নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
মনের ভেতর যত ক্ষোভ, মান আর অভিমান এতকাল ধরে জমতে জমতে দানা বেঁধে গিয়েছিল, পাকস্থলি নিংড়াইয়া সবখানি ঢেলে দিয়ে বিশালাকৃতির স্টেটাস লিখলেন কামালুদ্দিন পাগাম সাহেব। সকালে ঘুম থেকে উঠে যথানিয়মে শোওয়া অবস্থায়ই মোবাইল খুলে নিজের টাইমলাইনে এটা পড়তে পাবেন স্ত্রী। যে-কথা মুখ ফুটে বলতে দ্বিধা ছিল এতকাল, কিংবা তার সাহসে কুলোয় নি বলতে, তা ফেইসবুকে পড়ে যদি স্ত্রীর বোধোদয় হয়, সেই উদ্দেশ্যেই প্রতিবাদ প্রকাশের এই অভিনব উদ্যোগ।
শেয়ার করার আগে পাশে নাক ডেকে ঘুমমান স্ত্রীর দিকে তাকালেন। আবছা অন্ধকারেও তার কুটিল ডাইনি চেহারাটা বিকটভাবে খা-খা করছে। 'হিহহ' বলে ছোট্ট একটু শব্দ করলেন। তারপর কন্ট্রোল প্লাস 'এ' চেপে খটট্ শব্দে সমগ্রটা ডিলিট মারলেন। এরপর সবকিছু গুছাইয়া মশারির ধারগুলো সুন্দর কইরা গুঁইজা দিয়া বাতি নিভাইয়া শুইয়া পড়লেন। কাগুজে প্রতিবাদে কোনো কাজ হয় না। সাপের বিষদাঁত কীভাবে ভাঙতে হয় তা ভাবতে ভাবতে কামালুদ্দিন পাগাম সাহেব ঘুমের অতলে তলাইয়া গেলেন।
১৩ মার্চ ২০১৯
২৩ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি পোস্টটি আবার এডিট করুন। বাম পাশে 'নতুন ব্লগ লিখুন'-এর নীচে একটা মেনু আছে 'পোস্টটি প্রকাশিত হবে'- তার নীচে টিক মার্ক আছে কিনা কনফার্ম করুন। না থেকে থাকলে টিক মার্ক দিয়ে সেইভ করুন। কাজ হলো কিনা দেখুন। এটা ছাড়া আর কোনো সমস্যা হওয়ার কথা না (যেহেতু আপনি কোনো ওয়ার্নিং পান নি)।
কমেন্টের জন্য ধন্যবাদ মুক্তা।
২| ২৩ শে মার্চ, ২০১৯ দুপুর ২:০০
আমি মুক্তা বলেছেন: ধন্যবাদ ছাই ভাই, পরামর্শটা দেখার আগে ঠিক এই প্রসেসটাই করলাম তো এবার এসেছে। যাহোক পোষ্টটি প্রকাশিত হবে' টিক চিহ্ন আগেও ছিল এখনও রয়েছে। হয়ত কোন টেকনিক্যাল প্রবলেম ছিল।
যাহোক সুন্দর পরামর্শের জন্য আন্তরিক ধন্যবাদ।
২৩ শে মার্চ, ২০১৯ দুপুর ২:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আরেকটা বিষয় আছে। আপনি পোস্ট করার সাথে সাথেই লেখাটা প্রথম পাতায় আসে না, কিছুটা সময় নেয়। এটা টেকনিক্যাল কারণে, নাকি এভাবেই সেটিং করা তা জানা নাই। আমার ক্ষেত্রে এরকম বহুবার ঘটার পর ব্যাপারটা নজরে আসে।
যাই হোক, আপনার পোস্ট প্রথম পাতায় চলে এসেছে জানতে পেরে আশঙ্কামুক্ত হলাম
৩| ২৩ শে মার্চ, ২০১৯ দুপুর ২:১১
রাজীব নুর বলেছেন: মন ভালো করার একটাই রাস্তা আছে। আর তা হইলো অন্য কারো মন খারাপ কইরা দেওয়া।
২৩ শে মার্চ, ২০১৯ দুপুর ২:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো আইডিয়া। এটাও একটা দারুণ প্রতিশোধ!!
৪| ২৩ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৫২
চাঁদগাজী বলেছেন:
স্বামী যদি আগুন জ্বালে, পানি ঢালার লোকও পাওয়া যাবে ফেসবুকে; তখন বুঝা যাবে, কে হেরেছে! গল্পের পছেনে আিডিয়া শক্ত মনে হচ্ছে না।
২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্বামী যদি আগুন জ্বালে, পানি ঢালার লোকও পাওয়া যাবে ফেসবুকে; তখন বুঝা যাবে, কে হেরেছে! হেহেহেহে। কথা কিন্তু সত্য।
গল্পের পছেনে আিডিয়া শক্ত মনে হচ্ছে না। শক্ত হোক বা দুর্বল, কিছু একটা আইডিয়া তো পাইলাম।
আচ্ছা, স্বামী-স্ত্রী'র বাইরে কি অন্য কিছু ভাবা যায় এ গল্পটা নিয়া? ছোট্ট একটা ক্লু দিচ্ছি- এটা একটা রূপক। লাস্ট দুই লাইন দ্রষ্টব্য
ধন্যবাদ চাঁদগাজী ভাই। শুভেচ্ছা।
৫| ২৩ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৫৫
মা.হাসান বলেছেন: খলিল ভাই, আপনি যে এই রকম পোস্ট দিছেন তা কি ঘরের লোক জানে? যা হোক হাসপাতাল গেলে খবর দিয়েন, দেখা করে আসবো।
২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। ভয় পাওয়াইয়া দিলেন যে বড়ো!!! এখন আমি কী করিব, উপায় বাতলে দিন
৬| ২৩ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:১১
শায়মা বলেছেন: সাপের বিষদাঁত সাড়াশী চেপে তুলতে হয়!
২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহাহা।
৭| ২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮
কথার ফুলঝুরি! বলেছেন: যাক শেষ পর্যন্ত যে স্বামী ফেসবুকে ন্যাকামি করেনি । ইহা তো এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার, যার কথা তাকে সরাসরি না বলে ফেসবুকে প্যান প্যান সাহস থাকেতো সামনে যা বলার বল
সাপের বিষদাঁত ভাঙতে না পারলে তাকে ঘুম পাড়িয়েও রাখা যায় তবে ঘুম পারাবো কিভাবে সেটাও তো চিন্তার বিষয়
২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমিও তাই বলি- প্যান প্যান ঘ্যান ঘ্যান করার কী দরকার? সাহস থাকে তো সামনে দাঁড়াও।
সাপের জন্য ঘুম পাড়ানির দাওয়াই আছে নাকি? থাকলে ভালো হইতো জাতির জন্য
৮| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ১০:১৫
মাহমুদুর রহমান বলেছেন: বেচারা কামালুদ্দিন পাগাম সাহেব।
২৪ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পাগাম সাহেবের চিন্তায় আমার ঘুম নাই
৯| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ১০:৫১
মা.হাসান বলেছেন: একি কথা শুনি আজ মন্থরার মুখে!
আপনি দুদিন আগেও বলেছেন 'আশা করেন' সব ঠিক হয়ে যাবে। কাজেই শেষের দু লাইন অন্য ভাবে দেখার চিন্তাই করিনি।
কি এমন ঘটে গেল দুই দিনে যে আপনি কাগুজে প্রতিবাদ বাদ দিয়ে বিষদাঁত ভাঙার কথা বলছেন!
২৪ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সেকেন্ডে কত কিছু ঘটে যেতে পারে, আর তো দুই দিন- সে অনেক লম্বা সময়
যাই হোক, আবার আসার জন্য ধন্যবাদ আপনাকে
১০| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৫
শামীম আহ্মেদ বলেছেন: দারুন,
©somewhere in net ltd.
১| ২৩ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৪৭
আমি মুক্তা বলেছেন: হুম, দারুণ লাগলো গল্পকণিকা! যখন কোন প্রতিবাদের ভাষা কাজ করেনা তখন সর্বোত্তম প্রতিবাদ হলো নীরবতা!
আচ্ছা একটা ব্যাপার আমি একটা পোষ্ট করলাম আজ সকাল ১১.১৪ মিঃ বাট সেটা কোনভাবেই প্রথম পৃষ্ঠায় আসছে না কেন বলতে পারেন? স্ট্যাটাস সেফ, কোনো নোটিফিকেশনও নেই। গল্প ছাড়া একটা টেষ্ট পোষ্ট দিলাম সেটা এল, কিন্তু গল্পটা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না।