটা আন্ডাররেটেড কাজ!
ছোটোবেলায় তো দেখতাম রবিকাকা, দুখুমামারা ছড়াই লেখেন। বড়ো হইয়া দেখি, ছড়ার পাশাপাশি তারা কবিতাও লিখেছেন। আমার জানাশোনায় বা বোঝায় হয়ত ভুল ছিল/আছে :(

বড়োদের কাছে ছড়া লেখা আন্ডার/সুপাররেটেড যাই হোক, আমার কাছে যখন যেটা আসে, সেটা লিখেই আনন্দ পাই :)

ধন্যবাদ উদাসী ভাই।

১৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

নতুন নকিব বলেছেন:



মজার ছড়া।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নতুন নকিব ভাই।

১৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

জাহিদ অনিক বলেছেন:
নাম ছিল দোস্তগীর-- তার ছিল কালো বিড়াল-- পান্তা ভাত খেয়ে সে সেই পানিতে লাফাতো---
দুধ কলা খেতো সে, বিড়ালে ঘুম পাড়াতো;
বিড়াল টা নেই বলে দোস্তগীর তার নিজের কষ্ট খুজে পেল আইজুদ্দিনের মধ্যে------------
বাহ !
সুকুমার রায়ের পরে আপনিই এমন একটা রাইম নিয়ে এলেন।
চন্দ্রবিন্দুর চ, বেড়ালের তালব্য শ, আর রুমালের মা দিয়ে যেমন চশমা হয়। তেমনি পান্তা ভাতের দ, বিড়ালের স, কলার ত, আর কষ্টের গীর দিয়ে দোস্তগীর হয়ে গেল আইজুদ্দিন।
বেশ বেশ চমৎকার !

মেকুরের দুক্ষে আমি দুঃখিত

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুকুমার রায়ের পরে আপনিই এমন একটা রাইম নিয়ে এলেন। এ তো দেখি বিরাট সর্বনাশ হইয়া গেলো :( তবে, ছড়াকাররা সুকুমার রায়ের প্রভাব এড়াতে কোনোদিন পারবেন বলে মনে হয় না।


তেমনি পান্তা ভাতের দ, বিড়ালের স, কলার ত, আর কষ্টের গীর দিয়ে দোস্তগীর হয়ে গেল আইজুদ্দিন।
হাহাহাহা। সবকিছু দেখি নিপাতনেই ঘটে যাচ্ছে :)

মেকুরহীন জীবনের কষ্ট আপনি ছাড়া আর কে বুঝবে অমন করে?

অনেক ধন্যবাদ এত রসালো একটা কমেন্টের জন্য।

২০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৮

আশাবাদী অধম বলেছেন: আগেতো এইটা দেখি নাই? ঠ্যাঙের মুণ্ডুতে মেনশন করায় পড়ার সুযোগ হলো। সে যাই হোক আপনিতো এমনিতেই আমার কাছে চির কৃতজ্ঞ! ভবিষ্যতে আরো পানি দিয়ে গোসল করবেন এবং তিনবেলা শ্যাম্পু দিয়ে ঝালমুড়ি খাবেন আর আমার প্রতি ঋণী থাকবেন এই কামনায় লাইকু দিয়ে গেলাম।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আগেতো আপনার এই কমেন্টটা দেখি নাই? ঠ্যাঙের মুণ্ডুতে কমেন্ট করায় এখানে এটা পড়ার সুযোগ হলো। সে যাই হোক আপনিতো এমনিতেই আমার কাছে চির কৃতজ্ঞ! ভবিষ্যতে আরো পানি দিয়ে গোসল করবেন এবং তিনবেলা শ্যাম্পু দিয়ে ঝালমুড়ি খাবেন আর আমার প্রতি ঋণী থাকবেন এই কামনায় আপনার কমেন্টে লাইকু দিলাম।

২১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মজা পেলাম।

সব আইজুদ্দিনরাই কি কষ্টে থাকে।


+++++

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি ভাই, এটাই আসল কথা- সব আইজুদ্দিনরাই কষ্টে থাকে।

২২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩০

পদ্মপুকুর বলেছেন: বা বা বা, গত দশ তারিখেই তো সুকুমারের মৃত্যুদিবস ছিলো না কি? একেবারে সুকুমারীয় হয়েছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, ১০ তারিখেই তিনি জন্মেছিলেন। এটা সু-কুমারীয় হতে হলে কী কী করতে হবে তা যদি একটু বলতেন :)

শুভেচ্ছা নিতে ভুলবেন না যেন

২৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮

পদ্মপুকুর বলেছেন: ছি ছি ছি, কি বলেন এইসব বদ্দা! কবি লেখকদের কাছে সব কুমারীই সুকুমারী.... এমনকি কু-কুমারীরাও আপনার মত কবির কলমের শিল্পে সুকুমারীয় হয়ে যায়.... আমি আর নতুন করে কি বলবো?
:D
রিতু আরাশিগের কথা তো ভুলিনি...

ভালো থাকবেন, শুভ ব্লগিং

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হেহেহেহেহেহেহেহেহেহে

ব্যাখ্যাটা ভালোই দিয়েছেন

রীতু আরাশিগের কথা মনে রেখেজেন জেনে খুব ভালো লাগলো

ভালো থাকিয়েন বদ্দা

শুভ ব্লগিং

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.