নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

ছড়া

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১

যেদিকে তাকাই শব্দরা ওড়ে
ছড়ার কণারা ঝাঁকে ঝাঁকে
পাহাড়ের খাঁজে আকাশে ভূ-তলে
মেঘ ও নদীর বাঁকে বাঁকে

আমাদের গাঁয়ে তোমার শহরে
বাগানে, বাড়ির ছাদটাতে
ছড়ারা বিষম কুসুম ফোটায়
চাঁদ ঝলমল রাতটাতে

ফসলের মাঠে ঢেউয়ের বাতাসে
পাখিদের গানে গাছে গাছে
লাঙল জোয়ালে কৃষকের মুখে
ছড়াদের ফুল ফুটে আছে

ছড়া হয় রোজ ছাত্র মজুর
ঘাতক যানের সংঘাতে
কাঁটাতারে কত ছড়া ঝুলে থাকে
মাখিয়ে লোহিত রঙ তাতে

ঘাটে বন্দরে রাস্তার ধারে
ইস্টিশানের বস্তিতে
কত না করুণ ছড়ার ধ্বনিরা
ঘুমায় কপট স্বস্তিতে

কঙ্কালসার মাঝির দু হাতে
ছড়া জেগে ওঠে কেঁপে কেঁপে
রিকশাঅলাও রোজ ছড়া বোনে
প্যাডেলেতে পা চেপে চেপে

আরো কত ছড়া ছোটাছুটি করে
লাখো শ্রমিকের ঘাম বেয়ে
বাবার ওষ্ঠে ছড়া হেসে ওঠে
মৃত কন্যার দাম পেয়ে

বিধবা মায়ের কাফনে ছড়ারা
গুমরে গুমরে শ্বাস ফেলে
জঠরে যাদের ধরেছিল, তারা
গিয়েছে মায়ের লাশ ফেলে

আমার ছড়ার মানে নেই কোনো
কেন মানে খোঁজো সবখানে?
তাদের জন্য আমি ছড়া লিখি
যারা খুঁজে নেবে এর মানে।

১৪ সেপ্টেম্বর ২০১৮

মন্তব্য ৫২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬

মেহেদী হাসান হাসিব বলেছেন: সুন্দর হয়েছে

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ Mehedi Hasan Hasib

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ছোটাছোটি নাকি ছোটাছুটি?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ও হ্যাঁ, ছোটাছুটি ওটা। ধন্যবাদ রাজপুত্র।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৪

বাকপ্রবাস বলেছেন: মুগ্ধ আমি ছড়ায়
জয় হোক ছড়ার
এসো বুুক জড়ায়
ছড়া জীবন গড়ার

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমিও আপনার শ্লোক রচনার দক্ষতায় মুগ্ধ। ধন্যবাদ বাকপ্রবাস।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৪

এ.এস বাশার বলেছেন: মনমুগ্ধকর ছড়া......

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ এ.এস বাশার।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৫

স্রাঞ্জি সে বলেছেন:

ভাই লাইক না দিয়ে যাইতে পারলাম না।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও ধন্যবাদ না দিয়া পারা গেল না।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: তৃপ্তি সহ অনুভব করলাম। ভালো লেগেছে খুব।।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আব্দুল্লাহ্ আল মামুন।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন:

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি খুবই প্রীত হলাম আমাকে অনুসরণে নেয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ।

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩

সনেট কবি বলেছেন: সুন্দর হয়েছে

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় সনেট কবি ফরিদ ভাই।

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন:
মৃত প্রাণে কি জাগে ঢেউ
পাষানে কি জাগে প্রাণ
স্বার্থান্ধ নাগরিকতায়
অ-মূল্য ছড়ার সাতকাহন!

হারায় তারা যারা
আপনাতে বেভুল
মহাকালে রয় ছড়া
সময়ের স্বাক্ষ্য অতুল ।

+++

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই আপনার একটা বিরল বিশেষ গুণ, কবিতার কমেন্টে কবিতা সৃষ্টি করা, যা মূল কবিতাকে অনন্য সম্মান দান করে। আমি মুগ্ধ এই ছোট্ট অথচ অমূল্য টুকরোটি দেখে। অনেক ভালো লাগলো বিদ্রোহী। শুভেচ্ছা।

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় মান্যবরেষু,

আজকের ছড়াটি ঠিক ছড়া লাগলো না। প্রথম চারটি স্তবক পড়ে নিপাট ছড়ার আনন্দে পরের দুটি স্তবকে যেন বুকে ছুরি মারলেন । আর কিছু বলতে পারলাম না।

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা আপনাকে।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুপ্রিয় চৌধুরি ভাই, আপনার উপস্থিতি সবসময়ই আমাকে অনেক আনন্দিত করে।

আপনি নিজেই একজন লেখক, এবং জানেন, যে-কোনো লেখার পেছনেই একটা প্রণোদনা বা পটভূমিকা থাকে। আমরা হয়ত লেখকের লেখাটাকে একটা অর্থহীন নন-সেন্স টাইপ লেখা ভেবে বসতে পারি, লেখাটা খোঁড়াখুড়ি করে সাধারণ চোখে হয়ত আমরা কিছুই পাব না, কিন্তু একমাত্র লেখকই জানেন এর ভেতরে হয়ত একটা ভয়াবহ করুণ ইতিহাস লুকিয়ে আছে।

কখনো কখনো মস্তিষ্ক যেমন ব্লক হয়ে যেতে পারে, তেমনি মাঝে মাঝে সবকিছুতেই যেন লেখাগুলো অবিরাম লাফালাফি, ছোটাছুটি করে দেয়। আপনি যা কিছু চারপাশে দেখেন, তার মধ্যেই আপনার লেখার উপাদান মাথা চাড়া দিয়ে জেগে ওঠে। এগুলো যেমন সরল আনন্দের, আবার অনেক করুণও হয়ে থাকে এই উপাদানগুলো। পৃথিবীতে কত যে কষ্ট আছে মানুষ ও প্রাণিদের, আমরা তার কতটুকুই জানি?

ভালো থাকবেন চৌধুরি ভাই।

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর, শুভকামনা সবসময়।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ শুভ্র বিকেল। শুভ কামনা আপনার জন্যও।

১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

রাজীব নুর বলেছেন: আপনার লেখা এর চেয়ে ভালো ছড়া আগে পড়েছি। খুব হেসেছি।
এটা মোটামোটি।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। আপনার জন্যই আমি ছড়া লিখতে থাকবো। হাসির ছড়া আমারও খুব ভালো লাগে, যেহেতু হাসিখুশি থাকাটা আমার অভ্যাস।


কিন্তু, হাসির আড়ালে কত কিছুই না লুকানো থাকে, যা সবাই জানে না :(

১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০০

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সুমন ভাই। শুভেচ্ছা।

১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: এর মানে খুঁজে নিলাম।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এর মানে খুঁজে নেয়ার জন্য ধন্যবাদ।

১৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: এত্ত বড় ছড়া!
ভাল লাগায় পড়ে নিলাম
কাটিয়ে ভয় ও জরা।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি পড়েছেন এতেই আমি ধন্য
আপনি ছড়ায় অনন্য
অনেক অনেক শুভ কামনা আপনার জন্য

১৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

বলেছেন: মুগ্ধ

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মিস্টার ল

১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১০

শাহিন বিন রফিক বলেছেন:



চমৎকার ছড়া, খুব খুব ভাল লাগল।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হাহাহাহাহা। আপনার জন্যই আমি ছড়া লিখতে থাকবো। হাসির ছড়া আমারও খুব ভালো লাগে, যেহেতু হাসিখুশি থাকাটা আমার অভ্যাস।
কিন্তু, হাসির আড়ালে কত কিছুই না লুকানো থাকে, যা সবাই জানে না

সব মানূষের দুঃখ কষ্ট আছেই। দুঃখ কষ্টকে জয় করতে হবে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


ইয়ে---
আপনি আজি কী করেছেন সকালবেলা
জগিং করতে গিয়ে
এখন আমি সেই কথাটা বলে দিয়ে
ব্লগে ভাঙবো হাঁড়ি
- ভয় পেয়েছেন? থাক। জলদি করে ভাবীজানকে
নিয়ে আসুন বাড়ি 
নতুন একটা চিত্রনাট্য লিখতে যাচ্ছি আজ
নায়িকার নাম সুরভী, আর রাজীব নায়ক রাজ 

১৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৮

মনিরা সুলতানা বলেছেন: একজন লেখক সব সময় শব্দ কুড়ায়।
নির্মল প্রকৃতি , রাতজাগা চাঁদ , কঙ্কালসার মাঝি ,সমাজের অসংগতি সব খানেই লেখকের শব্দেরা অপেক্ষা করে আছে ।


লেখায় ভালোলাগা ভাইয়া।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

'প্রতিদিন কত খবর আসে জীবনের পাতা ভরে
জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে।'

আমাদের জীবনটা হলো অগুনতি ঘটনার সমারোহ। সীমিত অর্থে শুধু আমাদের দেশের কথা বিবেচনা করলে ১৭ কোটি মানুষের জীবনে প্রতিদিন কমপক্ষে ১৭ কোটি ঘটনার জন্ম হচ্ছে, যা খুশি ও বিষাদের মিশেল। আমাদের আত্মকেন্দ্রিক জীবনে নিজের বাইরে আর ক'জনেরটাই বা জানতে পারি? প্রতিটি ঘটনাই একেকটা নতুন কবিতা বা ছড়ার জন্ম দিচ্ছে। সেই ছড়াগুলো পাঠকের সামনে ধরা হলে কখনো কখনো হয়ত এর ভেতরের ইতিহাসটা পাঠক ছুঁতে পারেন না, তখন এটাকে ননসেন্স রাইম বলে মনে হওয়া স্বাভাবিক। কিন্তু একমাত্র এর রচয়িতাই জানেন, তিনি সত্যিকারে আবোল তাবোল কিছু লেখেন নি।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

২০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: সুন্দর ছিল ছড়াটা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ইব্‌রাহীম আই কে। শুভেচ্ছা।

২১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪২

জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ একটা ছড়া-কবিতা পড়লাম। এমন ছড়া পড়লে মনে হয় ছড়াতে শক্তিশালী বক্তব্য দেওয়া সম্ভব।
ছড়া লিখা বেশ পরিশ্রমের।

আমি ছড়াকে সবসময় সাহিত্যের হালকা চালের রসাত্মক মাধ্যম হিসেবেই জেনেছি। প্রাইমারী শেষ করে মাধ্যমিক শুরুতে আশেপাশের মানুষ নিয়ে দুএক লাইন লিখারও চেষ্টা করাতাম, যেমন:
"হাসু ভাই বড্ড পেটুক
খাবার ভালোবাসে
খাবার যদি সামনে পায়
গাল ফুলিয়ে হাসে।"

"মতলব আলী মিশু চাচা
মতলব ছাড়া পা বাড়ান না
টাকার গন্ধ নাকে এলে
কথাছাড়া হাটেন তিন গা।"

ছড়াতে শক্তিশালী বক্তব্য বা ম্যাসেজ থাকলে সেটা আর ছড়া থাকে বলে মনে হয় না।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছড়ার একটা সুর এবং ছন্দ আছে, যা কবিতার সুর ও ছন্দ থেকে পৃথক। কোনো কোনো ক্ষেত্রে ছড়া ও কবিতা সুর ও ছন্দে একাকার হয়ে যেতে পারে, তখন পদ্যটা ছড়া, নাকি কবিতা, তা নির্ণয় করা সত্যিই কঠিন হয়ে পড়ে। ছড়া চলে হলো দুলকি চালে। কবিতা গম্ভীর তালেও চলতে পারে, দুলকি তালেও চলতে পারে।

তবে, আমি মনে করি, কোনো লেখকই একেবারেই সারবত্তাহীন কোনো লেখা লেখেন না। হতে পারে, তাঁর বক্তব্য বিষয় তিনি লেখার মধ্যে ফুটিয়ে তুলতে পারেন নি, সেটা তাঁর ব্যর্থতা বা অদক্ষতা, কিন্তু মনের গভীরে তিনি নিশ্চয়ই কিছু একটা ভেবেছেন, যা প্রকাশ করতে চেয়েছিলেন লেখার মাধ্যমে।

আমি আবোল-তাবোল অনেক ছড়াই লিখি। সুকুমার রায় হলেন এগুলোর স্রষ্টা। তিনি যদিও এগুলোকে ননসেন্স রাইম বলেছেন, কিন্তু প্রতিটি ছড়ার মধ্যেই ব্যঙ্গের মাধ্যমে তিনি দেশ ও সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেছেন। নেহায়েত কিছু না থাকলেও অন্তত নির্মল বিনোদন দেয়াও একটা উদ্দেশ্য থাকতে পারে।

'খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে---' এ ছড়া কে লিখেছেন জানা নেই। কিন্তু এর ভেতরে বর্গিদের এ তল্লাটে আগমন ও অত্যাচারের ইঙ্গিত পাওয়া যায়, যা শতাব্দীর সাক্ষী হিসাবে রয়ে গেছে।

আপনার ছড়াগুলো শুধু ছড়াই না, আরো অনেক কিছু। এখানে মনুষ্য প্রবৃত্তিগুলো, সরল ও নির্মম দুটোই, খুব সাবলীলভাবে প্রস্ফুটিত।

শুভেচ্ছা রইল।

২২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮

জুন বলেছেন: আসলেই সব সময় ছড়ার মানে খোজা ঠিক না ছাই ভাই। তবে মানে না বলতে চাইলেও অর্থপূর্ণ ছড়াটি ভীষণ ভালোলাগলো।
তারপর কেমন আছেন দেশী ভাই? ভালোতো??
+

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তারপর কেমন আছেন দেশী ভাই? ভালোতো?? অনেক দিন পর এক পশলা বৃষ্টির মতো প্রশান্তি নিয়ে আমার দেশের আপুর উপস্থিতি। অনেক ভালো লাগলো আপু আপনাকে পেয়ে। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন এবং ছিলেন।

হ্যাঁ, সবকিছুতে অর্থ খোঁজা ঠিক না, যদিও আমি যা কিছু পড়ি, নিজের মতো করেই বোঝার চেষ্টা করি। সেই বোঝা যে লেখকের সাথে মিলে যাবে তা না, লেখক তার মতো করে বলেছেন, আমি আমার মতো করে বুঝে নিই। কিন্তু অনেক সময় কিছুই উদ্ধার করা যায় না, বিপত্তি লাগে তখনই। তখনই লেখকের চৌদ্দ গুষ্টি উদ্ধার করি, নিজের মাথার চুলও ছিঁড়ি :) কিন্তু আমি নিশ্চিত, লেখক একটা কিছু সামনে রেখেই ওটা লিখেছেন, যা আমার মগজে ঢুকছে না।

আপনাকে দেখে ভালো লাগলো আপু। মাঝে মাঝে আপনার দেখা পাই আজকাল, সবসময় তো পাই না :(

শুভেচ্ছা রইল দেশি আপু।

২৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২০

চোখেরে কাঁটা বলেছেন: খুব সুন্দর।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ চোখের কাঁটা।

২৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

জাহিদ অনিক বলেছেন:

বাহ ! চমৎকার ছড়া।
যারা অর্থ খুজে নিতে পারে তারা নিশ্চয়ই খুজে নেবে

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জাহিদ অনিক। এটাই কথা- যারা অর্থ খুজে নিতে পারে তারা নিশ্চয়ই খুজে নেবে

২৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

সেলিম আনোয়ার বলেছেন: মানে ছাড়া ছড়া
দেয়না মাথায় ধরা।

হাসিতে হাসিতে ফুল মাটিতে পড়িল।
এইটা লিখতে হবে ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রহিল প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।

২৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯

মলাসইলমুইনা বলেছেন: টুকরো টুকরো ঘটনার ছড়াছড়িতে ছড়ার ভালোলাগার মানেটাই খুঁজে নিলাম আর টুকরো কাহিনীর গাথনে গড়া ছড়ায় পূর্ণাঙ্গ ভালোলাগা |

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর বলেছেন। ধন্যবাদ নাইমুল মলাসই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.