নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
তালগাছে এক ষাঁড় উঠেছে
চিকন একটা মই বেয়ে
পাগলা খাঁসি খাচ্ছে খাবি
বিন্নি ধানের খই খেয়ে
বেজির সাথে লড়াই করে
বাঘটা ভীষণ হাঁপাচ্ছে
কানের ভেতর ডেঙ্গু মশা
সিংহটা তাই লাফাচ্ছে
মাকড়সাকে খামচি দিয়ে
পালাচ্ছিল টিকটিকি
আঁঠার জালে আটকে গেল
টিকটিকিটা ঠিকঠিকি
নদীর মাঝে একটা জাহাজ
আটকে গেছে রাত্রিতে
রাজহাঁসেরা করছে ফেরি
আটকে পড়া যাত্রীদের
থমকে পথে নায়ক রাজীব
রোজীর ছবি তুলছিল
দেখলো শেষে- সে নয় রোজী
দেখাতে তার ভুল ছিল
এই ছড়াটির মুণ্ডু বা ঠ্যাং
কিচ্ছু যদি পাও খুঁজে
বুঝবো তুমি বুদ্ধিমতী
খোঁপায় রাখো পান গুঁজে
১২ সেপ্টেম্বর ২০১৮
উৎসর্গঃ আখেনাটেন
আপনি যেরকম ছড়ার কথা বলছেন, যেমন হাঁসজারু, ইত্যাদি, ঐ কনসেপ্টে ওস্তাদজি অনেক পূর্বেই ছড়া লিখিয়া গিয়াছেন, তাই আর রিপিট করা হইল না
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি, উনি চোখে জবা ফুল দেখেছিলেন। ধন্যবাদ মিস্টার ল।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
স্রাঞ্জি সে বলেছেন:
পিচ্ছি টা কে?????
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভাগ্নে।
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২
পদাতিক চৌধুরি বলেছেন: রেস্পেক্টেড স্যার।
প্রিয় ফ্যারাওভাইকে অভিনন্দন।
হা হা হা ছড়া পড়ে আমারও ইচ্ছে করছে একটু খাবি খেতে । সুন্দর ছড়ায় মুগ্ধতা । ++
শুভেচ্ছা অফুরান।
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় চৌধুরি ভাই, অনেক ধন্যবাদ উপস্থিতির জন্য। আখেনাটেন গতরাতে হঠাৎ উদয় হলেন 'কষ্টে আছে আইজুদ্দিন' পোস্টে এবং জটিল একটা টাস্কিং করলেন, যা একমাত্র সুকুমার রায়ের পক্ষেই বাস্তবায়ন করা সম্ভব আমি সেই রাস্তায় না গিয়ে এ বস্তু প্রডিউস করেছি আর কী
ছড়ায় মুগ্ধ হয়েছেন জেনে আনন্দিত হলাম। ভালো থাকবেন।
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
আশাবাদী অধম বলেছেন: আমি বর্তমানে বাসায় বসে আরামে বাঘের লেজ দিয়ে কান চুলকাচ্ছি। কোন সমস্যা নেই তো? হাতে বাঘের লেজ তাই লাইক দিতে পারলাম না। এই কমেন্টটা কেমনে করলাম বলেন তো?
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাতে বাঘের লেজ তাই লাইক দিতে পারলাম না। এই কমেন্টটা কেমনে করলাম বলেন তো? একটা কৌতুকের কথা মনে পড়ে গেলো
আশা করি আপনার হাত-পা সবই আছে এবং খুব শক্ত ও মজবুত
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
আশাবাদী অধম বলেছেন:
বিশ্বাস হয়? ছবিটা আগের কমেন্টে দিতে ভুলে গেছিলাম।
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অধমের হাঁটুতে একটা ক্লিপবোর্ড দেখতে পাচ্ছি। সত্যিই, উনি কী দিয়া লিখিতেছেন?
৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
রাজীব নুর বলেছেন: হা হা হা---------
আপনার ছড়াতে কিভাবে যেন আমাকে নিয়ে এসেছেন!!!
ছোটবেলা ননন্সেস রাইম পড়তাম। অনেকটা সেরকম লাগলো।
পড়তে মজা লাগে। কিন্তু কোনো মানে দাঁড় করানো যায় না।
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার জন্ম যদি আর বছর পঁচিশেক পরে হতো, তাহলে আপনার বয়স আমার বড়ো ছেলের সমান হতো। কিন্তু আপনার বয়স আমার বড়ো ছেলের চাইতে পঁচিশ বছর বেশি হওয়াতে আপনি আমার চাইতে বড়ো হইয়া গেছেন। এই সারমর্মের উপর কি একটা কবিতা লিখতে পারবেন?
৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
রাকু হাসান বলেছেন: ছবি ছড়া দারুণ । ছবির সাথে ছড়ার ম্যাচিং চমৎকার ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছড়াটা লেখার পর মনে হলো এমন একটা ছবি তো আমার কাছে আছে
৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
রাজীব নুর বলেছেন: আপনি গান খুব পছন্দ করেন না? বিশেষ করে পুরোনো দিনের গান?
আপনি তো চশমা পড়েন। চশমায় পাওয়ার কেমন?
আমি মাঝে মাঝে অনেক কিছু বলতে পারি।
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহা। আপনি যে মাঝে মাঝে অনেক কিছু বলতে পারেন তা দেখে আমি সত্যিই মুগ্ধ অভিভূত ও বিবাহিত হইয়া গেলাম ভাই।
আপাতত এই গানটা শোনেন
৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৭
সাদা মনের মানুষ বলেছেন: ছড়া ছন্দ চমৎকার, বলতো দেখি অমত কার?
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আপনি যদি বলেন -খাসা
আমার তাতে মত আছে
পঁচা বলে মফিজ ব্যাটা
তবে ব্যাটা সৎ আছে
১০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৯
সাদা মনের মানুষ বলেছেন:
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আহা কফি!!! কত চেষ্টা করলাম অভ্যাস করার, কিন্তু কফি তো কফিই, পোড়া চা এজন্য অভ্যাসটা হলোই না শেষ পর্যন্ত যাই হোক, আপনি যেহেতু এত করে সাধছেন, খাব, খাব না কেন? অবশ্যই খাব। এবং অনেক অনেক ধন্যবাদও জানাবো কফির জন্য।
১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২১
সোহানী বলেছেন: বেচারা রাজীব ভাই আপনার সাথে সত্যিই কম্প্রোমাইজে আসতে চাচ্ছে। এইবেলা কিছু নগদে কিছু বিগদে নিয়ে বেচারাকে মুক্তি দেন। আর মুক্তির পার্টিতে রাজিব ভাই আমাদের ইনভাইট করতে ভুলবে না এটা নিশ্চিত.............
ওও মজারু থুক্কু গজারু ছড়ায় ভালোলাগা।
(বি:দ্র: আমার আকিকা কবে, মন্তব্য উত্তর দেখেননি বলে টাইম ফিক্স করছেন না..........)
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: না, ইয়ে, মানে, আমিই রাজীব নুর খানের সাথে কম্প্রোমাইজে আসতে চাইছি। উনারে কন আমারে মুক্তি দিতে। মুক্তি বিনে ভক্তি নাই
গজারু ছড়ায় ভালো লাগা দিবেনই। দিবেন না কেন? এটা তো আমার অধিকার
ও আচ্ছা, আকিকার ওখানে যাব শীঘ্রই। ওয়েট এন্ড ওয়েট অ্যান্ড দেন সি
১২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৩
বাকপ্রবাস বলেছেন: এমন ছড়া ছানাবড়া
পড়তে লাগে বেশ
ব্লগ পাড়ায় লাগল সাড়া
দারুণ পরিবেশ
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক চমৎকার বাকপ্রবাস।
আরে, এতদিন আপনার নাম পড়েছি বাকপ্রকাশ
ধন্যবাদ।
১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নদীর মাঝে একটা জাহাজ
আটকে গেছে রাত্রিতে
রাজহাঁসেরা করছে ফেরি
আটকে পড়া যাত্রীদের এটা ছাড়া সব অন্ত্যমিল চমৎকার হয়েছে।
গোস্তাকি মাফ করবেন-
নদীর মাঝে একটা জাহাজ
আটকে গেছে রাত্রে ফের,
রাজহাঁসেরা করছে ফেরি
আটকে পড়া যাত্রীদের।
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাহ, দারুণ মিলিয়েছেন তো! এটাও চমৎকার।
নীচে বোল্ড করা অংশ খেয়াল করুন।
নদীর মাঝে একটা জাহাজ
আটকে গেছে রাত্রিতে
রাজহাঁসেরা করছে ফেরি
আটকে পড়া যাত্রীদের
মূল অন্ত্যমিলটা হলো রাত্রিতে/যাত্রীদে। এখানে দুটোতেই তিন মাত্রা করে। আবার, রাত্রিতে/যাত্রীদের, এখানে 'দের' হওয়া সত্ত্বেও তিন মাত্রাই। ছড়ায় এ ধরনের অন্ত্যমিল সৃষ্টি হয়ে আসছে আদিকাল থেকেই। করা/খরা/ধরায়। এটা অন্ত্যমিলে গড়মিল না, ইচ্ছে করে কিংবা অর্থপূর্ণতার জন্য অতিরিক্ত একটা ধ্বনি বা মাত্রা যোগ করা হয়, এবং এই বৈচিত্রটুকু একটা আলাদা দ্যোতনা ও মাধুর্যের সৃষ্টি করে।
অনুপ্রাস বিচিত্রভাবেই করা যায়।
বলার কথা নয়
মামার ছিল হুলো বিড়াল
আমার ছিল পুষি
সুমির ছিল জুতোর ফিতা
রুমির ছিল খুশি।
ওদের ছিল ফুলের ঝুড়ি
রোদের ছিল সাথি
ঘরের ছিল পাটের দড়ি
পরের ছিল হাতি
সবাই গেল নদীর পাড়ে
গদাই কোথা র’লো?
কলার পাতে চড়ুইভাতি
বলার কিছু হলো?
৫ মার্চ ২০১২ রাত ২:৫০
ধন্যবাদ গিয়াস ভাই চমৎকার একটা সাজেশনের জন্য। ওটা এখন মগজ কামড়াচ্ছে।
১৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো লিখেছেন
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ছড়াটির মুন্ডু বা ঠ্যাঙ যদি বুুদ্ধিমতী কেউ খুজেঁ না পেয়ে বুুদ্ধিমান কেউ পায়? সে তাহলে কানের ফাঁকে বিড়ি গুঁজে রাখে
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
এক যে আছেন একটা মানুষ
লোকটা বেজায় বুদ্ধিমান
বোকা মানুষ নামটা রেখে
পান-সিগারেট কান দিয়া খান
১৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭
ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক সময় নিয়ে রিটিং কয়েকবার পড়েছি।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পড়তে কোনো সমস্যা হয় নি তো ?
১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৫
শায়মা বলেছেন: কবিতাগুলো পড়ে পড়ে সজারুর ভাই মজারু হয়ে যাচ্ছি ভাইয়া!!!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমিও ব্যাপারটা বোঝারু করে ফেললাম
১৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫
শান্তির দেবদূত বলেছেন: বাহ! দারুন তো!
পিচ্চিটাও কি জাহাজে আটকা পড়েছিলো? বেশ সাহসী পিচ্চি তো, একা একা ঘুরাঘুরি হচ্ছে?
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি ভাই। পিচ্চিটা জাহাজের পাইলট ওকে উদ্ধার করা হলো সবচাইতে জরুরি
ধন্যবাদ সাইফুল ভাই। শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২
ল বলেছেন: নায়ক রাজীবেরদেখাতে ভুল ছিল,,,, আইডল